Shanaz Medical Hall

Shanaz Medical Hall Pharmacy

ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তিতে  বর্ণিত নিদের্শনাসমূহ প্রতিপালন করার জন্য ...
20/06/2025

ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তিতে বর্ণিত নিদের্শনাসমূহ প্রতিপালন করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো ।

https://www.bd-pratidin.com/epaper/share-view/9/8/2025-06-19

https://www.bd-pratidin.com/epaper/share-view/6/6/2025-06-19

https://epaper.jugantor.com/social-data/2025-06-19/4/imgmap2025619825/468,818,737,1092/15

12/06/2025
জরুরী সতর্কতা: আসুন আমরা আবার মাস্ক পরা শুরু করি। কারণ করোনা তথা  COVID-Omicron XBB আগের ভ্যারিয়েন্টগুলোর তুলনায় ভিন্ন ও...
10/06/2025

জরুরী সতর্কতা:
আসুন আমরা আবার মাস্ক পরা শুরু করি। কারণ করোনা তথা COVID-Omicron XBB আগের ভ্যারিয়েন্টগুলোর তুলনায় ভিন্ন ও বিপজ্জনক। এটি সহজে শনাক্তও হয় না, তাই সবার মাস্ক পরা অত্যন্ত জরুরি।

১. COVID-Omicron XBB এর নতুন উপসর্গগুলো:

i) কাশি নেই।
ii) জ্বর নেই।
বেশিরভাগ উপসর্গ হলো—
iii) অস্থিসন্ধিতে ব্যথা।
iv) মাথাব্যথা।
v) গলাব্যথা।
vi) পিঠে ব্যথা।
vii) নিউমোনিয়া।
viii) ক্ষুধা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া।

২. এই ভ্যারিয়েন্টটি ডেল্টার চেয়ে ৫ গুণ বেশি বিষাক্ত এবং মৃত্যুহারও বেশি।

৩. উপসর্গগুলো খুব অল্প সময়েই মারাত্মক আকার ধারণ করে এবং কখনও কখনও কোনো স্পষ্ট উপসর্গ না দেখিয়েই অবস্থা খারাপ হতে শুরু করে।

৪. তাই আরও বেশি সতর্ক থাকা প্রয়োজন।

এই ভ্যারিয়েন্টটি নাসোফ্যারেঞ্জিয়াল (নাকের গভীর অংশ) অঞ্চলে পাওয়া যায় না, বরং সরাসরি ফুসফুসের “উইন্ডো” অংশে আঘাত করে এবং নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয়।

৫. কিছু রোগীর মধ্যে জ্বর বা ব্যথা না থাকলেও এক্স-রে করলে মৃদু নিউমোনিয়ার লক্ষণ দেখা যাচ্ছে। এছাড়া নাক দিয়ে নেয়া স্যাম্পলে (সোয়াব) পরীক্ষায় নেগেটিভ ফল আসছে, যা পরীক্ষায় ভুল রিপোর্ট (ফলস নেগেটিভ) এর সংখ্যা বাড়াচ্ছে। এ কারণে এই ভাইরাসকে ‘ধূর্ত’ বলা হচ্ছে।

এর মানে হলো— এটি সহজেই ছড়িয়ে পড়ে, সরাসরি ফুসফুসে সংক্রমণ ঘটায়, ভাইরাল নিউমোনিয়া সৃষ্টি করে এবং তীব্র শ্বাসকষ্ট তৈরি করে। এই কারণে COVID-Omicron XBB এত বেশি ছোঁয়াচে ও প্রাণঘাতী হয়ে উঠেছে।

৬. যতটা সম্ভব ভিড় এড়িয়ে চলুন, খোলা জায়গাতেও অন্তত ১.৫ মিটার দূরত্ব বজায় রাখুন, সঠিকভাবে মাস্ক পরুন, এবং নিয়মিত হাত ধুয়ে ফেলুন—even যদি কাশি বা হাঁচি না থাকে।

এই COVID-Omicron XBB "ওয়েভ" প্রথম COVID-19 মহামারির চেয়েও ভয়াবহ।

সতর্কতা, সচেতনতা ও বৈচিত্র্যময় সুরক্ষা ব্যবস্থাই আমাদের রক্ষা করতে পারে।

✅ দয়া করে এই বার্তাটি বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করুন।
✅ শুধুমাত্র নিজের কাছে রেখে দেবেন না।
✅ যত বেশি সম্ভব লোককে জানিয়ে দিন।

ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরুন এবং নিজেকে সুরক্ষিত রাখুন।

05/06/2025
বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তরের প্রজ্ঞাপন জারি। সচেতনতামূলক বিজ্ঞাপনের জন্য বাংলাদেশ ঔষধ ব্যবসায়ী সম্মিলিত পরিষদের পক্ষ ...
29/05/2025

বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তরের প্রজ্ঞাপন জারি।
সচেতনতামূলক বিজ্ঞাপনের জন্য বাংলাদেশ ঔষধ ব্যবসায়ী সম্মিলিত পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি।

27/05/2025
23/05/2025
17/05/2025
14/05/2025
04/01/2025
22/11/2024

Address

Abdul Hamid Road
Pabna
6600

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801712756275

Alerts

Be the first to know and let us send you an email when Shanaz Medical Hall posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Shanaz Medical Hall:

Share