Iqbal Genetic Homeohall

Iqbal Genetic Homeohall Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Iqbal Genetic Homeohall, Doctor, Pabna.

Online-এ GENETIC HOMEOPATHYসেবাকেন্দ্রসমূহে সরাসরি Genetic Homeopath এর মাধ্যমে Video Call (☎️+8801753783763) চিকিৎসা নিতে পারবেন। এক্ষেত্রে আপনি পাবনাতে নয় বরং আপনার নিকটস্থ Genetic Homeopathy চিকিৎসাসেবা কেন্দ্রে যেতে হবে। বিস্তারিত তথ্য ওয়েবসাইটে--

11/06/2025

ক*রো*না/Co*vid নিয়ে আতঙ্কিত হবেন না।
ইনশাআল্লাহ ৭দিনের মধ্যে ক্ষতিহীন নিরাপদ আরোগ্য হবেন।
এক্ষেত্রে নিকটস্থ GENETIC HOMEOPATHY সেবাকেন্দ্রে যোগাযোগ করুন।

জেনেটিক হোমিওপ্যাথ GM Ten Points এর আলোকে CO*VID - ১ম ৩দিন দিনে ১-২ বার করে GM দিতে হবে।

এরপর ৪র্থ থেকে ৭ম দিন পর্যন্ত প্রতিদিন ১বার বা ১দিন পরপর ১বার GM দিতে হবে।

অত্যন্ত জটিল দুরারোগ্য অবস্থায় = ৮ম থেকে ২১ তম দিন পর্যন্ত ২-৪ দিন পরপর ১বার করে GM।

ইনশাআল্লাহ , ১০০% নিরাপদ দ্রুত এবং স্থায়ী আরোগ্য হবেই । কোন এলোপ্যাথি ঔষধ প্রয়োজন নেই ।

রোগীর জন্য কোনো খাবার - পানীয় নিষেধাজ্ঞা নেই , যা ইচ্ছা খেতে পারবে । বরং মাছ মাংস দুধ ডিম সবজি যা ইচ্ছা হবে যতটুকু ইচ্ছা হবে খাবে।
GMR দিনে যতবার রোগীর লাগবে খাবে।
#সুন্দর_পৃথিবীর_খোঁজে
#সুন্দর_পৃথিবীর_জন্য
Homeopathy

29/05/2025

শাইখ ইবন বায, অনন্য এক জীবন

🔊 একজন ইয়েমেনি ভাই, যিনি শাইখ ইবন বায (রহিমাহুল্লাহ)-এর একজন ছাত্র ছিলেন, তিনি বলেন:
👈 আমি শাইখ ইবন বাযের দরসে নিয়মিত অংশ নিতাম, তখন আমি চরম দারিদ্র্য ও অভাব-অনটনের মধ্যে ছিলাম। দুনিয়ার তেমন কোনো বস্তুই আমার ছিল না।
একদিন আমি শাইখকে খুশি করতে চাইলাম,
✍️ তাই বললাম: আজ আমি শাইখকে রাতের খাবারের দাওয়াত দিব।
আমি নিশ্চিত ছিলাম, শাইখ তা প্রত্যাখ্যান করবেন
👈 কারণ তাঁর অনেক ব্যস্ততা ও গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে।
👈 তাই মাগরিবের দরস শেষে আমি বললাম: “হে শাইখ! আজ আপনি আমার সঙ্গে আমার বাড়িতে রাতের খাবার খাবেন?”
🔵 তখন শাইখ বললেন:
✒️ “অবশ্যই! (আশ্বস্ত হও, আমি আসবো)” — অর্থাৎ তিনি আমার দাওয়াত গ্রহণ করলেন।
👈 তিনি বলেন: তখন আমি লজ্জায় পড়ে গেলাম, কেননা আমি শাইখকে দাওয়াত দিয়ে নিজেই বিপদে পড়েছি! আমার তো শাইখকে খাওয়ানোর মতো তেমন কিছুই নেই!
তখন শাইখ বললেন:
📗 “তবে আমার দুইটি শর্ত আছে।”
🔊 প্রথম শর্ত: “তুমি কোনো কষ্ট বা বাড়তি খরচ করবে না।”
— আমি মনে মনে বললাম: আমার কাছে এমন কিছুই নেই, যা দিয়ে কষ্ট করে খরচ করবো!
🔊 দ্বিতীয় শর্ত: “তুমি এখনই আমার সঙ্গে চলো, আমি একটি সাক্ষাতে যাচ্ছি, তারপর তোমার বাসায় যাবো।”
— আমি রাজি হয়ে গেলাম। আমরা গাড়িতে রওনা হলাম। চালক গাড়ি চালাচ্ছিল, আমি শাইখের পাশে বসে ছিলাম।
দেখি, নিরাপত্তা বাহিনী ও প্রাসাদ… রাস্তা ফাঁকা করে দেওয়া হচ্ছে শাইখের জন্য।
আমরা এক প্রাসাদে পৌঁছালাম—এটা ছিল বাদশাহ ফাহদের প্রাসাদ।
আমরা ভিতরে প্রবেশ করলাম। দেখি, বাদশাহপুত্ররা ও বাদশাহ সবাই শাইখের জন্য অপেক্ষা করছেন।
শাইখ এশার নামাজের পর তাদের জন্য একটি দরস দিতেন।
এবং বাদশাহ তার পুত্রদের বাধ্য করতেন এই দরসে উপস্থিত হতে।
📌 শাইখ দরস দিলেন, বাদশাহ ও তার পুত্ররা অত্যন্ত সম্মানের সঙ্গে বসে শুনলেন।
👈 এরপর শাইখ যখন বের হয়ে যেতে চাইলেন,
📌 তখন তারা বলল: “না, হে শাইখ! রাতের খাবার তো প্রস্তুত।”
🎙 তখন একটি বিশাল খাবারের টেবিল সাজানো হলো—বিভিন্ন রকমের খাবারে পূর্ণ, যেগুলোর অনেক কিছু আমি আগে কখনো দেখিওনি!
✅ আমি খুব খুশি হলাম, ভাবলাম হয়তো শাইখ খেয়ে যাবেন, আমিও খাবো!
কিন্তু শাইখ বললেন:
✍️ “আজ রাতে আমি একটি দাওয়াত পেয়েছি।”
তারা বারবার অনুরোধ করলো, কিন্তু তিনি বারবার অস্বীকার করলেন।
অবশেষে একজন বলল:
📌 “আপনি কার দাওয়াত পেয়েছেন? আমরা তার কাছ থেকে অনুমতি নিয়ে আসি, হে শাইখ!”
📝 আমি ভাবলাম আমি বলে দেই: “আমার কাছে দাওয়াত পেয়েছেন” — যেন তারা অনুমতি দেয়!
কিন্তু শাইখ কিছুতেই বলেন না এবং অনড় থাকেন।
🔊 তারা যখন আর কোনো উপায় পেল না, তখন শাইখকে যেতে দিল।
📌 শাইখ আমাকে নিয়ে আমার বাড়িতে এলেন।
আল্লাহর কসম! আমার ঘরে কেবল শুকনো রুটি আর কিছু বেঁচে যাওয়া পনির ছিল।
আমি তা-ই শাইখের সামনে পেশ করলাম। তিনি খেয়ে নিলেন, তারপর আমাকে দোআ দিতে লাগলেন ও বললেন:
✅ “আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন, তুমি ভালো করেছো, সুন্দরভাবে আপ্যায়ন করিয়েছো, খাইয়েছো।”
আমি খুবই আনন্দিত ছিলাম। মনে হচ্ছিল, শাইখ যেন আমাকে বোঝাতে চাচ্ছেন—তাঁর কাছে একজন সাধারণ মানুষের দাওয়াত রাজকীয় প্রাসাদ ও খাবারের চেয়েও সম্মানজনক। বিষয়টা বাদশাহ বা প্রাসাদ নয়, বরং ইখলাস (নিষ্ঠা) ও দীনদারি।
🔊 এই ছিল আমাদের শাইখ, আল্লামা ইবন বায (রহিমাহুল্লাহ)-এর চরিত্র। তিনি ছিলেন দুনিয়াবিমুখ, যাহিদ।
✅ আল্লাহ তাঁর উপর বিশাল রহমত বর্ষণ করুন, এবং আমাদেরকে ও তাঁকে আল্লাহর নবী, সিদ্দিক, শহীদ ও সৎকর্মশীলদের দলে জান্নাতে একত্র করুন — আর কতই না উত্তম সঙ্গী তারা।
Abu bakar Mohammad zakaria

