Dr.Pranto's Medical & Ultrasono Care

Dr.Pranto's Medical & Ultrasono Care MBBS(R.U),DMU(Ultra)
CCD(BIRDEM),CCVD(BIRDEM)
স্বাস্থ্য বিষয়ক পোস্ট ও পরামর্শ দেওয়া হয়
Mobile No:01848004805(What's App)

27/11/2024

গর্ভাবস্থায় প্রথম ৩ মাস (1st trimester) কী কী সতর্কতা অবলম্বন করা উচিত।।
গর্ভাবস্থার প্রথম ৩ মাস (১ম ত্রৈমাসিক) খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ে আপনার বেবির প্রতিটি অর্গান তৈরি হয় এবং গর্ভপাত বা মিসক্যারেজের সম্ভাবনাও বেশি থাকে। তাই এই সময়ে নিন্মে উল্লেখ করা কিছু সতর্কতা অনুসরণ করা গুরুত্বপূর্ণ:

১. আপনার চিকিৎসকের প্রেস্ক্রিপশান অনুযায়ী প্রসবপূর্ব ভিটামিন ও অন্যান্য ঔষধ সময় মত খান। দ্বিধাগ্রস্ত হবেন
না।
২. অ্যালকোহল, ধূমপান এবং অবৈধ মাদকদ্রব্য এড়িয়ে চলুন।
৩. প্রতিদিন ২০০ মিলিগ্রামের বেশি ক্যাফেইন গ্রহণ করবেন না।
৪. পুষ্টি সমৃদ্ধ স্বাস্থ্যকর এবং সুষম খাবার খান।
৫. প্রচুর পানি পান করে হাইড্রেটেড থাকুন। (দৈনিক ৮-১০ গ্লাস পানি পান করুন)।
৬. নিয়মিত ব্যায়াম করুন, তবে গর্ভাবস্থার জন্য ঝুঁকিপূর্ণ কাজগুলি এড়িয়ে চলুন।
৭. ক্ষতিকারক রাসায়নিক এবং বিষাক্ত পদার্থের সংস্পর্শ এড়িয়ে চলুন।
৮. প্রচুর বিশ্রাম নিন এবং অত্যধিক শ্রমসাধ্য কার্যকলাপ এড়িয়ে চলুন।
৯. শারীরিক যে কোন সমস্যায় আপনার চিকিৎসকের পরামর্শ অনুসরণ করুন। প্রেস্ক্রিপশানের বাইরে কোন ঔষধ খাবেন না।
১০. সমস্ত প্রসবপূর্ব চেকআপের জন্য পূর্ব নির্ধারিত সময়ে আপনার চিকিৎসকের সাথে দেখা করুন, প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করুন এবং যেকোনো উদ্বেগের কথা জানান।

24/11/2024

রোগীর সুস্থতাই সব থেকে বড় পাওয়া ❤️

যে যে কারণে সি-সেকশন(সিজার) করতে হয়:সি-সেকশন(সিজার) হল পেটের নীচের দিকে ইনসিশন দিয়ে অক্ষত জরায়ু কেটে শিশুকে অপসারণ করা।...
24/11/2024

যে যে কারণে সি-সেকশন(সিজার) করতে হয়:
সি-সেকশন(সিজার) হল পেটের নীচের দিকে ইনসিশন দিয়ে অক্ষত জরায়ু কেটে শিশুকে অপসারণ করা।
যে সব কারণে আমরা সি-সেকশন করি সেগুলোকে দুটি গ্রুপে ভাগ করা যায়।
১. Absolute indications: এমন সব পরিস্থিতি যা সরাসরি মা ও গর্ভস্থ বেবির জীবনকে হুমকির মুখে ফেলে, যেমন:
** জরায়ু ফেটে যাওয়া (Rupture uterus) একটি অপ্রত্যাশিত পরিস্থিতি যেখানে মা এবং বেবি উভয়ের জীবন বাঁচাতে অবিলম্বে প্রসবের প্রয়োজন।
** এক্লাম্পসিয়া এবং হেল্প সিন্ড্রোম (Eclampsia & HELL syndrome): অনেক বেশি রক্তচাপ বৃদ্ধি পেয়ে গর্ভবতীর খিচুনি হতে থাকে যা মা ও বেবির মৃত্যুর কারণ হতে পারে, যেখানে সিজারের বিকল্প নেই।
** ফিটাল অ্যাসফিক্সিয়া অথবা ফিটাল অ্যাসিডোসিস (Fetal Asphyxia or fetal acidosis): দ্রুত ডেলিভারি না করলে ভ্রূণের জন্য জীবনের-হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে।
** প্লাসেন্টা প্রিভিয়া (Placenta previa): অস্বাভাবিক প্ল্যাসেন্টাল অবস্থান যা যোনি প্রসবকে বাধা দেয়।
** Chorioamnionitis: প্লাসেন্টা এবং সম্ভবত ভ্রূণের সংক্রমণ যার জন্য অবিলম্বে প্রসবের প্রয়োজন।
** গর্ভাবস্থায় গুরুতর, অনিয়ন্ত্রিত রক্তপাত (Severe uncontrolled antepartum bleeding): গর্ভকালীন এমন একটি পরিস্থিতি যেখানে প্রচুর রক্তক্ষরণ হয় এবং মায়ের জীবন নাশের কারণ হয়ে দাঁড়াতে পারে।
** ম্যালপ্রেজেন্টেশন: বেবি উল্টো পজিশনে থাকে যেখানে চেষ্টা করেও ডেলিভারির জন্য সঠিক পজিশনে আনা যায় না। এই পরিস্থিতিতে নরমালে ট্রাই করা সরাসরি মায়ের জীবনকে হুমকির মুখে ফেলে দিতে পারে।

২. Reletive Indications: সি-সেকশনের(সিজারের) জন্য অন্যান্য ইন্ডিকেশনের মধ্যে রয়েছে:
* সিফালোপেলভিক অসামঞ্জস্য
* তির্যক লাই (Transverse Lie)
* ট্রিপলেট গর্ভাবস্থা (Triplet pregnancy)
* ভ্যাজাইনাল ডেলিভারি তে কোন যান্ত্রিক (Mechanical) বাধা
* প্রল্যাপসড এমবিলিকাল কর্ড (Pr*****ed umbilical cord)
* Vasa previa
* হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস (HIV) সংক্রমিত গর্ভাবস্থা।

-ডা:প্রান্ত বিশ্বাস
এম.বি.বি.এস(আর.ইউ),ডি.এম.ইউ(আল্ট্রা)
সি.সি.ডি(ডায়াবেটিস,বারডেম)
(সার্টিফিকেট কোর্স অন ডায়াবেটিস এন্ড কার্ডিওভাসকুলার ডিজিজ,বারডেম)

রিটেইনার মেডিকেল অফিসার,যশোর পল্লী বিদ্যুৎ সমিতি।

23/11/2024

প্রেগন্যান্সি আল্ট্রাসনো (Pregnancy Ultrasound)
বাচ্চার সুস্থতাই প্রত্যেকটা মায়ের প্রথম চাওয়া❤️

22/11/2024

রোগীর ভালবাসা ও বিশ্বাস। আমি হয়তো তার জন্য তেমন কিছুই করতে পারি নি।রোগীদের মুখে কিছু ভাল কথা থেকে,সব সময় ভাল কিছু করার অনুপ্রেরণা পাই।

পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পিসিওএস বিরল কোনো রোগ নয়। বিশ্বে প্রতি ১০ নারীর মধ্যে একজন এতে আক্রান্ত। সাধারণত ২১ থেকে...
21/11/2024

পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পিসিওএস বিরল কোনো রোগ নয়। বিশ্বে প্রতি ১০ নারীর মধ্যে একজন এতে আক্রান্ত। সাধারণত ২১ থেকে ৩৫ দিনের মধ্যে পিরিয়ডের স্বাভাবিক সময়। পিসিওএসে আক্রান্ত হলে দুই মাস বা তিন মাস পর পর পিরিয়ড হয়। এ সমস্যায় আক্রান্ত ৫০ শতাংশ নারীই ওবেস। অর্থাৎ তাঁদের ওজন ও বিএমআই স্বাভাবিকের চেয়ে বেশি। বিএমআই ২৫ থেকে ৩০ হলে ওভারওয়েট এবং ৩০–এর বেশি হলে ওবেস বলা হয়। তাঁদের ক্ষেত্রে এমনও দেখা যায় যে ওষুধ না খেলে পিরিয়ড হয় না।

রোগীরা যার জন্য আল্ট্রাসনো করতে আসে,এই সেই বংশের প্রদীপ😁
20/11/2024

রোগীরা যার জন্য আল্ট্রাসনো করতে আসে,এই সেই বংশের প্রদীপ😁

17/11/2024
আল্ট্রাসনোতে Multiple Renal Stone (কিডনির পাথর) নির্ণয় ।
11/11/2024

আল্ট্রাসনোতে Multiple Renal Stone (কিডনির পাথর) নির্ণয় ।

এমনায়োটিক ফ্লুইড (Amniotic fluid) বা গর্ভের পানির লেভেল কি এবং এর প্রয়োজনীয়তা কি?প্রেগ্ন্যান্সি রিলেটেড আল্ট্রাসনোগ্রামে...
24/09/2024

এমনায়োটিক ফ্লুইড (Amniotic fluid) বা গর্ভের পানির লেভেল কি এবং এর প্রয়োজনীয়তা কি?

প্রেগ্ন্যান্সি রিলেটেড আল্ট্রাসনোগ্রামের রিপোর্টে আমরা AFI / SDP এর মিজারমেন্ট দিয়ে থাকি। এটি এমনায়োটিক তরলের পরিমান বুঝাতে ব্যবহৃত হয়।
অ্যামনিওটিক তরল একটি পরিষ্কার, সামান্য হলুদে তরল যা অ্যামনিওটিক থলের মধ্যে কন্সিভের পর প্রথম ১২ দিন থেকে ডেলিভারির সময় পর্যন্ত পাওয়া যায়। এটি জরায়ুতে ক্রমবর্ধমান শিশুকে ঘিরে থাকে।

এই তরলের রেফারেন্স ভ্যালু এক এক বইয়ে এক এক রকম। তবে বেশির ভাগের মতে নরমাল AFI হল ৮-২৫ সেমি, SDP ২-৮ সেমি।

অ্যামনিওটিক তরলটির অনেকগুলি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এবং সুস্থ ভ্রূণের বিকাশের জন্য এটি জরুরী। তবে জরায়ুর অভ্যন্তরে অ্যামনিওটিক তরলটির পরিমাণ খুব কম বা খুব বেশি হলে জটিলতা দেখা দিতে পারে।

চলুন জেনে নেই অ্যামনিওটিক তরল কি কাজ করেঃ
১. ভ্রূণ বা ফিটাসকে রক্ষা করা: এমনিওটিক তরল কুসন (cushion) হিসাবে কাজ করে এবং শিশুকে বাইরের চাপ থেকে রক্ষা করে।
২.তাপমাত্রা নিয়ন্ত্রণ করা - তরলটি বেবির জন্য ইন্সুলেটের হিসাবে কাজ করে, বেবিকে গরম রাখে এবং সঠিক তাপমাত্রা বজায় রাখে।
৩. সংক্রমণ নিয়ন্ত্রণ: অ্যামনিয়োটিক ফ্লুইডে অ্যান্টিবডি থাকে যা ফিটাসকে ইনফেকশনের হাত থেকে রক্ষা করে।
৪. ফুসফুস এবং পরিপাকতন্ত্রের বিকাশ: শ্বাসতন্ত্র ও পরিপাকতন্ত্রের মাংশপেশী ব্যবহার করে ব্রেধিং মুভমেন্টের মাধ্যমে অ্যামনিওটিক তরলকে ফুসফুসের ভেতর ও গ্রাসের (swallowing) মাধ্যমে পাকস্থলীর মধ্যে ঢুকিয়ে তা আবার প্রস্রাব আকারে অ্যামনিওটিক ক্যাভিটিতে প্রেরন করে। এভাবে মাংসপেশি নিয়মিত ব্যবহার করার কারণে বাচ্চা বড় হওয়ার সাথে সাথে এই সিস্টেমগুলির পেশীগুলি সক্ষম হয়ে ওঠে।
৫. পেশী এবং হাড়ের বিকাশ: শিশুটি অ্যামনিওটিক থলের ভিতরে যেমন ভেসে বেড়ায়, তেমনই স্বাধীনভাবে নড়াচড়াও করে, এতে পেশী এবং হাড়গুলো সঠিকভাবে বিকাশের সুযোগ পায়।
৬. লুব্রিকেশন - অ্যামনিওটিক তরল শরীরের বিভিন্ন অংশ যেমন হাত পায়ের আঙ্গুলগুলিকে পিচ্ছিল রাখে এবং একসাথে লেগে যেতে বাধা দেয়; অ্যামনিওটিক ফ্লুইডের মাত্রা কম থাকলে ওয়েবিং ঘটতে পারে।
৭. আম্বিলিকাল কর্ড সাপোর্ট: জরায়ুতে ফ্লুইড থাকায় তা আম্বিলিকাল কর্ডকে কম্প্রেশনের হাত থেকে রক্ষা করে। এতে এই কর্ড প্লাসেন্টা থেকে ক্রমবর্ধমান ভ্রূণে (ফিটাসে) খাদ্য এবং অক্সিজেন নিরবিচ্ছিন্ন ভাবে পরিবহন করতে পারে।

-ডা:প্রান্ত বিশ্বাস
এম.বি.বি.এস,ডি.এম.ইউ( আল্ট্রা)
সিসিডি(বারডেম), সিসিভিডি (বারডেম)
রিটেইনার মেডিকেল অফিসার,
যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।
(নওয়াপাড়াতে নিয়মিত রোগী দেখছেন ও সকল ধরনের আল্ট্রাসনো করছেন):
প্রাইভেট চেম্বার :
চেম্বার ১:এল.বি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক।
(প্রতি রবিবার বিকাল ৫টা থেকে ৮ টা)
সিরিয়ালের জন্য :01776-500888
চেম্বার ২:পালস ডায়াগনস্টিক সেন্টার।
(প্রতি শুক্রবার ১০ টা থেকে দুপুর ২ টা)
সিরিয়ালের জন্য :01977-286767
চেম্বার ৩:নওয়াপাড়া ডায়াগনস্টিক সেন্টার।
(প্রতিদিন সকাল ১০ টা থেকে বেলা ২ টা)
সিরিয়ালের জন্য :01757-682854
চেম্বার ৪:স্বপ্ন ডায়াগনস্টিক সেন্টার।
(প্রতিদিন সকাল ১০ টা থেকে ২টা)
সিরিয়ালের জন্য:01329-646264
চেম্বার ৫ :ইউনিক ডায়াগনস্টিক সেন্টার।
(অন কল)
সিরিয়ালের জন্য:01892-849284
(যে কোন প্রয়োজনে ইনবক্স করতে পারেন,সাহায্যের সর্বোচ্চ চেষ্টা থাকবে).
Call & Whatsapp:01848-004805 (Doctor)

Address

Noapara Hospital Road
Noapara

Opening Hours

Tuesday 10:00 - 14:00
Wednesday 10:00 - 14:00
Thursday 10:00 - 14:00
Friday 10:00 - 14:00
Saturday 10:00 - 14:00
Sunday 10:00 - 14:00
17:00 - 20:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Pranto's Medical & Ultrasono Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram