23/07/2025
এবারের (২০২৫) সরকারি পলিটেকনিক ভর্তি পরীক্ষা কেমন হতে পারে এবং কোচিং ছাড়া চান্স পাওয়া সহজ না কঠিন — এটা বুঝতে হলে নিচের দিকগুলো দেখে নেওয়া দরকার:
---
📝 ভর্তি পরীক্ষার ধরণ:
MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) পদ্ধতিতে হবে
সাধারণত গণিত, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন আসে
মোট ৭০ নম্বরের পরীক্ষা, সময় ১ ঘণ্টা
প্রশ্নপত্র এসএসসি লেভেল ভিত্তিক
---
📊 এবারের প্রতিযোগিতা কেমন হতে পারে?
আগের বছরের তুলনায় আবেদনকারীর সংখ্যা বেশি হতে পারে
অনেকে কোচিং করে প্রস্তুত হচ্ছে, আবার অনেকেই ইউটিউব বা ফেসবুক পেজ ফলো করছে
এসএসসি জিপিএ’র প্রভাব কম, তাই ভালো পরীক্ষা না দিলে চান্স পাওয়া কঠিন হতে পারে
---
📚 কোচিং ছাড়া চান্স পাওয়া সম্ভব?
হ্যাঁ, সম্ভব — যদি:
তুমি নিয়মিত প্র্যাকটিস করো
বিগত সালের প্রশ্নপত্রগুলো ভালোভাবে অনুশীলন করো
গাইড বা মডেল টেস্ট বই ব্যবহার করো
ইউটিউব চ্যানেল (যেমন: "Diploma Pathshala", "Polytechnic Admission Guide") ফলো করো
Google Form-এ নিয়মিত মডেল টেস্ট দাও
---
💡 তুমি যদি কোচিং না করো, তাহলে কীভাবে প্রস্তুতি নেবে:
1. সিলেবাস বুঝে নাও – গণিত, বাংলা, ইংরেজি কোন অধ্যায় থেকে প্রশ্ন বেশি আসে
2. বিগত ৫ বছরের প্রশ্ন দিনভিত্তিক অনুশীলন করো
3. মডেল টেস্ট দাও — Google Form-ভিত্তিক হলে আরও ভালো
4. যেটা পারো না, সেটা মার্ক করো — পরে টার্গেট করে শিখো
5. সময় ধরে প্র্যাকটিস করো — ১ ঘণ্টায় ৭০টা প্রশ্ন উত্তর দিতে পারার অভ্যাস করো
---
✅ চান্স পাওয়ার সম্ভাবনা বাড়াতে:
অন্তত ৫০+ সঠিক উত্তর দিতে পারলে চান্স পাওয়ার ভালো সম্ভাবনা
যেহেতু অনেক শিক্ষার্থী কোচিং ছাড়া প্রস্তুতি নেয়, তাই তুমি পারবে — যদি স্মার্টলি রিভিশন করো