15/03/2023
#যাদু_বান_কুফরি_ও_বদনজর_থেকে_মুক্তি-
আল কোরআন ও হাদিস আমাদের সব। আমি সর্ষিনা ভক্ত, সেই ফুরফুরা খলীফা ময়েজউদ্দিন হামিদ রহ এর লেখা বই থেকে দেওয়া হয়েছে - ঃ
আক্রান্ত হওয়ার লক্ষণ- শরীর জ্বলবে, পেট জ্বলবে,প্রচুর বমি, অচমকা ভয় করবে,দ্রুত শুকিয়ে যাবে, ঘুমাইলে হাতি, ঘোড়া, কবর, দাফনের কাপড়, খাটিয়া, মরা লাশ, ঝুলন্ত লাশ এসব দেখতেবে স্বপ্নে, ঘুম হবে না, মাথায় অসহ্য যন্ত্রনা হবে, সবার সাথে অস্বাভাবিক আচরণ করবে। আস্তাগফিরুল্লাহ ,, যাদুকর কাফের রা এতটাই খারাপ যাদু কুফরি করে বিভিন্নি কুফরি কথা বার্তা দ্বারা, শয়তান কে খুশী করে অন্যের পিছে লাগিয়ে দেয়, মানুষের ক্ষতির চেষ্টা করে।
এজন্য এইটা তৈরী করেছি, তাই এখানেও দিলাম। এই পদ্ধতিতে যতো শক্তিশালী যাদুই হোকনা কেনো পরাস্ত হবে ইনশাআল্লাহ। তাবিজটা মাস খানেক রাখবেন ইনশাআল্লাহ, কোনো মাদুলি কিনে ভিতরে দিনেন, অথবা পলিথিন কাগজ দিয়ে ওপরে পেচবেন যাতে গোসলের সময় তা নষ্ট না হয়ে যায়। ইনশাআল্লাহ
আর নিরাপত্তার জন্য তোমরাও সকাল সন্ধ্যায় ১ বার আয়াতুল করুছি + ৩ বার ইখলাস + বার ফালাক + ৩ বার নাস পড়িও এবং নিজ শরীরে ফু দিও-ইনশআল্লাহ আল্লাহ হেফাজত করবেন। এবং নিম্নোক্ত তাবিজ ৭ টা কাগজে লিখবেন জাফরান কালি দিয়ে, না পারলে লাল কালি দিয়ে লিখবেন, এরপর প্রতিদিন একটা করে ধুয়ে সেই কাগজটা সহ পানি টুকু খেয়ে নিবেন, সাত দিনে সাতটা। একদিন ৭ টা কাগজে লিখলেও হবে, আবার সাত দিনে প্রতিদিন একটা করে লিখলেও হবে। ...............................
আমাকে কেউ নক দিবেন না, প্লিজ। আমি এসব করিনা যদীও সামান্য জানি। ছাত্র মানুষ ব্যস্ত থাকি। আমার কোনো দালাল বা ফেইক আইডি নেই, মনে রাখবেন।
পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, বেশি বেশি দরুদ শরীফ পড়বেন, হালাল খাবেন, পবিত্র থাকবেন, অন্যের হক্ক আদায় করবেন