20/05/2025

#এন্টিবায়োটিক এবং ঔষধ রেজিস্ট্যান্স ভয়াবহতা প্রতিরোধে সামাজিকভাবে এগিয়ে আসুন ।

বাংলাদেশীদের শরীর যেন একেকটা এটম বো মা । এন্টিবায়োটিক মরে যায়, কিন্তু ব্যকটেরিয়া মরে না। সিঙ্গাপুরে বাংলাদেশী রোগীদের শরীর পরীক্ষা করে সম্প্রতি এমন প্রচুর সুপার বাগ ব্যকটেরিয়া পাওয়া গেছে। যাদের শরীরের ইনফেকশন সব এন্টিবায়োটিক Pan-resistant.. তার মানে কোনো এন্টিবায়োটিক কাজ করে না শরীরে।

সিঙ্গাপুরে এখনো রোগীদের এমোক্সিসিলিন এর বেশি এন্টিবায়োটিক দিতে ১০ বার চিন্তা করে। অথচ বাংলাদেশে পাড়ার মুদি ফার্মেসি দোকানদারও মেরোপেনেম ছাড়া কথাই বলে না।

টপিক্যাল এন্টিবায়োটিক হিসেবে এখনো Tetracycline ব্যবহার করে। আর বাংলাদেশে কোন কোন জেনারেশন নতুন আসছে, তার জন্য সবাই ব্যাকুল।

আমার মনে হয় - জনস্বাস্থ্যের এই উদাসীনতা বাংলাদেশকে ভয়াবহ রকমের ভোগাবে। ফার্মেসিতে সারি সারি এন্টিবায়োটিক। কিন্তু কাজ করে না একটাও। 🥹🤐🤐🤐

কি উপায়??

১) আপনি এন্টিবায়োটিক খান না কিন্তু আপনার পরিবারের অন্য সদস্য, কলিগ প্রতিবেশীরা প্রায়ই এন্টিবায়োটিক সেবন করে।
তাঁদের শরীরের "রস,রক্ত,বীর্য অর্থাৎ হাঁচি কাশির ড্রপোলেট, রক্ত নেওয়া, সহবাস, লালা মিশ্রিত এটো খাবার পানীয় দ্বারা এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যেতে পারেন।

২) আপনার পরিবারে শক্তি কৃত হোমিও ঔষধ কেউ খাচ্ছে , হয়ত আপনার কোন সমস্যা হচ্ছে না মনে করছেন কিন্তু Potency/Energy বা ঔষধ শক্তি আপনার জীবনীশক্তিতে ক্ষতি করছে।

এতে "আপনার শরীরের এন্টিবায়োটিকের ক্রিয়ায় ঝামেলা হবে"। তাই হোমিও ঔষধ জিজ্ঞেস করুন কোনো potency/dilution যেমন ৩০..1M বাসায় দিচ্ছে কিনা?
যদি "মাদারটিংচার বা এধরনের অশক্তিকৃত হয় তাহলে নিবেন। বায়োকেমিক ঔষধ নিম্ন শক্তি সুতরাং এগুলো দিতে অন্যদের থেকে সতর্ক হবেন।
[আপনারা এতদিন শুনেছেন হোমিও ঔষধ পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত,এটা ভুল! আপনার আঁচিল, টিউমার বা বংশগত হাঁপানি প্রভৃতি উপশম দিতে পারে কারণ হোমিও ঔষধ মূহূর্তে সরাসরি আপনার জিনে (Gene) ত্রিয়া করতে সক্ষম!

বরং শক্তিকৃত হোমিও ঔষধ (৩০,২০০,1M, 10M, 50M,CM বা LM পটেন্সী) Electromagnetic Energy/ Radiation বিচ্ছুরণ করে কিন্তু বর্তমান ৯৯.৯% হোমিও ডাক্তার মিষ্টি বড়িতে বা তরল ঔষধে শক্তি/পটেন্সী মিশিয়ে দেয়। এই ঔষধ Similimum না হওয়ায় স্পর্শ-ঘ্রাণ-সেবন এমনকি উন্মুক্ত ঔষধের পাশে কিছুক্ষণ বসে থাকার ফলেও অন্যরা নিজের অজান্তেই জেনেটিকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে থাকেন।

যেমন-তেজস্ক্রিয় পদার্থের পাশে বা ঠিক দুপুরে পর্দাহীন সূর্যালোকের UV দ্বারা ধীরে ধীরে জেনেটিকভাবে ক্ষতিগ্রস্থ হই কিন্তু আমরা বুঝতেই পারি না, যখন বুঝতে পারি তখন অলরেডি বহুদূর..]

***আসুন! এন্টিবায়োটিক, স্টেরয়েড বা কৃত্রিম হরমোন ও শক্তিকৃত হোমিও ঔষধের ব্যাপারে সতর্ক ও সাবধান হই। জেনেটিক মিউটেশন রোধ ও ইমিউনিটি শক্তিশালী রাখি।

#সুন্দর_পৃথিবীর_খোঁজে
#সুন্দর_পৃথিবীর_জন্য
GENETIC HOMEOPATHY
বিস্তারিত জানতে- www.genetichomeopathy. org

অনেকেই জেনেটিক হোমিওপ্যাথি সম্পর্কে না জেনে মিথ্যাচার করছেন। আমরা সবসময়ই বলছি জেনেটিক হোমিওপ্যাথি হচ্ছে স্যার হ্যানিম্য...
19/05/2025

অনেকেই জেনেটিক হোমিওপ্যাথি সম্পর্কে না জেনে মিথ্যাচার করছেন। আমরা সবসময়ই বলছি জেনেটিক হোমিওপ্যাথি হচ্ছে স্যার হ্যানিম্যানের স্বপ্নের আধুনিক হোমিওপ্যাথি।

আমরা হোমিওপ্যাথির উন্নয়নে পাঁচটি প্রস্তাবনা https://youtu.be/KdFfItXDrjo?si=NpZKLVB_wIQDd72T পূর্বেই দিয়েছি। যা আমাদের ইউটিউব ওয়েবসাইটে পাবেন।
আমরা আমাদের চিকিৎসা পদ্ধতি নিয়ে এবং আমাদের চিকিৎসা পদ্ধতিতে ব্যবহৃত ঔষধ নিয়ে অনেকগুলো ভিডিও করেছে ক্লাসে বলেছি এবং ওপেন বলেছি।

যা আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে।

এরপরেও সকলের জানা উচিত

পৃথিবীতে স্যার হ্যানিম্যান চিকিৎসার শুধুমাত্র ২টি ধারার কথা বলেছেন
১) Homeopathy- হোমিওপ্যাথি (জেনেটিক হোমিওপ্যাথি,মাইন্ড,রিয়েল,মিশ্র, সেনসেশনসহ বিভিন্ন)

২) Allopathy -এলোপ্যাথি( মডার্ন মেডিসিন যা জনসাধারণের কাছে এলোপ্যাথি নামে পরিচিত, ইউনানী ,আয়ুর্বেদী সহ বিভিন্ন ট্রাডিশনাল মেডিসিন)

***আরেকটি পদ্ধতি রয়েছে আইসোপ্যাথি - Isopathy (যেমন বায়োকেমিক, এন্টিবায়োটিক, ভ্যাকসিন প্রভৃতি)
এটাকে স্যার হ্যানিম্যান অ্যালোপ্যাথির মধ্যেই গণ্য করেছে। কিন্তু তার পরবর্তী অন্যান্য চিকিৎসকরা হোমিওপ্যাথি বলেও গণ্য করেছেন।

(বি দ্রঃ সার্জারি সকল প্যাথিরই অংশ। )

স্যার হ্যানিম্যান ক্রনিক ডিজিজ গ্রন্থে স্পষ্ট করে বলেছেন ১৬ বছর পর্যন্ত তিনি মায়াজম আবিষ্কার করার পরেও প্রকাশ করেননি। যেন মানুষ অপব্যবহার না করেন, এবং ব্যবসাহিক চিন্তাধারা থেকে বের হতে পারেন।

কিন্তু এরপরও আমরা

১) আমাদের জেনেটিক হোমিওপ্যাথিতে ব্যবহৃত ওষুধগুলো এবং কি কি বিষয় শর্ত থাকে সেগুলো নিয়ে - https://www.youtube.com/live/qx1b0z61u1s?si=KZVqd5Fu_Z9qwmzR

২) জেনেটিক হোমিওপ্যাথি হোমিওপ্যাথির আধুনিক রুপ। চিকিৎসার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা স্পষ্ট বলেছি https://www.youtube.com/live/ovp2kxlZSOA?si=_EW1JX2ew9KLHsIi

৩) জেনেটিক হোমিওপ্যাথি স্বীকৃত চিকিৎসা কিনা সে বিষয়ে আমরা বিস্তারিত ব্যাখ্যা করেছি https://www.youtube.com/live/ZY5DNQZ3yMk?si=yBfkdfnZjqUEY2EL

৪) সকল হোমিওপাথদের প্রতি শুধু আমাদের ১টি আহ্বান https://www.youtube.com/live/Zsp4CIULhzA?si=uEeOWx-VF9IjyN7a

৫) শক্তির অপব্যবহার রোধে করণীয় প্র্যাকটিক্যালে আলোচনা করেছি। তবে কোন কোন ডাক্তার অতিরিক্ত বেশি সতর্কতা নিলে ক্ষতি তো নয় যা এই চেম্বারে নিয়েছে https://youtu.be/4wcQ36XAKqo?si=fnNd3aDl5N0FJpUK

৬)এমনকি জেনেটিক হোমিওপ্যাথি বা হোমিওপ্যাথি চিকিৎসা না করেও একজন মানুষ কিভাবে অনেকটা ভালো থাকতে পারে তার নির্দেশনা আমরা স্পষ্ট ভাবে ব্যক্ত করেছি https://www.youtube.com/live/12V_erT7vDw?si=CMYG8B0qYo7QHcDy

19/05/2025

এতদিন শুনেছেন হোমিও ঔষধ পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত,এটা ভুল! আপনার আঁচিল, টিউমার বা বংশগত হাঁপানি প্রভৃতি উপশম দিতে পারে কারণ হোমিও ঔষধ মূহূর্তে সরাসরি আপনার জিনে (Gene) ত্রিয়া করতে সক্ষম!

বরং শক্তিকৃত হোমিও ঔষধ (৩০,২০০,1M, 10M, 50M,CM বা LM পটেন্সী) Electromagnetic Energy/ Radiation বিচ্ছুরণ করে কিন্তু বর্তমান ৯৯.৯% হোমিও ডাক্তার মিষ্টি বড়িতে বা তরল ঔষধে শক্তি/পটেন্সী মিশিয়ে দেয়। এই ঔষধ Similimum না হওয়ায় স্পর্শ-ঘ্রাণ-সেবন এমনকি উন্মুক্ত ঔষধের পাশে কিছুক্ষণ বসে থাকার ফলেও অন্যরা নিজের অজান্তেই জেনেটিকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে থাকেন।

যেমন-তেজস্ক্রিয় পদার্থের পাশে বা ঠিক দুপুরে পর্দাহীন সূর্যালোকের UV দ্বারা ধীরে ধীরে জেনেটিকভাবে ক্ষতিগ্রস্থ হই কিন্তু আমরা বুঝতেই পারি না, যখন বুঝতে পারি তখন অলরেডি বহুদূর..]

উল্লেখ্য, Genetic Homeopathy-তে শক্তিকৃত ঔষধ সুনির্দিষ্ট Protection-সহ চেম্বারে খাওয়ানো হয়, রোগীর বাসায় দেওয়া ঔষধ অশক্তিকৃত ক্ষতিহীন --

"নিউরোকেমিক্যাল নিঃসরক প্রভাবকযুক্ত Liquids"

আসুন! এন্টিবায়োটিক, স্টেরয়েড বা কৃত্রিম হরমোন ও শক্তিকৃত হোমিও ঔষধের ব্যাপারে সতর্ক ও সাবধান হই। জেনেটিক মিউটেশন রোধ ও ইমিউনিটি শক্তিশালী রাখি।

# # #কখনো ভুলক্রমে “প্রচলিত শক্তিকৃত হোমিও ঔষধের সংস্পর্শে আসলে জেনেটিক হোমিওপ্যাথকে জানাবেন ইনশাআল্লাহ দ্রুত রিকভার হবেন" # # #

বিস্তারিত জানতে- www.genetichomeopathy. org

ইনশাআল্লাহ, আগামী ১৬ /০৫/২০২৫ শুক্রবার সকাল ৯টা হতে বিকাল ৩টা পর্যন্ত আছি গাজীপুরের চেম্বারসমূহে।১৭/০৬/২০২৫ বরিশাল বিভাগ...
14/05/2025

ইনশাআল্লাহ, আগামী ১৬ /০৫/২০২৫ শুক্রবার সকাল ৯টা হতে বিকাল ৩টা পর্যন্ত আছি গাজীপুরের চেম্বারসমূহে।

১৭/০৬/২০২৫ বরিশাল বিভাগের ,পিরোজপুর । নতুন জেনেটিক হোমিওপ্যাথি সেবাকেন্দ্র উদ্বোধন।
বিস্তারিত যোগযোগ - +8801628582341

14/05/2025

বহু জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ আছেন যারা হোমিও চিকিৎসা করে ক্ষতিগ্রস্থ হয়ে বিরক্ত এবং পরিত্যাগ করেছেন।

কিন্তু যখন কোথাও "জেনেটিক হোমিওপ্যাথির মীরাক্কেল দেখতে পারেন তখন GENETIC HOMEOPATHY এবং প্রচলিত হোমিওপ্যাথির পার্থক্য না বুঝে আবার সেই গর্তে পা দেন "।

অথচ জেনেটিক হোমিওপ্যাথি আর প্রচলিত হোমিও এক নয় --

১)জেনেটিক হোমিওপ্যাথি হচ্ছে হোমিওপ্যাথির মডার্ণ ভার্সন । যেখানে - শক্তির অপব্যবহার রোধ করেছে। ফলে কোনো পরিবারের একজন সদস্য জেনেটিক হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করলেও শক্তির অপব্যবহার দ্বারা অন্যেরা ক্ষতিগ্রস্থ হবে না।

কিন্তু প্রচলিত হোমিও ঔষধ বাসায় ঢুকানো "বিষধর সাপ , ইউরেনিয়াম খোলামেলাভাবে বাসায় রাখা একই কথা"

২) জেনেটিক হোমিওপ্যাথি স্যার হ্যানিম্যানের " ৬ষ্ঠ সংস্করণ অর্গানন অফ মেডিসিনের ঔষধ প্রস্তুতি,প্রয়োগ , পর্যবেক্ষণপ্রণালী এবং চিকিৎসা পদ্ধতি ১০০% অনুসরণ করে ।আর এটাই স্যার হ্যানিম্যানের মৃত্যুর ঠিক পূর্বের নির্দেশনা"।

প্রচলিত হোমিওপ্যাথি এখানে ব্যর্থ।

৩) প্রচলিত হোমিওপ্যাথিতে Similimum, Minimum প্রকৃত অনুসরণ করে না। Mono এর ৬ষ্ঠ সংস্করণ অর্গানন অফ মেডিসিনের ব্যাখ্যা "At a time" অনুসরণ করে না । যদিও স্যার হ্যানিম্যানের দৃষ্টিতে ১০-৩০ মিনিট হতে পারে (আর আমরা দেখি আধুনিক যুগে nano এর চেয়েও ক্ষুদ্রসময়)

৪) জেনেটিক হোমিওপ্যাথি- স্যার হ্যানিম্যানের সর্বশেষ নির্দেশনা মায়াজম বা রোগের কারণসমূহ বা জেনেটিক মিউটেশনের মূল কারণের আলোকে চিকিৎসা দিতে বলেছেন সেটার অনুসরণ করে । ফলে স্যার হ্যানিম্যানের মতে Similimum মেডিসিন একমাত্র জেনেটিক হোমিওপ্যাথিতে নির্বাচন সম্ভব। Similimum ঔষধ না হলে রোগের উপশম বা কমলেও Suppresion বা palliation ছাড়া কিছুই নয়।

প্রচলিত হোমিও ঔষধ Similimum নয় একেক জন ডাক্তার একেক চিন্তাধারায় অনুমান করে ঔষধ নির্বাচন করেন বৈজ্ঞানিক কোনো নিয়ম নেই ।
#সুন্দর_পৃথিবীর_খোঁজে
#সুন্দর_পৃথিবীর_জন্য
GENETIC HOMEOPATHY

13/05/2025

আমরা কি চিকিৎসা করি এবং কিভাবে চিকিৎসা করি। https://youtu.be/4wcQ36XAKqo?si=hnPJ-7prs9oWqBO4

প্রচলিত হোমিও ডাক্তারদের চিকিৎসার বিপরীতে কিভাবে শক্তিকৃত ঔষধের দ্বারা রোগী ব্যতীত অন্যদের ক্ষতি রোধ করা যায়।
কারণ হোমিওপ্যাথির আবিষ্কারক হ্যানিম্যান অন্যান্য সকল হোমিওপ্যাথ একমত "শক্তিকৃত ঔষধ ঘ্রাণ-স্পর্শ-মর্দন খাওয়া মাত্রই অবশ্যই ক্রিয়া করবে"। আর সদৃশ্যতম না হলে ভয়াবহ ক্ষতি করে থাকে বলে অসাধ্য পীড়া তৈরি করে।

চেম্বারের যেকোনো স্থানে শক্তিকৃত ঔষধ ফেলা বা বাসায় দেওয়ার মাধ্যমে অন্যান্য সদস্যদের অজ্ঞাতসারে দুরারোগ্য অসাধ্য পীড়া তৈরি করতে থাকবেই।

এই ভিডিওতে দেখতে পাবেন শক্তিকৃত/potency(6,12,30,200,1M ...) চেম্বারে কতটা protection অনুসরণ করে খাওয়াই।

রোগীর বাসায় অশক্তিকৃত ক্ষতিহীন "নিউরো কেমিকেল নিঃসরক প্রভাবকযুক্ত Liquids দিয়ে থাকি"।
#সুন্দর_পৃথিবীর_খোঁজে
#সুন্দর_পৃথিবীর_জন্য
GENETIC HOMEOPATHY

 # আশা করি জেনেটিক হোমিওপ্যাথির বাস্তবতা এবং চিকিৎসা বিষয়ে অনেক অনুধাবনের সুযোগ পাবেন।*প্রথমেই বলে নেই শুধু আমি নয়। আম...
04/05/2025

# আশা করি জেনেটিক হোমিওপ্যাথির বাস্তবতা এবং চিকিৎসা বিষয়ে অনেক অনুধাবনের সুযোগ পাবেন।
*প্রথমেই বলে নেই শুধু আমি নয়। আমার প্রত্যেকটি সিনিয়র জুনিয়র জেনেটিক হোমিওপ্যাথ ক্যান্সার ডায়াবেটিস হরমোন সহ সকল প্রকার জটিল রোগের স্বাধীনভাবে চিকিৎসা দিচ্ছেন। তারা অনেক কেইস উপস্থাপন করতে পারেন। কিন্তু আমি সর্বদা তাদেরকে ক্লাসে উপদেশ দেই রোগীর ভিডিও করে ব্যবসা করতে যাবেন না। মানুষ জেনেটিক হোমিওপ্যাথিতে এমনিই ভালোবাসবে আপনারা শুধু এটাকে চর্চা করুন জ্ঞান অর্জন করুন।

*০৮/০৩/২০২৫ তারিখের কয়েকদিন পূর্বে আসেন গলব্লাডার স্টোন/পিত্তথলির পাথর এবং পেটে বাচ্চা! গাইনি ডাক্তার দেখিয়েছে তিনিও নিশ্চিত করেছেন ! আমি বললাম : পিত্তথলির পাথর অপারেশন করতে হয় কিন্তু আমি আশা করি আস্তে আস্তে এটা গলে একসময় ছোট হয়ে বের হয়ে যাবে। কিন্তু আপনি অভারিয়ান সিস্ট হয়েছে আপনার বাচ্চা নাই। রোগী আমার কথায় কান দেয়নি, কয়েকদিন পরে ০৮ মার্চ আবার টেস্ট করতে যায়। এবার নিশ্চিত হয় 1.4 Cm gallstone এবং ovarian cyst।
যাইহোক এরপরে চিকিৎসা চলে! প্রচন্ড ব্যথা সহ অনেক ব্লিডিং, মাসে দুইবার হয়। এবং প্রচুর পরিমাণে হওয়ায় শারীরিকভাবে একটু দুর্বলতা অনুভব করে। আমি রক্ত বন্ধ করতে নিষেধ করি এবং দুধ ডিম পুষ্টিকর খাবার বেশি বেশি খেতে বলি।
এবং বলি যে আপনার এখন সিস্ট চলে গেছে আশা করি। কিন্তু আপনার এরকম প্রচন্ড ব্যথা সহ অনেক ব্লিডিং কয়েক মাস ধরে হবে অনিয়মিতভাবে। কারণ আপনার হরমোনাল চেঞ্জ হতে হবে এবং আপনার পিত্তথলিও আশা করি পাথর ইতিমধ্যে কমা শুরু করেছে।
যা হয় আমাদের কথার গুরুত্ব কম থাকে আবার টেস্ট করে কারণ কি যে হয়ে গেল!?

বললাম দেখেন: শুধু শুধু টেস্ট করে টাকা খরচ করার কোন প্রয়োজন নাই, প্রয়োজন হলে আমি বলতাম। আর আপনি একদিনে ভালো হবেন এমন না সবদিক দিয়ে আপনাকে চেঞ্জ হতে হবে।

শুধু নিষেধ কোন "হোমিও ওষুধ আছে এমন বাড়িতেও যাবেন না?"

**এবার রোগী বলছে আমি তো মনে করেছিলাম যে আবার একটু হোমিও খাব আমার আঁচিল হয়েছে তার জন্য?
😱😂 আমার হাতে কত আঁচিল হয়েছিল অমুক জায়গায় হোমিও ওষুধ খেয়ে ভালো হয়ে গেছিলাম! কিন্তু আপনার চিকিৎসার পরে আবার এটা দেখা যাচ্ছে, বললাম এক্সট্রা কোন চিকিৎসা করতে হবে না । আমাদের নিয়মিত ওষুধ (GMR) যথেষ্ট, ইনশাআল্লাহ একাকীই দূর হবে আঁচিল।
(রোগীদেরকে বারবার বলি হোমিও ভয়ানক! এরপরেও বাঙালির মাথায় ঢুকে না)

04/05/2025

ইনশাআল্লাহ, জেনেটিক হোমিওপ্যাথির রুপকার Dr-Iqbal Bin Jinnah Salafi স্যার আগামী শুক্রবার ০৯/০৫/২০২৫ তারিখে সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত আরোগ্য জেনেটিক হোমিও কেয়ার এ রোগী দেখবেন।
এছাড়া নিয়মিত রোগী দেখছেন হোমিওপ্যাথিক ঔষধ পরিদর্শক "ডা. শামীমা আফরিন আরিফা। "
যে কোন জটিল রোগের চিকিৎসা নিতে যোগাযোগ করুন-
01314998230
হাজী সবু খান রোড, আলিফ টাওয়ারের দিকে, জয়নাল মার্কেট, দক্ষিণ খান, উত্তরা,ঢাকা।

Address

Pabna

Telephone

+8801753783763

Website

Alerts

Be the first to know and let us send you an email when Iqbal Genetic Homeohall posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Iqbal Genetic Homeohall:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category