Sheikh Russel Blood Donor's Club

Sheikh Russel Blood Donor's Club একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন।
গরীব অসহায় রোগীদের শেষ আশ্রয়স্থল

07/06/2024

... Request No-

‌‌★আপনার এক ব্যাগ রক্তদান, বাঁচাতে সহযোগিতা করবে মুমূর্ষ রোগীর প্রাণ★
🤲একটি মানবিক সহায়তার জন্য আবেদন🤲

🩸 রক্তের গ্রুপঃ O+(positive)
👤 রুগীর সমস্যাঃ রক্ত শূন্যতা।
💉 রক্তের পরিমানঃ ৪ব্যাগ।
🗓️ রক্তদানের তারিখঃ ৮-০৬-২০২৪
⌚ রক্তদানের সময়ঃ যে কোন সময়।
🏥 রক্তদানের স্থানঃ পাবনা সদর হাসপাতাল
📱 নাম্বারঃ 01710275106
👱 রেফারেন্সঃ

♦নিজে রক্ত দিতে না পারলেও পোস্টটি নিজের আইডি বা গ্রুপে পোষ্ট করে অথবা কপি-শেয়ার করে রক্তদাতা পেতে সাহায্য করুন♦

দীর্ঘদিন অসুস্থ থাকার জন্য প্রায় ৭ মাসের বেশি সময় রক্তদানের বাহিরে ছিলাম আজ আবার নতুন করে শুরু করলাম ইন শা আল্লাহ্ আল্...
09/12/2023

দীর্ঘদিন অসুস্থ থাকার জন্য প্রায় ৭ মাসের বেশি সময় রক্তদানের বাহিরে ছিলাম আজ আবার নতুন করে শুরু করলাম ইন শা আল্লাহ্
আল্লাহ্ র অশেষ কৃপায় ২২তম বার রক্ত দান করলাম একজন থ্যালাসেমিয়া রোগী কে 💉🩸
রক্তদানের যোগ্যতা থাকলে না করবেন না পারলে সহযোগিতার হাত বাড়িয়ে দিন এটাই অনুরোধ
নিজেদের প্রয়োজনে অন্যকে পাবেন তাহলে তাদের প্রয়োজনে আপনার নৈতিক দায়িত্ব তাদের পাশে থাকা আল্লাহ্ আপনাকে নেক হায়াত দান করুক
সবাই আমার জন্য দোয়া করবেন জীবনের যে প্রান্তে যেখানে থাকি না কেন রক্তদানের মতো কাজের নিজেকে যেন সবসময় উৎসর্গ করতে পারি
প্রতিটা থ্যালাসেমিয়া বাচ্চার সুস্থতা কামনা করছি আল্লাহ্ যেন তাদের সুস্ততা দান করে

27/08/2023

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন
গ্রুপ টা একটু চাঙ্গা করা দরকার

প্রিয় ছোট ভাইয়ের ৮ম বার B+ পজিটিভ লাল ভালবাসা দান 💉🩸ভালবাসা অবিরাম তোমার জন্য সবসময় মানবতার সেবায় নিজেকে এভাবেই নিয়...
14/06/2023

প্রিয় ছোট ভাইয়ের ৮ম বার B+ পজিটিভ লাল ভালবাসা দান 💉🩸
ভালবাসা অবিরাম তোমার জন্য সবসময় মানবতার সেবায় নিজেকে এভাবেই নিয়োজিত রেখ দোয়া করি🤎
জীবনের যে অবস্থানে থাকো না কেন রক্তদানের মত মহৎ কাজে অংশগ্রহণ কর এটাই কাম্য তোমার প্রতি 🤍
তোমার আগামী দিনগুলো সুন্দর ও সাবলীল হোক দোয়া করি সবসময়🖤
Donate By 💚

প্রিয় বন্ধুর ২১তম A+ লাল ভালবাসা দান 💉🩸রক্তদানের মত মহৎ কাজে অংশগ্রহণ করার জন্য মন থেকে ভালবাসা রইলো💚হাজারো ব্যস্ততার ম...
12/06/2023

প্রিয় বন্ধুর ২১তম A+ লাল ভালবাসা দান 💉🩸
রক্তদানের মত মহৎ কাজে অংশগ্রহণ করার জন্য মন থেকে ভালবাসা রইলো💚
হাজারো ব্যস্ততার মাঝে সময় বের করে রক্তদান কর এটা অনেক ভাল লাগে🧡
তোমার আগামী দিনগুলো সুন্দর ও গতিশীল হোক শুভকামনা রইলো যেখানেই থেকো ভাল থেকো সবসময়🤎
Donate By 🖤

প্রিয় ছোট ভাইয়ের ১৫তম O+ পজিটিভ লাল ভালবাসা দান 💉🩸নিজের অবস্থান থেকে রক্তদানের সময় হয়ে গেলে একজন অসহায় মানুষকে লাল ...
11/06/2023

প্রিয় ছোট ভাইয়ের ১৫তম O+ পজিটিভ লাল ভালবাসা দান 💉🩸
নিজের অবস্থান থেকে রক্তদানের সময় হয়ে গেলে একজন অসহায় মানুষকে লাল ভালবাসা দেবার মত অনুভূতি পুরাটাই অন্যরকম 🤎
রক্তদান যারা করে শুধু তারাই জানে এটা কতটা মধুময় একজন মানুষকে বিনামূল্যে রক্ত দান করার আত্মতৃপ্তি অন্য কিছুতে নেই 🤍
এভাবেই সবসময় নিজেকে মানবতার সেবায় আত্মনিয়োগ করিস দোয়া করি আল্লাহ্ যেন সবসময় সুস্থ রাখে💚
Donate By 🧡

প্রিয় ছোট ভাইয়ের ১৩তম B+ লাল ভালবাসা দান 💉🩸রক্তদান হচ্ছে নিজের আত্মতৃপ্তি ও একজন অসহায় মানুষকে বিনামূল্যে ভালবাসা দান...
10/06/2023

প্রিয় ছোট ভাইয়ের ১৩তম B+ লাল ভালবাসা দান 💉🩸
রক্তদান হচ্ছে নিজের আত্মতৃপ্তি ও একজন অসহায় মানুষকে বিনামূল্যে ভালবাসা দান যেটা সবাই পারে না🧡

ভালবাসা অবিরাম সবসময় মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখার জন্য🤍
এভাবেই সবসময় মানুষের বিপদে পাশে দাঁড়ানোর চেষ্টা করিস দোয়া করি সবসময়♥️
জীবনের চলার পথগুলো সুন্দর ও সাবলীল হোক শুভকামনা রইলো🤎
Donate By 💚

প্রিয় মাসুম ভাইয়ের ৬ষ্ঠ বার B- নেগেটিভ লাল ভালবাসা দান 🩸💉ভালবাসা অবিরাম থাকলো সবসময় এভাবেই মানুষের বিপদে পাশে দাঁড়ান...
01/06/2023

প্রিয় মাসুম ভাইয়ের ৬ষ্ঠ বার B- নেগেটিভ লাল ভালবাসা দান 🩸💉
ভালবাসা অবিরাম থাকলো সবসময় এভাবেই মানুষের বিপদে পাশে দাঁড়ানোর চেষ্টা করেন দোয়া করি 🖤
আপনার আগামী দিনগুলো সুন্দর ও গতিশীল হোক শুভকামনা সবসময়ের জন্য 💚
Donate By 🤍

রক্তের গ্রুপ নেগেটিভ হলেও দুজনের মন মাইন্ড প্রচন্ড রকমের পজিটিভ কিন্তু🤎প্রিয় ভাই অভির ৮ম তম B- নেগেটিভ ও প্রিয় ভাইয়া ...
01/06/2023

রক্তের গ্রুপ নেগেটিভ হলেও দুজনের মন মাইন্ড প্রচন্ড রকমের পজিটিভ কিন্তু🤎
প্রিয় ভাই অভির ৮ম তম B- নেগেটিভ ও প্রিয় ভাইয়া শিমুলের ২য় তম B- নেগেটিভ লাল ভালবাসা দান 💉🩸
মানবতার সেবায় নিজেদের এভাবে নিয়োজিত করার জন্য ভালবাসা অবিরাম থাকবে সবসময় 🤍
আগামী দিনে এভাবেই অসহায় মানুষের পাশে থাকবেন এই কামনা করি🧡
আপনাদের দুজনের আগামী দিনগুলো সুন্দর ও সাবলীল হোক শুভকামনা থাকবে সবসময়💛
Donate By 💚

প্রিয় ভাইয়ের O+ পজিটিভ লাল ভালবাসা দান 💉🩸ভালবাসা অবিরাম আপনার জন্য অচেনা মানুষ হয়েও রক্তদানের কথা বলার সাথে সাথে এসে ...
30/05/2023

প্রিয় ভাইয়ের O+ পজিটিভ লাল ভালবাসা দান 💉🩸
ভালবাসা অবিরাম আপনার জন্য অচেনা মানুষ হয়েও রক্তদানের কথা বলার সাথে সাথে এসে মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করার জন্য🤍
এভাবেই মানুষের পাশে সবসময় দাড়ানোর চেষ্টা করেন দোয়া করি🖤
আপনার আগামী দিনগুলো সুন্দর ও গতিশীল হোক শুভকামনা রইলো 🧡
Donate By 💜

প্রিয় ভাগ্নের B+ পজিটিভ লাল ভালবাসা দান 💉🩸রক্তদানের সময় হলে ভাগ্নে নিজে রেসপন্স করে রক্তদান করে এটা অনেক বড় মানবতার প...
26/05/2023

প্রিয় ভাগ্নের B+ পজিটিভ লাল ভালবাসা দান 💉🩸
রক্তদানের সময় হলে ভাগ্নে নিজে রেসপন্স করে রক্তদান করে এটা অনেক বড় মানবতার পরিচয় 🤍
এভাবেই সবসময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা কর দোয়া করি🤎
তোমার আগামী দিনগুলো সুন্দর ও গতিশীল হোক শুভকামনা সবসময়ের জন্য🖤
Donate By 🧡

প্রিয় ছোটভাইয়ের ৮ম A+ পজিটিভ লাল ভালবাসা দান 🩸💉সুপার ডোনার এর মধ্যে তুমি অন্যতম একজন🖤প্রকৃত রক্তদাতা এরাই নিজের রক্তদা...
17/05/2023

প্রিয় ছোটভাইয়ের ৮ম A+ পজিটিভ লাল ভালবাসা দান 🩸💉
সুপার ডোনার এর মধ্যে তুমি অন্যতম একজন🖤
প্রকৃত রক্তদাতা এরাই নিজের রক্তদানের সময় হলে নিজ থেকেই রেসপন্স আসে কোন বাহানা অজুহাত এদের দমায়ে রাখতে পারে না💚
মানবতার সেবায় সবসময় নিজেকে এভাবেই নিয়োজিত রেখ দোয়া করি সবসময়💜
জীবনের যেখানে যে অবস্থানে থাকো না কেন রক্তদানের মত মহৎ কাজের অংশীদার থেকো🤎
তোমার আগামী দিনগুলো সুন্দর ও গতিশীল হোক এই কামনা করি 💙
Donate By 🧡

Address

Hamid Road, Pabna
Pabna
6600

Alerts

Be the first to know and let us send you an email when Sheikh Russel Blood Donor's Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sheikh Russel Blood Donor's Club:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram