Tibabah Rehabilitation Center

Tibabah Rehabilitation Center �আপনাদের সেবায় নিয়োজিত থাকতে সর্বদ

27/12/2023

এমন উস্তাদদের প্রতি রইল শ্রেষ্ঠ সম্মান
যারা এতো ব্যাস্ততার মাঝে ও ছাত্র দের বিনদন দিতে ভুলে না

11/09/2023

মজা পাইলাম

ফোন কভার বাইক ভার্সন মূল্য ৫০০ টাকা স্মার্ট ফোন বা বিভিন্ন আকারের ডিভাইসের সাথে সামঞ্জস্যপূর্ণ, এবং ইনস্টল করা সহজ, বন্ধ...
26/02/2023

ফোন কভার বাইক ভার্সন
মূল্য ৫০০ টাকা

স্মার্ট ফোন বা বিভিন্ন আকারের ডিভাইসের সাথে সামঞ্জস্যপূর্ণ, এবং ইনস্টল করা সহজ, বন্ধনীটি যে কোনো সাইকেল, স্কুটার বা হ্যান্ডেলবার সহ অন্যান্য যানবাহনের সাথে সংযুক্ত করা যেতে পারে

2. ওয়েদার প্রুফ স্মার্ট ফোন কেস আপনার স্মার্টফোনের স্ক্র্যাচ, শক এবং স্প্ল্যাশ মুক্ত রাখার জন্য ডিজাইন করা হয়েছে

রাস্তা বা ট্রেইল

3. স্বচ্ছ উইন্ডো সহজে দেখার এবং টাচ-স্ক্রিন অ্যাক্সেস প্রদান করে

4.360 ডিগ্রি ঘূর্ণায়মান মাথা নিখুঁত কোণে দেখার অনুমতি দেয়

5. হ্যান্ডেলবার সহ যেকোনো বাইক, স্কুটার বা অন্য যানবাহনে মাউন্ট অ্যাটাচ ইনস্টল করা সহজ

6.পুরনো মডেলের সাথে তুলনা করে, এই ফোন হোল্ডার পাউচটি পাতলা এবং হালকা

7. বন্ধনী ব্যাগের মাঝখানে একটি রাবার রিং আছে, যা ঢেকে রাখার পরে জলরোধী, যাতে জলরোধী ফাংশন উন্নত করা যায়।

আস্সলামু আলাইকুম  আপনারা যারা পর্দা সহকারে  #ফিজিওথেরাপি  নিতে  আগ্রহী  তারা ডাঃ খাদিজা পারভিন গুলশান   এর কাছে পাবেন সম...
21/07/2022

আস্সলামু আলাইকুম
আপনারা যারা পর্দা সহকারে #ফিজিওথেরাপি নিতে আগ্রহী তারা ডাঃ খাদিজা পারভিন গুলশান এর কাছে পাবেন সম্পুর্ন পর্দা সহকারে ফিজিওথেরাপি
কল করুন ঃ01931618023 >01963690481

04/07/2021

আসসালামু আলাইকুম
দুঃখের সাথে জানাইতেছি যে আমাদের হিজামা সেন্টার দেশের বর্তমান পরিস্থিতির কারনে ইস্থান পরিবর্তন করা হয়েছে
#আমাদের নতুন সেন্টার দেওয়া হয়েছে যশোর নোয়াপাড়া হাসপাতাল রোডে।

Hijama নিলেন ৯নং সেক্টর এর মোঃ রিমন ভাই আহমাদ ফিজিওথেরাপি সেন্টার এসে।
20/04/2021

Hijama নিলেন ৯নং সেক্টর এর মোঃ রিমন ভাই
আহমাদ ফিজিওথেরাপি সেন্টার এসে।

 #কোমরে_ঘাড়ে_ও_পিঠে_ব্যাথার_কার্যকরী_ন্যাচারাল_চিকিৎসা_হিজামা_Cupping_therapy #রোজা অবস্থায় হিজামা নিলে রোজার কোন ক্ষত...
17/04/2021

#কোমরে_ঘাড়ে_ও_পিঠে_ব্যাথার_কার্যকরী_ন্যাচারাল_চিকিৎসা_হিজামা_Cupping_therapy
#রোজা অবস্থায় হিজামা নিলে রোজার কোন ক্ষতি হয় না, রোজা অবস্থায় হিজামা নেয়া যাবে।

পিঠ থেকে শুরু করে কোমর পর্যন্ত ব্যথাকে সাধারণত ‘ব্যাক পেইন’ বলে অভিহিত করা হয়। সচরাচর প্রচুর মানুষ এই ব্যাক পেইনে ভোগেন। দৈনন্দিন জীবনযাপন, খাদ্যাভ্যাস সহ বিভিন্ন বাজে অভ্যাসের কারণে যে কেউ ব্যাক পেইনে আক্রান্ত হতে পারেন। অধিকাংশ সময় কোমরে ব্যথা, মাংস পেশীর প্রবলেম ও নার্ভের উপর প্রেসার এর কারণে হয়ে থাকে।

Cupping therapy বা হিজামা মাংস পেশীর রিলাক্সেশন ও নার্ভ সিস্টেম এক্টিভ করা ও এটার উপর থেকে প্রেসার কমানোর ক্ষেত্রে খুব ভালো কাজ করে। যা আপনাকে মুক্তি দিতে পারে “ব্যক পেইনের” সমস্য থেকে। এটি শরীর থেকে টক্সিন দুর করার একমাত্র ন্যাচারাল পদ্ধতি ও বিভিন্ন ইনফেকশন এর ক্ষেত্রে শরীর থেকে Prostaglandin বের করে। এন্ড্রোফিন ও মরফিন এর পরিমাণ বাড়ায়।

#হিজামা_আরো_উপকারিতা

* হিজামা টিস্যু থেকে বিষ মুক্ত করতে সহায়তা করে।

* লিম্ফ্যাটিক সিস্টেম সক্রিয় করে।

* বড় রক্তনালী পরিষ্কার করে এবং রক্ত সঞ্চালন সক্রিয় করে।

(১) শরীরের জয়েন্টগুলোতে ব্যাথা,ঘাড়, হাটু এবং কোমর ব্যথা দূর করতে সাহায্য করে।
(২) মাথা ব্যথার জন্য বিশেষ উপকারী।
(৩) শরীর থেকে ক্ষতিকর বিষাক্ত পদার্থ/Toxin বের করে নিয়ে আসে,
(৪) শরীরের ব্যথা/ জ্বালাপোড়া হৃাস করে,
(৫) ত্বক পরিষ্কার করে।
(৬) রক্ত সঞ্চালন বৃদ্ধি করে,
(৭) ঘুমের উন্নতি করে
(৮) শারীরিক শক্তি বৃদ্ধি করে,
(৯) কিডনি ও লিভারকে পরিস্কার করে ,
(১০) হৃদ রোগের ঝুকি কমায় এবং হার্ট সুস্থ রাখে,
(১১) বৃদ্ধ মানুষের বাত/ব্যথা দূর করে ,
(১২) গ্যাস্ট্রিক দূর করে।
(১৩) চুল পড়া বন্ধ হয়।

#জরুরী_বিষয়
হিজামা অবশ্যই সেন্টার থেকে নেয়া চাই, কারণ সেন্টারে যে বিষয়গুলো মেন্টেন করা হয় সেটা বাহিরে করা হয় না।সেন্টারে প্রয়োজনীয় ইনস্টুমেন্ট থাকে,যাতে রোগীকে যে কোন অবস্থায় সাপোর্ট দেয়া যায়।
এই করোনা অবস্থায় সেফটি মেন্টেন করে হিজামা করুন
# চিকিৎসা খরছঃ ৮০০-১৫০০ টাকা।

# চিকিৎসা পেতে ইনবক্স করুন অথবা কল করুনঃ

যোগাযোগ করুন 01963690481
01931618023

আহমাদ ফিজিওথেরাপি সেন্টার
উওরা ঢাকা

➡️➡️ #আহমাদ_ফিজিওথেরাপি_সেন্টার⬅️⬅️বিশেষজ্ঞ ডাক্তার ওথেরাপিষ্ট দ্বারা পরিচালিত ফিজিওথেরাপি ও হিজামাহ সেন্টার।★★আমাদের সে...
08/04/2021

➡️➡️ #আহমাদ_ফিজিওথেরাপি_সেন্টার⬅️⬅️
বিশেষজ্ঞ ডাক্তার ওথেরাপিষ্ট দ্বারা পরিচালিত ফিজিওথেরাপি ও হিজামাহ সেন্টার।

★★আমাদের সেন্টারের বৈশিষ্ট্যসমুহ --

১। ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট ডাক্তার চেম্বার করবেন।
২। বিশেষজ্ঞ ডাক্তার এর অধীনে অভিজ্ঞ থেরাপিস্টদের দ্বারা হিজামা এবং ফিজিওথেরাপি দেওয়া হয়।
৩। পুরুষ ও মহিলাদের জন্য আলাদা ব্যাবস্থা।
৪। মহিলা রোগীদের জন্য মহিলা ডাক্তার, মহিলা হিজামা থেরাপিস্ট ও মহিলা এসিস্ট্যান্ট আছেন। পরিপূর্ন পর্দার সাথে আলাদা রুমে মহিলাদের হিজামা ও ফিজিওথেরাপির ব্যাবস্থা আছে
৫। গাড়ী পার্কিং এর সু- ব্যাবস্থা।
৬। সার্বক্ষণিক লিফটের সুবিধা আছে।
৭।পরিস্কার পরিচ্ছন্ন ও প্রশস্ত পরিবেশ।

#আহমাদ_ফিজিওথেরাপি_সেন্টার
••যোগাযোগঃ হাউজ ২৫, রোড ৩/ফ, সেক্টর ৯, উওরা ঢাকা।

মোবাঃ01931618023

 #হিজামাতে_শাবান_মাসের_বিষেস_ডিসকাউন্ট10 কাপ 900 টাকা।15 কাপ 1300 টাকা।বিভিন্ন রোগের জন্য এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা...
02/04/2021

#হিজামাতে_শাবান_মাসের_বিষেস_ডিসকাউন্ট
10 কাপ 900 টাকা।

15 কাপ 1300 টাকা।

বিভিন্ন রোগের জন্য এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য হিজামা অনেক কার্যকরী চিকিৎসা। সুতরাং হিজামার মাধ্যমে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে নিতে পারেন, এতে আপনার হার্ট ফুসফুস ইত্যাদির কার্যক্ষমতা বৃদ্ধি পাবে।
করোনা অবস্থায় স্বাস্থবিধি মেনে নিরাপদ ভাবে হিজামা করা হয়।

হযরত আনাস রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “কেউ হিজামা করতে চাইলে সে যেন আরবী মাসের ১৭, ১৯ কিংবা ২১ তম দিনকে নির্বাচিত করে। রক্তচাপের কারণে যেন তোমাদের কারো মৃত্যু না হয়, সেদিকে লক্ষ্য রাখবে।” সুনানে ইবনে মাজা, হাদীছ নম্বর: ৩৪৮৬

#বাত_ব্যথা_দুর_করার_ও_ডিটক্সিফিকেশানের_একমাত্র_ন্যচারাল_পদ্ধতি_হিজামা_cupping_therapy

আমরা অনেকেই বাত ব্যথায় ভুগতেছি চিকিৎসা করেও কোন আরাম পাচ্ছি না।তারা হিজামা নিতে পারেন। এবং আমাদের শরীরে প্রতিদিন বিভিন্ন ভাবে টক্সিন জমা হচ্ছে যা আমাদের শরীরে অনেক ধরনের রোগ ব্যধি তৈরী করে।এই টক্সিন বের করার জন্য আমরা হিজামা নিতে পারি।

