21/11/2024
ডেঙ্গু একটি ভাইরাল জ্বর, এডিস মশার কামড়ে এই ডেঙ্গু জ্বর ছড়ায়। ডেঙ্গু জ্বরকে সাধারণ চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়, তবে কখনও কখনও এটি মারাত্মক হতে পারে। সাধারণত চার ধরনের ডেঙ্গু ভাইরাস থাকে, তাই একজন ব্যক্তি এমনকি চারবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হতে পারেন। যারা একবার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তারা পরে আবার আক্রান্ত হলে মারাত্মকভাবে অসুস্থ হওয়ার ঝুঁকি বেশি থাকে।
#চিকিৎসা
✅ ডেঙ্গু জ্বরের উপসর্গ দেখা দিলে, রক্ত পরীক্ষার জন্য অপেক্ষা না করে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়া থেকে বিরত থাকুন।
রোগীকে প্রচুর পরিমাণে তরল এবং নিয়মিত খাবার দিন।
✅রোগীকে সব সময় মশারির নিচে বিশ্রামে রাখুন।
✅ বেশিরভাগ ডেঙ্গু রোগী সাধারণত পাঁচ থেকে দশ দিনের মধ্যে নিজেরাই সুস্থ হয়ে ওঠেন, কিন্তু তবুও, রোগীকে অবশ্যই ডাক্তারের পরামর্শ মেনে চলতে হবে যাতে কোনো গুরুতর জটিলতা না হয়।
#জরুরী_সহায়তার_জন্য_যোগাযোগ_করুন:
আমাদের সাথে যোগাযোগ করুন - ০১৯৫৭২৬০০৯৪
স্বাস্থ্য সংক্রান্ত তথ্য বা ডাক্তরি পরামর্শ: ৩৩৩
জাতীয় জরুরী সেবা : ৯৯৯