সিরাজ ফার্মা এন্ড সার্জিক্যাল

সিরাজ ফার্মা এন্ড সার্জিক্যাল General physician,Wholesaler and retailer of all kinds of medicines &surgical goods & Bkash,Nagad,Rocket,Upay & All kind of flexiloads available

https://www.facebook.com/share/p/1A2kPkpoDG/
23/02/2025

https://www.facebook.com/share/p/1A2kPkpoDG/

মাইক্রোওভেনে গরম করা খাবারে হতে পারে ক্যান্সার!!

ব্যস্ততার এই যুগে একটু স্বস্তি পেতে আমরা সব সময় শর্টকাট খুঁজি। আর এই শর্টকাট খুঁজতে গিয়ে মাঝে মাঝেই পড়তে হয় নানা রকম সমস্যায়। এমনই একটি সমস্যা হচ্ছে মাইক্রোওভেন।

আজকাল প্রায় সবাই-ই ওভেন ব্যবহার করি। ফ্রিজ থেকে খাবার বের করে ওভেনে দিয়ে গরম করে খেয়ে নিই। খুবই সহজ। ৩০ সেকেন্ড থেকে সর্বোচ্চ ২/৩ মিনিটেই এই খাবার গরমের কাজটি হয়ে যায়। কিন্তু একদল গবেষক দাবি করছেন এতে করে ক্যান্সার হতে পারে। কি ভয়ংকর ভেবে দেখেছেন কখোনও!

মাইক্রোওভেনে খাবার গরম করলে এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যাওয়ার পাশাপাশি এটি শরীরের জন্যও মারাত্মক ক্ষতিকর হতে পারে।

বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, মাইক্রোওভেনে খাবার গরম করার সময় ৩০ থেকে ৪০ শতাংশ ভিটামিন বি-১২ নষ্ট হয়ে যায়। দুধ ও মাংসজাতীয় খাবারে প্রচুর পরিমাণে ভিটামিন বি-১২ থাকে। এসব খাবার মাইক্রোওভেনে গরম করার পর খাদ্যগুণ পুরোপুরি নষ্ট হয়ে যায়। এছাড়া খাবার গরম করার পর কিছু বিষাক্ত রাসায়নিক তৈরি হয় যেমন- বেঞ্জিন, জাইলিন। এসব উপাদান খাবারের সঙ্গে শরীরে প্রবেশের পর ক্যান্সারের মতো ভয়ানক রোগ তৈরি হয়।

এছাড়া প্লাস্টিকের বাক্সে খাবার গরম করলে এ থেকে বিষাক্ত রাসায়নিক নির্গত হয়ে থাকে। ফলে সহজেই ক্যান্সার হওয়া ঝুঁকি থাকে। তাই মাইক্রোওভেনে খাবার গরম না করাই উত্তম।
এছাড়াও মাইক্রোওভেন থেকে নির্গত রেডিয়েশনের কারনে হৃদস্পন্দনের গতির তারতম্যও হয়ে থাকে ।

তাই মাইক্রোওভেন কম ব্যবহার করার চেষ্টা করুন।

ডাঃ মোঃ আবদুল্লাহ ইউসুফ
বিশেষজ্ঞ চিকিৎসক, ইউএসএ

পার্ট ২:

অনলাইন এ আসলে পার্সোনাল মেডিকেল এডভাইস দেওয়া সমীচীন নয়। যেহেতু এখানে শুধু জেনারেল স্টেটমেন্ট দেওয়া যায়, যেটা কারো কারো ক্ষেত্রে প্রযোজ্য হবে আবার কারো কারো ক্ষেত্রে হবেনা। এবং অনলাইন এ লেখার প্রধান উদ্দেশ্য জনসেচতনতা তৈরি করা। যেই কাজটিই আসলে এখানে তুলে ধরা হয়েছে।

এখানে কোথাও কিন্তু বলা হয়নি, যে আপনি মাইক্রোওয়েভ ব্যবহার করবেন না। বরং বলা হয়েছে, কম ব্যবহার করা ভালো। এবং কিছু কিছু রিসার্চ দেখাচ্ছে ক্যান্সার এর সম্ভাবনা রয়েছে।

এখানে কিছু পয়েন্ট আছে। বলতে গেলে অনেক লেখা হবে, যতটুকু সংক্ষেপে পারি বলার চেষ্টা করছি।
1. ওভেন এবং মাইক্রোওয়েভ ওভেন এক নয়। ওভেন এ খাবার তৈরি করতে সময় লাগে। মাইক্রোওয়েভ মূলত দ্রুত খাবার গরম করে।
2. মাইক্রোওয়েভ, সরাসরি রেডিয়েশন ব্যবহার করে না। মাইক্রোওয়েভ ব্যবহার করে। যেটা সরাসরি ক্যান্সার তৈরি করেনা, কিন্তু যেটা করে, আমাদের শরীরের যেই নিউট্রিশন গুলো ক্যান্সার থেকে আমাদের রক্ষা করে, সেই নিউট্রিশন গুলোকে নষ্ট করে। এবং আমরা যেই ধরনের পাত্রে খাবার টা খাই, সেটা যদি যথাযত না হয়, যেমন প্লাস্টিক এর পাত্রে, তাহলে ক্যান্সার তৈরিকারী সাবস্ট্যান্স carcinogen তৈরি হতে পারে।
3. আরও যদি আমরা বুঝতে চাই। ক্যান্সার মানে কি? সহজ ভাষায় এর মানে হচ্ছে “Uncontrolled Growth” অর্থাৎ একটা কোষ নিয়ন্ত্রণ ছাড়া বেড়ে যাচ্ছে । আমাদের শরীরে সব জায়গাতেই কিন্তু কোষ বাড়ে, কিন্তু সেটা আবার শরীর নিজে নিজেই থামিয়ে দেয় বা ভেঙ্গে ফেলে। এই নিয়ন্ত্রণ যখন নষ্ট হয়, আমরা সেটাকে ক্যান্সার বলি। এখন যা যা এটাকে নিয়ন্ত্রণ করে, সেটা যদি কমে যায়, ক্যান্সার এর পরিমাণ বাড়তে পারে এবং যা যা এই বৃদ্ধিকে আরও বাড়িয়ে দেয়, সেক্ষেত্রেও ক্যান্সার এর পরিমাণ বাড়তে পারে।
4. রিসার্চ ইনফরমেশন পড়ার এবং ইভালুয়েট করার কিছু পদ্ধতি আছে। কে রিসার্চ করছে, কে ফান্ড দিচ্ছে, কেন করছে? ইত্যাদির উপর ভিত্তি করে, রিসার্চ ভিন্ন ডিরেকশন এ নিতে পারে। আবার ফান্ডিং এর অভাব এ অনেক রিসার্চ হয়না। যেমন মাইক্রোওয়েভ ব্যবহার এর সুফল, এজন্য অনেক রিসার্চ পাওয়া যাবে, যেহেতু এখানে যিনি লাভবান হবেন, তিনি ফান্ড করবেন। কিন্তু মাইক্রোওয়েভ ব্যবহার করবেন না, অন্য পদ্ধতিতে গরম করে খান বা ফ্রেশ খান, এটাতে কেউ ফান্ড করবেনা। আর যিনি ফান্ড করেন, তিনি তার উপকারী দিকেই রেজাল্ট চাইবেন। যেমন “দুধের শিশুকে বোতলে করে ফর্মুলা খাওয়ানো ভালো”, এক্ষেত্রে অনেক রিসার্চ পাওয়া যাবে। ফান্ডিং ও পাওয়া যাবে কিন্তু “শিশুকে বুকের দুধ খাওয়ান”, এতে রিসার্চ পাওয়া যাবেনা, ফান্ড ও পাওয়া যাবেনা।
5. সব সময় সিদ্ধান্ত নিতে হয় রিস্ক vs বেনিফিট চিন্তা করে। আমাদের লেখার উদ্দেশ্য হচ্ছে মাইক্রোওয়েভ ওভেন এর ইতিবাচক এবং নেতিবাচক দিক সম্পর্কে সচেতন করা। এরপর আপনি সিদ্ধান্ত নেবেন, আপনার জন্য কোনটা ঠিক, অথবা কোন কোন ক্ষেত্রে ঠিক? হয়তো বাসায় সুযোগ আছে, চুলায় গরম করে খেলাম, অফিস এ চুলা নাই, তাহলে ওখানে মাইক্রোওয়েভ ওভেন আছে, এখানে অল্প সময় এ গরম করে খেলাম।
6. প্রথম কাজ হচ্ছে জানা, এরপর মানার প্রশ্ন আসবে। আপনি জানলেন, জানার পর যতটুকু মানতে পারেন, ততটুকু উপকার পাবেন। যেটুকু মানলেন না, সেটার অপকার পাবেন। ব্যতিক্রম অবশ্যই আছে, কেউ সব মেনেও অসুস্থ হবে, আবার কেউ কিছু না মেনেও ভালো থাকবে। এখানেই স্রষ্টার মহিমা! আপনি আপনার কাজ টুকু সব চেয়ে ভালোভাবে করবেন, এবং বাকি টুকু সৃষ্টিকর্তার উপর ভরসা করবেন। কিন্তু নিজের অংশ টুকু না করে, যদি বলি, যা হবার তা তো হবেই, তাহলে আপনাকে সব সময় রক্ষা করার দায়িত্ব উনি কেন নেবেন? আপনার ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা বেড়ে যাবে!

https://pubmed.ncbi.nlm.nih.gov/21716201/

https://www.verywellhealth.com/do-microwaves-cause-cancer-5077367

25/12/2024
08/11/2024

#মাসনুন_দু_আ

মানুষ নিজের সক্ষমতার বাইরে কোনো পরিস্থিতি ও কাজের মুখোমুখি হয়, যা সম্পাদন করা তার ওপর কষ্ট-সাধ্য হয়ে পড়ে তখন এই ব্যাকটি পড়তে হয়। এছাড়াও শয়তানের কোনো প্রতারণা ও আক্রমণ থেকে বাঁচার জন্য এই দোয়াটি পড়া হয়।

উবাদা বিন সামেত রা. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়া পড়ে আল্লাহ তায়ালার কাছে নিজের গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করবে অথবা যেকোনো দোয়া করবে, আল্লাহ তায়ালা তার দোয়া কবুল করবেন। দোয়াটি হলো-

আরবি :

لا إِلَهَ إِلا اللَّهُ وَحْدَهُ لا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ الْحَمْدُ لِلَّهِ وَسُبْحَانَ اللَّهِ وَلا إِلَهَ إِلا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ وَلا حَوْلَ وَلا قُوَّةَ إِلا بِاللَّهِ

উচ্চারণ : লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা-শারিকালাহু-লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লু শাইয়িন কাদির, আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাহু ওয়াল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লাবিল্লাহ। -(বুখারি, ১০৮৯)

আবু জর (রা.) থেকে বর্ণনা করেন, রাসুল (সা.) আমাকে একবার বললেন—

‘আমি কি তোমাকে জান্নাতের গুপ্তধনগুলোর একটির সন্ধান দেবো না? আমি বললাম, হ্যাঁ, আল্লাহর রাসুল। তিনি বলেন, ‘লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।



মুয়াজ্জিন আজানের সময় যখন ‘হাইয়া আলাস সালাহ ও হাইয়া আলাল ফালাহ’ বলে তখন ‘লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লাবিল্লাহ‘ বলতে হয়। (মুসলিম, ৫৭৮, সুনানে আবু দাউদ, ৪৪৩)

হজরত আনাস ইবনে মালেক রা. বলেন, যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পড়বে আল্লাহ তায়ালা তার জন্য যথেষ্ট হয়ে যাবেন এবং শয়তানও তার থেকে দূর হয়ে যাবে। দোয়াটি হলো-

আরবি :

بِسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ

উচ্চারণ : বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলালাহ, লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাবিল্লাহ। -( সুনানে আবু দাউদ, ৪৪৩১)

এই বাক্যের ফজিলত সম্পর্কে হাজিম ইবনে হারমালা (রা.) বর্ণিত হাদিসে বলা হয়েছে, তিনি বলেন, আমি নবী (সা.)-এর কাছ দিয়ে যাচ্ছিলাম। তিনি আমাকে বলেন, ‘হে হাজিম! তুমি অধিক সংখ্যায় ‘লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’’ বাক্যটি পড়ো। কেননা তা হলো জান্নাতের গুপ্তধন। (বুখারি, হাদিস ৪২০৪, ৬৩৮৪, ৬৪০৯, ৭৩৮৬, মুসলিম ৫৮৯,)

আবু জর (রা.) থেকে বর্ণনা করেন, রাসুল (সা.) আমাকে একবার বললেন—

‘আমি কি তোমাকে জান্নাতের গুপ্তধনগুলোর একটির সন্ধান দেবো না? আমি বললাম, হ্যাঁ, আল্লাহর রাসুল। তিনি বলেন, ‘লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। (আহমাদ, হাদিস : ২০৮২৯)

হজরত আবু মুসা আশআরি (রা.) বর্ণনা করেন, রাসুল (সা.) একবার আমাকে বললেন, ‘তোমাকে জান্নাতের অন্যতম ধনভাণ্ডারের কথা কি বলে দেব?’ আমি বললাম, অবশ্যই বলে দিন, হে আল্লাহর রাসুল! তিনি বললেন,

لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللهِ

(লা হাওলা অলা ক্বুওয়াতা ইল্লা বিল্লাহ)। -(বুখারি, হাদিস : ২৯৯২; মুসলিম, হাদিস : ২৭০৪, তিরমিজি, হাদিস : ৩৩৭৪; আবু দাউদ, হাদিস : ১৫২৬

Nutrition seminar by "Nestle "
24/07/2023

Nutrition seminar by "Nestle "

04/07/2023

ইদানিং বসুরহাটে এইরকম হতে শুনেছি কিছু বিদেশি চক্রের হাতে ১ হাজার টাকার নোটের সাথে কিছু মিশিয়ে ওরা নাকি মানুষের টাকা নিয়ে ভাগতেছে।সবাই সাবধান এবং সচেতন হই

22/04/2023

ঈদ মোবারক।
🥒🥕🥬🥦🍅🍉🍍🍌 🍎🥥 ঈদের দিন দুপুরে ভুরিভোজের পর 🍽🍽 🍴ক্ষুধা না লাগা পর্যন্ত পরবর্তী ভুরিভোজ করবেন না, সফট ড্রিংসও না 🍷🍷☕। এভাবে গ‍্যাপ দিয়ে দিয়ে যত ইচ্ছা দাওয়াত ও ভুরিভোজ করা যাবে,🌮🥪🍳🍕🍟 ফুড পয়জনিং হবেনা। আনন্দে কাটুক সকলের ঈদ। 🥰

Address

Kabirhat
Noakhali Sadar Upazila
3807

Opening Hours

Monday 09:00 - 23:00
Tuesday 09:00 - 23:00
Wednesday 09:00 - 23:00
Thursday 09:00 - 23:00
Friday 09:00 - 23:00
Saturday 09:00 - 23:00
Sunday 09:00 - 23:00

Telephone

01817256377

Website

Alerts

Be the first to know and let us send you an email when সিরাজ ফার্মা এন্ড সার্জিক্যাল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to সিরাজ ফার্মা এন্ড সার্জিক্যাল:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram