Dr.Md Shahin Reza P-3

Dr.Md Shahin Reza P-3 ডা: মো:শাহিন রেজা এম বি বি এস( ঢাকা মেডিকেল কলেজ) বিসিএস( হেলথ) এফ সি পি এস ( নাক,কান,গলা)এফ পি

 #আগে_জানি_পরে_ডাক্তারের_সাথে_রিয়াকশন_দেখাই যে কোন বিষয়ে সাধারন_হিসাব আর মেডিকেলীয়_হিসেব কখনো এক হয় না। আপনি হয়তো কমন সে...
08/09/2025

#আগে_জানি_পরে_ডাক্তারের_সাথে_রিয়াকশন_দেখাই

যে কোন বিষয়ে সাধারন_হিসাব আর মেডিকেলীয়_হিসেব কখনো এক হয় না। আপনি হয়তো কমন সেন্স দিয়ে মনে করবেন ঘটনা এমন। আসলে ঘটনা টা ছিলো অন্যরকম।
কিছু উদাহরন দিয়ে সাধারন হিসেব আর মেডিকেলীয় হিসেবের পার্থক্য দেখাই,

উদাহরন-১
❏ ঘটনাঃ
রোগীর প্রেশার অনেক। ২২০/১৪০।
❏ সাধারন হিসাবঃ ❌
"ডাক্তার সাব, এক ঘন্টা হয় রোগী আনলাম এখনো প্রেশার কমিয়ে স্বাভাবিক করতেসেন না ক্যান?? এখনো ১২০/৮০ তে না নামাতে পারলেন না। আপনার চিকিৎসা তো ভালো না।"
❏ মেডিকেলীয় হিসাবঃ ✅
একজন তীব্র হাই প্রেশারের রোগীর প্রেশার কখনোই হঠাৎ করে নরমালে আনতে নেই। ঐ ব্যাক্তিকে ঔষধ দিয়ে যদি সাথে সাথে প্রেশার নরমালে আনার চেষ্টা করা হয়, তাইলে উনি স্ট্রোক করতে পারেন। ধাপে ধাপে সময় নিয়ে প্রেশার নরমালে আনতে হবে।

উদাহরন-২
❏ ঘটনাঃ
রোগীর ডাইরিয়া। ১৫-২০ বার হয়ছে।
❏ সাধারন হিসাবঃ ❌
হাসপাতালে নিবো যেন ডাক্তার সায়েবেরা এক্ষন ডাইরিয়া বন্ধ করে দেন। ব্রেক কষাইতে হবে। নাইলে সর্বনাশ!!
"ও ডাক্তার সাব, রোগী হাসপাতালে আনলাম ৬ ঘন্টা, এখনো পাতলা পায়খানা বন্ধ করলেন না। খালি স্যালাইন পুশ দিতেসেন লিটারের পর লিটার। ঘটনা কি?"
❏ মেডিকেলীয় হিসাবঃ ✅
ডাইরিয়া বন্ধ ধীরে সুস্থে হবে। আগে রোগীর শরীর থেকে যে ২-৩ লিটার পানি বেরীয়ে গেছে সেটা ভরতে হবে। প্রয়োজনীয় এন্টিবায়োটিকের সাহাজ্যে ডাইরিয়া ধীরে ধীরে সময় নিয়ে থামুক, নো প্রবলেম। কিন্তু শরীরে পানি যেন ঠিক থাকে। নইলে সর্বনাশ। কিডনী ফেল হবে।

©

05/09/2025
আগামী শুক্রবার রোগী দেখবেন ডা: মো: শাহিন রেজা।
28/08/2025

আগামী শুক্রবার রোগী দেখবেন ডা: মো: শাহিন রেজা।

প্রতি শুক্রবার রোগী দেখেন ডা. শাহিন রেজা।তাই নাক,কান, গলা নিয়ে কোনো সমস্যা থাকলে তার চিকিৎসা নিয়ে উপকৃত হতে পারেন।
21/08/2025

প্রতি শুক্রবার রোগী দেখেন ডা. শাহিন রেজা।তাই নাক,কান, গলা নিয়ে কোনো সমস্যা থাকলে তার চিকিৎসা নিয়ে উপকৃত হতে পারেন।

নিয়মিত রোগী দেখছেন এবং অপারেশন করেন।(টন্সিলের অপারেশন)
15/08/2025

নিয়মিত রোগী দেখছেন এবং অপারেশন করেন।(টন্সিলের অপারেশন)

প্রতি শুক্রবার ইনশায়াল্লাহ
21/02/2025

প্রতি শুক্রবার ইনশায়াল্লাহ

15/02/2025

বুকের দুধ খায় এমন নবজাতক শিশুকে ঔষধ না খাইয়ে কিভাবে বদহজম ও পেট ফাপা থেকে মুক্ত করা যায়?

নবজাতক শিশু যদি শুধু বুকের দুধ খায় এবং তার বদহজম বা পেট ফাঁপা (Gas) হয়, তাহলে কোনো ওষুধ ছাড়াই কিছু কার্যকরী পদ্ধতির মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব।

১. সঠিকভাবে দুধ খাওয়ানো (Proper Breastfeeding Technique)

❌ ভুল: অনেক সময় শিশুর পজিশনিং বা অ্যাটাচমেন্ট ঠিকমতো না হলে সে অনেক বাতাস গিলে ফেলে, যা পেটে গ্যাস তৈরি করে।
✅ সমাধান:
• শিশুকে ঠিকমতো পজিশনিগ করান (নিপলের সাথে অ্যারিওলার কিছু অংশ মুখে রাখতে হবে)।
• একবারে বেশি দুধ খাওয়ানোর পরিবর্তে বারবার ছোট ছোট সময় খাওয়ান।
• বুকের দুধের প্রথম ভাগ (foremilk) এর পাশাপাশি শেষের দুধ (hindmilk) ও খাওয়ানোর চেষ্টা করুন। পিছনের দুধে বেশি চর্বি থাকে, যা হজমে সহায়ক। অনেকে ভুলে এক পাশের দুধ কিছু ক্ষণ খাইয়েই অপর পাশের দুধ খাওয়ানো শুরু করেন এতে শিশু দুই স্তনেরই ফোরমিল্ক পাচ্ছে ও হাইন্ডমিল্ক থেকে বঞ্চিত হচ্ছে।

২. প্রতিবার দুধ খাওয়ানোর পর বার্প করানো (Burping after Each Feed)

শিশু যখন দুধ খায়, তখন কিছু বাতাসও গিলে ফেলে, যা পেটে গ্যাস তৈরি করতে পারে।

✅ কীভাবে বার্প করাবেন?
• পিঠে আলতো চাপ দিয়ে (Shoulder Method) – শিশুকে কাঁধে তুলে ধরে ধীরে ধীরে পিঠে চাপ দিন।
• বসিয়ে পিঠে চাপ দিয়ে (Sitting Method) – শিশুকে কোলে বসিয়ে এক হাত চিবুকের নিচে ধরে অন্য হাত দিয়ে পিঠে চাপ দিন।
• উল্টে রেখে পিঠে চাপ দিয়ে (Lap Method) – শিশুকে উল্টো করে কোলের ওপর রাখুন, মাথা একটু উঁচুতে থাকবে, ধীরে ধীরে পিঠে চাপ দিন।

৩. “বাইসাইকেল এক্সারসাইজ” এবং পেট ম্যাসাজ (Leg Exercise & Tummy Massage)

✅ কীভাবে করবেন?
• শিশুকে সমতল জায়গায় শুয়ে রেখে তার পা দুটো আলতোভাবে বাইসাইকেলের মতো চালান। এতে অন্ত্রের গ্যাস সহজেই বের হয়ে যাবে।
• ঘড়ির কাটার দিকে পেট ম্যাসাজ করুন (Clockwise Abdominal Massage)। এতে অন্ত্রের গ্যাস বের হয়ে যেতে সাহায্য করে।
• ম্যাসাজের জন্য অলিভ অয়েল ব্যবহার করা যায়।

৪. শিশুকে কিছুক্ষণ উল্টে শোয়ানো (Tummy Time)
• দিনে ২-৩ বার, ৩-৫ মিনিট করে শিশুকে পেটের ওপর শুইয়ে দিন (মুখ এক পাশের দিকে থাকবে)।
• এতে গ্যাস বের হতে সাহায্য করে ও পেটের পেশি মজবুত হয়।

🚫 সতর্কতা:
• খাওয়ার ঠিক পরপর Tummy Time দেবেন না। এতে খাবার শ্বাসনালীতে চলে যেতে পারে।
• শিশু যদি খুব ছোট হয় বা নাভি পড়ে না যায়, তাহলে করবেন না।

৫. মায়ের খাবারের প্রতি নজর দেওয়া (Mother’s Diet & Hydration)

কারণ: শিশুর পেটে ফাঁপা অনেক সময় মায়ের খাবারের কারণে হতে পারে, কারণ বুকের দুধের মাধ্যমে কিছু উপাদান শিশুর দেহে যায়। মা খুব রিচ ফুড, ঝাল মশলা যুক্ত খাবার না খাওয়াই ভালো।

✅ মায়ের কী খাবার এড়িয়ে চলা উচিত?
❌ গ্যাস তৈরির খাবার – বাঁধাকপি, ব্রকলি, ডাল, বেশি মসলা, পেঁয়াজ, চিনি
❌ বেশি চা-কফি
❌ দুগ্ধজাত খাবার (যদি শিশুর Lactose Intolerance থাকে)

✅ কী খাওয়া উচিত?
✅ প্রচুর পানি ও তরল খাবার
✅ শাকসবজি ও সহজপাচ্য খাবার, মাছ
✅ আদা-জিরা-সুপারির পানি (যাতে গ্যাস কম হয়)

🚨 কখন ডাক্তারের কাছে যেতে হবে?

বদহজম বা পেট ফাঁপার সাথে নিম্নলিখিত লক্ষণ থাকলে চিকিৎসকের পরামর্শ নিন:
• শিশু খাবার খেতে চাইছে না।
• বমি হচ্ছে বা পেট ফাঁপা বেশি দেখা যাচ্ছে।
• পায়খানা খুব কম বা খুব বেশি হচ্ছে।
• শিশু অতিরিক্ত কান্নাকাটি করছে বা ঘুমাচ্ছে না।
• জন্ডিস, ওজন কমে যাওয়া বা শ্বাসকষ্ট দেখা দিলে।copied from Dr Habibur Rahman

28/10/2024

মুসলমানী (সারকামসিশন) নিয়ে কিছু কথা:

আসছে নভেম্বর, ডিসেম্বর মাস।
আমার চোখের সামনে ভাসছে রক্তেভেজা বিকৃত পেনিস আর আতংকিত একটা নিস্পাপ মুখ।

প্রতিদিন ৭/৮ টা বাচ্চা হাজাম/ওস্তাদ/হুজুর দিয়ে মুসলমানি করার পর রক্তপাত বন্ধ করতে না পেরে, পেনিসের অগ্রভাগ কেটে নিয়ে, আধখেঁচড়া ভাবে অল্প চামড়া কেটে, ইনফেকশন নিয়ে ভর্তি হচ্ছে ওয়ার্ডে।

সারকামসিশন (মুসলমানী) দুইটা কারনে করা হয়ে থাকে : প্রথমত, মেডিকেল। দ্বিতীয়ত, ধর্মীয়।
মেডিকেল রিলেটেড সমস্যার জন্য যদি সারকামসিশন করতে হয়, তবে, সেক্ষেত্রে, বয়স কোনো ফ্যক্টর নয়, যখন সমস্যা - তখন-ই অপারেশন। কিন্তু ধর্মীয় কারনে যদি সারকামসিশন করতে হয়, তবে বয়স একটু বেশি হলে করা যেতে পারে।

মনে রাখতে হবে, সারকামসিশন একটা অপারেশন; একটা অপারেশন এর জন্য কি কি আবশ্যক,সেটা জেনে নিই।
১.বাচ্চা অপারেশন করার উপযুক্ত কিনা এজন্য রুটিন কিছু পরীক্ষা,
২.একজন সার্জারীর চিকিৎসক,
৩.একজন এনেস্থেটিস্ট চিকিৎসক , একজন সার্জনের এসিস্ট্যান্ট চিকিৎসক ,
৪. জীবানুমুক্ত স্টান্ডার্ড অপারেশন থিয়েটার ,
৫. জীবানুমুক্ত যন্ত্রপাতি, সুতা,
৬.অজ্ঞান/অবশ করার ঔষধ ও মেশিন,
৭. অপারেশন পরবর্তী ঔষধ

কোনো স্টেপকে অসম্পূর্ণ/অবহেলা করা মানেই, আপনার আদরের বাচ্চাকে বুঝে/ না বুঝে বিপদে ফেলা।

কারন মনে রাখতে হবে, সারকামসিশন একটা অপারেশন, অপারেশনে কোনো ত্রুটি হলে সেটা সারাজীবন বাচ্চাকে বহন করতে হবে, প্রত্যেকবার প্রস্রাবের সময় বাচ্চা বিপদে পড়বে, বিকৃত একটা পেনিস নিয়ে সারাজীবন বাচ্চাকেই যন্ত্রনা ভোগ করতে হবে।

নাম মাত্র অবশ করে হাত পা চেপে ধরে হাজাম দিয়ে ঘরে/ ওষুধের দোকানে মুসলমানি করা ক্রাইম ও অমানবিক। একটা বাচ্চা কি পরিমান টর্চারড হয় ঐ সময়টাতে, এটা চিন্তা করতেও ভয় লাগে।

অজ্ঞান করতে গিয়ে সাম্প্রতিককালে ২ টা বাচ্চা মারা গিয়েছে - এই অজুহাত তো। ওকে ফাইন। রাস্তায় তো কত লোক এক্সিডেন্টে মারা যায়, তাই বলে রাস্তায় বের হওয়া বন্ধ করেছে মানুষ?

যে দুইটা বাচ্চা মারা গিয়েছে, ভালো করে খোজ নিয়ে দেখার অনুরোধ থাকলো, কেনো ঐ সময়ে অঘটনগুলো ঘটেছিল।
বাচ্চাকে অজ্ঞান করার আগে ৪/৫ ঘন্টা না খেয়ে থাকতে হয়, তাও যদি গোপনে অল্প পানি খাইয়ে দেন, ও সেটা হাইড করেন, এরপর অজ্ঞান করলে বাচ্চার ক্ষতি হয়- দোষটা কার বলেন??

#অপারেশন এর গুরুত্বপূর্ণ ধাপ:
১.বাইরের চামড়া বেশি কাটা যাবেনা, তাতে পেনিসের অনুভূতি (সেনসেশন) কমে যাবে, ২.ভিতরের মিউকোসা বেশি রাখা যাবে না। তাহলে সেইপ নষ্ট হবে।
৩.ব্লিডিং(রক্তপাত) বন্ধ করতে হবে৷
৪. চিকন ও পরে সেলাই কাটা লাগবে না এরকম সুতা দিয়ে সেলাই দিতে হবে।

# প্রতিকার:
১. সারকামসিশন করার পূর্বে অবশ্যই রুটিন চেক আপ, CBC, CT, BT B.grouping, CXR PA view, S.Creatinine আবশ্যক
২৷ বাচ্চার সর্দি/কাশি/ দীর্ঘমেয়াদী রোগ থাকলে সেই রোগের চিকিৎসা না করে অপারেশন করার দরকার নাই
৩. বাচ্চাকে অবশ্যই অপারেশন এর আগে ৪/৫ ঘন্টা খালিপেটে থাকতে হবে। একফোঁটা পানি ও খাওয়া যাবে না।

অজ্ঞান নাকি অবশ, কোনটা নিরাপদ?:
কোনোটাই সম্পূর্ণ নিরাপদ নয়, তবে একজন দক্ষ এনেস্থিটিস্ট এর উপস্থিতি আপনাকে নিরাপত্তা দিতে পারে উভয়ক্ষেত্রেই। এমনকি সম্পুর্ন অজ্ঞান না করে এনেস্থিটিস্ট বাচ্চাকে ঘুম পাড়িয়েও অপারেশন করার ব্যবস্থা করে দিতে পারেন।

তবে যদি অজ্ঞান না করে অবশ করে অপারেশন করতে হয়, অবশ্যই বাচ্চাকে মোটামুটিভাবে একটু ম্যাচিউর ও শক্ত মনের হতে হবে। সেক্ষেত্রে বয়স ৬/৭ বছর পার হলে ভালো হয়।

# কসমেটিক /ডিভাইস/লেজার:
প্রথম কথা, ডিভাইস এর মাধ্যমে সারকামসিশন করলে পেনিসের শেপ ভালো হওয়া সম্ভব নয়।পরবর্তীতে পুনরায় অপারেশন লাগার সম্ভাবনা অনেক বেশি।
লেজার অনেক ব্যয়বহুল, তবে রক্তপাত কমানো ছাড়া ভুমিকা নাই বললেই চলে। ডিসেকশন মেথডে ডায়াথার্মি মেশিনের সাহায্যে অপারেশন করাটাই বৈজ্ঞানিকভাবে সবচেয়ে গ্রহনযোগ্য।

৳৳৳ টাকা-পয়সা:
যদি আপনি উচ্চতর ডিগ্রিধারী বিশেষজ্ঞ শিশু সার্জন / ইউরোলজিস্ট/প্লাস্টিক সার্জন/ জেনারেল সার্জন এর কাছে অপারেশন করতে চান, আপনাকে মোটা অংকের টাকা খরচ করার প্রস্তুতি নিতে হবে। কারন সাধারণত একজন বিশেষজ্ঞ সার্জন উপরের ৭ টা স্টেপ মেনে চলবেন। সেক্ষেত্রে কম টাকায় করা সম্ভব নয়।
যদি কম টাকায় করতে চান, ন্যুনতম এমবিবিএস ডাক্তারের শরনাপন্ন হোন। তিনি আপনাকে অল্প খরচে বিপদের হাত থেকে রক্ষা করতে পারবেন।
আর যদি এটাও সম্ভব না হয়, সরকারী হাস্পাতালে যোগাযোগ করুন। একটু সময় লাগবে সিরিয়াল পেতে। কিন্তু সবুরে মেওয়া ফলবে।copied

Plz share
23/08/2024

Plz share

Address

Pabna

Telephone

+8801632370381

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Md Shahin Reza P-3 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Md Shahin Reza P-3:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category