Labaid Diagnostics Pabna

Labaid Diagnostics Pabna Home of Trust

18/10/2025
18/10/2025

অ্যাজমা, টিবি (যক্ষা), নিউমোনিয়া ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ
ডাঃ মোঃ মকলেছুর রহমান

Chest Specialist ডাক্তার বা Pulmonologist হলেন এমন একজন বিশেষজ্ঞ চিকিৎসক যিনি ফুসফুস ও শ্বাসপ্রশ্বাসের সমস্যা নিয়ে চিকিৎসা প্রদান করেন।

🔍 Chest Specialist ডাক্তার কী রোগের চিকিৎসা করেন?

নিচে কিছু সাধারণ রোগ ও সমস্যার তালিকা দেওয়া হলো, যেগুলোর চিকিৎসা Chest Specialist করে থাকেন:

1. অ্যাজমা (Asthma)
2. সিওপিডি (COPD) – যেমন ব্রঙ্কাইটিস ও এমফিসেমা
3. নিউমোনিয়া (Pneumonia)
4. টিউবারকুলোসিস (TB)
5. শ্বাসকষ্ট বা হাঁপানি
6. ফুসফুসে পানি বা ইনফেকশন
7. লাং ক্যান্সার (Lung Cancer)
8. স্লিপ অ্যাপনিয়া (Sleep Apnea)
9. ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ (ILD)
10. Covid-19 বা অন্যান্য ভাইরাল রেসপিরেটরি রোগ

🧪 Chest Specialist কী ধরনের পরীক্ষা-নিরীক্ষা করতে পারে?

X-ray বা Chest CT Scan
Spirometry (ফুসফুসের কার্যক্ষমতা পরিমাপ)
Bronchoscopy
TB Test / Mantoux Test
Sleep Study (স্লিপ অ্যাপনিয়া বুঝতে)

👨‍⚕️ কখন Chest Specialist এর পরামর্শ নেওয়া দরকার?

দীর্ঘমেয়াদি কাশি (৩ সপ্তাহের বেশি)
শ্বাস নিতে কষ্ট
বুকে ব্যথা বা চাপ
বারবার নিউমোনিয়া হওয়া
রাতের ঘুমের সময় দম আটকে আসা
অ্যালার্জি বা ধুলোবালিতে কষ্ট হওয়া

বিস্তারিত জানতে যোগাযোগ করুন-
Labaid Diagnostics Pabna
017 6666 1900
017 66661901

18/10/2025

ডাঃ এস. এম. শামসুল হক (সুমন)
সহযোগী অধ্যাপক (শিশু বিভাগ)

Pediatric Doctor (শিশু রোগ বিশেষজ্ঞ)
বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলোঃ
🩺 Pediatric Doctor কে?

Pediatric Doctor বা শিশু রোগ বিশেষজ্ঞ হলো সেই ডাক্তার যিনি নবজাতক থেকে শুরু করে কিশোর বয়স (প্রায় ১৮ বছর পর্যন্ত) শিশুদের স্বাস্থ্য, রোগ, বৃদ্ধি, বিকাশ ও প্রতিরোধমূলক চিকিৎসা নিয়ে কাজ করেন।

✅ Pediatric Doctor কী কী চিকিৎসা করেন?

1. সাধারণ শিশু রোগ – সর্দি, কাশি, জ্বর, ডায়রিয়া, বমি ইত্যাদি।
2. নবজাতকের যত্ন – জন্মের পর থেকেই শিশু সুস্থভাবে বেড়ে ওঠে কিনা তা পর্যবেক্ষণ।
3. টিকা ও প্রতিরোধমূলক চিকিৎসা – নিয়মিত টিকা, ভিটামিন ডি, আয়রন সাপ্লিমেন্ট ইত্যাদি।
4. বৃদ্ধি ও বিকাশ মূল্যায়ন – শিশু বয়স অনুযায়ী ঠিকভাবে উচ্চতা, ওজন, মস্তিষ্কের বিকাশ হচ্ছে কিনা দেখা।
5. অ্যালার্জি ও অ্যাজমা চিকিৎসা – শিশুদের অ্যালার্জি বা শ্বাসকষ্ট সমস্যা থাকলে।
6. জটিল রোগ – জন্মগত ত্রুটি, নিউরোলজিক্যাল সমস্যা, শিশুদের ডায়াবেটিস ইত্যাদির চিকিৎসা।
7. মানসিক ও আচরণগত সমস্যা – অটিজম, ADHD বা আচরণগত বিকাশজনিত সমস্যা।

🏥 Pediatric Doctor-এর কাছে কবে যাওয়া উচিত?

