14/10/2025
লাকি আক্তার প্রসব জনিত জটিলতায় ময়মনসিংহ মেডিকেল কলেজ এ ভর্তি হলে ডায়াগনোসিস হয় জরায়ু ফেটে বাচ্চা মারা গিয়েছে। এতে প্রচুর রক্তপাত হয় এবং ইমার্জেন্সি অপারেশন করা হয়। অপারেশনের কিছুদিন পর থেকে রোগীর মাসিকের রাস্তাদিয়ে সব সময় প্রস্রাব ঝরতে থাকে। এই সমস্যা নিয়ে আমার কাছে আসার পর দেখতে পাই রোগীর মাসিকের রাস্তার সাথে ইউরেটারের একটি অস্বাভাবিক যোগাযোগ তৈরি হয়েছে। যাকে মেডিকেল এর ভাষায় বলে ফিস্টুলা। এই সমস্যার সমাধান হল ইউরেটার কেটে মূত্র থলিতে পুন সং্যোজন করা। যাকে মেডিকেল এর ভাষায় বলা হয় Ureteroneocystostomy.
আলহামদুলিল্লাহ নেত্রকোনায় প্রথমবারের মত এই Ureteroneocystostomy অপারেশন টি করেছি। দীর্ঘ ৩ ঘন্টার জটিল অপারেশন এর পর রোগীকে
মাসিকের রাস্তাদিয়ে প্রস্রাব ঝরার মত একটি বিরক্তিকর সসম্যা থেকে মুক্তি দিতে পেরেছি, এজন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া।
আমার সাথে টিম হিসেবে এই অপারেশন এ ছিল
ডা: মাজেদুর রহমান, ইউরোলজি বিশেষজ্ঞ
ডা: শাহীন সুলতানা , গাইনি বিশেষজ্ঞ
ডা: মাজহারুল ইসলাম মাজু, এনেস্থেসিওজিস্ট
ডা: কনক।