Miralipur Blood Foundation - MBF

  • Home
  • Miralipur Blood Foundation - MBF

Miralipur Blood Foundation - MBF স্বেচ্ছায় রক্তদান ও আর্তমানবতার সেবায়💗

09/07/2025

সার্বিক আবহাওয়া বন্যার দিকে মুভ করার প্রবল সম্ভাবনা রয়েছে, আতঙ্কিত না হয়ে নিজে সচেতন থাকুন, অন্যদের সচেতন করুন, পাড়াপ্রতিবেশির খোজ নিন, সহযোগিতা করুন🤍

🌸 আলহামদুলিল্লাহ! মিরআলীপুরের যুবসমাজ এগিয়ে আসছে রক্তদানে! 🌸দিন দিন মিরআলীপুরের তরুণ যুবকদের স্বেচ্ছায় রক্তদানের আগ্রহ ব...
30/06/2025

🌸 আলহামদুলিল্লাহ! মিরআলীপুরের যুবসমাজ এগিয়ে আসছে রক্তদানে! 🌸

দিন দিন মিরআলীপুরের তরুণ যুবকদের স্বেচ্ছায় রক্তদানের আগ্রহ বাড়ছে — এটা আমাদের জন্য সত্যিই গর্বের বিষয়।
আলহামদুলিল্লাহ, বিগত কয়েক মাসে ২৫+ তরুণ স্বেচ্ছায় রক্তদান করেছেন।

এই ছোট্ট গ্রামের যুবকদের আন্তরিক উদ্যোগ ও মানবিকতা একদিন দেশের প্রতিটি গ্রামে-গঞ্জে, শহরে স্বেচ্ছায় রক্তদানের আন্দোলন ছড়িয়ে দেবে — ইনশাআল্লাহ। ❤️

🤝 সার্বিক সহযোগিতায়:
মিরআলীপুর ব্লাড ফাউন্ডেশন
📍 ঠিকানা: মিরআলীপুর, বেগমগঞ্জ, নোয়াখালী
📞 হেল্পলাইন: 01326-964448

🔁 রক্তদানে পিছিয়ে থাকবেন না, এক ব্যাগ রক্ত বাঁচাতে পারে একটি জীবন!
#রক্তদান_জীবনদান #মিরআলীপুর_ব্লাড_ফাউন্ডেশন #স্বেচ্ছায়_রক্তদান

20/06/2025

"হয়তো কেউ আমাদের প্রচারে অনুপ্রাণিত হয়ে গোপনে রক্ত দান করেছে—এটাই আমাদের প্রচারের সবচেয়ে বড় সার্থকতা। মানুষের মন ছুঁয়ে যাওয়া, নিঃশব্দে মানবতার সেবা—এই তো আমাদের আসল জয়। ❤️"

আজ ১৪ জুন - বিশ্ব রক্তদাতা দিবসসকল রক্তদাতাদের জানাই মনের গভীর থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা।স্যালুট
14/06/2025

আজ ১৪ জুন - বিশ্ব রক্তদাতা দিবস
সকল রক্তদাতাদের জানাই মনের গভীর থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা।
স্যালুট

১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে নোয়াখালীর সম্মিলিত সেচ্ছাসেবীদের অংশ গ্রহণে আয়োজিত হতে যাচ্ছে বর্ণাট্য র্যালি,  উক্ত ...
13/06/2025

১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে
নোয়াখালীর সম্মিলিত সেচ্ছাসেবীদের অংশ গ্রহণে আয়োজিত হতে যাচ্ছে বর্ণাট্য র্যালি,
উক্ত বর্ণাঢ্য রেলি তে আপনারা স্ব-বান্ধবে আমন্ত্রিত💓

09/06/2025

COVID Omicron JN.1 আগের কোভিড গুলোর চাইতে অনেক দ্রুত আক্রমণ করে।

এখনই আপনার পরিবারের শিশু এবং বয়স্কদের সুরক্ষা নিশ্চিত করুন।

যিলহজের প্রথম দশ দিন—বরকত, রহমত ও নেকির অফুরন্ত ভাণ্ডার!রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,“আল্লাহর কাছ...
28/05/2025

যিলহজের প্রথম দশ দিন—বরকত, রহমত ও নেকির অফুরন্ত ভাণ্ডার!
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
“আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দিনগুলো হলো যিলহজ মাসের প্রথম দশ দিন।” (সহিহ বুখারি)
এই বিশেষ দিনগুলোতে কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে, যা আমাদের ইমান ও আমলের মানকে উন্নত করতে পারে।
Miralipur Blood Foundation - MBF এর পক্ষ থেকে উপস্থাপন করছি
যিলহজের প্রথম দশ দিনের ১০টি গুরুত্বপূর্ণ আমল।
আসুন, আমরা সবাই এই মহামূল্যবান দিনগুলোকে কাজে লাগাই এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য অগ্রসর হই।
আল্লাহ আমাদের সকলকে এই বরকতময় সময়ের পূর্ণ ফায়দা তোলার তাওফিক দান করুন। আমিন।

মিরআলীপুর ব্লাড ফাউন্ডেশন স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন!আলহামদুলিল্লাহ গত ২৫/০৫/২০২৫ তারিখে আমাদের স্বেচ্ছাসেবক...
27/05/2025

মিরআলীপুর ব্লাড ফাউন্ডেশন স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন!

আলহামদুলিল্লাহ গত ২৫/০৫/২০২৫ তারিখে আমাদের স্বেচ্ছাসেবক দের "Volunteer Training For Blood Donation" প্রশিক্ষণ টি সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।

এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা স্বেচ্ছাসেবকদের রক্তদানের গুরুত্ব, জরুরি রক্ত সমন্বয়ের কৌশল, যোগাযোগ দক্ষতা, মানবিক মূল্যবোধ ও ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা দিয়েছি।

আমাদের বিশ্বাস, এই প্রশিক্ষণ তাদের মানবিক সেবায় আরও দক্ষ ও আত্মবিশ্বাসী করে তুলবে। আগামী দিনে তারা সমাজে রক্তদানের সচেতনতা ছড়িয়ে দিতে এবং জীবনের জন্য রক্ত সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আমাদের স্বপ্ন - একটি রক্তের অপেক্ষায় যেন আর কোনো প্রাণ ঝরে না পড়ে।

#মিরআলীপুর_ব্লাড_ফাউন্ডেশন
#স্বেচ্ছাসেবক_প্রশিক্ষণ
#রক্তদান_জীবন_দান
#স্বেচ্ছাসেবী_শক্তি
#মানবতার_সেবা

Address

Mir Ali Pur

3824

Website

Alerts

Be the first to know and let us send you an email when Miralipur Blood Foundation - MBF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram