15/09/2025
মেডিকেলের স্টুডেন্টরা -
👩🏻⚕️: 1st year : আমি Cardiac surgeon হবো।আমি Neurosurgeon হবো।
👨🏻⚕️: 3rd year: ভাই এক সাথে কি Surgery and Medicine এ FCPS করা যায়? আমি করতে চাই।
👩🏻⚕️: 5th year : ভাই FCPS এ বেশি income না MD/MS এ বেশি income ?
👩🏻⚕️Intern : ভাই আগে BCS দিবো নাকি Post graduation?
👨🏻⚕️ After 1 year of Internship: ভাই একটা ক্ষ্যাপ হবে?
-ডা: সওগাত এহসান