Dr. Mazid's CARE

Dr. Mazid's CARE ডা. মাজিদ মাহমুদ
এম.বি.বি.এস (ঢাকা), বি.সি.এস. (স্বাস্থ্য)
এফ.সি.পি.এস. (শেষ পর্ব) - মেডিসিন, সি.সি.ডি. (বারডেম)
পিজিটি (কার্ডিওলজি), পিজিটি (নিউরোলজি)

07/05/2025

এখন থেকে প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার দুপুর ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এবং শুক্রবার সকাল ৯ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ডা. মাজিদ মাহমুদ এপোলো প্লাস মেডিকেল সার্ভিসেসে রোগী দেখবেন।

ডা. মাজিদ মাহমুদ
এম.বি.বি.এস (ঢাকা), বি.সি.এস. (স্বাস্থ্য)
এফ.সি.পি.এস. (শেষ পর্ব) - মেডিসিন, সি.সি.ডি. (বারডেম)
পিজিটি (কার্ডিওলজি), পিজিটি (নিউরোলজি)

07/05/2025

Your Health Our Priority

পবিত্র হজ্বব্রত যারা পালন করতে যাচ্ছেন তাদের জন্য সুখবর। হজ্ব যাত্রীদের জন্য অতি স্বল্প মূল্যে হেলথ চেকআপ প্যাকেজ চালু ক...
14/04/2025

পবিত্র হজ্বব্রত যারা পালন করতে যাচ্ছেন তাদের জন্য সুখবর। হজ্ব যাত্রীদের জন্য অতি স্বল্প মূল্যে হেলথ চেকআপ প্যাকেজ চালু করা হয়েছে এপোলো প্লাস মেডিকেল সার্ভিসেস সেন্টারে। মাত্র ৭০০ টাকায় হাজীদের হেলথ চেকআপ সম্পন্ন করা হচ্ছে। যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন :
০১৩০৩৬৬৭৫৭৫
০১৩৩৪৭৬১৭৪৭

১৬'ই ডিসেম্বর মহান বিজয় দিবস।বাঙালি জাতির অহংকার।এ দেশ আমাদের গর্ব- এ বিজয় আমাদের প্রেরণা।যাদের রক্তে অর্জিত হয়েছে এই স্...
16/12/2024

১৬'ই ডিসেম্বর মহান বিজয় দিবস।
বাঙালি জাতির অহংকার।
এ দেশ আমাদের গর্ব- এ বিজয় আমাদের প্রেরণা।
যাদের রক্তে অর্জিত হয়েছে এই স্বাধীন বাংলা, তাদের তরে জানাই সবাইকে 𝐃𝐫. 𝐌𝐚𝐳𝐢𝐝'𝐬 𝐂𝐀𝐑𝐄 এর পক্ষ থেকে জানাই বিজয় দিবসের শুভেচ্চছা 🇧🇩 হাজারও বিনম্র শ্রদ্ধা এবং সালাম!

09/12/2024
"আল্লাহর কাছে পৌঁছে না এগুলোর গোশ্ত ও রক্ত; বরং তাঁর কাছে পৌঁছে তোমাদের তাকওয়া।" আল্লাহ আমাদের সকলের কোরবানী কবুল করুক। ...
16/06/2024

"আল্লাহর কাছে পৌঁছে না এগুলোর গোশ্ত ও রক্ত; বরং তাঁর কাছে পৌঁছে তোমাদের তাকওয়া।" আল্লাহ আমাদের সকলের কোরবানী কবুল করুক। সকলকে 𝐃𝐑. 𝐌𝐚𝐳𝐢𝐝'𝐬 𝐂𝐚𝐫𝐞 এর পক্ষ থেকে ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক 💙

"হে আমার প্রতিপালক! আমার পিতা-মাতার প্রতি দয়া করো, যেমন তারা দয়া, মায়া, মমতা সহকারে শৈশবে আমাকে প্রতিপালন করেছিলেন।”ব...
16/06/2024

"হে আমার প্রতিপালক! আমার পিতা-মাতার প্রতি দয়া করো, যেমন তারা দয়া, মায়া, মমতা সহকারে শৈশবে আমাকে প্রতিপালন করেছিলেন।”
বাবা দিবসে সকল বাবাকে জানাই বিনম্র শ্রদ্ধা 🤍🖤

মা'র চোখের জলে লুকিয়ে থাকে সন্তানের সুখ-দুঃখের গল্প, যা কেবল মায়েরই বুঝতে পারে 💙
12/05/2024

মা'র চোখের জলে লুকিয়ে থাকে সন্তানের সুখ-দুঃখের গল্প, যা কেবল মায়েরই বুঝতে পারে
💙

রক্তের ক্যান্সার লিম্ফোমা এর লক্ষণ, নির্নয় ও চিকিৎসালিম্ফোমা (Lymphoma) একপ্রকার ক্যান্সার যার প্রধান বৈশিষ্ট্য হল কোষের...
06/05/2024

রক্তের ক্যান্সার লিম্ফোমা এর লক্ষণ, নির্নয় ও চিকিৎসা
লিম্ফোমা (Lymphoma) একপ্রকার ক্যান্সার যার প্রধান বৈশিষ্ট্য হল কোষের মৃত্যু না হওয়া সত্ত্বেও লিম্ফোসাইটের অনিয়ন্ত্রিত বৃদ্ধি।
👉 এই রোগের প্রধান লক্ষণ ও উপসর্গগুলো কি?
লিম্ফোমার কিছু প্রাথমিক উপসর্গ আছে যা সহজেই চোখ এড়িয়ে যেতে পারে বা স্বাস্থ্যের সাধারণ সমস্যা ভেবে অবহেলা করা হতে পারে। এই উপসর্গগুলো নিচে দেওয়া হল:
✅ ঘাড়, কুচকি বা বগলের লসিকা গ্রন্থি ফুলে যাওয়া।
✅ অতিরিক্ত ক্লান্তি।
✅ অনিয়মিত ও বারবার জ্বর হওয়া।
✅ রাতে ঘাম হওয়া।
✅ হঠাৎ এবং অকারণ ওজন হ্রাস।
✅ খিদে কমে যাওয়া।
✅ চুল পড়া।
প্রাথমিক ভাবে অবহেলা করা হলে এই রোগের পরবর্তী পর্যায়ে আরো গুরুতর ও নির্দিষ্ট কিছু উপসর্গ দেখা দেয়। সেগুলি হল
✅হাড়ের যন্ত্রণা।
✅ শ্বাসের সমস্যা।
✅ দীর্ঘস্থায়ী ক্লান্তি ও অবসন্নতা।
✅ পূর্ব লিখিত উপসর্গগুলোর ব্যাপ্তি ও তীব্রতা বৃদ্ধি।
👉চিকিৎসা
লিম্ফোমার চিকিৎসা নির্ভর করে ক্যান্সারের পর্যায় এবং ক্যান্সার কতটা ছড়িয়ে পড়েছে তার উপর।
✅ কেমোথেরাপি (Chemotherapy)- এই থেরাপিতে ক্যান্সার কোষগুলি ধ্বংস করতে ড্রাগ ব্যবহার করা হয়। (আরও পড়ুন – কেন কেমোথেরাপি কেন করা হয়)
✅ রেডিয়েশন থেরাপি (Radiation Therapy) – রেডিয়েশন থেরাপি ক্যান্সার কোষগুলিকে মেরে ফেলার জন্য উচ্চ শক্তির এক্স-রে ব্যবহার করে।
✅ ইমিউনোথেরাপি (Immunotherapy)- শরীরের নিজস্ব প্রতিরোধ ক্ষমতা বা ক্যান্সার কোষগুলির সাথে মোকাবিলা করার জন্য ইমিউনোথেরাপিতে মানব-তৈরি প্রতিরোধ প্রোটিন ব্যবহার জড়িত।
✅ অস্থি ম্যারো ট্রান্সপ্ল্যান্ট / স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট (Bone Marrow Transplant/ Stem cell Transplant)- ক্যান্সার কোষ দ্বারা আক্রান্ত অস্থি মজ্জা প্রতিস্থাপনের জন্য এই প্রক্রিয়াটি নিকটতম আত্মীয়দের কাছ থেকে একটি সুসংগত দাতার হাড় মজ্জা বা স্টেম সেল ব্যবহার করে করা হয় ।
--------------------------------------------------
ডাঃ মোঃ ইমরান হোসেন, এমডি (হেমাটোলজি)
রক্তরোগ ও রক্তক্যান্সার বিশেষজ্ঞ

Address

Thana Road (Near Godown More), Shalgaria
Pabna
6600

Telephone

+8801534114979

Website

http://youtube.com/@drmazidscareofficial, https://linkedin.com/company/drmazidscare

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Mazid's CARE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Mazid's CARE:

Share