
04/12/2023
হোমিওপ্যাথির চিকিৎসার সফলতার আরও একটি কেস ৷
রোগী -*****
বয়স-৪০
সমস্যা - হঠাৎ ঘরের নোংড়া পরিষ্কার করতে গিয়ে কি যেন মুখে লাগে বুঝতে পারে না ৷প্রথমে সামান্য একটু জায়গাতে চুলকায় এবং ফুলে ওঠে।
এরপর আস্তে আস্তে ১ দিনের মধ্যেই সমস্ত মুখ লাল হয়ে ফুলে ওঠে এবং ছোট ছোট র্যাস বের হয়ে সমস্ত মুখে ভরে যায়, দেখতে মনে হচ্ছিল স্কীনের নীচে পানি ভরে আছে, হাত দিলে নরম তুলতুল করছে , যেন বেলুনে ভরা লাল পানি ৷
অনুভুতি- সমস্ত মুখ জ্বালা করছে, গরম হয়ে আছে, মুখে হাত ছোয়ানো যাচ্ছে না, চুলকানি তেমন নেই তবে ভেতরে কুট কুট করে কামড়াচ্ছে ৷
আরাম পান কি করলে - গরম কোন কিছু ছোঁয়াতে পারছে না তবে ঠান্ডা নিলে আরাম বোধ করেন ৷ আরও অনেক লক্ষন নিলাম ৷
সিঙ্গেল মেডিসিন দিলাম লক্ষন অনুযায়ী ৷ প্রায় ২ দিনেই বেশ উন্নতি ৷ লাল ভাব কমে গেছে, ফোলা ভাবটা কমে গেছে, কুটকুট করে কামড়ানোটাও নেই ৷
আলহামদুলিল্লাহ্ এত দ্রুত আল্লাহ শেফা দান করবেন আমি ভাবতেই পারিনি কারন প্রথম দেখে আমি ঘাবড়ে গেছিলাম ৷
আমার মাথায় ৩ টা মেডিসিন ঘুরপাক খাচ্ছিল এবং যেটা লক্ষনের সাথে মিলে গেল সেটাই দিয়েছিলাম ৷ তাতেই আলহামদুলিল্লাহ রোগী অনেকটাই সুস্থ৷
হোমিওপ্যাথিক ডাঃ বন্ধুরা আপনারা কি মেডিসিন সিলেক্ট করতেন এই রোগীর জন্য অবশ্যই কমেন্টে জানাবেন ৷
ডাঃ আশুরা আক্তার
D.H.M.S.
গাইনী অবস্ ট্রেনিং
P.G.H.P.