শিশু নিয়মিত খেতে না চাইলে বা ওজন না বাড়লে।
দীর্ঘদিন জ্বর, কাশি বা অন্য কোনো উপসর্গ থাকলে।
টিকা নেওয়ার সময়।
নবজাতকের কান্না বেশি হলে বা ঘুম না হলে।
শিশু ঠিকভাবে কথা বলা, হাঁটা ইত্যাদিতে দেরি করলে।

🔍 কোন কোন পরীক্ষা দরকার হতে পারে?

CBC (রক্ত পরীক্ষা)
Growth Chart মূল্যায়ন
Stool/Urine Test
Developmental Screening Test
Allergy Test (যদি দরকার হয়)

বিস্তারিত জানতে যোগাযোগ করুন-
Labaid Diagnostics Pabna
017 6666 1900
017 6666 1901

18/10/2025

ডাঃ মোঃ মাসুদ রানা সরকার
এমবিবিএস, এফসিপিএস (সাইকিয়াট্রি), বিসিএস
সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (সাইকিয়াট্রি)
মানসিক হাসপাতাল পাবনা।

মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist) ডাক্তার সম্বন্ধে জেনে রাখুনঃ-

বিভিন্ন মানসিক ও আচরণগত সমস্যা নিয়ে রোগীদের চিকিৎসা দিয়ে থাকেন। নিচে রোগীর ধরন অনুযায়ী বিস্তারিত দেওয়া হলো-

🧠 মনোরোগ বিশেষজ্ঞ কী ধরনের রোগী চিকিৎসা দেন?

১. ডিপ্রেশন (Depression)
বিষণ্ণতা, আগ্রহ হারিয়ে ফেলা, অতিরিক্ত দুঃখবোধ, আত্মহত্যার চিন্তা ইত্যাদি।
যেমন: মেজাজ খারাপ থাকা, ঘুম না হওয়া, খাওয়া কমে যাওয়া।

২. উদ্বেগ ও ভয় (Anxiety Disorders, Panic Disorder, Phobia)
অতিরিক্ত দুশ্চিন্তা, ভয়, হৃদস্পন্দন বেড়ে যাওয়া, হাত-পা কাঁপা।
যেমন: সামাজিক ভয়, পাবলিক স্পিকিং এ ভয়, অজানা ভয়।

৩. বাইপোলার ডিজঅর্ডার (Bipolar Disorder)
মেজাজ অত্যন্ত ভালো থাকা (mania) ও অত্যন্ত খারাপ থাকা (depression) – দুই ধরণের পর্বে বিভক্ত।
যেমন: হঠাৎ প্রচণ্ড উচ্ছ্বাস, কথা বেশি বলা → আবার কিছুদিন পর বিষণ্ণতা।

৪. স্কিৎসোফ্রেনিয়া ও মনোভ্রম (Schizophrenia, Psychosis)
হ্যালুসিনেশন (অদৃশ্য কণ্ঠস্বর শোনা), বিভ্রম (মিথ্যা বিশ্বাস)।
যেমন: “কেউ আমার ক্ষতি করতে চায়” বা “আমাকে অনুসরণ করা হচ্ছে” ভাবনা।

৫. OCD (Obsessive Compulsive Disorder)
বারবার একই চিন্তা (obsession), বারবার একই কাজ করা (compulsion)।
যেমন: বারবার হাত ধোয়া, দরজা বন্ধ কি না সেটা ঘন ঘন দেখা।

৬. PTSD (Post-Traumatic Stress Disorder)
দুর্ঘটনা, ধর্ষণ, যুদ্ধ বা মারাত্মক মানসিক আঘাতের পর মানসিক ভীতি ও দুঃস্বপ্ন।
যেমন: দুঃস্বপ্ন, অতীত স্মৃতি ফিরে আসা, হঠাৎ ভয় পাওয়া।

৭. নেশা বা আসক্তি (Addiction)
মাদক, এলকোহল, সিগারেট, মোবাইল বা জুয়া– এসবের প্রতি অতিরিক্ত নির্ভরতা।
Psychiatrist নেশা ছাড়ার চিকিৎসাও করেন (De-addiction treatment)

৮. শিশু-কিশোরদের মানসিক সমস্যা (Child Psychiatry)
অটিজম, ADHD, আচরণগত সমস্যা, কথা না বলা, একাকীত্ব ইত্যাদি।
যেমন: বাচ্চা অস্বাভাবিক আচরণ করছে, কথা বলছে না, স্কুলে মনোযোগ নেই।

৯. স্মৃতিভ্রংশ ও বয়স্কদের সমস্যা (Dementia, Alzheimer’s)
বৃদ্ধদের স্মৃতি কমে যাওয়া, চিন্তাশক্তি দুর্বল হওয়া।
যেমন: বয়স বাড়লে ভুলে যাওয়া, নাম মনে না থাকা, চিনতে না পারা।

১০. ঘুমজনিত সমস্যা (Insomnia, Sleep Disorders)
ঘুম না হওয়া, মাঝরাতে ঘুম ভেঙে যাওয়া, দুঃস্বপ্ন।
Psychiatrist ঘুম সংক্রান্ত মানসিক সমস্যার ওষুধ ও থেরাপি দেন।

১১. পার্সোনালিটি ডিজঅর্ডার (Personality Disorders)
জটিল আচরণ, সম্পর্ক রাখতে সমস্যা, আবেগের ওপর নিয়ন্ত্রণ না থাকা।
যেমন: Borderline Personality Disorder, Antisocial Personality Disorder

১২. নারী সংক্রান্ত মানসিক সমস্যা
সন্তান জন্মের পর মানসিক সমস্যা (Postpartum Depression), গর্ভাবস্থায় উদ্বেগ ইত্যাদি।

👨‍⚕️ Psychiatrist কীভাবে চিকিৎসা দেন?

🧪 রোগ নির্ণয় → 📋 ইতিহাস নেয়া → 💊 ওষুধ + 🧠 থেরাপি

প্রয়োজনে কাউন্সেলিং, Cognitive Behavioral Therapy (CBT), Mindfulness ইত্যাদি ব্যবহার করেন।

Emergency ক্ষেত্রে হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা দেন।

💡 কখন Psychiatrist-এর কাছে যাওয়া উচিত?

মানসিক চাপ, ডিপ্রেশন বা ভয় যেন জীবন চালানো কঠিন করে তোলে।

আত্মহত্যার চিন্তা হয়।

ঘুমে সমস্যা বা আচরণে পরিবর্তন আসে।

সন্তান বা পরিবারের কাউকে নিয়ে উদ্বেগ হয়।

আপনার বা কারো উপরে যদি এই ধরনের উপসর্গ দেখা যায়, তাহলে দেরি না করে একজন Psychiatrist এর পরামর্শ নেওয়া উচিত।

বিস্তারিত জানতে ও সিরিয়ালের জন্য যোগাযোগ করুন-
Labaid Diagnostics Pabna
017 6666 1900
017 6666 1901

18/10/2025

ডাঃ রুহিদ হোসেন
এমবিবিএস (ডিএমসি), বিসিএস (স্বাস্থ্য)
এফসিপিএস (মেডিসিন), এমএসিপি (ইউএসএ)
সেরা মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার নিয়মিত স্বাস্থ্য সেবা দিচ্ছেন ল্যাবএইড পাবনা শাখায়।

একজন আদর্শ চিকিৎসকের প্রতিচ্ছবি। স্বজ্ঞানে চিকিৎসা, হৃদয়ে মানবতা — এ দুয়ের অনন্য সমন্বয় ডাঃ রুহিদ হোসেন স্যারের মাঝে স্পষ্টভাবে প্রতিফলিত হয়।
তিনি শুধু একজন চিকিৎসক নন, বরং একজন নির্ভরতার নাম, একজন স্বাস্থ্য সেবার পথপ্রদর্শক।

🔹 রোগীর প্রতি তাঁর আন্তরিকতা
🔹 সঠিক রোগ নির্ণয়ে দক্ষতা
🔹 নৈতিকতা ও পেশাদারিত্বে আপসহীন
🔹 সময়নিষ্ঠ, দায়িত্ববান ও মানবিক আচরণে অনন্য

👉 প্রতিটি রোগীর জন্য তিনি সময় নিয়ে কথা বলেন, বোঝান, সাহস দেন — যেন একজন চিকিৎসকের চেয়ে বেশি, একজন আত্মীয়ের মতো।

🫱 সমাজ ও রোগীর পাশে দাঁড়িয়ে তিনি প্রমাণ করেছেন—
“চিকিৎসা পেশা শুধু চাকরি নয়, এটি একটি মানবিক দায়িত্ব।”

🎖 ডাঃ রুহিদ হোসেন — আমাদের গর্ব, আমাদের অনুপ্রেরণা।

সিরিয়ালের জন্য যোগাযোগ করুন-
Labaid Diagnostics Pabna
017 6666 1900
017 6666 1901

#আদর্শ_ডাক্তার #মানবিকচিকিৎসা #সেরা_চিকিৎসক

🧠 ব্রেইন, মানসিক রোগ, যৌন (সেক্স) সমস্যা ও মাদকাসক্তি — আর নয় দুশ্চিন্তা!আপনার মানসিক স্বাস্থ্যের যত্নে আছেন অভিজ্ঞ ও মা...
18/10/2025

🧠 ব্রেইন, মানসিক রোগ, যৌন (সেক্স) সমস্যা ও মাদকাসক্তি — আর নয় দুশ্চিন্তা!
আপনার মানসিক স্বাস্থ্যের যত্নে আছেন অভিজ্ঞ ও মানবিক চিকিৎসক
ডা. মোঃ মাসুদ রানা সরকার
এমবিবিএস, এফসিপিএস (সাইকিয়াট্রি), বিসিএস (স্বাস্থ্য)
সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
নওগাঁ মেডিকেল কলেজ, নওগাঁ।(এক্স)
সহকারী অধ্যাপক (সাইকিয়াট্রি), মানসিক হাসপাতাল, পাবনা।

📅 রোগী দেখার সময়:
শনিবার থেকে বৃহস্পতিবার
⏰ বিকেল ২.৩০ টা থেকে সন্ধা ৮টা পর্যন্ত

📞 সিরিয়ালের জন্য:
👉 ০১৭ ৬৬৬৬ ১৯০০
👉 ০১৭ ৬৬৬৬ ১৯০১

📍 ল্যাবএইড লিঃ (ডায়াগনস্টিক), পাবনা
এস.এস টাওয়ার, থানার রোড, জয়কালী মন্দিরের সামনে , পাবনা।

🌿 মানসিক শান্তি ও সুস্থ জীবনের পথে ল্যাবএইড সবসময় আপনার পাশে।

🩺 মেডিসিন বিশেষজ্ঞ ও হৃদরোগ বিশেষজ্ঞসহকারী অধ্যাপকডা. মোঃ রাশিদুল হাসানএমবিবিএস (শহীদ সোহরাওয়াদী মেডিকেল কলেজ)বিসিএস (স...
17/10/2025

🩺 মেডিসিন বিশেষজ্ঞ ও হৃদরোগ বিশেষজ্ঞ

সহকারী অধ্যাপক
ডা. মোঃ রাশিদুল হাসান
এমবিবিএস (শহীদ সোহরাওয়াদী মেডিকেল কলেজ)
বিসিএস (স্বাস্থ্য), এমসিপিএস (মেডিসিন)
এমআরসিপি (লন্ডন, যুক্তরাজ্য)
এমডি - কার্ডিওলজি (ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, ঢাকা)

স্পেশালিস্ট ইন ক্লিনিক্যাল, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, নিউক্লিয়ার কার্ডিওলজি এন্ড মেডিসিন

💊 যে সকল রোগের বিশেষজ্ঞ চিকিৎসা প্রদান করা হয়:
মেডিসিন, হৃদরোগ, বাতজ্বর, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, চর্বি সমস্যা, বুকে ব্যথা, বুক ধড়ফড়, হার্ট অ্যাটাক, হার্ট ব্লক, এনজিওগ্রাম, হার্টে স্টেন্ট (রিং) পড়ানো, হার্টে পেসমেকার, হার্ট ভাল্ব সমস্যা, হার্ট দুর্বল (ফেইলিউর), জন্মগত হার্ট সমস্যা, হার্ট ফুঁটা, শরীর ফুলে যাওয়া/পানি আসা, স্ট্রোক, প্যারালাইসিস, নিউরোজেনিক মাথা ব্যথা, মাথা ঘোরা, হঠাৎ অজ্ঞান হওয়া, শ্বাসকষ্ট, ঘুমের সমস্যা, এজমা, হাঁপানি-শ্বাসকষ্ট, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, বাত-ব্যথা, রক্তরোগ, রক্তস্বল্পতা, শিশু রোগ, লিভার রোগ, হরমোনের সমস্যা ও কিডনি রোগ।

🏥 চেম্বার:
ল্যাবএইড ডায়াগনস্টিক, পাবনা শাখা
আপনার সুস্থতা, আমাদের অঙ্গীকার ❤️

সময়: প্রতি বৃহস্পতিবার বিকাল ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত।
সিরিয়াল এর জন্য
01766661900
01766661901
#মানবিকচিকিৎসা #বিশ্বস্তচিকিৎসাসেবা

16/10/2025

ডাঃ গুরুদাস মন্ডল
এমবিবিএস, এমডি (নিউরোলজি)
সহযোগী অধ্যাপক

Neurology ডাক্তারকে বলা হয় নিউরোলজিস্ট 🧠।
তারা মূলত মস্তিষ্ক, স্নায়ু, স্পাইনাল কর্ড ও মাংসপেশীর রোগ নিয়ে চিকিৎসা করেন।

Neurologist ডাক্তার যেসব সমস্যার চিকিৎসা দেন:

1. মস্তিষ্কজনিত সমস্যা
মাথাব্যথা, মাইগ্রেন
স্ট্রোক (Stroke)
এপিলেপসি বা খিঁচুনি

2. স্নায়ুজনিত রোগ
স্নায়ু দুর্বলতা বা ব্যথা (Neuropathy)
হাত-পা ঝিমঝিম বা অবশ হয়ে যাওয়া
স্নায়ু প্রদাহ (Neuritis)

3. মুভমেন্ট ডিজঅর্ডার
পারকিনসন’স ডিজিজ
হাত-পা কাঁপুনি বা ট্রেমর

4. মাংসপেশীর রোগ
মাংসপেশীর দুর্বলতা
মায়াস্থেনিয়া গ্রাভিস

5. স্পাইনাল কর্ড সমস্যা
গলা/পিঠের ডিস্ক সমস্যা
হঠাৎ পক্ষাঘাত

6. মেমোরি ও মানসিক কার্যকারিতা
আলঝেইমারস (স্মৃতিভ্রংশ)
ডিমেনশিয়া

👉 সহজভাবে বললে, যে কোনো স্নায়ুতন্ত্র সম্পর্কিত রোগে নিউরোলজিস্ট চিকিৎসা দেন।

বিস্তারিত জানতে ও সিরিয়ালের জন্য যোগাযোগ করুন-
Labaid Diagnostics Pabna
017 6666 1900
017 6666 1901

🧼 GLOBAL HANDWASHING DAY 2025🗓 ১৫ অক্টোবরপ্রতিদিনের ছোট্ট অভ্যাস নিয়মিত হাত ধোয়া হাজারো জীবাণু ও অসুখ থেকে রাখে আপনাকে...
15/10/2025

🧼 GLOBAL HANDWASHING DAY 2025
🗓 ১৫ অক্টোবর

প্রতিদিনের ছোট্ট অভ্যাস নিয়মিত হাত ধোয়া হাজারো জীবাণু ও অসুখ থেকে রাখে আপনাকে ও আপনার পরিবারকে নিরাপদ।

✨ খাবার ধরার আগে,
✨ টয়লেট ব্যবহারের পর বা বাইরে থেকে ফিরে

LABAID সবসময় পাশে আছে সুস্থতা ও নিরাপত্তার বার্তা নিয়ে।
Labaid Diagnostics Pabna
01766661900

Address

S. S Tower, Thana Para, Shalgaria, Thana Road
Pabna
6600

Opening Hours

Monday 07:30 - 23:30
Tuesday 07:30 - 23:30
Wednesday 07:30 - 23:30
Thursday 07:30 - 23:30
Friday 07:30 - 23:30
Saturday 07:30 - 23:30
Sunday 07:30 - 23:30

Telephone

+8801766661900

Alerts

Be the first to know and let us send you an email when Labaid Diagnostics Pabna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Labaid Diagnostics Pabna:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram