Noushin homeo health care

Noushin homeo health care I'm a Gynae & OBS homeopathy doctor (DHMS)
For any medical Guidance inbox me or call me on my personal number. And you can also visit me at my chamber.

stay safe�

হোমিওপ্যাথির চিকিৎসার সফলতার আরও একটি কেস ৷রোগী -*****বয়স-৪০সমস্যা - হঠাৎ ঘরের নোংড়া পরিষ্কার করতে গিয়ে কি যেন মুখে লাগে...
04/12/2023

হোমিওপ্যাথির চিকিৎসার সফলতার আরও একটি কেস ৷
রোগী -*****
বয়স-৪০
সমস্যা - হঠাৎ ঘরের নোংড়া পরিষ্কার করতে গিয়ে কি যেন মুখে লাগে বুঝতে পারে না ৷প্রথমে সামান্য একটু জায়গাতে চুলকায় এবং ফুলে ওঠে।

এরপর আস্তে আস্তে ১ দিনের মধ্যেই সমস্ত মুখ লাল হয়ে ফুলে ওঠে এবং ছোট ছোট র‍্যাস বের হয়ে সমস্ত মুখে ভরে যায়, দেখতে মনে হচ্ছিল স্কীনের নীচে পানি ভরে আছে, হাত দিলে নরম তুলতুল করছে , যেন বেলুনে ভরা লাল পানি ৷

অনুভুতি- সমস্ত মুখ জ্বালা করছে, গরম হয়ে আছে, মুখে হাত ছোয়ানো যাচ্ছে না, চুলকানি তেমন নেই তবে ভেতরে কুট কুট করে কামড়াচ্ছে ৷

আরাম পান কি করলে - গরম কোন কিছু ছোঁয়াতে পারছে না তবে ঠান্ডা নিলে আরাম বোধ করেন ৷ আরও অনেক লক্ষন নিলাম ৷

সিঙ্গেল মেডিসিন দিলাম লক্ষন অনুযায়ী ৷ প্রায় ২ দিনেই বেশ উন্নতি ৷ লাল ভাব কমে গেছে, ফোলা ভাবটা কমে গেছে, কুটকুট করে কামড়ানোটাও নেই ৷

আলহামদুলিল্লাহ্ এত দ্রুত আল্লাহ শেফা দান করবেন আমি ভাবতেই পারিনি কারন প্রথম দেখে আমি ঘাবড়ে গেছিলাম ৷

আমার মাথায় ৩ টা মেডিসিন ঘুরপাক খাচ্ছিল এবং যেটা লক্ষনের সাথে মিলে গেল সেটাই দিয়েছিলাম ৷ তাতেই আলহামদুলিল্লাহ রোগী অনেকটাই সুস্থ৷

হোমিওপ্যাথিক ডাঃ বন্ধুরা আপনারা কি মেডিসিন সিলেক্ট করতেন এই রোগীর জন্য অবশ্যই কমেন্টে জানাবেন ৷

ডাঃ আশুরা আক্তার
D.H.M.S.
গাইনী অবস্ ট্রেনিং
P.G.H.P.

ভবিষ্যতের চিন্তায় বর্তমানটাকে নষ্ট করতে নেই ৷💓💖❤️
24/11/2023

ভবিষ্যতের চিন্তায় বর্তমানটাকে নষ্ট করতে নেই ৷💓💖❤️

20/11/2023

প্রকৃতির কাছে নেই-কো ক্ষমা
কাঁদাবে কোনো একদিন
কাউকে কাঁদিয়ে যতই হাসো না কেন,
আপন হাতে বাজবে তার প্রতিশোধের বীন।

18/07/2023

জরায়ু থেকে ভ্রুন বের হয়ে গিয়ে যদি গর্ভফুলের কিছু অংশ জরায়ুর গায়ে লেগে থাকার জন্য চুইয়ে চুইয়ে রক্ত পরতেই থাকে তাকে incomplete abortion বা আংশিক গর্ভপাত বলা হয় ৷ এসব কেসে হোমিওপ্যাথিক চিকিৎসা দ্রুত কাজ করে থাকে ৷

13/07/2023

শিশুকে কখন এবং কিভাবে শক্ত খাবার দিতে হবে ?❤️

মায়ের দুধই শিশুর জন্য উত্তম ও যথেষ্ট খাদ্য ৷🍲

৬ মাস পর থেকে শিশুকে ধীরে ধীরে শক্ত খাবার দিতে হবে কারন শুধু দুধ খাওয়ানোর কারনে কোষ্ঠকাঠিন্য ও রক্তস্বল্পতা দেখা দেয় ৷

শিশুকে পাকা কলা, আপেল, পেঁপে, সিদ্ধ সুজি, ভাতের পায়েস প্রভৃতি দেয়া যেতে পারে ৷

যখন শিশুর ৫/৬ মাস বয়স হবে তখন তাকে খাবারের সময়, সিদ্ধ নরম ভাত, কোন মসলা ছাড়া খিচুরি, সিদ্ধ ডিমের কুসুম , একটু একটু করে সব রকমের, শাকসব্জি সিদ্ধ করে পাতলা ও নরম করে খাওয়াতে হবে ৷ এই খাবারে সামান্য লবন এবং ঘি দেয়া যেতে পারে ৷

এরপর ৭/৮ মাস বয়সে ব্রেকফাষ্টে, দুপুরে , বিকালে ও সন্ধ্যায় বুকের বা বোতলের দুধের পাশাপাশি ৪ বার শক্ত খাবার দিতে হবে ৷

৯/১২ মাস বয়সে শিশুকে তার খাবারের সাথে মাছ , মাংস , কলিজা সিদ্ধ করে খাওয়াতে হবে ৷ শিশু সারাদিনে ৮ আউন্স দুধ পান করবে ৷

শক্ত খাবার শুরু করার পর হতে আস্তে আস্তে দুধের পরিমান ও কমাতে হবে ৷

আপনাদের যে কোন প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন ৷❤️

নওশীন হোমিও হেলথ কেয়ার
ডাঃ আশুরা আক্তার
D. H. M.S.

09/07/2023

এই বর্ষা ঋতুতে ডেঙ্গু জ্বর, ঠান্ডা , কাশির জন্য কিছু প্রয়জনীয় ঔষধ ঘরে রাখুন৷
Ars, Rush - T, Dulc, Gels, Bell , Eupet-P, Bryo.

07/07/2023

হোমিওপ্যাথিক চিকিৎসা হলো ,একটি নিরাপদ ও দীর্ঘস্থায়ী আরোগ্যকর চিকিৎসা পদ্ধতি ৷🌺

06/07/2023

গর্ভবতী মা ,
ভ্রুনের অতিরিক্ত নড়াচড়ার জন্য কষ্ট পেলে -
Arnica, Sepia, Conium, crocus -s মেডিসিন গুলো চিন্তা করতে হবে।

04/07/2023

Lyco র বালিকা রোগীর ১৪/১৫ বৎসর পর্যন্ত ঋতু দর্শন হয় না ৷ কিন্তু বিপরীত platina এর রোগীর ,অল্প বয়সে বা ৮ / ১০ বৎসর বয়সে ঋতু দেখা দেয় ৷

03/07/2023

গর্ভের বাচ্চার পজিশন যদি নরমাল না থাকে ,তাহলে গর্ভধারনের ৭ মাস থেকে হোমিওপ্যাথিক ঔষধ সেবন করুন ৷

02/07/2023

ঈদের ছুটি শেষ আবার সেই কর্মস্থলে ফেরা৷
সকাল ১০টা থেকে১২টা
বিকাল ৫টা থেকে রাত ৯ টা

28/06/2023

নওশীন হোমিও হেলথ কেয়ারের পক্ষ থেকে সকল ফেসবুক বন্ধু ও শুভাকাঙ্খী দের ঈদের শুভেচ্ছা❤️💐❤️
❤️💐ঈদ মোবারক💐❤️

Address

Liberry Bazar , Krishna Pur Pabna
Pabna
6600

Telephone

+8801719417656

Website

Alerts

Be the first to know and let us send you an email when Noushin homeo health care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Noushin homeo health care:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram