নিরাময় হোমিও চেম্বার

নিরাময় হোমিও চেম্বার Pure Homoeopathy Treatment For The People Who Love Homoeopathy And Believed It. comfortable to talk with.

11/05/2025

হেমোপ্টাইসিস (Hemoptysis) হলো কাশির সাথে রক্ত বের হওয়া। এটি ফুসফুস বা শ্বাসতন্ত্রের গভীর অংশ থেকে আসা রক্ত, যা সাধারণত রোগের কোনো গুরুত্বপূর্ণ উপসর্গ।

অনেকে একে ভুল করে “হেমোকটেসিস” বলেন, তবে সঠিক শব্দটি হলো Hemoptysis।

---

Hemoptysis-এর কারণ:

1. টিউবারকুলোসিস (যক্ষ্মা) – সবচেয়ে সাধারণ কারণ

2. ব্রংকাইটিস – দীর্ঘস্থায়ী কাশি থেকে

3. নিউমোনিয়া – ফুসফুসে ইনফেকশন

4. Bronchiectasis – ফুসফুসের নালী প্রসারিত হয়ে রক্তপাত

5. Lung Cancer

6. Pulmonary Embolism – ফুসফুসের রক্তনালীতে জমাট বাঁধা রক্ত

7. হৃদরোগ – যেমন Mitral Stenosis

---

Hemoptysis ও Vomiting blood-এর পার্থক্য:

---

চিকিৎসা:

কারণনির্ভর (যক্ষ্মা হলে TB চিকিৎসা, ইনফেকশন হলে অ্যান্টিবায়োটিক ইত্যাদি)

তীব্র রক্তপাত হলে তাৎক্ষণিক চিকিৎসা শুরু করতে হবে।

08/05/2025

Epilepsy কি ও কেন হয় ? (এপিলেপ্সি) হলো একটি স্নায়ুবিক (neurological) রোগ, যার প্রধান বৈশিষ্ট্য হলো পুনরাবৃত্ত (recurrent) খিঁচুনি (seizures) হওয়া। এই খিঁচুনি হয় যখন মস্তিষ্কের কোষগুলো স্বাভাবিকের চেয়ে বেশি বা অস্বাভাবিকভাবে বৈদ্যুতিক সংকেত পাঠায়।

Epilepsy-এর মূল বৈশিষ্ট্য:

বারবার খিঁচুনি হওয়া (একবার খিঁচুনি হলে তাকে epilepsy বলা হয় না)

খিঁচুনির ধরন বিভিন্ন হতে পারে (সম্পূর্ণ শরীরে, নির্দিষ্ট কোনো অংশে, বা চেতনা হারানো)

মস্তিষ্কের স্নায়ু কোষের অস্বাভাবিক কার্যকলাপ

সাধারণ লক্ষণ:

শরীর ঝাঁকুনি দেওয়া

চেতনা হারানো

চোখ উপরের দিকে ঘোরা

হঠাৎ করে পড়ে যাওয়া

কিছুক্ষণের জন্য কোনো প্রতিক্রিয়া না থাকা

Epilepsy কেন হয় ?
এর পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে, এবং অনেক সময় কারণ নির্ধারণ করাও কঠিন হতে পারে। তবে সাধারণভাবে এর কারণগুলোকে দুই ভাগে ভাগ করা যায়:
১. চিহ্নিত (Identifiable) কারণসমূহ:

এগুলো তখন ঘটে যখন মস্তিষ্কে কোনো দৃশ্যমান বা পরিস্কার ক্ষতি বা সমস্যা থাকে।

‌‌‍‍‍মস্তিষ্কজনিত আঘাত বা ক্ষতি:

মাথায় আঘাত (ট্রমা), যেমন সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাত লাগা

জন্মের সময় অক্সিজেনের ঘাটতি বা জন্মকালীন জটিলতা

স্ট্রোক (মস্তিষ্কে রক্ত চলাচল বন্ধ হওয়া)

মস্তিষ্কে টিউমার

মেনিনজাইটিস বা এনসেফালাইটিসের মতো সংক্রমণ

স্নায়বিক রোগ বা অবক্ষয় (neurodegenerative diseases)

২. অজানা বা জেনেটিক (Idiopathic or Genetic) কারণ:

কোনো দৃশ্যমান শারীরিক ক্ষতি না থাকলেও অনেক ক্ষেত্রে জেনেটিক (বংশগত) কারণে হতে পারে।

মস্তিষ্কের কোষগুলোর বৈদ্যুতিক কার্যকলাপ অস্বাভাবিক হওয়ার পেছনে জিনের ত্রুটি দায়ী হতে পারে।

ঝুঁকির কারণ (Risk Factors):

পরিবারের কারও epilepsy থাকলে

দীর্ঘ সময়ের মানসিক চাপ বা ঘুমের অভাব

মাদকদ্রব্য বা অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ

চিকিৎসা:

নিয়মিত ওষুধ খাওয়া (antiepileptic drugs)

কিছু ক্ষেত্রে অস্ত্রোপচার

খাদ্য নিয়ন্ত্রণ (যেমন ketogenic diet)

স্ট্রেস ও ঘুমের ঘাটতি এড়ানো

27/04/2025

"Parkinson's" (পার্কিনসনস) হলো একটি নিউরোলজিক্যাল বা স্নায়বিক রোগ, যেটা মূলত মস্তিষ্কের এক ধরনের সমস্যা। এতে মস্তিষ্কের যে অংশ চলাচল নিয়ন্ত্রণ করে, সেই অংশের কোষগুলো ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। এর ফলে শরীরের নড়াচড়া, ভারসাম্য এবং সমন্বয়ের সমস্যা হয়।

পার্কিনসনের প্রধান লক্ষণগুলো হলো:

হাত, পা বা শরীরের কাঁপুনি (Tremor)

চলাফেরায় ধীরগতি (Bradykinesia)

পেশী শক্ত হয়ে যাওয়া (Muscle rigidity)

ভারসাম্য হারানো বা পড়ে যাওয়ার প্রবণতা

এর কারণ পুরোপুরি নিশ্চিতভাবে জানা যায়নি, তবে ধারণা করা হয় যে মস্তিষ্কে ডোপামিন নামের একটি রাসায়নিকের ঘাটতির কারণে এই সমস্যা হয়। সাধারণত ৫০ বছরের পর এই রোগের ঝুঁকি বাড়ে, তবে কম বয়সেও হতে পারে।

18/04/2025

প্যাসচেরো
(Paschero) ছিলেন একজন ইতালীয় চিকিৎসক এবং বিজ্ঞানী,যিনি
**হোমিওপ্যাথি** এবং **উদ্ভিদভিত্তিক ঔষধ**
নিয়ে কাজ করতেন। তিনি **প্যাসচেরো কমপ্লেক্স হোমিওপ্যাথিক মেডিসিন** নামে পরিচিত ঔষধ প্রস্তুতকারক কোম্পানির প্রতিষ্ঠাতা।

তার সম্পর্কে কিছু মূল তথ্য:

* তিনি **১৯ শতাব্দীর শেষভাগ এবং ২০ শতাব্দীর প্রথমার্ধে** জীবিত ছিলেন।
* তিনি **জার্মানিতে** তার বেশিরভাগ কর্মজীবন অতিবাহিত করেছিলেন এবং সেখানে হোমিওপ্যাথিক চিকিৎসা এবং গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।
* তিনি জটিল রোগের চিকিৎসায় একাধিক হোমিওপ্যাথিক ঔষধের সমন্বয়ে তৈরি **কমপ্লেক্স হোমিওপ্যাথি** ধারণার একজন প্রবক্তা ছিলেন।
* তার নামে **প্যাসচেরো কমপ্লেক্স** নামক হোমিওপ্যাথিক ঔষধের একটি বিশেষ শ্রেণী প্রচলিত রয়েছে, যা বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়।
তিনি সেই ইতালীয় চিকিৎসক এবং বিজ্ঞানী যিনি হোমিওপ্যাথিক ঔষধ এবং কমপ্লেক্স হোমিওপ্যাথির ক্ষেত্রে অবদান রেখেছেন।

26/03/2025

গ্রিক হোমিওপ্যাথিক চিকিৎসক জর্জ ভিথোলকাস ।
(George Vithoulkas)
তিনি হোমিওপ্যাথির জগতে একটি গুরুত্বপূর্ণ নাম।

এখানে তার সম্পর্কে কিছু তথ্য দেওয়া হলো:

* জর্জ ভিথোলকাস গ্রিসের একজন হোমিওপ্যাথিক চিকিৎসক ও শিক্ষক।
* হোমিওপ্যাথির জ্ঞান পুনরুদ্ধার ও উচ্চমানের হোমিওপ্যাথিক চিকিৎসক তৈরির জন্য তিনি বিশ্বব্যাপী পরিচিত।
* হোমিওপ্যাথিক চিকিৎসায় তার অবদানের জন্য তিনি ১৯৯৬ সালে "রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড"
(Right Livelihood Award) লাভ করেন, যা "বিকল্প নোবেল পুরস্কার" নামেও পরিচিত।
* তিনি হোমিওপ্যাথির বিজ্ঞানসম্মত চর্চার ওপর জোর দেন এবং এই বিষয়ে অনেক বই লিখেছেন।
* হোমিওপ্যাথিকে একটি বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য তিনি বিশ্বব্যাপী কাজ করেছেন।

জর্জ ভিথোলকাস হোমিওপ্যাথির জগতে একজন প্রভাবশালী ব্যক্তিত্ব এবং তার কাজ হোমিওপ্যাথিক চিকিৎসার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

পিটুইটারি গ্রন্থির পশ্চাৎ পিছনের অংশে অবস্থিত পোস্টেরিয়ার পিটুইটারি বা নিউরোহাইপোফাইসিস,এটি  প্রধানত দুই প্রকার হরমোন ন...
23/03/2025

পিটুইটারি গ্রন্থির পশ্চাৎ পিছনের অংশে অবস্থিত পোস্টেরিয়ার পিটুইটারি বা নিউরোহাইপোফাইসিস,
এটি প্রধানত দুই প্রকার হরমোন নিঃসরণ করে:

1. অ্যান্টিডাইইউরেটিক হরমোন (ADH)
বা ভেসোপ্রেসিন:
+এই হরমোন কিডনি থেকে জলের পুনঃশোষণ বাড়িয়ে শরীরের জলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
+ এটি রক্তনালী সংকুচিত করে রক্তচাপ বাড়াতেও ভূমিকা রাখে।
2.অক্সিটোসিন:
*মহিলাদের ক্ষেত্রে, এটি প্রসবের সময় জরায়ুর সংকোচন এবং স্তন থেকে দুধ নিঃসরণে সাহায্য করে।
*পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রেই, এটি সামাজিক বন্ধন এবং সম্পর্কের ক্ষেত্রে ভূমিকা রাখে।

এই হরমোনগুলো সরাসরি পিটুইটারি গ্রন্থির পেছনের অংশে তৈরি হয় না।
বরং, হাইপোথ্যালামাস নামক মস্তিষ্কের একটি অংশ দ্বারা তৈরি হয় এবং তারপর পিটুইটারি গ্রন্থির পেছনের অংশে এসে সংরক্ষিত ও নিঃসৃত হয়।

03/02/2025

সহবাসের টাইম, তৃপ্তি এবং লিঙ্গের সাইজ ও সেক্সের পজিশন এবং সপ্তাহে কত সহবাস করা বার উত্তম।।

