25/07/2025
বাড়ছে ভাইরাস জ্বরের ভয়াবহতা!
বর্ষাকাল এলেই জ্বর-সর্দির বাড়াবাড়ি যেন নিয়ম হয়ে দাঁড়ায়। কিন্তু এবারের পরিস্থিতি একটু ভিন্ন, বর্তমানে বাংলাদেশে একাধিক ভাইরাস ডেঙ্গু, চিকুনগুনিয়া, কোভিড-১৯ ও ফ্লুরোনা (Flu + Covid) একসাথে ছড়িয়ে পড়ছে। একাধিক ভাইরাস একসঙ্গে ছড়িয়ে পড়ায় উপসর্গ একে অপরের সাথে মিশে যাচ্ছে। ফলে সাধারণ জ্বর ও হতে পারে বিপজ্জনক।
লক্ষণসমূহ:
• হঠাৎ তীব্র জ্বর (১০৩°F–১০৪°F পর্যন্ত)
• পিঠ, কোমর, হাঁটু, চোখের চারপাশে ব্যথা
• প্রচণ্ড দুর্বলতা, বিছানা থেকে উঠা কঠিন
• মাথা ঘোরা বা রক্তচাপ কমে যাওয়া
• বমি ভাব/বমি, র্যাশ, হালকা কাশি
• অনেক ক্ষেত্রে সব রিপোর্ট নেগেটিভ, তবুও উপসর্গ থাকে
আপনার করণীয়:
• জ্বর শুরুতেই Paracetamol 500 mg সেবন করুন (ডাক্তারের পরামর্শে)
• পর্যাপ্ত পানি ও তরল খাবার গ্রহণ করুন
• বিশ্রামে থাকুন
• টেস্ট করুন: CBC, Platelet, NS1, IgM, IgG, RT-PCR (কোভিড এবং চিকঙ্গুনিয়া)
• ৪–৫ দিনের বেশি জ্বর থাকলে দেরি না করে চিকিৎসক দেখান। কোন অচেনা বা অস্বাভাবিক লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।
প্রতিরোধে যা করবেন:
• জমে থাকা পানি সরিয়ে মশা নিয়ন্ত্রণ করুন
• ঠান্ডা লাগানো ও ভিজে যাওয়া এড়িয়ে চলুন
• মাস্ক ব্যবহার করুন ও হাত ধুয়ে ফেলুন
• ভিড় এড়িয়ে চলুন, পরিচ্ছন্ন থাকুন
এখনই সময় একটু বেশি সচেতন হওয়ার। নিজের পাশাপাশি পরিবার-পরিজনের সুস্থতার জন্য দায়িত্বশীল হোন। মনে রাখবেন, দেরিতে শনাক্ত হলে ক্ষতি হতে পারে বড়। উপসর্গ দেখলেই দেরি না করে পরীক্ষা করুন, চিকিৎসকের পরামর্শ নিন, এবং সবার সঙ্গে সচেতন আচরণ করুন।
সচেতন থাকুন, সুস্থ থাকুন।
জ্বর মানেই ফ্লু নয় – পরীক্ষা ছাড়া কিছুই নিশ্চিত নয়।
Post credit: Shihab Shimanto