11/10/2025
আসসালামু আলাইকুম
প্রিয় চাটখিলবাসী সবাই কেমন আছেন?
আপনাদের সাথে আজকে শেয়ার করছি ডায়াবেটিক রোগীর পায়ে ক্ষত রোগ নিয়ে।
আমরা অনেকেই খোশ পাঁচরা /ছোট ফোঁড়া/বিচি হলে তেমন গুরুত দেইনা।
এবং এটা যখন বাড়তে থাকে তখনও সঠিক চিকিৎসক এর পরামর্শ নিতে পারিনা।
যার ফলে এমনও হয় একটা অঙ্গ কেটে ফেলা লাগতে পারে।
ছবিতে এক ভদ্র লোকের পায়ের অবস্থা দেখানো হচ্ছে । উনি ডায়াবেটিস এর রোগী।
একদম শুরুতে পায়ে একটা বিশফোঁড়া উঠে উনার।
কিন্তুু উনি গুরুত্ব দেয়নি এরপর এটা অনেক বেড়ে যায়। পুরো পায়ের নিচের অংশে ছড়িয়ে পরে যেটা আপনারা প্রথম ২টা ছবিতে দেখতে পাবেন। এরপর উনি আমার কাছে আসেন ৷ আর্থিক অবস্থা খারাপ ছিলো তাই আমি বিনামূল্যে অপারেশন করে দেই ।
এরপর দীর্ঘদিন ড্রেসিং এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার পর এটা শুকিয়ে আসে এবং উনি আল্লাহর রহমতে সুস্থতা লাভ করেন । ছবি গুলো সংযুক্ত করে দিয়েছি।
আমি এমন অনেক রোগী পেয়েছি শুরুতে না এসে, অনেক পরে আসে যার ফলে পা কেটে ফেলাও লেগেছে।
তাই নিজে সচেতন হোন, আসে পাশের মানুষকে সচেতন করুন।
যেকেনো প্রয়োজনে
ডা. নুর মোহাম্মদ
এমবিবিএস,বিসিএস
আইএমও
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
+8801325565262