মূলত সহবাসের সময় ও তৃপ্তি সবার এক না।। ব্যক্তিভেদে সময়, তৃপ্তি ভিন্ন ও আলাদা।

কারও ৫ মিনিট, কারও ১০ মিনিট, কারও ১৫ মিনিট, কারও ২০ থেকে ২৫ মিনিট +/- লাগে।

এটা নির্ভর করে বয়স, ওজন, উচ্চতা ও মানসিক সম্পর্কের উপর।।

মানুষের রুচি, চাহিদা, বয়স, শারীরিক গঠন সবার এক না, তাই সবাই একই সময়ে তৃপ্তি পাবে এমন না।

তবে, একজন ব্যক্তির নূন্যতম চাহিদা ৫ থেকে ৭ মিনিট ধরাই যায়। এর কম হলে বেশির ভাগ নারী-পুরুষের চাহিদা পূরন হয় না।।

অর্থাৎ অতৃপ্ত থেকে-ই যায়।।।

সেক্সের সময় স্বামী, স্ত্রীর মাঝে নিহিত সম্পর্কের উপর বেশি নির্ভর করে।

নিজেদের মাঝে সম্পর্ক ভালো থাকলে, বোঝাপড়া ভালো থাকলে সেক্সেরও সময় বৃদ্ধি পায়।

সেক্সের সময় শারীরিক ও মানসিক উভয়ের উপর নির্ভর করে। তাছাড়া সুস্থ পরিবেশ, উন্নত মানের খাবার, উত্তম লাইফ স্টাইল এসবের উপরও অনেকটা নির্ভর করে।

তাছাড়া সহবাসের জন্য অনুকূল পরিবেশ দরকার। সুন্দর পরিবেশ থাকলেও সহবাস সময় দীর্ঘ হয়।

তৃপ্তির জন্য লিঙ্গের সাইজ কতটুকু লাগে?

সাধারণত উত্তেজিত অবস্থায় লিঙ্গ নূন্যতম ৩ ইঞ্চি থেকে ৩.৫ ইঞ্চি হলেই হয়। টাইমিং আসল বিষয়।

লিঙ্গ হাতির সুড় বা কলা গাছের মত হতে হবে এমন না। মুখ রুচক বিজ্ঞাপন গুলো ১০০% ভুয়া, প্রতারনা, বাটপারি।

মূলত অতৃপ্তি থাকে তারা যারা বেশি বেশি পর্নোগ্রাফি দেখে, পর্নো তারকাদের সাথে নিজেকে তুলনা করে, সারা দিন সেক্স নিয়ে কল্পনা করে করে,হস্তমৈ থুন, ঘষাঘষি করে ধ্বজভঙ্গে পরিনত করে তারাই অতৃপ্তিতে থাকে।।।।

তৃপ্তির জন্য সাইজ কোন বিষয় না। আল্লাহ আপনাকে যা দিয়েছে শরীর, স্বাস্হ্যে, উচ্চতা, ওজন অনুযায়ী সেটা নিয়েই সন্তুষ্ট থাকুন।।।
লিঙ্গ মোটা হিসাবে আপনার হাতের বৃদ্ধা আঙুলের মত হলেই হয়।।

পর্নোগ্রাফির তারকাদের সাথে নিজেকে মিলাবেন না প্লিজ। অনেক কিছুই অভিনয় ও এডিট থাকে।

আল্লাহ আপনাকে শারীরিক গঠনের উপর নির্ভর করে যতটুকু দরকার ততটুকু দিয়েছে।

পজিশন:- পজিশন সবার এক না। ব্যক্তি ভেদে ভিন্ন পজিশনে তৃপ্তি আসে। বিয়ের পর খোঁজে বের করুন কোন পজিশন আপনার জন্য উত্তম।

গর্ভধারণের জন্য কোন পজিশন নেই। বী:র্যে শুক্রানো ঠিক থাকলে, জরায়ুতে সমস্যা না থাকলে যে কোন পজিশনে গর্ভধারন সম্ভব।

