05/03/2021
এক জীবনে পুরুষকে কত দায়িত্বশীল হতে হয় আমরা তা জানি এবং বুঝি! নিজের প্রতি, পরিবারের প্রতি, সমাজের প্রতি, সর্বোপরি নিজ নিজ পেশার প্রতি। নিতে হয় অনেক প্রতিযোগিতামুলক সিদ্ধান্ত, এগিয়ে যেতে হয় এবং অনেককে এগিয়ে নিতে হয়। তাই দায়িত্বশীলতার সাথে প্রত্যেক পরুষেরই উচিৎ নিজের শরীর ও মনের প্রতি গভীরভাবে খেয়াল রাখা। একটি সুস্থ পুরুষালী দেহ এবং মন একজন শক্তিশালী পুরষের সুস্থতার ও বিজ্ঞতার পরিচায়ক, সাথে সাথে মর্যাদাপূর্ণ এবং চমৎকার ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ। পুরুষালী শরীর নির্দিষ্ট গঠনে ধরে রাখা, সুস্থ ও শক্তিশালী রাখা, প্রজনন স্বাস্থ্যকে লম্বা সময় পর্যন্ত সমুন্নত রাখা একটি বড় চ্যলেন্জ। প্রোটিন, ফ্যট, কার্বস, প্রয়োজনীয় মিনারেলস, ভিটামিন আরো কত উপাদানের সমন্বয় সাধন করতে হয়! সত্যিই ঝামেলাপূর্ণ কাজ। ইমিউনিটিকে ব্যলেন্স রাখা, মেটাবলিজম ব্যলেন্স রাখা, হরমোনকে ব্যলেন্স রাখা যেমন টেস্টোস্টেরনের মাত্রাকে সমুন্নত রাখা, শরীরের রিজেনারেশন প্রক্রিয়াকে চলমান রাখা, স্ট্রেসকে ব্যলেন্স রাখা একটি সুস্থ ও শক্তশালী পুরষালী দেহের জন্য খুবই প্রয়োজনীয় ।
হার্বস বা ভেষজ আমাদের দেহের প্রয়োজনী মিনারেলস্, নিউট্রিয়িয়েন্টস এবং ভিটামিনস এর সমন্বয় সাধন করতে অথবা ঘাটতি পুরনে চমৎকার ভুমিকা রাখতে পারে, তার মধ্যে এডাপ্টোজেনিক ধরনের হার্বস যেমন, সফেদ মুসলি আরো চমৎকারভাবে পুরুষের শরীরের প্রয়োজনীয় মিনারেলস্, নিউট্রিয়িয়েন্টস এবং ভিটামিনস এর ঘাটতি পুষিয়ে দিতে পারে, বাড়াতে পারে টেষ্টোস্টেরন লেভেল, বাড়াতে পারে প্রজনন স্বাস্থ্যের উর্বরতা, সর্বোপরি; বাড়াতে পারে পুরুষালী শক্তি এবং পুরুষালী দেহ।
আপনি যে কোন প্রয়োজনেই সফেদমুসলি খাওয়ার আগে আমাদের হার্বালিষ্ট এর সাথে কথা বলে নিতে পারেন, পেতে পারেন সফেদ মুসলি সম্পর্কে বিস্তারিত ধারনা এবং এর ব্যবহারের প্রকৃত নিয়ম ও পদ্ধতি। যোগাযোগ করুন What's App নম্বরে অথবা আমাদেরকে মেসেজ করুন।