25/12/2025
নোবিপ্রবি ব্লাড ব্রিগেডের সদস্য সংগ্রহ কার্যক্রম ২০২৬!!!
নোবিপ্রবি ব্লাড ব্রিগেড শুধুমাত্র একটি সংগঠন নয়।
এটি আর্তমানবতার সেবায় নিয়োজিত অলাভজনক, অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক স্বেচ্ছাসেবী সংগঠন যা নোয়াখালী অঞ্চলে রক্ত, স্বাস্থ্যসেবা বিভিন্নধর্মী প্রশিক্ষণ কর্মশালা নিয়ে কাজ করে। রক্তদান, স্বাস্থ্যসচেতনতা ও জরুরি সহায়তার মাধ্যমে জীবন বাঁচানোর লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
আমরা বিশ্বাস করি, তরুণদের হাতেই রয়েছে পরিবর্তনের শক্তি। যারা প্রয়োজনের মুহূর্তে এগিয়ে আসতে জানে এবং নিস্বার্থভাবে কাজ করতে পারে। এরকম উদ্যোমীদের খুজে বের করাই আমাদের এবারের লক্ষ্য।
কেন নোবিপ্রবি ব্লাড ব্রিগেডে যুক্ত হবেন?
• মানবতার সেবায় নিজেকে যুক্ত করার সুযোগ
• জরুরি রক্তদান কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ
• নেতৃত্ব, দলগত কাজ ও স্বেচ্ছাসেবা মূলক অভিজ্ঞতা অর্জন
• স্বাস্থ্য ক্যাম্প, সচেতনতামূলক কার্যক্রম ও প্রশিক্ষণে অংশগ্রহণ
• সামাজিকভাবে দায়িত্বশীল একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা
যোগ্যতাঃ
• নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে হবে
• ব্যাচ: ১৮তম, ১৯তম ও ২০তম
• সামাজিক সেবায় সময় দেওয়ার মানসিকতা থাকতে হবে
• দলবদ্ধভাবে কাজ করার সক্ষমতা থাকতে হবে
• রক্তদান ও স্বাস্থ্যসংক্রান্ত কার্যক্রমে আগ্রহ থাকতে হবে
রেজিস্ট্রেশন সময়সূচিঃ
রেজিস্ট্রেশন শুরু: ২৫ ডিসেম্বর ২০২৫
রেজিস্ট্রেশন শেষ: ১৫ জানুয়ারি ২০২৬
গুগল ফর্ম লিংকঃ https://forms.gle/rYBKbt2gDnnWfnzh7
যদি আপনি মনে করেন-
মানবতার প্রয়োজনে আপনার একটু সময়, একটু উদ্যোগ বদলে দিতে পারে একটি জীবন। তাহলে নোবিপ্রবি ব্লাড ব্রিগেড আপনার জন্য উপযুক্ত জায়গা।
আজই যুক্ত হোন, মানবতার পাশে দাঁড়ান।
(বি. দ্রঃ বিস্তারিত জানার জন্য গুগল ফর্মে প্রবেশ করুন অথবা যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন NSTU Blood Brigade এর ফেসবুক পেজে।)