Hijama Ruqyah Noakhali

Hijama Ruqyah Noakhali হিজামা একটি সুন্নাহভিত্তিক চিকিৎসা। যে কোন সমস্যায় হিজামা নিন সুস্থ থাকুন।

নিয়মিত মাথাব্যথা বা মাইগ্রেনে ভোগেন?ট্যাবলেট ছাড়া উপায় দেখেন না?➡️ সুন্নাহ হিজামা হতে পারে স্থায়ী সমাধান।• মাথার পেছনে ন...
06/08/2025

নিয়মিত মাথাব্যথা বা মাইগ্রেনে ভোগেন?
ট্যাবলেট ছাড়া উপায় দেখেন না?

➡️ সুন্নাহ হিজামা হতে পারে স্থায়ী সমাধান।
• মাথার পেছনে নির্দিষ্ট পয়েন্টে হিজামা
• জমে থাকা রক্ত দূর
• রক্ত চলাচল সচল

📞 01784848221
📍 মাইজদী, নোয়াখালী
🧕 নারীদের জন্য পর্দানশীন পরিবেশে

31/07/2025
31/07/2025

বাস্তব অভিজ্ঞতা:-

অতি চালাক মহিলা তার স্বামীকে নিজের অধিনে রাখার জন্য তার পরিচিত হুজুর থেকে আপোষের তাবিজ করেছিল!

পরে সেটা কিছুদিন পরে হিতে বিপরীত হয়ে যায়। এবং ডিভোর্স হয়ে যায়।

এটা হচ্ছে সাইড এফেক্ট।
এজন্য বর্তমানে বউ-শ্বাশুড়িদের কমন সমস্যা হচ্ছে স্বামী/ছেলেকে নিজের করে রাখার জন্য আপোষ করার তাবিজ করে। যার কারনে মধ্যখানে ঐ পুরুষের অবস্থা মানসিক রোগীর পর্যায়ে পৌঁছে যায়।

আল্লাহ হেফাজত করুন।

রাক্বী ও মুদাব্বির:- আবু মুয়াবিয়া
আশরাফিয়া দাওয়াখানা
রুকিয়াহ সেন্টার নোয়াখালী

দীর্ঘমেয়াদী হাটু ব্যথার সবচেয়ে উত্তম ও কার্যকর সমাধান হচ্ছে কাপিং বা হিজামা। আমরা হিজামার মাধ্যমে খুব ইফেক্টিভলি হাটু ব্...
23/07/2025

দীর্ঘমেয়াদী হাটু ব্যথার সবচেয়ে উত্তম ও কার্যকর সমাধান হচ্ছে কাপিং বা হিজামা। আমরা হিজামার মাধ্যমে খুব ইফেক্টিভলি হাটু ব্যথার সমাধান করছি আলহামদুলিল্লাহ!

অনেকেই আছেন হাটু ব্যথার জন্য বসতে পারেন না। কিংবা, বসেই নামায পড়তে হয়। সিড়ি বাইতে পারেন না। পা ভাজ করতে পারেন না।
হিজামার কয়েকটি সেশানের মাধ্যমে খুব চমৎকারভাবে প্রতিদিনই এর সমাধান হচ্ছে ইনশাআল্লাহ!

হাটু ব্যথায় ভুগতে থাকলে আপনিও চলে আসুন মাইজদী আমাদের চেম্বারে।

আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে
📞01344029178
প্লিজ লাইক,কমেন্ট,শেয়ার করে পাশে থাকবেন।

কাতিলা গাম – আল্লাহর দেয়া এক অমূল্য উপাদান!এই একটাই জিনিস বদলে দিতে পারে আপনার শরীরের ভেতরের দুর্বলতা! দেখতে সাদা-হালকা ...
22/07/2025

কাতিলা গাম – আল্লাহর দেয়া এক অমূল্য উপাদান!

এই একটাই জিনিস বদলে দিতে পারে আপনার শরীরের ভেতরের দুর্বলতা!

দেখতে সাদা-হালকা বাদামি রঙের রেজিন জাতীয় বস্তু।

পানিতে ভিজালে জেলির মতো ফেঁপে ওঠে।
🕌 একে বলা হয় “তিব্বে নববীর রত্ন” – রসুলুল্লাহ এর যুগেও এটি ব্যবহার হতো।

উপকারিতাগুলো দেখে চমকে যাবেন!

পুরুষদের জন্য:
শুক্রাণু বাড়াতে ও পুরু করতে সহায়তা
দ্রুত বীর্যপাত রোধে কার্যকর
সহবাসের শক্তি বাড়ায় পাতলা বীর্য গাঢ় করে
ঘন ঘন সপ্ন দোষ ক্ষয় রোগ ধাতু যাওয়া বন্ধ করে

নারীদের জন্য:
জরায়ুর দুর্বলতা দূর করে
সাদা স্রাব ও অতি রক্তপাত কমায়
গর্ভধারণে সহায়ক শক্তি জোগায়

শরীরের দুর্বলতা ও রোগ প্রতিরোধে:
দুর্বলতা দূর করে শক্তি বাড়ায়
গরম শরীর ঠান্ডা রাখে
অন্ত্রে শীতলতা এনে হজমে সহায়তা করে

ত্বকের জন্য:
– ফেসপ্যাকে ব্যবহার করলে ত্বক টানটান ও উজ্জ্বল হয়
– ব্রণের দাগ কমায়

সেবনের নিয়ম:

১ গ্লাস পানিতে এক চামচ কাতিলা গাম সারারাত ভিজিয়ে রাখুন
সকালে জেলির মতো হলে একটু মধু বা দুধ মিশিয়ে খেতে পারেন
দিনে ১ বার — খালি পেটে অথবা রাতে ঘুমের আগে

সতর্কতা:

– ঠান্ডা প্রকৃতির, তাই বেশি পরিমাণে খাওয়া ঠিক নয়
– ডায়বেটিক রোগীদের মধু ছাড়াই সেবন করা উচিত

শেয়ার করে সবাইকে জানান এই অলৌকিক উপকারের কথা!
আপনার পরিবার, দাম্পত্য জীবন ও স্বাস্থ্য– সবকিছুতেই কাতিলা গাম হতে পারে আশীর্বাদ!
হিজামা রুকিইয়াহ সেন্টার নোয়াখালী।
কাতিলা ঘামটি অর্ডার করতে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করুন
📞01344029178

22/07/2025

জিন যাদুতে আক্রান্ত হচ্ছে ইদানিং মেয়েরা খুব বেশি। বিবাহ যারা করবেন কোন জিন যাদুতে আক্রান্ত পরিবার বা পাত্রী বিবাহ করার ক্ষেত্রে সতর্ক থাকুন।

অনেক সমস্যা সম্মুক্ষিন হতে পারেন।
এমন কি কোন ছেলে পাত্র যদি জিন যাদুতে আক্রান্ত থাকে তার থেকেও সতর্ক থাকুন।

পূর্ণ ১০০% সুস্থ না হলে। এই সমস্যা থেকে জীবন বরবাদ করে ফেলবে। আমি অনেক মেয়ে বা পরিবার দেখছি এই সমস্যা আক্রান্ত।

বিবাহ করার পর ছেলে/মেয়ে উভয়ের জীবনের বারোটা বাজিয়ে ছাড়ছে।

পরামর্শ:
একজন অভিজ্ঞতা সম্পন্ন রাক্বির পরামর্শ অনুযায়ী গাইডলাইন নিয়ে তার পর সিদ্ধান্ত নিন।

রুকইয়াহ যে কোন বিষয়ে সাজেশন বা পরামর্শের জন্য নক করুন:⬇️
আশরাফিয়া দাওয়াখানা
হিজামা রুকিয়াহ ও ইউনানি চিকিৎসালয়
H M Ashraful Islam
DUMS-Dhaka
Hijama & Ruqyah Consultant-Dhaka
📞01828575059

আশরাফিয়া দাওয়াখানা

31/01/2025

অন্তরের আরোগ্য
ইবরাহীম আল-খাওয়াস রহ. এবং ইয়াহইয়া ইবনে মু‘আয রহ. বলেন

পাঁচটি জিনিসে অন্তরের আরোগ্য রয়েছে
১. চিন্তা—গবেষণা করে কুরআন তেলাওয়াত।
২. পেট খালি রেখে খাদ্য গ্রহণ।
৩. কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদ।
৪. শেষ রাতের কাকুতি—মিনতি করে দোয়া এবং
৫. নেককার মানুষের সাহচর্য।

[সিফাতুস সাফওয়া : ২/২৯৩]

Umayer Kobbadi

Address

Dhaka
Noakhali Sadar Upazila

Telephone

+8801784848221

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hijama Ruqyah Noakhali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram