
23/09/2024
বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে স্বাস্থ্যপরামর্শ ও প্রয়োজনীয় ঔষধ প্রদানের মধ্য দিয়ে সপ্তগাঁও ব্লাড ডোনার এসোসিয়েশন এর উদ্যোগে আয়োজিত ৩দিন ব্যাপী 'ফ্রি মেডিকেল ক্যাম্প' এর কার্যক্রম আজকে সফলভাবে সম্পন্ন হয়েছে।
সর্বমোট সেবাগ্রহণকারী:
মুরাইম উত্তর, মুরাইম দক্ষিণ ও মুটকী - ২৩০ জন
রুদ্ররামপুর - ১৫০ জন
মানিকপুর দক্ষিণ - ১১৮ জন
মানিকপুর উত্তর - ১০২ জন
মনোহরপুর - ১১৮
চাঁদপুর, চান্দিয়াপাড়া ও হোসেনপুর - ৮৭ জন
সর্বমোট = ৮০৫ জন