#হিজামার_আরো_উপকারিতা:-

* হিজামা টিস্যু থেকে বিষ মুক্ত করতে সহায়তা করে।

* লিম্ফ্যাটিক সিস্টেম সক্রিয় করে।
* রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
* বড় রক্তনালী পরিষ্কার করে এবং রক্ত সঞ্চালন সক্রিয় করে।

* দেহের কোন স্থানে রক্ত সরবরাহ বৃদ্ধি করতে বা কোন অঙ্গে রক্ত সঞ্চালন কম হলে তা দূর করতে কাপিং করার দরকার হয়।
দেহের সাধারণ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ইম্যুনিটি গ্লান্ডস, বিশেষ করে থাইমাস গ্লান্ড যাহা পিঠে ৪র্থ ভার্টিব্রা বরাবর কাপিং করা হয়।

★হিজামা'র বিশেষ কিছু উপকারিতা:★

(১) শরীরের জয়েন্টগুলোতে ব্যাথা,ঘাড়, হাটু এবং কোমর ব্যথা দূর করতে সাহায্য করে।
(২) মাথা ব্যথার জন্য বিশেষ উপকারী।
(৩) শরীর থেকে ক্ষতিকর বিষাক্ত পদার্থ/Toxin বের করে নিয়ে আসে,
(৪) শরীরের ব্যথা/ জ্বালাপোড়া হৃাস করে,
(৫) ত্বক পরিষ্কার করে।
(৬) রক্ত সঞ্চালন বৃদ্ধি করে,
(৭) ঘুমের উন্নতি করে
(৮) শারীরিক শক্তি বৃদ্ধি করে,
(৯) কিডনি ও লিভারকে পরিস্কার করে ,
(১০) হৃদ রোগের ঝুকি কমায় এবং হার্ট সুস্থ রাখে,
(১১) বৃদ্ধ মানুষের বাত/ব্যথা নিপীড়ন করে ,
(১২) গ্যাস্ট্রিক দূর করে।
(১৩) চুল পড়া বন্ধ হয়।

হিজামা সম্পর্কে বিস্তারিত জানতে

আহমাদ ফিজিওথেরাপি এন্ড হিজামা সেন্টার, হাউজ ২৫, রোড ৩/ফ, সেক্টর ৯,উওরা , ঢাকা।
যোগাযোগ:---৷৷ 01931618023
01963690481

সকাল থেকে রাত পর্যন্ত খোলা থাকবে

আগে সিরিয়াল দিলে ভালো হয়।

 #হিজামা_হিজামা_সুন্নাহ_তারিখ আসসালামু আলাইকুম আগামী ১, ৩,এবং ৫, এপ্রিল, বৃহস্পতিবার, শনিবার, সোমবার,  হিজামার সুন্নাহ ড...
31/03/2021

#হিজামা_হিজামা_সুন্নাহ_তারিখ
আসসালামু আলাইকুম
আগামী ১, ৩,এবং ৫, এপ্রিল, বৃহস্পতিবার, শনিবার, সোমবার, হিজামার সুন্নাহ ডেইট।
স্পেশাল সুন্নাহ ডেইট অফার
১০পয়েন্ট ৯০০ টাকা, ১৫ পয়েন্ট ১৩০০ টাকা, বি দ্রঃ মহিলা ও পুরুষদের জন্য আলাদা পুরুষ এবং মহিলা থেরাপিষ্ট আছে। সিরিয়ালের জন্যঃ
01931618023
01963690481
আহমাদ ফিজিওথেরাপি সেন্টার
, ৩য় তলা, ২৫ হাউজ, ৩/ফ রোড, ৯নং সেক্টর উওরা ঢাকা

হিজামা (শিঙ্গা) এর মাধ্যমে যে সব রোগের চিকিৎসা করা হয়ে থাকেঃ-----------------*-------------------১। মাইগ্রেন জনিত দীর্ঘ...
23/03/2021

হিজামা (শিঙ্গা) এর মাধ্যমে যে সব রোগের চিকিৎসা করা হয়ে থাকেঃ
-----------------*-------------------
১। মাইগ্রেন জনিত দীর্ঘমেয়াদী মাথাব্যথা
২। রক্তদূষণ
৩। উচ্চরক্তচাপ
৪। ঘুমের ব্যাঘাত
৫। স্মৃতিভ্রষ্টতা
৬। অস্থি সন্ধির ব্যাথা/ গেটে বাত
৭। ব্যাক পেইন
৮। হাঁটু ব্যাথা
৯। দীর্ঘমেয়াদী সাধারন মাথা ব্যাথা
১০। ঘাড়ে ব্যাথা
১১। কোমর ব্যাথা
১২। পায়ে ব্যাথা
১৩। মাংসপেশীর ব্যাথা
১৪। দীর্ঘমেয়াদী পেট ব্যথা
১৫। হাড়ের স্থানচ্যুতি জনিত ব্যাথা
১৬। থাইরয়েড গ্রন্থির সমস্যা
১৭। সাইনোসাইটিস
১৮। হাঁপানি
১৯। হৃদরোগ
২০। রক্তসংবহন তন্ত্রের সংক্রমন
২১। টনসিল
২২। দাঁত/মুখের/জিহ্বার সংক্রমন
২৩। গ্যাস্ট্রিক পেইন
২৪। মুটিয়ে যাওয়া
২৫। দীর্ঘমেয়াদী চর্মরোগ
২৬। ত্বকের নিম্নস্থিত বর্জ্য নিষ্কাশন
২৭। ফোঁড়া-পাঁচড়া সহ আরো অনেক রোগ।
২৮। ডায়াবেটিস
২৯। ভার্টিব্রাল ডিস্ক প্রোল্যাপ্স/ হারনিয়েশান
৩০। চুল পড়া
৩১। মানসিক সমস্যা ...সহ আরও অনেক রোগ।
রাসূল সাঃ এর যুগে এই চিকিৎসা খুব বেশি প্রচলিত ছিলো। রাসূল সাঃ একদিন ঘোড়া থেকে পড়ে গিয়ে সাথে সাথে আঘাতপ্রাপ্ত স্থানে হিজামা করিয়েছেন। যেহেতু আল্লাহ তায়ালার রাসূল হিজামা নিজে করেছেন এবং অন্যদের করতে উৎসাহ প্রদান করেছেন তাহলে নিশ্চয়ই এরমধ্যে বহু উপকার রয়েছে।
হিজামা থেরাপী নেয়ার জন্য যোগাযোগ করুনঃ 01931618023
01963660481

বাসা২৫, রোড ৩/ফ, সেক্টর ৯, উওরা ঢাকা

আহমাদ হিজামা এন্ড ফিজিওথেরাপি সেন্টার

আলহামদুলিল্লাহ আজকে মাথা ব্যথার জন্য  #হিজামা নিলাম   ৯নং  সেক্টর উওরা হিজামা সেন্টারে
17/03/2021

আলহামদুলিল্লাহ আজকে মাথা ব্যথার জন্য #হিজামা নিলাম ৯নং সেক্টর উওরা হিজামা সেন্টারে

 #হিজামা_বা_কাপিং_থেরাপির_সাধারণ_উপকারিতাঃ-১.এটি রক্ত পরিষ্কার করে ও মেরুমজ্জাকে কার্যকারী ও শক্তিশালী করে ।২.এর মাধ্যমে...
14/03/2021

#হিজামা_বা_কাপিং_থেরাপির_সাধারণ_উপকারিতাঃ-
১.এটি রক্ত পরিষ্কার করে ও মেরুমজ্জাকে কার্যকারী ও শক্তিশালী করে ।
২.এর মাধ্যমে শিরার উপর উত্তম প্রভাব পড়ে।
৩. পিঠের খিচুনীর অবসানে এটি খুব উপকারী।
৪. ফুসফুসের বিভিন্ন রােগ- যেমন হাঁপানী , বুক ব্যথা , জ্বর ইত্যাদি রােগ নিরাময়েও বেশউপকারী।
৫. বিভিন্ন কারণে সৃষ্ট মাথাব্যথা , মাইগ্রেন ও দাঁতের ব্যথাদূর করে।
৬. চোখের বিভিন্ন অসুবিধা- যেমন চোখ ওঠা ( conjunctivitis ) ইত্যাদি নিরাময় করে।
৭. জরায়ুর বিভিন্ন রােগ- যেমন মাসিকের অনিয়ম এবং রজঃবদ্ধতা দূরীকরণের জন্য এটি বেশ উপকারী।
৮. গেঁটেবাত এবং সায়াটিকা দূর করার ক্ষেত্রেও এটি বড় ভূমিকা রাখে।
৯ , উচ্চরক্তচাপ কমাতে যথেষ্ট উপকারী।
১০. কাঁধ , বুক এবং পেটের ব্যথা দূর করতে এটি বেশ উপকারী।
১১. অলসতা , দুর্বলতা ও মাত্রাতিরিক্ত ঘুম ইত্যাদি অসুবিধাও এর মাধ্যমে সমাধান করা যায়।
১২. আলসার , ফোড়া , ব্রণ এবং চুলকানিও এর মাধ্যমে ভালাে হয়।
১৩. হৃদঝিল্লিপ্রদাহ ( pericarditis ) এবং মূত্রগ্রন্থিপ্রদাহে ( nephritis ) যথেষ্ট উপকারী।
১৪. খাদ্যের বিষক্রিয়া রােধে বেশ উপকারী।
১৫. পুঁজযুক্ত ক্ষতের চিকিৎসাও এর মাধ্যমেকরা যায়। ১৬. আমবাত ( Alergy ) নিরাময়ের ক্ষেত্রেও উপকারী।১৭. শরীরের কোন অঙ্গে ব্যথা হলে সেখানে এই ‘ হিজামা প্রয়ােগ খুবই উপকারী।
১৮. সুস্থ ব্যক্তিগণও ‘ হিজামা করাতে পারেন । কেননা এটিসুন্নত এবং রােগ - প্রতিরােধক । তাছাড়া এটি মনে প্রফুল্লতা ও দেহে উদ্যমতা বয়ে আনে।😍
তাই হিজামা নিন সুস্থ থাকুন❤
হোম সার্ভিস ও নির্দিষ্ট সেন্টারে হিজামা করানো হয়।
( মহিলা ও পুরুষ হিজামা থেরাপিস্ট রয়েছে)
#বিস্তারিত- 01931618023
পেজে লাইক দিয়ে সাথে থাকুন
ধন্যবাদ😍
#যোগাযোগ_করুনঃ_25_বাসা_3f_রোড_9_সেক্টর_উওরা_ঢাকা
#সরাসরি_যোগাযোগ 01931618023

ওয়েট কাপিং বডি বিল্ডার/জিম প্রশিক্ষক অনেকেরই পছন্দের তালিকায় !  নিত্যদিনের ইনজুরি আর ব্যথায় পেইন কিলার এর উপর নিভর্রতা ক...
11/03/2021

ওয়েট কাপিং বডি বিল্ডার/জিম প্রশিক্ষক অনেকেরই পছন্দের তালিকায় !
নিত্যদিনের ইনজুরি আর ব্যথায় পেইন কিলার এর উপর নিভর্রতা কমাতে ড্রাই কাপিং সহায়ক।
★Better blood circulation,
★better pain relief এবং
★ fatigue free energetic performance
নিশ্চিত করতে তাই ড্রাই/ওয়েট কাপিং একজন বডি বিল্ডার / জিম প্রশিক্ষক পছন্দের চিকিৎসা পদ্ধতি হতেই পারে - এটাই সহজ ব্যাখ্যা।
Cupping for Bodybuilders
:Detoxify body
:Increase flexibility
:Increase blood circulation
:Muscles Boost-up
:Increase immunity power
:Heal pain
:Sport Injury
:Power Booster
:Dissolve fat
:Remove stiffness
:Release Trap muscles
:Muscles Relaxes
#যোগাযোগ_করুন_২৫হাউজ_ ৩/ফ রোড_ #৯সেক্টর_উওরা_ঢাকা
#সরাসরি_যোগাযোগ 01931618023
https://www.facebook.com/Tibabah

 #সাইয়িদুল_ইস্তিগফার_ক্ষমা_প্রার্থনার_শ্রেষ্ঠ_দোয়া সাইয়িদুল ইস্তিগফার ( أَسْتَغْفِرُالله ‘আস্তাগফিরুল্লাহ’ ) বা ক্ষমা প্...
07/03/2021

#সাইয়িদুল_ইস্তিগফার_ক্ষমা_প্রার্থনার_শ্রেষ্ঠ_দোয়া


সাইয়িদুল ইস্তিগফার ( أَسْتَغْفِرُالله ‘আস্তাগফিরুল্লাহ’ ) বা ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া: সাইয়িদুল ইস্তিগফার এর ফজিলত:

রাসূলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে এই দোয়া পাঠ করবে, দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে, সে জান্নাতী হবে’।


সাইয়েদুল ইস্তেগফার আরবি উচ্চারণ:

।اَللَّهُمَّ أَنْتَ رَبِّىْ لآ إِلهَ إلاَّ أَنْتَ خَلَقْتَنِىْ وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوْذُبِكَ مِنْ شَرِّمَا صَنَعْتُ، أبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَىَّ وَأَبُوْءُ بِذَنْبِىْ فَاغْفِرْلِىْ، فَإِنَّهُ لاَيَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ-

সাইয়েদুল ইস্তেগফার বাংলা উচ্চারণ: আল্লা-হুম্মা আনতা রাববী, লা ইলা-হা ইল্লা আনতা, খালাক্বতানী ওয়া আনা ‘আবদুকা, ওয়া আনা ‘আলা ‘আহদিকা, ওয়া ওয়া‘দিকা মাসতাত্বা‘তু, আ‘ঊযুবিকা মিন শার্রি মা ছানা‘তু। আবূউ লাকা বিনি‘মাতিকা ‘আলাইয়া ওয়া আবূউ বিযাম্বী, ফাগফিরলী ফাইন্নাহূ লা ইয়াগফিরুযুনূবা ইল্লা আনতা।

সাইয়েদুল ইস্তেগফার অর্থ: ‘হে আল্লাহ! তুমি আমার পালনকর্তা। তুমি ব্যতীত কোন উপাস্য নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ। আমি তোমার দাস। আমি আমার সাধ্যমত তোমার নিকটে দেওয়া অঙ্গীকারে ও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট হ’তে তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি। আমি আমার উপরে তোমার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গোনাহের স্বীকৃতি দিচ্ছি। অতএব তুমি আমাকে ক্ষমা কর। কেননা তুমি ব্যতীত পাপসমূহ ক্ষমা করার কেউ নেই’। (১০৫)(১০৫) . বুখারী, মিশকাত হা/২৩৩৫ ‘দো‘আ সমূহ’ অধ্যায়-৯, ‘ইস্তিগফার ও তওবা’ অনুচ্ছেদ-৪।

Cupping (হিজামা) নিলেন ''নাঈম ইবনে সাওরাত''ভাই মালিক 👉 &_Fitness Arena(Gym).Uttara -9
05/02/2021

Cupping (হিজামা) নিলেন ''নাঈম ইবনে সাওরাত''ভাই মালিক 👉 &_Fitness Arena(Gym).
Uttara -9

নতুন অভিজ্ঞতা ✌️সরাসরি জিমে গিয়ে কাপিং(হিজামা)লোকেশন : Muscle & Fitness Arena,Sector - 13 Uttara -1230
05/02/2021

নতুন অভিজ্ঞতা ✌️সরাসরি জিমে গিয়ে কাপিং(হিজামা)
লোকেশন : Muscle & Fitness Arena,Sector - 13 Uttara -1230

Address

Joynal Market, Uttara, Dhaka-1230
Nowapara
7460

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Friday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

+8801931618023

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tibabah Rehabilitation Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Tibabah Rehabilitation Center:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram