Dr. Mridul Deb Nath

Dr. Mridul Deb Nath নাক কান গলা বিষয়ক বিভিন্ন রোগের প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে জনগনকে সচেতন করা আমি সৌভাগ্যবান , কারন আপনার সেবা করার সুযোগ পেয়েছি।

28/09/2025

২৮.০৯.২৫
নেত্রকোণার ইতিহাসে এই প্রথম এন্ডোস্কোপিক মূত্রনালীর পাথর অপারেশন।
একই সাথে একই ওটিতে কানের পর্দার অপারেশন।

এটা....ই বাস্তব.......

ধন্যবাদ বন্ধু ডা: খান ফজলুল বারী ইভান এবং ডা: মাজহারুল আমিন ( অবেদনবিদ )।

মিশন হাসপাতাল
কুরপাড়, নেত্রকোণা।

শেয়ার করে আমাদের নেত্রকোণার স্বাস্থ্য বিভাগের এই অগ্রগতি সবাইকে জানিয়ে দিন।

২৩/০৯/২৫আজ জেলা সদর হাসপাতাল,  নেত্রকোণায় বিনামূল্যে  নাক কান গলা বিভাগের ২ টি অপারেশন সম্পন্ন হয়।একটি টনসিল অপারেশন এবং...
23/09/2025

২৩/০৯/২৫
আজ জেলা সদর হাসপাতাল, নেত্রকোণায় বিনামূল্যে নাক কান গলা বিভাগের ২ টি অপারেশন সম্পন্ন হয়।

একটি টনসিল অপারেশন এবং একটি ঠোঁটের টিউমার অপারেশন।

অপারেশন টিম:
ডা: অলি উল্লাহ ( জু.ক : নাক কান গলা, প্রধান সার্জন )
ডা: খান ফজলুল বারী ইভান ( অবেদনবিদ )
ডা: মৃদুল দেব নাথ
ডা : প্রমি ( ইন্টার্ন চিকিৎসক )
ঝুমা আক্তার ( এস এস এন, ওটি ইনচার্জ )
আকিজ, খাদিজা ( মেডিকেল টেকনেশিয়ান এনেস্থিসিয়া ) আরো উপস্থিত ছিলেন
সহ. অধ্যাপক. ডা: জুবায়দুল হক স্যার।

21/09/2025

আজ আসলেই আমি হতাশ....
কেন জানেন????

১। সদর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের পানির ট্যাপগুলো চুরি হয়ে গিয়েছে ( রোগীর ভোগান্তি )।

২। গাইনী ওটি কমপ্লেক্সের ভিতর ফাকা জায়গায় রোগীর লোক রাতের বেলায় প্রসাব করে ভাসিয়ে রেখেছে। ( সেবাদান ব্যহত)

৩। গাইনী ওটির প্রি অপারেটিভ রুমে রাতের বেলায় পুরুষ মানুষের ভিড়, আড্ডা, রাতে ওখানেই ঘুমায়। আমি নিজেই দেখেছি।( কিছু বললে ঝগড়া বাধে, কারন লোকাল মানুষ )।

৪। ভি আই পি কেবিনের সামনে একটা রুম ফাকা রাখা হয়েছিল রোগীর লোকজনের বিশ্রামের জায়গা হিসেবে। ওটাতে হেগে মুতে একেবারে নষ্ট করে ফেলেছে। সামনে দিয়ে যাওয়াই দায়।

৫। একজন রোগীর সাথে প্রতি বেডে গড়ে ৫ জন লোক বসে থাকে। কিছু বলা যায়না, বললেও শোনেনা। এমনকি নিজেদের মাঝে ঝগড়াও করে ( গতকাল প্রত্যক্ষ করেছি)।
সকলেই হাসপাতালে এসে রোগীর সাথে খাবার খায়। ময়লা সব বেসিনে ফেলে। ( সেবার পরিবেশ নষ্ট )।

৬। পানের পিক ফেলে পুরো হাসপাতালটাকেই রাঙিয়ে দিয়েছেন হাসপাতালে আগত সেবাপ্রার্থীরা।

৭। একটা খবর দিয়ে শেষ করছি...
আজ পুরাতন গাইনী ওয়ার্ডের ১৩ টি ফ্যান চুরি হয়েছে।

আপনাদের কাছ থেকে এসকল সমস্যার সমাধানে গঠনমূলক আলোচনা আশা করছি।

16/09/2025

১৬.০৯.২৫
রোগীর ৩৫,০০০/- টাকা বাঁচিয়ে দিলাম।

আজ নেত্রকোণা সদর হাসপাতালে নাক কান গলার ৪ টি অপারেশন সম্পন্ন করলাম।
টিমের সদস্য :
ডা: মৃদুল দেব নাথ ( প্রধান সার্জন)
ডা: ইভান ( অবেদনবিদ )
ডা: রায়হান ( সহকারী সার্জন)
ঝুমা আক্তার (এস এস এন, ওটি ইনচার্জ )
আকিজ, খাদিজা (মেডিকেল টেকনেশিয়ান এনেস্থিসিয়া)

11/09/2025

রোগীর প্রশংসা...
আমার অনুপ্রেরণা..

জীবনে আর কিছু চাইনা...

09/09/2025

০৯.০৯.২৫
নেত্রকোণা সদর হাসপাতালে প্রথমবারের মত নাকের বাঁকা হাড়ের অপারেশন সম্পন্ন করলাম।
এছাড়াও ২ টি কানের লোকাল অপারেশন সম্পন্ন করলাম।

অভিজ্ঞতা রোগীর নিজের মুখ থেকেই শুনুন।
শেয়ার করে সবাইকে সচেতন করুন।

02/09/2025

০২.০৯.২৫
নেত্রকোণা সদর হাসপাতালে আজ ৪ টি অপারেশন সম্পন্ন করলাম।
সেবা নেয়ার অভিজ্ঞতা রোগীর নিজের মুখ থেকেই শুনুন।

শেয়ার করে নেত্রকোণা বাসীকে জানিয়ে দিন।
যেন কেউ হয়রানির শিকার না হয়।

26/08/2025

২৬.০৮.২৫
নেত্রকোণা সদর হাসপাতালে এই প্রথম নাক কান গলার অপারেশন।

আরেকটি স্বপ্নের বাস্তবায়ন।
বিনামূল্যে অপারেশনের জন্য যোগাযোগ করুন
নাক কান গলা বহির্বিভাগ
সদর হাসপাতাল, নেত্রকোনা।

শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।

কানের পর্দার অপারেশনের পূর্বের এবং পরের অবস্থা। কানে অনেক কম শুনতে পেতেন, অপারেশনের পর এখন অনেক ভাল আছেন।আনন্দের বিষয় এই...
24/08/2025

কানের পর্দার অপারেশনের পূর্বের এবং পরের অবস্থা।
কানে অনেক কম শুনতে পেতেন, অপারেশনের পর এখন অনেক ভাল আছেন।

আনন্দের বিষয় এই অপারেশন নেত্রকোণায় সম্পন্ন করেছি।

বিশ্বের অন্যতম আধুনিক স্কিল ল্যাব।সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল। অনেক নতুন অভিজ্ঞতা হচ্ছে।
16/08/2025

বিশ্বের অন্যতম আধুনিক স্কিল ল্যাব।
সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল।

অনেক নতুন অভিজ্ঞতা হচ্ছে।

"Basic Temporal Bone & Advanced Hearing Implant Course"Singapore General Hospital.
16/08/2025

"Basic Temporal Bone & Advanced Hearing Implant Course"
Singapore General Hospital.

কানের অপারেশনের উপর উচ্চতর প্রশিক্ষণের জন্য আগামী এক সপ্তাহ সিঙ্গাপুরে অবস্থান করব। সকলের দোয়া, আশীর্বাদ কামনা করি।সাময়ি...
12/08/2025

কানের অপারেশনের উপর উচ্চতর প্রশিক্ষণের জন্য আগামী এক সপ্তাহ সিঙ্গাপুরে অবস্থান করব।
সকলের দোয়া, আশীর্বাদ কামনা করি।
সাময়িক অসুবিধার জন্য দুঃখিত।

Address

মিশন হাসপাতাল, কুরপাড় , নেত্রকোণা।
Netrokona

Opening Hours

Monday 17:00 - 19:30
Tuesday 17:00 - 19:00
Wednesday 17:00 - 19:00
Thursday 17:00 - 19:00
Friday 09:00 - 19:00
Saturday 17:00 - 19:00
Sunday 17:00 - 19:00

Telephone

+8801717362266

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Mridul Deb Nath posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Mridul Deb Nath:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category