24/09/2024
এমনায়োটিক ফ্লুইড (Amniotic fluid) বা গর্ভের পানির লেভেল কি এবং এর প্রয়োজনীয়তা কি?
প্রেগ্ন্যান্সি রিলেটেড আল্ট্রাসনোগ্রামের রিপোর্টে আমরা AFI / SDP এর মিজারমেন্ট দিয়ে থাকি। এটি এমনায়োটিক তরলের পরিমান বুঝাতে ব্যবহৃত হয়।
অ্যামনিওটিক তরল একটি পরিষ্কার, সামান্য হলুদে তরল যা অ্যামনিওটিক থলের মধ্যে কন্সিভের পর প্রথম ১২ দিন থেকে ডেলিভারির সময় পর্যন্ত পাওয়া যায়। এটি জরায়ুতে ক্রমবর্ধমান শিশুকে ঘিরে থাকে।
এই তরলের রেফারেন্স ভ্যালু এক এক বইয়ে এক এক রকম। তবে বেশির ভাগের মতে নরমাল AFI হল ৮-২৫ সেমি, SDP ২-৮ সেমি।
অ্যামনিওটিক তরলটির অনেকগুলি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এবং সুস্থ ভ্রূণের বিকাশের জন্য এটি জরুরী। তবে জরায়ুর অভ্যন্তরে অ্যামনিওটিক তরলটির পরিমাণ খুব কম বা খুব বেশি হলে জটিলতা দেখা দিতে পারে।
চলুন জেনে নেই অ্যামনিওটিক তরল কি কাজ করেঃ
১. ভ্রূণ বা ফিটাসকে রক্ষা করা: এমনিওটিক তরল কুসন (cushion) হিসাবে কাজ করে এবং শিশুকে বাইরের চাপ থেকে রক্ষা করে।
২.তাপমাত্রা নিয়ন্ত্রণ করা - তরলটি বেবির জন্য ইন্সুলেটের হিসাবে কাজ করে, বেবিকে গরম রাখে এবং সঠিক তাপমাত্রা বজায় রাখে।
৩. সংক্রমণ নিয়ন্ত্রণ: অ্যামনিয়োটিক ফ্লুইডে অ্যান্টিবডি থাকে যা ফিটাসকে ইনফেকশনের হাত থেকে রক্ষা করে।
৪. ফুসফুস এবং পরিপাকতন্ত্রের বিকাশ: শ্বাসতন্ত্র ও পরিপাকতন্ত্রের মাংশপেশী ব্যবহার করে ব্রেধিং মুভমেন্টের মাধ্যমে অ্যামনিওটিক তরলকে ফুসফুসের ভেতর ও গ্রাসের (swallowing) মাধ্যমে পাকস্থলীর মধ্যে ঢুকিয়ে তা আবার প্রস্রাব আকারে অ্যামনিওটিক ক্যাভিটিতে প্রেরন করে। এভাবে মাংসপেশি নিয়মিত ব্যবহার করার কারণে বাচ্চা বড় হওয়ার সাথে সাথে এই সিস্টেমগুলির পেশীগুলি সক্ষম হয়ে ওঠে।
৫. পেশী এবং হাড়ের বিকাশ: শিশুটি অ্যামনিওটিক থলের ভিতরে যেমন ভেসে বেড়ায়, তেমনই স্বাধীনভাবে নড়াচড়াও করে, এতে পেশী এবং হাড়গুলো সঠিকভাবে বিকাশের সুযোগ পায়।
৬. লুব্রিকেশন - অ্যামনিওটিক তরল শরীরের বিভিন্ন অংশ যেমন হাত পায়ের আঙ্গুলগুলিকে পিচ্ছিল রাখে এবং একসাথে লেগে যেতে বাধা দেয়; অ্যামনিওটিক ফ্লুইডের মাত্রা কম থাকলে ওয়েবিং ঘটতে পারে।
৭. আম্বিলিকাল কর্ড সাপোর্ট: জরায়ুতে ফ্লুইড থাকায় তা আম্বিলিকাল কর্ডকে কম্প্রেশনের হাত থেকে রক্ষা করে। এতে এই কর্ড প্লাসেন্টা থেকে ক্রমবর্ধমান ভ্রূণে (ফিটাসে) খাদ্য এবং অক্সিজেন নিরবিচ্ছিন্ন ভাবে পরিবহন করতে পারে।
-ডা:প্রান্ত বিশ্বাস
এম.বি.বি.এস,ডি.এম.ইউ( আল্ট্রা)
সিসিডি(বারডেম), সিসিভিডি (বারডেম)
রিটেইনার মেডিকেল অফিসার,
যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।
(নওয়াপাড়াতে নিয়মিত রোগী দেখছেন ও সকল ধরনের আল্ট্রাসনো করছেন):
প্রাইভেট চেম্বার :
চেম্বার ১:এল.বি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক।
(প্রতি রবিবার বিকাল ৫টা থেকে ৮ টা)
সিরিয়ালের জন্য :01776-500888
চেম্বার ২:পালস ডায়াগনস্টিক সেন্টার।
(প্রতি শুক্রবার ১০ টা থেকে দুপুর ২ টা)
সিরিয়ালের জন্য :01977-286767
চেম্বার ৩:নওয়াপাড়া ডায়াগনস্টিক সেন্টার।
(প্রতিদিন সকাল ১০ টা থেকে বেলা ২ টা)
সিরিয়ালের জন্য :01757-682854
চেম্বার ৪:স্বপ্ন ডায়াগনস্টিক সেন্টার।
(প্রতিদিন সকাল ১০ টা থেকে ২টা)
সিরিয়ালের জন্য:01329-646264
চেম্বার ৫ :ইউনিক ডায়াগনস্টিক সেন্টার।
(অন কল)
সিরিয়ালের জন্য:01892-849284
(যে কোন প্রয়োজনে ইনবক্স করতে পারেন,সাহায্যের সর্বোচ্চ চেষ্টা থাকবে).
Call & Whatsapp:01848-004805 (Doctor)