18/10/2025
ডাঃ মোঃ মাসুদ রানা সরকার
এমবিবিএস, এফসিপিএস (সাইকিয়াট্রি), বিসিএস
সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (সাইকিয়াট্রি)
মানসিক হাসপাতাল পাবনা।
মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist) ডাক্তার সম্বন্ধে জেনে রাখুনঃ-
বিভিন্ন মানসিক ও আচরণগত সমস্যা নিয়ে রোগীদের চিকিৎসা দিয়ে থাকেন। নিচে রোগীর ধরন অনুযায়ী বিস্তারিত দেওয়া হলো-
🧠 মনোরোগ বিশেষজ্ঞ কী ধরনের রোগী চিকিৎসা দেন?
১. ডিপ্রেশন (Depression)
বিষণ্ণতা, আগ্রহ হারিয়ে ফেলা, অতিরিক্ত দুঃখবোধ, আত্মহত্যার চিন্তা ইত্যাদি।
যেমন: মেজাজ খারাপ থাকা, ঘুম না হওয়া, খাওয়া কমে যাওয়া।
২. উদ্বেগ ও ভয় (Anxiety Disorders, Panic Disorder, Phobia)
অতিরিক্ত দুশ্চিন্তা, ভয়, হৃদস্পন্দন বেড়ে যাওয়া, হাত-পা কাঁপা।
যেমন: সামাজিক ভয়, পাবলিক স্পিকিং এ ভয়, অজানা ভয়।
৩. বাইপোলার ডিজঅর্ডার (Bipolar Disorder)
মেজাজ অত্যন্ত ভালো থাকা (mania) ও অত্যন্ত খারাপ থাকা (depression) – দুই ধরণের পর্বে বিভক্ত।
যেমন: হঠাৎ প্রচণ্ড উচ্ছ্বাস, কথা বেশি বলা → আবার কিছুদিন পর বিষণ্ণতা।
৪. স্কিৎসোফ্রেনিয়া ও মনোভ্রম (Schizophrenia, Psychosis)
হ্যালুসিনেশন (অদৃশ্য কণ্ঠস্বর শোনা), বিভ্রম (মিথ্যা বিশ্বাস)।
যেমন: “কেউ আমার ক্ষতি করতে চায়” বা “আমাকে অনুসরণ করা হচ্ছে” ভাবনা।
৫. OCD (Obsessive Compulsive Disorder)
বারবার একই চিন্তা (obsession), বারবার একই কাজ করা (compulsion)।
যেমন: বারবার হাত ধোয়া, দরজা বন্ধ কি না সেটা ঘন ঘন দেখা।
৬. PTSD (Post-Traumatic Stress Disorder)
দুর্ঘটনা, ধর্ষণ, যুদ্ধ বা মারাত্মক মানসিক আঘাতের পর মানসিক ভীতি ও দুঃস্বপ্ন।
যেমন: দুঃস্বপ্ন, অতীত স্মৃতি ফিরে আসা, হঠাৎ ভয় পাওয়া।
৭. নেশা বা আসক্তি (Addiction)
মাদক, এলকোহল, সিগারেট, মোবাইল বা জুয়া– এসবের প্রতি অতিরিক্ত নির্ভরতা।
Psychiatrist নেশা ছাড়ার চিকিৎসাও করেন (De-addiction treatment)
৮. শিশু-কিশোরদের মানসিক সমস্যা (Child Psychiatry)
অটিজম, ADHD, আচরণগত সমস্যা, কথা না বলা, একাকীত্ব ইত্যাদি।
যেমন: বাচ্চা অস্বাভাবিক আচরণ করছে, কথা বলছে না, স্কুলে মনোযোগ নেই।
৯. স্মৃতিভ্রংশ ও বয়স্কদের সমস্যা (Dementia, Alzheimer’s)
বৃদ্ধদের স্মৃতি কমে যাওয়া, চিন্তাশক্তি দুর্বল হওয়া।
যেমন: বয়স বাড়লে ভুলে যাওয়া, নাম মনে না থাকা, চিনতে না পারা।
১০. ঘুমজনিত সমস্যা (Insomnia, Sleep Disorders)
ঘুম না হওয়া, মাঝরাতে ঘুম ভেঙে যাওয়া, দুঃস্বপ্ন।
Psychiatrist ঘুম সংক্রান্ত মানসিক সমস্যার ওষুধ ও থেরাপি দেন।
১১. পার্সোনালিটি ডিজঅর্ডার (Personality Disorders)
জটিল আচরণ, সম্পর্ক রাখতে সমস্যা, আবেগের ওপর নিয়ন্ত্রণ না থাকা।
যেমন: Borderline Personality Disorder, Antisocial Personality Disorder
১২. নারী সংক্রান্ত মানসিক সমস্যা
সন্তান জন্মের পর মানসিক সমস্যা (Postpartum Depression), গর্ভাবস্থায় উদ্বেগ ইত্যাদি।
👨⚕️ Psychiatrist কীভাবে চিকিৎসা দেন?
🧪 রোগ নির্ণয় → 📋 ইতিহাস নেয়া → 💊 ওষুধ + 🧠 থেরাপি
প্রয়োজনে কাউন্সেলিং, Cognitive Behavioral Therapy (CBT), Mindfulness ইত্যাদি ব্যবহার করেন।
Emergency ক্ষেত্রে হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা দেন।
💡 কখন Psychiatrist-এর কাছে যাওয়া উচিত?
মানসিক চাপ, ডিপ্রেশন বা ভয় যেন জীবন চালানো কঠিন করে তোলে।
আত্মহত্যার চিন্তা হয়।
ঘুমে সমস্যা বা আচরণে পরিবর্তন আসে।
সন্তান বা পরিবারের কাউকে নিয়ে উদ্বেগ হয়।
আপনার বা কারো উপরে যদি এই ধরনের উপসর্গ দেখা যায়, তাহলে দেরি না করে একজন Psychiatrist এর পরামর্শ নেওয়া উচিত।
বিস্তারিত জানতে ও সিরিয়ালের জন্য যোগাযোগ করুন-
Labaid Diagnostics Pabna
017 6666 1900
017 6666 1901