Dr.Jannat

Dr.Jannat I am a Physician of Homoeopathy
(1)

Tinea Flavus, Urticaria বা ছুলির হোমিও চিকিৎসাঃ                                                                         ...
20/07/2025

Tinea Flavus, Urticaria বা ছুলির হোমিও চিকিৎসাঃ

ছুলি কি?
এটি এক প্রকার চর্মরোগ। শরীরের বিভিন্ন স্থানে যেমন- ঘাড়,গলা বুক,কাধ,গিট,বাহু বা মুখে ছিটছিট সাদা দাগ পড়ে। রোদ্রে বা গরমে চুলকানি বাড়ে। মাঝে মাঝে ছুলি থেকে মরামাস উঠতে দেখা যায়। এটিকে ছুলিছউদ,বা ছলম বলে।
কারণঃ
মাইক্রোস্পোরস ফারফার নামক এক প্রকার ছত্রাক বা ফাঙ্গাস সংক্রমনে চূলি জন্মায়। ছুলি নানা বর্ণের যথাঃ- লাল বা টিনিয়া রোজিয়া, পাটকিলে বা টিনিয়া ভার্সিকুলার,কাল বা টিনিয়া নাইগ্রা ও সাদা বা টিনিয়া ফ্লাভা। সাদা বর্ণের ছুলিই বেশী দেখা যায়
ছুলির হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যবহৃত ঔষধসমুহের নামঃ
গ্রফাইটিস,কেলি কার্ব, এসিড নাই, নেট্রাম মিউর সালফার, সোরিনাম,আর্সেনিক এলবম,সোরালিয়া কুরি ইত্যাদি।

ছুলির হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যবহৃত ঔষধসমুহের বর্ণনা:

এসিড নাইট :-
রোগী অতিশয় শীতে কাতর, ঠোটের কোনে ঘা,মুখে বিশ্রী দুর্গন্ধ,ঘুমের ঘরে বালিশে দুর্গন্ধ লালা পড়ে। প্রস্রাবে ভয়ানক দুর্গন্ধ এই ধাতু রোগীদের শরীরের বিভিন্ন স্থানে ছুলিতে অমোঘ।

আর্সেনিক এলব :-
পরিস্কার-পরিচ্ছন্নতা সৌখিন শীত কাতর ব্যক্তিদের শরীরের বিভিন্ন স্থানের ছুলিতে এই ঔষধ উপকারী। রোগীর মৃত্যুভয়,ছটফটানি অস্থিরতাসহ আর্সেনিক এলবমের বিশিষ্ট লক্ষণের রোগীর ক্ষেত্রে উপযোগী।

গ্রাফাইটিসঃ
মোটা,থলথলে দেহের অধিকারী কোষ্ঠবদ্ধ ধাতুর রোগীর ছুলি চিকিৎসায় উপযোগী।

কেলি কার্বঃ
কার্ব এর বিশিষ্ট লক্ষণ বিশিষ্ট রোগীর ছুলির চিকিৎসায় উপযোগী।
সালফার :-
অপরিস্কার অপরিচ্ছন্ন নোংড়া স্বভাবের রোগীদের ছুলিতে উহা উপযোগী।সালফারের বিশিষ্ট রোগীর ক্ষেত্রে অত্যন্ত উপযোগী।

সোরেলিয়া কুড়ি :-
ছুলি রোগের একটি উত্তম কার্যকারী ঔষধ।ইহা ব্যবহারে অনেক রোগী আরগ্য হইয়াছে।

ছুলির বাইওকেমিক চিকিৎসা

ক্যালি মিউর :-
ছুলি রোগের উৎকৃষ্ট ঔষধ।লক্ষণ অনুযায়ী কোন হোমিওপ্যাথিক ঔষধের সঙ্গে পর্যায়ক্রমে ব্যবহারে আরও দ্রুত আরগ্য হয়।

নেট্রাম মিউর :-
বাইওকেমিক মতে ইহা ছুলি রোগের প্রধান ঔষধ। লবণ প্রীয় রোগীর সদৃশ চিকিৎসায় নেট্রাম মিউর উপযোগী।

হোমিওপ্যাথি একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা।প্রতিটি ঔষধের বিশষ্টি লক্ষণ দেখে ঔষধ নির্বাচন করতে হয়।এই লেখায় ঔষধের পরিচিতি সামান্যই উল্লেখ হয়েছে।এই লেখা পড়ে একা একা ঔষধ নির্বাচন ঠিক নয়। একজন দক্ষ হোমিওপ্যাথিক চিকিৎসকের সাহায্য নেয়া জরুরী।

সেই সাথে পাশাপাশি ঘরোয়া কিছু পদক্ষেপ গ্রহণ করলে দ্রুত উপশম পাওয়া যায়।

লেবুর রস: লেবুর রসে প্রাকৃতিক ব্লিচ রয়েছে। এই উপাদান চামড়ার রং হালকা করে। ত্বকের গাঢ় দাগ দূর করতে সাহায্য করে। লেবুর রস নিংড়ে আক্রান্ত স্থানে ভালোভাবে মালিশ করবেন। এভাবে ১৫ থেকে ২০ মিনিট রেখে দেবেন। তারপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলবেন। প্রতিদিন অন্তত দুবার এটি করে দেখুন।

লেবু-চিনি: ছুলির প্রাকৃতিক চিকিৎসায় লেবু-চিনির স্ক্রাব খুব কার্যকর। একটি লেবু মাঝখান থেকে কেটে দুই ভাগ করে নিন। আধা চামচ চিনি লেবুর কাটা রসাল অংশে ছিটিয়ে দিন। এরপর সেটি ছুলিতে আক্রান্ত স্থানে মালিশ করুন। অন্তত ১০ মিনিট এমন করুন। তারপর ধুয়ে ফেলুন।

নারকেল তেল: দিনে দুবার আক্রান্ত স্থানে নারকেল তেল মালিশ করলে ভালো উপকার পাওয়া যায়। এ ক্ষেত্রে যত বেশি সময় সম্ভব তেল লাগিয়ে রাখা ভালো। রাতে ঘুমানোর আগে তেল লাগিয়ে ঘুমাতে পারেন।

পেঁয়াজ: পেঁয়াজে থাকে এক্সফলিয়েটিভ উপাদান, যা ছুলি দূর করতে সাহায্য করে। বেশ বড়সড় একটি পেঁয়াজ মাঝখান থেকে কেটে নিন। অর্ধেক অংশ হাতে নিয়ে আক্রান্ত স্থানে কিছুক্ষণ মালিশ করুন। দিনে দু-তিনবার এমন করুন।

অ্যালোভেরা: ত্বকের নানাবিধ চিকিৎসা ও চর্চার মতো অ্যালোভেরা ছুলি দূর করতেও বেশ কার্যকর। অ্যালোভেরার জেলি বের করে আক্রান্ত স্থানে ভালোভাবে লাগিয়ে রাখুন। অন্তত ২০ মিনিট রেখে দেবেন। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন।

Cp

এই চেহারার লোক আমিও দেখেছি অনেকবার😮
20/07/2025

এই চেহারার লোক আমিও দেখেছি অনেকবার😮

সুবহানাল্লাহ, মহান আল্লাহর কুদরত💗💗
20/07/2025

সুবহানাল্লাহ, মহান আল্লাহর কুদরত💗💗

বাচ্চা হওয়ার পর মায়েদের একটা কথা শুনতে হয় যে তোমার বাচ্চা কার মত হয়েছে?বাচ্চা জন্মালেই সবাই আগে দেখে গা%&য়ের রঙ। সুন...
19/07/2025

বাচ্চা হওয়ার পর মায়েদের একটা কথা শুনতে হয় যে তোমার বাচ্চা কার মত হয়েছে?বাচ্চা জন্মালেই সবাই আগে দেখে গা%&য়ের রঙ। সুন্দর মানে ফর্সা — এই মানসিকতা এখনো
বদলায়নি।আর যদি মায়ের সামনে কোন বাচ্চাকে অ%&সুন্দর বলা হয়, তাহলে একবার ভাবুন মায়ের মনটা কেমন লাগে।মা তখন চুপ হয়ে যায়…কারণ সে জানে, তার ভালোবাসা আর ত্যাগের চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে শিশুর গা&%য়ের রঙ।
হ্যাঁ আমার বাচ্চা হওয়ার পরও ওর গা&%য়ের রং নিয়ে মানুষ অনেক কথা বলেছে। আমার কাছের মানুষ আমাকে কষ্ট দিয়েছে। কিন্তু ওর বাবা আর আমি কোনদিনই ভাবি নি ও কি কা&%লো কিংবা ফর্সা হয়েছে। আমরা শুধু মায়া ভরা চোখের দিকে তাকিয়ে থাকতাম। ভাবতাম এটাই আমাদের সন্তান, যাকে আমরা নয় মাস কষ্ট করে জন্ম দিয়েছি।যে মা ১০ মাস গ&%র্ভে রেখেছে,প্রতিদিন কষ্ট সহ্য করেছে, তার কাছে তার সন্তান পৃথিবীর সবচেয়ে সুন্দর মুখ।
তবুও সমাজ আমাকে আর ওর বাবাকে বাবাকে শুনিয়ে দিয়েছিল ,"তোমরা বাবা-মা এত সুন্দর বাচ্চা কা&%লো হয়েছে কেন?"কে বলে রঙ সৌন্দর্য নির্ধারণ করে? কা&%লো মানেই কি কম সুন্দর? একটা শিশুর হাসি, চোখের চাহনি, মায়ের কোলে ঘুমিয়ে পড়া মুখ এইসব কি রঙ দেখে বিচার করা যায়? আমার বাচ্চা যেমনই হোক, আমার বাচ্চা আমার কাছে পৃথিবীর সবথেকে সুন্দর মানুষ। তো যারা একটু বোঝেন দয়া করে এসব কথা বলা থেকে বিরত থাকবেন।
-পোস্ট এবং পিক-কালেক্টেড

প্রস্তুত হও মানব ইতিহাসের সবচেয়ে বড় 'না খাইয়ে মেরে ফেলা'র অপরাধের জন্য! প্রস্তুত হও!যেন কিয়ামতের দিন কেউ এসে বলতে না পার...
19/07/2025

প্রস্তুত হও মানব ইতিহাসের সবচেয়ে বড় 'না খাইয়ে মেরে ফেলা'র অপরাধের জন্য! প্রস্তুত হও!

যেন কিয়ামতের দিন কেউ এসে বলতে না পারে যে, "ইয়া আল্লাহ! আমি তো জানতাম না!"

এই যে, আমরা তোমাদের জানিয়ে দিচ্ছি— গাযযা না খেয়ে মারা যাচ্ছে!

ইয়া আল্লাহ! আমি পৌঁছে দিয়েছি, তুমি সাক্ষী থেকো।
ইয়া আল্লাহ! আমি পৌঁছে দিয়েছি, তুমি সাক্ষী থেকো।
মূল আরবি পোস্ট: ضياء أبو عون

Cp

19/07/2025

২০সালের দিকে ২-৩তালা করে হিজাব বাধতাম🫣🤭 আর এখন এইসব ফটো দেখলে হাঁসি পায় খুব😴

🤭🤭
18/07/2025

🤭🤭

হে আল্লাহ আপনার কাছে এইসব গুণাহ থেকে থেকে পানাহ চাই,আমরা।।
18/07/2025

হে আল্লাহ আপনার কাছে এইসব গুণাহ থেকে থেকে পানাহ চাই,আমরা।।

17/07/2025

শুভ সকাল, জুম্মা মোবারক🌹💗

আস্তাগফিরুল্লাহ😓
17/07/2025

আস্তাগফিরুল্লাহ😓

Allahummagfirli🌺
16/07/2025

Allahummagfirli🌺

দ্রুত এদেশে থার্মোকল ব্যান হওয়া দরকার!সবখানেই এখন খাবার-পানীয় সার্ভ করতে থার্মোকলের ওয়ান টাইম গ্লাস, প্লেট এবং বক্স ব্যব...
15/07/2025

দ্রুত এদেশে থার্মোকল ব্যান হওয়া দরকার!
সবখানেই এখন খাবার-পানীয় সার্ভ করতে থার্মোকলের ওয়ান টাইম গ্লাস, প্লেট এবং বক্স ব্যবহার হয়। এই থার্মোকল বস্তুটি দেখতে যতটা সাদা, এর স্বভাব ও প্রভাব ততটাই কালো!

থার্মোকলের কাঁচামাল হলো বি/ষা/ক্ত স্টাইরিন থেকে তৈরি পলিস্টাইরিন।
স্টাইরিন হলো একটি পটেনশিয়াল কার্সিনোজেনিক কেমিক্যাল।
থার্মোকলের জিনিস থেকে এই স্টাইরিন লিক করে খাবারে মিশে যায়!
গরম খাবার, তৈলাক্ত ও অম্লীয় খাবার থার্মোকলের মধ্যে রাখলে স্টাইরিন নিঃসরণ আরো ব্যাপক হয়।

এদেশে ডাস্টবিন ও হাসপাতালের বর্জ্য কারখানায় রিসাইক্লিং করেও থার্মোকলের জিনিসপত্র তৈরি হয়। ছোট ছোট কারখানাগুলো খরচ কমাতে ভার্জিন পলিস্টাইরিনের বদলে আবর্জনা থেকে তৈরি রিসাইকেলড পলিস্টাইরিন ব্যবহার করে। যেটা স্বাস্থ্যের জন্য আরো বেশি ভয়ানক!

নিয়মিত থার্মোকলের পাত্রে খাবার খেতে থাকলে নারী-পুরুষের প্রজনন ক্ষমতা ন/ষ্ট হতে পারে।
থার্মোকলের জিনিস জীবের ক্ষতির পাশাপাশি ভয়ানক পরিবেশ দূষণ সৃষ্টি করছে!

Address

Noakhali Sadar Upazila

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Jannat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Jannat:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram