Dr.Md Shahin Reza P-3

Dr.Md Shahin Reza P-3 ডা: মো:শাহিন রেজা এম বি বি এস( ঢাকা মেডিকেল কলেজ) বিসিএস( হেলথ) এফ সি পি এস ( নাক,কান,গলা)এফ পি

08/10/2025
📢 সতর্কবার্তা   **অ্যানথ্রাক্স রোগ প্রতিরোধে সতর্কতা**🔴 অ্যানথ্রাক্স কীভাবে ছড়ায়?আক্রান্ত বা মৃত গবাদি পশুর (গরু, ছাগল, ...
03/10/2025

📢 সতর্কবার্তা

**অ্যানথ্রাক্স রোগ প্রতিরোধে সতর্কতা**

🔴 অ্যানথ্রাক্স কীভাবে ছড়ায়?

আক্রান্ত বা মৃত গবাদি পশুর (গরু, ছাগল, ভেড়া ইত্যাদি) মাংস, রক্ত, চামড়া বা লোমের মাধ্যমে।

আক্রান্ত পশুর মাংস কাঁচা বা সঠিকভাবে রান্না না করে খেলে।

চামড়া বা পশুর শরীর কাটাছেঁড়া করার সময় ক্ষতস্থান দিয়ে জীবাণু প্রবেশ করলে।

🔴 মানুষের মধ্যে প্রধান লক্ষণ:

ত্বকে কালো দাগ বা ঘা (Cutaneous anthrax)

জ্বর, কাশি, শ্বাসকষ্ট (Inhalation anthrax)

তীব্র পেটব্যথা, বমি ও রক্তাক্ত ডায়রিয়া (Gastro-intestinal anthrax)

🔴 করণীয়:
✅ মৃত বা অসুস্থ পশু জবাই বা ভক্ষণ থেকে বিরত থাকুন।
✅ মাংস অবশ্যই ভালোভাবে সিদ্ধ করে খান।
✅ পশু জবাইয়ের সময় গ্লাভস ও সুরক্ষাসামগ্রী ব্যবহার করুন।
✅ কোনো পশু হঠাৎ মারা গেলে তা কবর দিন, খোলা জায়গায় ফেলে রাখবেন না।
✅ কারো শরীরে সন্দেহজনক কালো ঘা বা উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন।

👉 অ্যানথ্রাক্স প্রতিরোধযোগ্য ও চিকিৎসাযোগ্য রোগ। সচেতনতা এবং সঠিক পদক্ষেপই পারে আমাদের সকলকে সুরক্ষিত রাখতে।copied

“জ্বর মানেই এন্টিবায়োটিক নয়! আজকের অসতর্কতা কাল হতে পারে মারাত্মক ডায়রিয়া ও কোলনের সংক্রমণ!” আমরা অনেকেই হালকা ঠান্ডা-কা...
03/10/2025

“জ্বর মানেই এন্টিবায়োটিক নয়!
আজকের অসতর্কতা কাল হতে পারে মারাত্মক ডায়রিয়া ও কোলনের সংক্রমণ!”

আমরা অনেকেই হালকা ঠান্ডা-কাশি বা জ্বর হলেই নিজের মতো করে এন্টিবায়োটিক খাই। কেউ আবার পাশের বাড়ির প্রেসক্রিপশন কপি করে খেয়ে ফেলি!

ফলাফল?
অন্ত্রের ভালো জীবাণু নষ্ট হয়ে যায়, সুযোগ নেয় ভয়ংকর জীবাণু Clostridium difficile।

তখন হয় পানি মতো ডায়রিয়া, পেট ব্যথা

কোলনের ভেতরে জমে যায় হলদেটে সাদা স্তর (Pseudomembrane)

গুরুতর হলে জীবনও ঝুঁকিতে পড়তে পারে!

তাই সাবধান!

ডাক্তার ছাড়া কখনোই এন্টিবায়োটিক খাবেন না

জ্বর, কাশি বা সর্দি মানেই এন্টিবায়োটিক নয়

অযথা খেলে আজকের ওষুধ কালকে আপনার শত্রু হয়ে যাবে

মনে রাখবেন
এন্টিবায়োটিক “লাইফ সেভার” হতে পারে, কিন্তু অযথা ব্যবহার করলে “লাইফ ডেস্ট্রয়ার”!

সচেতন হোন, শেয়ার করে আপনজনকেও সচেতন করুন, পেইজটি ফলো করে থাকুন আপডেটেড সবসময়।

আগামীকাল রোগী দেখবেন সকাল ৯:০০ টা হতে ১ টা পযন্ত।
25/09/2025

আগামীকাল রোগী দেখবেন সকাল ৯:০০ টা হতে ১ টা পযন্ত।

কানের বিভিন্ন রোগের মধ্য একটি রোগ হলো পেরিকন্ড্রাইটিস।এই রোগের কারনে কানের কাঠামো ঠিক থাকেনা।কিন্তু Reconstrustion surge...
11/09/2025

কানের বিভিন্ন রোগের মধ্য একটি রোগ হলো পেরিকন্ড্রাইটিস।এই রোগের কারনে কানের কাঠামো ঠিক থাকেনা।কিন্তু Reconstrustion surgery এর মাধ্যমে এটিও আগের জায়গাই নিয়ে আসা সম্ভব।অপারেশনের আগে ও পরের ছবি।

 #আগে_জানি_পরে_ডাক্তারের_সাথে_রিয়াকশন_দেখাই যে কোন বিষয়ে সাধারন_হিসাব আর মেডিকেলীয়_হিসেব কখনো এক হয় না। আপনি হয়তো কমন সে...
08/09/2025

#আগে_জানি_পরে_ডাক্তারের_সাথে_রিয়াকশন_দেখাই

যে কোন বিষয়ে সাধারন_হিসাব আর মেডিকেলীয়_হিসেব কখনো এক হয় না। আপনি হয়তো কমন সেন্স দিয়ে মনে করবেন ঘটনা এমন। আসলে ঘটনা টা ছিলো অন্যরকম।
কিছু উদাহরন দিয়ে সাধারন হিসেব আর মেডিকেলীয় হিসেবের পার্থক্য দেখাই,

উদাহরন-১
❏ ঘটনাঃ
রোগীর প্রেশার অনেক। ২২০/১৪০।
❏ সাধারন হিসাবঃ ❌
"ডাক্তার সাব, এক ঘন্টা হয় রোগী আনলাম এখনো প্রেশার কমিয়ে স্বাভাবিক করতেসেন না ক্যান?? এখনো ১২০/৮০ তে না নামাতে পারলেন না। আপনার চিকিৎসা তো ভালো না।"
❏ মেডিকেলীয় হিসাবঃ ✅
একজন তীব্র হাই প্রেশারের রোগীর প্রেশার কখনোই হঠাৎ করে নরমালে আনতে নেই। ঐ ব্যাক্তিকে ঔষধ দিয়ে যদি সাথে সাথে প্রেশার নরমালে আনার চেষ্টা করা হয়, তাইলে উনি স্ট্রোক করতে পারেন। ধাপে ধাপে সময় নিয়ে প্রেশার নরমালে আনতে হবে।

উদাহরন-২
❏ ঘটনাঃ
রোগীর ডাইরিয়া। ১৫-২০ বার হয়ছে।
❏ সাধারন হিসাবঃ ❌
হাসপাতালে নিবো যেন ডাক্তার সায়েবেরা এক্ষন ডাইরিয়া বন্ধ করে দেন। ব্রেক কষাইতে হবে। নাইলে সর্বনাশ!!
"ও ডাক্তার সাব, রোগী হাসপাতালে আনলাম ৬ ঘন্টা, এখনো পাতলা পায়খানা বন্ধ করলেন না। খালি স্যালাইন পুশ দিতেসেন লিটারের পর লিটার। ঘটনা কি?"
❏ মেডিকেলীয় হিসাবঃ ✅
ডাইরিয়া বন্ধ ধীরে সুস্থে হবে। আগে রোগীর শরীর থেকে যে ২-৩ লিটার পানি বেরীয়ে গেছে সেটা ভরতে হবে। প্রয়োজনীয় এন্টিবায়োটিকের সাহাজ্যে ডাইরিয়া ধীরে ধীরে সময় নিয়ে থামুক, নো প্রবলেম। কিন্তু শরীরে পানি যেন ঠিক থাকে। নইলে সর্বনাশ। কিডনী ফেল হবে।

©

05/09/2025
আগামী শুক্রবার রোগী দেখবেন ডা: মো: শাহিন রেজা।
28/08/2025

আগামী শুক্রবার রোগী দেখবেন ডা: মো: শাহিন রেজা।

প্রতি শুক্রবার রোগী দেখেন ডা. শাহিন রেজা।তাই নাক,কান, গলা নিয়ে কোনো সমস্যা থাকলে তার চিকিৎসা নিয়ে উপকৃত হতে পারেন।
21/08/2025

প্রতি শুক্রবার রোগী দেখেন ডা. শাহিন রেজা।তাই নাক,কান, গলা নিয়ে কোনো সমস্যা থাকলে তার চিকিৎসা নিয়ে উপকৃত হতে পারেন।

নিয়মিত রোগী দেখছেন এবং অপারেশন করেন।(টন্সিলের অপারেশন)
15/08/2025

নিয়মিত রোগী দেখছেন এবং অপারেশন করেন।(টন্সিলের অপারেশন)

প্রতি শুক্রবার ইনশায়াল্লাহ
21/02/2025

প্রতি শুক্রবার ইনশায়াল্লাহ

Address

Pabna

Telephone

+8801632370381

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Md Shahin Reza P-3 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Md Shahin Reza P-3:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category