
20/07/2025
Tinea Flavus, Urticaria বা ছুলির হোমিও চিকিৎসাঃ
ছুলি কি?
এটি এক প্রকার চর্মরোগ। শরীরের বিভিন্ন স্থানে যেমন- ঘাড়,গলা বুক,কাধ,গিট,বাহু বা মুখে ছিটছিট সাদা দাগ পড়ে। রোদ্রে বা গরমে চুলকানি বাড়ে। মাঝে মাঝে ছুলি থেকে মরামাস উঠতে দেখা যায়। এটিকে ছুলিছউদ,বা ছলম বলে।
কারণঃ
মাইক্রোস্পোরস ফারফার নামক এক প্রকার ছত্রাক বা ফাঙ্গাস সংক্রমনে চূলি জন্মায়। ছুলি নানা বর্ণের যথাঃ- লাল বা টিনিয়া রোজিয়া, পাটকিলে বা টিনিয়া ভার্সিকুলার,কাল বা টিনিয়া নাইগ্রা ও সাদা বা টিনিয়া ফ্লাভা। সাদা বর্ণের ছুলিই বেশী দেখা যায়
ছুলির হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যবহৃত ঔষধসমুহের নামঃ
গ্রফাইটিস,কেলি কার্ব, এসিড নাই, নেট্রাম মিউর সালফার, সোরিনাম,আর্সেনিক এলবম,সোরালিয়া কুরি ইত্যাদি।
ছুলির হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যবহৃত ঔষধসমুহের বর্ণনা:
এসিড নাইট :-
রোগী অতিশয় শীতে কাতর, ঠোটের কোনে ঘা,মুখে বিশ্রী দুর্গন্ধ,ঘুমের ঘরে বালিশে দুর্গন্ধ লালা পড়ে। প্রস্রাবে ভয়ানক দুর্গন্ধ এই ধাতু রোগীদের শরীরের বিভিন্ন স্থানে ছুলিতে অমোঘ।
আর্সেনিক এলব :-
পরিস্কার-পরিচ্ছন্নতা সৌখিন শীত কাতর ব্যক্তিদের শরীরের বিভিন্ন স্থানের ছুলিতে এই ঔষধ উপকারী। রোগীর মৃত্যুভয়,ছটফটানি অস্থিরতাসহ আর্সেনিক এলবমের বিশিষ্ট লক্ষণের রোগীর ক্ষেত্রে উপযোগী।
গ্রাফাইটিসঃ
মোটা,থলথলে দেহের অধিকারী কোষ্ঠবদ্ধ ধাতুর রোগীর ছুলি চিকিৎসায় উপযোগী।
কেলি কার্বঃ
কার্ব এর বিশিষ্ট লক্ষণ বিশিষ্ট রোগীর ছুলির চিকিৎসায় উপযোগী।
সালফার :-
অপরিস্কার অপরিচ্ছন্ন নোংড়া স্বভাবের রোগীদের ছুলিতে উহা উপযোগী।সালফারের বিশিষ্ট রোগীর ক্ষেত্রে অত্যন্ত উপযোগী।
সোরেলিয়া কুড়ি :-
ছুলি রোগের একটি উত্তম কার্যকারী ঔষধ।ইহা ব্যবহারে অনেক রোগী আরগ্য হইয়াছে।
ছুলির বাইওকেমিক চিকিৎসা
ক্যালি মিউর :-
ছুলি রোগের উৎকৃষ্ট ঔষধ।লক্ষণ অনুযায়ী কোন হোমিওপ্যাথিক ঔষধের সঙ্গে পর্যায়ক্রমে ব্যবহারে আরও দ্রুত আরগ্য হয়।
নেট্রাম মিউর :-
বাইওকেমিক মতে ইহা ছুলি রোগের প্রধান ঔষধ। লবণ প্রীয় রোগীর সদৃশ চিকিৎসায় নেট্রাম মিউর উপযোগী।
হোমিওপ্যাথি একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা।প্রতিটি ঔষধের বিশষ্টি লক্ষণ দেখে ঔষধ নির্বাচন করতে হয়।এই লেখায় ঔষধের পরিচিতি সামান্যই উল্লেখ হয়েছে।এই লেখা পড়ে একা একা ঔষধ নির্বাচন ঠিক নয়। একজন দক্ষ হোমিওপ্যাথিক চিকিৎসকের সাহায্য নেয়া জরুরী।
সেই সাথে পাশাপাশি ঘরোয়া কিছু পদক্ষেপ গ্রহণ করলে দ্রুত উপশম পাওয়া যায়।
লেবুর রস: লেবুর রসে প্রাকৃতিক ব্লিচ রয়েছে। এই উপাদান চামড়ার রং হালকা করে। ত্বকের গাঢ় দাগ দূর করতে সাহায্য করে। লেবুর রস নিংড়ে আক্রান্ত স্থানে ভালোভাবে মালিশ করবেন। এভাবে ১৫ থেকে ২০ মিনিট রেখে দেবেন। তারপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলবেন। প্রতিদিন অন্তত দুবার এটি করে দেখুন।
লেবু-চিনি: ছুলির প্রাকৃতিক চিকিৎসায় লেবু-চিনির স্ক্রাব খুব কার্যকর। একটি লেবু মাঝখান থেকে কেটে দুই ভাগ করে নিন। আধা চামচ চিনি লেবুর কাটা রসাল অংশে ছিটিয়ে দিন। এরপর সেটি ছুলিতে আক্রান্ত স্থানে মালিশ করুন। অন্তত ১০ মিনিট এমন করুন। তারপর ধুয়ে ফেলুন।
নারকেল তেল: দিনে দুবার আক্রান্ত স্থানে নারকেল তেল মালিশ করলে ভালো উপকার পাওয়া যায়। এ ক্ষেত্রে যত বেশি সময় সম্ভব তেল লাগিয়ে রাখা ভালো। রাতে ঘুমানোর আগে তেল লাগিয়ে ঘুমাতে পারেন।
পেঁয়াজ: পেঁয়াজে থাকে এক্সফলিয়েটিভ উপাদান, যা ছুলি দূর করতে সাহায্য করে। বেশ বড়সড় একটি পেঁয়াজ মাঝখান থেকে কেটে নিন। অর্ধেক অংশ হাতে নিয়ে আক্রান্ত স্থানে কিছুক্ষণ মালিশ করুন। দিনে দু-তিনবার এমন করুন।
অ্যালোভেরা: ত্বকের নানাবিধ চিকিৎসা ও চর্চার মতো অ্যালোভেরা ছুলি দূর করতেও বেশ কার্যকর। অ্যালোভেরার জেলি বের করে আক্রান্ত স্থানে ভালোভাবে লাগিয়ে রাখুন। অন্তত ২০ মিনিট রেখে দেবেন। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন।
Cp