Dr. Shahidul Islam

Dr. Shahidul Islam নবজাতক, শিশু ও কিশোর রোগে অভিজ্ঞ।

17/02/2025

Activities of this page is currently not available. Sorry.

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে  ফ্রি স্বাস্হ্য সেবা।
15/08/2023

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ফ্রি স্বাস্হ্য সেবা।

12/08/2023

I've just reached 800 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉

Big shout out to my newest top fans! 💎 Hosneara Khatun
28/07/2023

Big shout out to my newest top fans! 💎 Hosneara Khatun

আসসালামু আলাইকুম। আমরা আপনার কথাগুলো শুনেছি। যেহেতু মামনির জন্মের সময় একটু জটিলতা হয়েছে ওর ওজন একটু কম ছিল এটা কিন্তু তে...
24/07/2023

আসসালামু আলাইকুম।
আমরা আপনার কথাগুলো শুনেছি। যেহেতু মামনির জন্মের সময় একটু জটিলতা হয়েছে ওর ওজন একটু কম ছিল এটা কিন্তু তেমন গুরুতর সমস্যা না যেহেতু এখন মামনি ভালো আছে। এটা আপনি নিজেও ভালো বুঝবেন।কিন্তু বিষয়টা হচ্ছে ওর উইনিংটা রাইট টাইমে হয়নি আবার মামনি পুরোপুরি ব্রেস্টফিড করে নাই ফর্মুলা খেয়েছে।মামনি এমনিতেও সামান্য দূর্বল ছিল আর এই দুইটা মিলে বেশি ডায়রিয়া ও ঠান্ডা কাশি সমস্যায় ভুগেছে।যার জন্য ওর ওজন টা একটু কম রয়েছে। তবে এটা কাটিয়ে উঠা সম্ভব সামনাসামনি দেখতে পারলে ভালো হত কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন ইনফেকশন, হেলমিনথিয়াসিস, এনিমিয়া বাদ দেওয়ার জন্য। এই সমস্যা গুলো থাকলে ঠিক করতে হবে।এগুলো ইনশা আল্লাহ্ আপনি ঠিক করে নিতে পারবেন।ওর রুচি বাড়ানোর জন্য ঘরে তৈরী টকদই, আমলকী র রস দেওয়া যেতে পারে কিছু মেডিসিন যেমন জিংক, প্রোবায়োটিকস্, ভিটামিন সি সিরাপ দিতে পারেন রক্ত অল্পতা থাকলে সেই ওষুধ দিতে হবে (ওষুধ এর অপব্যবহার রোধে পাবলিকলি ওষুধের নাম বলা হয় না)।
আরো কিছু পরামর্শ যা আমরা চেম্বারে রোগীদের দিয়ে থাকি আপনাকে ইনবক্সে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ্। আপনি মামনিকে নিয়ে প্যানিক হবেন না ঠান্ডা মাথায় ধৈর্য ধরে আস্তে আস্তে এগোবেন। মামনির ডেভেলপমেন্ট ঠিক আছে আলহামদুলিল্লাহ্। আপনি গ্রোথ নিয়ে প্যানিক হবেন না এই বয়সে ডেভেলপমেন্ট টাই আসল গ্রোথ এর চেয়ে। ঠিকঠাক পুষ্টি পেলে গ্রোথ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ্। বারবার জোড় যুলুম করে খাওয়াবেন না। ওর পছন্দের খাওয়ার তৈরী করে দেন।কিছুদিন আগে ওর জ্বর হয়েছিল অসুস্থ হওয়ার পর বাচ্চারা খাবে না এটা স্বভাবিক।বড়রাও খেতে পারে না। ওর সামনে বেশি বেশি পানি খাবেন।মজা করে খাবেন। খাবেন আর মুখে ঢকঢক বলবেন বিভিন্ন মুখভঙ্গি করবেন যেন মামনির হাসি পায়। আস্তে আস্তে মামনি আকৃষ্ট হবে পানি খেতে। খাবার ওর হাতে দিবেন খেতে সাথে আপনি ও খাবেন। নরম ফল বিভিন্ন আকৃতিতে কেটে দিবেন। মোবাইল পুরোপুরি বন্ধ। বাইরের খাওয়ার বন্ধ।খেলারছলে খাবে। পানি না ফুটিয়ে ইলেকট্রিক ফিল্টারে পরিশুদ্ধ করে দিবেন( সবার জন্য না ফুটানো পানি সবচেয়ে বেশি নিরাপদ)। আর প্রেসক্রিপশনে দেওয়া ওষুধ গুলো দিবেন।মামনির দাঁত উঠতেছে দাঁত এ ব্যাথা হলেও খেতে চাইবেনা এটি মাথায় রাখবেন তবে সেটি বেশিদিন না। ওকে পর্যাপ্ত সময় দিবেন। ঠান্ডা বা পেট এ সমস্যা যেন না হয় এই ব্যাপার এ কড়া হবেন।ক্ষুধা লাগার সময় দিবেন। খাওয়ানো আগে এটা ওটা হালকা খাইয়ে ক্ষুধা নষ্ট করবেন না। ধৈর্য ধরে আস্তে আস্তে এগোবেন। এরপরেও রুচি না আসলে আমাদের জানাবেন।
ধন্যবাদ।

আসসালামু আলাইকুম। Tohfa Bashar আমি সবসময় বলে এসেছি বাচ্চার  ০৬ মাসে ওজন হবে বাচ্চার জন্মের সময়ের ওজনের দ্বিগুণ। আপনি আমা...
24/07/2023

আসসালামু আলাইকুম। Tohfa Bashar
আমি সবসময় বলে এসেছি বাচ্চার ০৬ মাসে ওজন হবে বাচ্চার জন্মের সময়ের ওজনের দ্বিগুণ। আপনি আমাদের কে আপনার বাচ্চার জন্মের সময়ের ওজন জানিয়েছেন। আপনার বাবুর ওজন ঠিক আছে মাশাআল্লাহ্।
বাড়তি খাবার শুরুর দিকে আপনি ভাতের মাড়, ভাত চটকে, ওটস, বিভিন্ন ফলের পিউরি মানে ফল সিদ্ধ করে চটকে দিতে পারেন যেমন পেয়ারা, কলা,আপেল ( লবন পানিতে ভিজিয়ে রাখবেন আগে থেকেবা খোসা ছুলে দিবেন)ইত্যাদি। এত ছোট বাবু কে আম টা এবার দিবেন না পেট খারাপ হতে পারে অল্প খাইয়ে দেখবেন যে ওর সহ্য হয় কিনা। সবার সব খাওয়ার সহ্য হবেনা আবার অনেকে অনেক কিছু খেতে পারবে। নিজের বাচ্চাকে অন্য বাচ্চার সাথে তুলনা করবেন না। মনে রাখবেন প্রতিটি শিশুই আলাদা। আমরা সবাই একেক রকম কেউ এক রকম নই। প্রতিটি খাবার দিয়ে চেক করবেন যে বাবুর পেট এ সহ্য হচ্ছে কিনা বা এলার্জির সমস্যা হচ্ছে কিনা। একটি নতুন খাওয়ার দিবেন দিয়ে ৩ দিন পর্যন্ত দেখবেন কোনো এলার্জির সমস্যা হয় কিনা কিন্তু এর মধ্যে আপনি অন্য নতুন খাবার খাইয়ে দিলে বুঝতে পারবেন না যে কোন খাবার টা থেকে সমস্যা হলো কোন খাওয়ার টি বন্ধ করলে সমাধান হবে। এভাবে ধীরে ধীরে এগোবেন ৭ মাস থেকে আস্তে আস্তে মাছ, মুরগী এগুলোতে যাবেন। ডিমে অনেক বাচ্চার সমস্যা হয় ডিম ভালো মতন সিদ্ধ করে যেন একটুও কাঁচা না থাকে। ৭ মাস থেকে সামান্য পানিতে কুসুম মিলিয়ে অল্প দিয়ে দেখবেন সহ্য হয় কিনা পেট এ। সহ্য না হলে বাদ আরোও সময় পরে আরেকটু বড় হলে চেষ্টা করবেন।সাদা অংশ ১ বছর পর থেকে। বাচ্চার খাওয়ার এ কোনো লবণ চিনি মেশানো যাবেনা। খাবার মিষ্টি করতে চাইলে খেজুর দিতে পারেন। খাবার পেস্ট এর মত নরম করবেন যেন ওর গলায় আটকে না যায় অনেক ছোট বাবু। ৮ মাস থেকে আস্তে আস্তে শক্তের দিকে যাবেন। গরুর দুধ ২ বছর পর থেকে।নিয়মিত অল্প অল্প করে পানি খাওয়া র অভ্যাস করবেন। কোনো ধরনের বাইরের খাওয়ার দিবেন না।আরও প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন।
ধন্যবাদ।

সহসা রাতের বেলা ডিউটি তে আসিরোগীর অপেক্ষায় করি ডাক্তারি Emergency phone পকেটেতে ভরি  রোগীর অপেক্ষায় অবিরত আমিসাহসী যুবক ...
23/07/2023

সহসা রাতের বেলা ডিউটি তে আসি
রোগীর অপেক্ষায় করি ডাক্তারি
Emergency phone পকেটেতে ভরি
রোগীর অপেক্ষায় অবিরত আমি

সাহসী যুবক এক দৌড়েতে আসে
টানাটানি করে বলে, যেতে হয় সাথে।
এমা নেই নেইকো তো এমন নিয়ম
কি হয়েছে বাপু, বল দেখি সব

শুনে হেসে হেসে কহে ;আমি সব জানি
টাকায় পারেনা হেন কাজ আছে নাকি
কত চাই বলে ফেল ভাঙুড়ার আামি
ঢের দেখেছি আমি, সব জানি সব জানি

মেজাজ গোপন করি কহিলাম তাকে
আমায় এসব বলে হওয়ার নহে
এই জায়গা ছাড়ি নড়িব না চুল রোগীরে লইয়া আস
আমি নই ভুল।

ডর ভয় মনে রেখে হাফ ছেড়ে বেঁচে
লোকালের টেনশনে ঘাম গেল ছুটে।
যাক তবে শান্তিতে শুয়ে পড়ি বটে
নতুবা প্রেশার টা চড়িবে ত ঘটে।

কিঞ্চিত সময়ে ঝিমুনিটা আসে
emergency call মোবাইল এ বাজে
রাত বাজে ১ টা কোন রোগী আসে
সুইসাইড কেস
ব্লেডে হাত কাটে

কেন কি হইয়াছে কৌতুহল জাগে
মা কেঁদে কেটে কহে
বিয়ে ভেঙে গেছে
প্রিয় সখীর বাবা রাজি নয় সে যে
সমুদ্র সম ব্যাথা সহিতে না পারে
সান্ত্বনা ছাড়িলাম এক নিঃস্বাসে
কাঁচা ঘুম ভেঙে গেছে তাতে আর কি বে।
বুঝিয়ে আবার সেই নিরালায় বসি
রোগীর অপেক্ষায় আমি মালা জপি

এরূপে কেটে গেল রাত্রি দ্বিপ্রহর
এবারে ঝিমুনি টা আসিতেছে প্রখর

ক্রিং ক্রিং টেলিফোন emergency call
ডাক আসিলে ভাবি তবে কি আরেকজন
রোগীদের রোগ লয়ে ভাবি মনে মনে

অসমাপ্ত রোগীর ব্যাস্ততায় আর লিখার সময় পাই নাই🤣
কবি মণ😅

আপনার মণে জাগা সকল প্রশ্নের উত্তর জানতে আমাদের কমেন্টে জানান। লাইক & শেয়ার দিয়ে পাশে থাকবেন।
ধন্যবাদ।

23/07/2023

আসসালামুআলাইকুৃম
আমাদের সমাজে একটা ধারনা যে মায়ের ঠাণ্ডা,কাশি হলে বাবুকে বুকের দুধ খাওয়ানো যাবে না।তাদের ধারনা বুকের দুধের মাধ্যমে বাবুর ঠাণ্ডা কাশি হবে।এটা একদম ই ভুল ধারনা।মায়ের বুকের দুধ খাওয়ানোর সাথে বাবুর ঠাণ্ডা কাশির কোনো সম্পর্ক নেই।এইজন্য মাকে কিছু সাধারণ নিয়ম মেনে চললেই হবে। ☺️
ধন্যবাদ।

22/07/2023

Please help us to get more stars✨👑 please Like & share our post.
Thank you all in advance. ❤️

সচেতনতাই আনতে পারে সমাধান।
22/07/2023

সচেতনতাই আনতে পারে সমাধান।

21/07/2023

শিশুর রক্ত অল্পতার একটি কারণ হতে পারে কৃমির সংক্রমণ।
শিশু কিছু খেতে চায় না, শিশুর মেজাজ খিটমিটে হয়ে যাওয়া, অতিরিক্ত জেদ দেখানো, সারাক্ষণ খ্যানখ্যান করা, পেট এ ফোলা ভাব,খাওয়ার ব্যাতীত অন্যান্য বস্তু খেতে উদ্যত হওয়া( যদিও বা দাঁত উঠার পূর্বে এমন হতে পারে) এসকল লক্ষন যদি আপনার শিশুর মধ্যে থাকে তাহলে নিকটস্থ চিকিৎসক এর মাধ্যমে জেনে নিন আপনার শিশুর রক্ত অল্পতা আছে কিনা?

জনসচেতনতা মূলক পোস্ট সবার মাঝে ছড়িয়ে দিতে সবাইকে উপকৃত করতে পোস্টটি বেশি বেশি শেয়ার করুন।
ধন্যবাদ।

Big shout out to my newest top fans! 💎 Mozakkir Hossain
19/07/2023

Big shout out to my newest top fans! 💎 Mozakkir Hossain

Address

Pabna
6620

Telephone

+8801701049537

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Shahidul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category