27/10/2024

জীবানু তত্ত্ব:
রোগের রহস্য উন্মোচন

জীবানু তত্ত্ব- হল জীববিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা যা বিভিন্ন রোগের কারণ হিসেবে জীবানুদের ভূমিকা নিয়ে আলোকপাত করে। এই তত্ত্ব অনুযায়ী, অনেক রোগই মাইক্রোস্কোপিক জীব, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস এবং পরজীবীদের কারণে হয়।
জীবানু তত্ত্বের মূলনীতি

১.রোগের কারণ:
বিভিন্ন রোগের পেছনে বিভিন্ন ধরনের জীবানু দায়ী।
২.সংক্রমণ:
জীবানু বিভিন্ন মাধ্যমে (বাতাস, খাবার, পানি, ইত্যাদি) শরীরে প্রবেশ করে এবং রোগ সৃষ্টি করে।
৩.রোগ প্রতিরোধ:
স্বাস্থ্যবিধি মেনে চলা, টিকা নেওয়া ইত্যাদির মাধ্যমে জীবানু সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করা যায়।

জীবানু তত্ত্বের গুরুত্ব

জীবানু তত্ত্বের আবিষ্কার মানব সভ্যতার জন্য একটি বিরাট অগ্রগতি। এই তত্ত্বের কারণেই আমরা আজকের দিনে অনেক মারাত্মক রোগের চিকিৎসা এবং প্রতিরোধ করতে সক্ষম হয়েছি।

1.নতুন ওষুধ আবিষ্কার:
জীবানু তত্ত্বের সাহায্যে বিভিন্ন রোগের জন্য নতুন ওষুধ আবিষ্কার করা সম্ভব হয়েছে।
2.টিকা উদ্ভাবন:
জীবানু তত্ত্বের ভিত্তিতে বিভিন্ন রোগের বিরুদ্ধে টিকা তৈরি করা হয়েছে।
3.স্বাস্থ্যবিধি:
জীবানু তত্ত্বের জ্ঞানের কারণে আমরা স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন হয়েছি।

জীবানু তত্ত্বের চ্যালেঞ্জ

# অ্যান্টিবায়োটিক রোধী ব্যাকটেরিয়া:
অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে অনেক ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিকের প্রতি রোধী হয়ে উঠছে।
# নতুন রোগ:
নতুন নতুন জীবানু এবং রোগের উদ্ভব হচ্ছে।
# জৈব সন্ত্রাস:
জীবানুকে অস্ত্র হিসেবে ব্যবহার করে জৈব সন্ত্রাসের হুমকি রয়েছে।

জীবানু তত্ত্ব মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই তত্ত্বের জ্ঞান ব্যবহার করে আমরা রোগ প্রতিরোধ এবং চিকিৎসায় অগ্রসর হতে পারি।

23/10/2024

২৪/১০/২০২৪ তারিখ হতে ঢাকা বিভাগ ব্যতীত ৭টি বিভাগে ১০-১৪ বছরের সকল কিশোরীদের বিনামূল্যে ০১ ডোজ এইচপিভি (জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধী) টিকা প্রদান করা হবে। টিকা পেতে আজই ১৭ ডিজিটের জন্মসনদ নাম্বার দিয়ে www.vaxepi.gov.bd-এ নিবন্ধন করুন

শ্বেতপ্রদর(Leucorrhoea )ইহার অপর ইংরেজী নাম 'The whites'। স্ত্রীলোকগণের যোনি এবং জরায়ুর শ্লৈষ্মিক আবরণী হইতে শ্লেষ্মা, ...
13/02/2024

শ্বেতপ্রদর
(Leucorrhoea )

ইহার অপর ইংরেজী নাম 'The whites'। স্ত্রীলোকগণের যোনি এবং জরায়ুর শ্লৈষ্মিক আবরণী হইতে শ্লেষ্মা, রস, পুঁজ ইত্যাদি যে ক্লেদস্রাব নির্গত হয় তাহারই নাম শ্বেতপ্রদর। সাধারণ কথায় ইহাকে অনেকে প্রদরের পীড়া বলে, অনেক সময় অন্য ব্যাধির লক্ষণরূপে ইহা প্রকাশ পায়। সেই জন্য কাহারও কাহারও মতে ইহা আদৌ স্বতন্ত্র পীড়া নহে, পরন্তু জরায়ু, যোনি, ডিম্বনালী ইত্যাদি স্ত্রীজননেন্দ্রিয়ের পীড়ার লক্ষণ মাত্র। সে যাহা হউক, স্ত্রীজাতির মধ্যে এই পীড়া খুব বেশী দেখা যায়, এবং ইহা একটি কৃচ্ছসাধ্য ব্যাধি বলিয়া পরিগণিত হইয়া থাকে।
✓ কারণতত্ত্ব:-স্ক্রফুলা বা গণ্ডমালা ধাতু এবং শ্লেষ্মাপ্রধান ধাতুকে ইহার পূর্ব্ববর্তী কারণ বলা যায়। এই সকল ধাতুবিশিষ্ট স্ত্রীলোকগণ স্বাভাবিক দুর্ব্বল হইয়া থাকে। তজ্জন্য স্বাভাবিক রক্তসঞ্চালনে ব্যাঘাত ঘটাইয়া এই রোগ উৎপন্ন করে। যে সকল কারণে রোগিণীর সাধারণ দুর্ব্বলতা আসে তাহাই শ্বেতপ্রদরের কারণ। এই স্রাবের আরও অনেক কারণ থাকিতে পারে। তন্মধ্যে নিম্নলিখিত কারণগুলি প্রধান:
(১) ঋতুকালে তলপেটে ঠাণ্ডালাগান বা অন্য কোন কারণে জননেন্দ্রিয়ের প্রদাহ।
(২) প্রমেহ রোগ (Gonorrhoea)।
(৩) গর্ভস্রাব বা প্রসবের পর জরায়ু দূষিত হওয়া।
(৪) জরায়ুমুখে বা প্রসবপথে ক্যান্সার। গম্মীর ঘা, আব (tumor) বা অন্য কোন রোগ হওয়া।
(৫) অজীর্ণ, আমাশয়, পুরাতন ম্যালেরিয়া জ্বর, কালা জর, যক্ষ্মা প্রভৃতি ব্যাধিতে স্বাস্থ্যভঙ্গ হওয়া।
(৬) হস্তমৈথুন, অতিরিক্ত রতিক্রিয়া, পুনঃ পুনঃ গর্ভধারণ বা পুনঃ পুনঃ গর্ভস্রাব।
(৭) যোনিদ্বারে ক্ষুদ্র ক্রিমির উপদ্রব।
✓লক্ষণতত্ত্ব ও উৎপত্তিস্থল:- শ্বেতপ্রদর স্রাব প্রথম নিঃসরণ সময়ে সাদা ই থাকে, সেই জন্যই ইহাকে শ্বেতপ্রদর বা লিউকোরিয়া বলে, কিন্তু অব্যবহিত পরেই ইহা সবুজ এবং হরিদ্রা প্রভৃতি রঙবিশিষ্ট হইয়া থাকে।
১.ভাল্ভা বা বাহ্য অঙ্গ সংক্রান্ত শ্বেতপ্রদরে ভাল্ডার শ্লৈষ্মিক ঝিল্লী আক্রান্ত হয়। ভাল্ভার গাত্র হইতে আঠার ন্যায় একপ্রকার রস নিঃসৃত হয়।
২.ইউটেরাইন বা জরায়ুবীয় শ্বেতপ্রদর, জরায়ুগ্রীবাস্থ বা cervical এবং জরায়ুদেহমধ্যস্থ বা corporeal ভেদে দুই প্রকারে বিভক্ত হইয়া থাকে। জরায়ুগ্রীবাস্থ শ্বেতপ্রদর আঠার ন্যায় শ্লেষ্মাময় অগুলালার ন্যায় হইয়া থাকে, পুঁজের সঙ্গে যুক্ত হইয়া ইহা হরিদ্রাবর্ণবিশিষ্টও হইয়া থাকে। ইহা ক্ষারগুণবিশিষ্ট (alkaline reaction)। ৩.কর্পোরিয়াল বা জরায়ুদেহমধ্যস্থ স্রাব জলীয় এবং শ্লেষ্মাবিশিষ্ট হয়। ইহার সহিত কখনও কখনও পুঁজ সংযুক্ত থাকে। স্রাব অগুলালার ন্যায় হড়হড়ে হয়। এই প্রকার শ্বেতপ্রদরে জরায়ু স্থানচ্যুত হইতে পারে। যোনিও শিথিল হয়, স্রাব সাধারণতঃ ঋতুর পূর্ব্বে বা পরে প্রকাশ পায়, কোমরে ও তলপেটে বেদনা হয়, অতিরিক্ত স্রাবে রোগিণী ক্রমে ক্রমে দুর্ব্বল হইয়া পড়ে। ক্ষুধামান্দ্য, কোষ্ঠকাঠিন্য, হৃৎস্পন্দন প্রভৃতি প্রকাশ পায়। অনেক সময়ে রোগিণীর জীবন সঙ্কটাপন্ন হয়, নানাবিধ স্নায়বীয়তা ও ক্ষীণভাব-লক্ষণ প্রকাশ পায়।
৪.যোনি হইতে জাত শ্বেতপ্রদর ঝাঁঝাল বা হাজাকর হয়, যে স্থানে লাগে সে স্থান হাজিয়া যায়। স্রাবের রঙ প্রথমে সাদা থাকে, কাপড়ে সাদা দাগ লাগে, কিন্তু পীড়া বেশী দিনের হইলে ঈষৎ সবুজ বা হরিদ্রা রঙ হইয়া থাকে। স্রাব অস্বচ্ছ, কটু, যন্ত্রণা এবং বেদনাদায়ক হয়, যোনিমধ্যে উষ্ণতা এবং সঙ্কোচনবোধ (sense of constriction and heat) হয়। যোনির উপরিভাগে চুলকানি ও যন্ত্রণা হয়। মূত্রনলীর উপদাহ উপস্থিত হয়। ঘন ঘন প্রস্রাব হয় এবং প্রস্রাবে জালা হয়।
✓ভাবীফল (Prognosis): - লিউকোরিয়া দুৰ্দ্দম্য, কৃচ্ছসাধ্য ব্যাধি, বিশেষতঃ জরায়ুর গভীরতর পীড়া হইতে উদ্ভুত লিউকোরিয়া। নির্দোষ আরোগ্য অনেক সময় অসম্ভব হইয়া পড়ে, তবে হোমিওপ্যাথিক চিকিৎসার সঙ্গে পথ্যাপথ্য ও আনুষঙ্গিক বিধির কঠোরতা অবলম্বনে আশানুরূপ ফল পাওয়া যাইতে পারে।
# আনুষঙ্গিক চিকিৎসা ও পথ্যাদি-সর্ব্বপ্রকার উত্তেজক আহার, মাংস, ডিম্ব, পেঁয়াজ, রসুন, লঙ্কা-মরিচের ঝাল এবং গরম মসলা পরিত্যাজ্য, মাছও সুপথ্য নহে, ইহাতে অপকারই বেশী হয়, স্বাভাবিক নিয়মিত আহার প্রশস্ত। খাদ্য বিশেষরূপে পুষ্টিকর হওয়া উচিত, কারণ ইহা ধাতুগত রোগ এবং ধাতুগত দৌর্ব্বল্যই ইহার অন্যতম কারণ।

প্রসব-পথ প্রত্যহ ডুসদ্বারা উত্তমরূপে পরিষ্কার করিলে সাময়িক উপকার হইতে পারে।

বিস্তারিত জানতে পোস্টটির নিচে কমেন্ট করুন ।

জরায়ুমধ্যে পলিপাস (Uterine polypus)জরায়ুর মধ্যে ফুলকপিসদৃশ অর্বুদ উৎপত্তি হইতে পারে; ইহাকেই "ইউটারাইন পলিপাস" বলে।ইহা ...
06/02/2024

জরায়ুমধ্যে পলিপাস
(Uterine polypus)

জরায়ুর মধ্যে ফুলকপিসদৃশ অর্বুদ উৎপত্তি হইতে পারে; ইহাকেই "ইউটারাইন পলিপাস" বলে।
ইহা ত্রিবিধ-
(১)ফাইব্রয়েড পলিপাস (fibroid polypus) ইহা সর্ব্বাপেক্ষা সাধারণ আকারের পলিপাস এবং ইহা সাব-মিউকাস ফাইব্রয়েড নামক অর্বুদ বিশেষ হইতে উৎপন্ন হয়;
(২)মিউকাস পলিপাস (mucous polypus);
(৩)প্ল্যাসেন্ট্যাল এবং ফ্রাইব্রিনাস্ পলিপাস (placental and fibrinous polypus); ইহাদের মধ্যে প্রথমোক্ত প্রকারের অর্বুদ প্রসব কিংবা গর্ভস্রাব হইবার পর সঙ্ঘটিত হয়; এবং দ্বিতীয় প্রকারের অর্বুদ পূর্ব্বে কোন অস্ত্রপ্রয়োগ করার পর বাদ দেওয়া হইয়াছে, এমন অর্বুদের কর্ত্তিত অংশবিশেষ বা "ষ্ট্যাম্প" (stump) হইতে সমুৎপন্ন হয়।
রোগ-লক্ষণাদি:-
প্রথম প্রথম পলিপাস রোগে সাব-মিউকাস ফ্রাইব্রয়েড নামক অর্বুদের অধিকাংশ লক্ষণাদি উপস্থিত হয়। যখন আকারে অতিশয় ক্ষুদ্র থাকে, তখন কেবলমাত্র "অস" (os) অর্থাৎ জরায়ুমুখ সম্প্রসারিত করিয়াও উহার অভ্যন্তরভাগে নিখুঁতভাবে হস্তাঙ্গুলি দ্বারা অনুসন্ধান করিয়া নির্ণয় করা যায়। পরবর্তী সময়ে"স্পেকিউলাম" (speculum) নামক যন্ত্রবিশেষ দ্বারা পরীক্ষা করিলে পলিপাসটি "অস" হইতে যোনিপ্রদেশ (va**na) মধ্যে ঝুলিতেছে দেখা যাইবে। কিছুকাল পরে উক্ত পলিপাসটির "শ্লাফিং" (sloughing) হইতে পারে, অর্থাৎ উহা ক্রমশঃ পচিয়া আসে এবং তাহার দরুণ একপ্রকার দুর্গন্ধময় আস্রাব সঙ্ঘটিত হয়।

📸 আমাদেরকে গুগল ম্যাপে খুজে পেতে ছবিতে ক্লিক করুন ।।
18/12/2023

📸 আমাদেরকে গুগল ম্যাপে খুজে পেতে
ছবিতে ক্লিক করুন ।।

★★★★★ · Homeopathic pharmacy

Address

আতাইকুলা রোড চাপা মসজিদ মোড় , (২য় তলা)
Pabna
6600

Opening Hours

Monday 10:00 - 14:30
16:00 - 21:00
Tuesday 10:00 - 14:30
16:00 - 21:00
Wednesday 10:00 - 14:30
16:00 - 21:00
Thursday 10:00 - 14:30
16:00 - 21:00
Saturday 10:00 - 14:30
16:00 - 21:00
Sunday 10:00 - 14:30
16:00 - 21:00

Telephone

+8801719228438

Alerts

Be the first to know and let us send you an email when নিরাময় হোমিও চেম্বার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to নিরাময় হোমিও চেম্বার:

Share