21/05/2022
ছেলেটার নাম Jamal Hossain ।
চৌমুহনী ব্লাড ফাউন্ডেশন ( CBF) এর একজন সেচ্ছাসেবী।
এবং বাবা-মায়ের একমাত্র ছেলে।
ডোনার নিয়ে কিংবা নিজে রক্ত দিয়ে যে মানুষের সেবায় ছুটে চলতো এক হাসপাতাল থেকে অন্য হাসপাতাল। অথচ সেই রক্তযোদ্ধার সাথে আজ রক্তই বেইমানি করলো। ব্লাড ক্যান্সার নামক মারণব্যাধিতে আক্রান্ত সে। এর পাশে যুক্ত হয়েছে টিউমার আর লিভার সমস্যা। চিকিৎসার অভাবে আজ ঘরে শুয়ে থেকেই যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। দিনমজুর বাবা সাধ্যের থেকেও বেশি দিয়ে এতদিন ছেলের চিকিৎসা চালিয়েছে। কিন্তু, আজ তারা পুরোপুরি নিঃস্ব। কারো কাছে চাইতেও পারতেছেনা। ছেলের মত বাবা-মাও সয়ে যাচ্ছে নীরব যন্ত্রণা।
আপনাদের নিকট অনুরোধ করতেছি, প্লিজ এগিয়ে আসুন। প্লিজ।
যিনি আগ্রহী আছেন, দয়াকরে নক করবেন। রোগ নিয়ে সকল ইনফরমেইশান প্লাস মেডিক্যাল সার্টিফিকেট আমাদের নিকট রয়েছে। আপনার সুদৃষ্টি এবং আল্লাহর সহায়তাই পারে ছেলেটাকে স্বাভাবিক জীবনে ফিরে আনতে।
বিস্তারিত যোগাযোগের জন্যঃ
১। তাওহীদুল ইসলাম
নাম্বারঃ 01647440284
২। ফাহিম চৌধুরী
নাম্বারঃ 01865119611
৩। জোবায়ের আহমেদ
নাম্বারঃ 01871328620
৪। মোজাম্মেল হোসেন
নাম্বারঃ 01625044782
৫। মির্জা মঞ্জু
নাম্বারঃ 01612940649
আর্থিক সহায়তার জন্যঃ
বিকাশ+নগদ: 01865-119611
রকেট: 01761-625921