Diploma School Academy

Diploma School Academy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Diploma School Academy, Pabna Sadar, Pabna.
(1)

১ম, ২য় ও ৩য় পর্বের বিভিন্ন বিষয়ের তরুণ জুনিয়র ইন্সট্রাক্টর আছে । প্রয়োজন হলে নক দিতে পারো। কম সম্মানীতে ভালটা দেওয়ার প্রত্যায় নিয়ে শুরু করছি। তোর বাসা পাবনা শহরে বা আশেপাশে হলে আমরা আছি....

23/08/2025

🎓✨ পলিটেকনিক ইনস্টিটিউট ভর্তি পরীক্ষা ২০২৫ ✨🎓
📅 পরীক্ষার তারিখ: ২৯ আগস্ট শুক্রবার।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 💙,
এ পরীক্ষা শুধু একটি পরীক্ষা নয়—এটি তোমার স্বপ্নপূরণের প্রথম ধাপ 🚀।

🔥 যারা কঠোর পরিশ্রম করেছো, প্রতিটি রাত জেগে পড়াশোনা করেছো—তাদের প্রতিটি প্রচেষ্টাই আজ সাফল্যের পথ তৈরি করছে।
💪 মনে রেখো, ভয় নয়—আত্মবিশ্বাসই তোমার সবচেয়ে বড় শক্তি।
🌟 আজকের সংগ্রামই আগামীর বিজয়ের ভিত্তি।

👉 শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে যাও ✍️
👉 নিজের উপর বিশ্বাস রাখো 💯
👉 আল্লাহর উপর ভরসা রাখো 🤲

🌈 তোমাদের প্রতিটি স্বপ্ন একদিন সত্যি হোক—এটাই কামনা।
✨ তুমি পারবে! সাফল্য তোমার হাতের নাগালেই।

15/08/2025

📢 পলিটেকনিক ইনস্টিটিউট ভর্তি পরীক্ষা ২০২৫
🗓 আবেদনের সময় শেষ ১৭ তারিখ।
পরীক্ষার তারিখ: ২৯ আগস্ট
⏳ সময় খুব কম! এখনই মনোযোগ দিন পরীক্ষার প্রস্তুতিতে।
🔹 গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, ইংরেজি—সব বিষয়েই সঠিক পরিকল্পনা নিয়ে পড়তে হবে।
🔹 প্রতিদিন নির্দিষ্ট সময় দিয়ে মডেল টেস্ট সমাধান করুন।
🔹 আগের বছরের প্রশ্ন সমাধান করে প্রশ্নের ধরণ বুঝে নিন।

💡 মনে রাখবেন—ভর্তি পরীক্ষায় সফলতা নির্ভর করে পরিশ্রম + সঠিক কৌশল এর উপর।
আপনার পরিশ্রমই হতে পারে স্বপ্নপূরণের সোপান! 🚀

📢 পলিটেকনিক ভর্তি পরীক্ষার নতুন সুযোগ 🎯📚 এখন গণিতে মাত্র ২ পয়েন্টসহ মোট ৩ পয়েন্ট পেলেইআপনি পলিটেকনিক ভর্তি পরীক্ষায় আ...
10/08/2025

📢 পলিটেকনিক ভর্তি পরীক্ষার নতুন সুযোগ 🎯

📚 এখন গণিতে মাত্র ২ পয়েন্টসহ মোট ৩ পয়েন্ট পেলেই
আপনি পলিটেকনিক ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবেন! ✅

🗓 আবেদন শেষ তারিখ: ১৪ আগস্ট ২০২৫
💻 আবেদন করুন এখনই: www.bteb.gov.bd

🎓 স্বপ্নের ডিপ্লোমা পড়াশোনার সুযোগ হাতছাড়া করবেন না।
যাদের আগে সুযোগ হয়নি—এবারই সেরা সময়! 🚀

সচিব, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়

Magnet Admission Coaching Instructor of PPI
10/08/2025

Magnet Admission Coaching
Instructor of PPI

02/08/2025

তুমি যদি পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হতে চাও এবং তোমার SSC GPA ৪.২০ থেকে ৪.৯০ এর মধ্যে হয়, তাহলে নিচে পয়েন্ট অনুযায়ী সম্ভাব্য চয়েস সাজেশন দিলাম।
Magnet Admission Coaching
Diploma Coaching Pabna
Jannatul Ferdous Jinia
Habibul Basar Jibon
✅ গুরুত্বপূর্ণ টিপস:

পাবনা পলিটেকনিক অনেক চাহিদাসম্পন্ন, তাই উচ্চ পয়েন্টেও অনেক সময় আসন না-ও পেতে পারো।

সবসময় ১ম চয়েসে যেটা সবচেয়ে পছন্দ সেটি দাও।

🎯 ৪.৯০ / ৪.৮৫ / ৪.৮০ GPA:

এই GPA-তে পাবনা পলিটেকনিকে যেকোনো বিভাগে চান্স পাওয়ার ভালো সম্ভাবনা থাকে।

সেরা চয়েস সাজেশন:

1. Civil

2. Electrical

3. Computer

4. Electronics

5. Mechanical

6. Power

7. RAC (Refrigeration & Air Conditioning)

🎯 ৮-১০টা চয়েসে পাবনার সব ট্রেড একে একে সাজিয়ে দাও। পরে অন্য ইনস্টিটিউট দিতে চাও তাহলে Rajshahi, Bogura, Kushtia এসবকেও রাখতে পারো।
---

🎯 ৪.৭০ / ৪.৬০ GPA:

এই GPA-তে জনপ্রিয় ট্রেডে একটু প্রতিযোগিতা বেশি থাকে। তবে সম্ভাবনা থাকে।

চয়েস সাজেশন:

1. Electrical

2. Electronics

3. Computer

4. RAC

5. Mechanical

6. Civil

7. Power

👉 পছন্দের ট্রেডগুলো আগে দিয়ে দাও, তারপর কম চাহিদার ট্রেডগুলো। চাইলে শেষে অন্য জেলায় কম চাহিদার ট্রেড রাখতে পারো।
---

🎯 ৪.৫০ / ৪.৪০ GPA:

এই GPA-তে পাবনাতে Civil, Electrical, Computer এ চান্স পাওয়া কঠিন হতে পারে।

সেফ চয়েস:

1. RAC

2. Mechanical

3. Electronics

4. Power

5. Survey

6. Food

7. Environmental (যদি থাকে)

🎯 প্রয়োজনে ১-২টা ট্রেড বাইরে থেকে দাও যেমন: Sirajganj, Natore, Rajshahi তে কম পছন্দের ট্রেড।

🎯 ৪.৩০ / ৪.২০ GPA:

এই GPA-তে পাবনার প্রধান ট্রেডে চান্স পাওয়া কঠিন, তবে কম প্রতিযোগিতার ট্রেডে সুযোগ থাকতে পারে।

চয়েস সাজেশন:

1. Power

2. Food

3. RAC

4. Mechanical

5. Survey

6. Civil (last option)

🔁 সাথে Rajshahi/Natore/Chapainawabganj/Thakurgaon পলিটেকনিকের কম পছন্দের ট্রেডগুলো শেষের চয়েসে রাখো।
---

🔖 অতিরিক্ত টিপস:

চয়েস ১৫টা পর্যন্ত দেওয়া যাবে, সবগুলো ভালোভাবে পূরণ করো।

শুধু GPA নয়, কোটা (মুক্তিযোদ্ধা/নিবাসী/প্রযুক্তিগত) থাকলে সেটাও কাজে লাগাও।

১ম চয়েসে পাবনা ও সবচেয়ে পছন্দের ট্রেড দাও।

পলিটেকনিকে পরিবর্তিত সময়সূচী
29/07/2025

পলিটেকনিকে পরিবর্তিত সময়সূচী

✅ এসএসসি রিভিউ (পুনঃমূল্যায়ন) রেজাল্ট যদি ৩০ আগস্ট প্রকাশিত হয়, তাহলে এখনও অনেক শিক্ষার্থীর চূড়ান্ত ফল প্রকাশ হয়নি — ফলে...
23/07/2025

✅ এসএসসি রিভিউ (পুনঃমূল্যায়ন) রেজাল্ট যদি ৩০ আগস্ট প্রকাশিত হয়, তাহলে এখনও অনেক শিক্ষার্থীর চূড়ান্ত ফল প্রকাশ হয়নি — ফলে:

🎯 কেন ভর্তি পরীক্ষা দেরি হতে পারে:

1. ফলাফলের ওপর নির্ভর করে মেধা তালিকা তৈরি হয়, তাই পূর্ণ ফলাফল পাওয়ার আগে সরকার ভর্তি প্রক্রিয়া শুরু করবে না।

2. বেশিরভাগ শিক্ষার্থী রিভিউ দেয় GPA উন্নয়নের আশায়, যারা চান্সের খুব কাছে থাকে, তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ।

3. সরকার সাধারণত সব এসএসসি ফল নিশ্চিত হওয়ার পরই পলিটেকনিক ভর্তি পরীক্ষার দিন নির্ধারণ করে।

📅 সম্ভাব্য ভর্তি পরীক্ষার সময়সূচি:

যদি ৩০ আগস্টে রিভিউ রেজাল্ট প্রকাশ হয়, তাহলে—

ভর্তি ফরম শেষ হতে পারে সেপ্টেম্বরের ১ম সপ্তাহে,

এবং পরীক্ষা হতে পারে সেপ্টেম্বরের মাঝামাঝি বা শেষের দিকে।

🔍 অতীত বছরের অভিজ্ঞতা:

আগেও দেখা গেছে, রিভিউ রেজাল্টের কারণে ভর্তি পরীক্ষা পিছিয়েছে।
---

🔔 সাজেশন: তুমি এখনই প্রস্তুতিতে মনোযোগী হও, কারণ সময় কম থাকলেও পরীক্ষার ধরণ অনেকটা পূর্ববর্তী বছরের মতোই হবে।

এবারের (২০২৫) সরকারি পলিটেকনিক ভর্তি পরীক্ষা কেমন হতে পারে এবং কোচিং ছাড়া চান্স পাওয়া সহজ না কঠিন — এটা বুঝতে হলে নিচে...
23/07/2025

এবারের (২০২৫) সরকারি পলিটেকনিক ভর্তি পরীক্ষা কেমন হতে পারে এবং কোচিং ছাড়া চান্স পাওয়া সহজ না কঠিন — এটা বুঝতে হলে নিচের দিকগুলো দেখে নেওয়া দরকার:
---

📝 ভর্তি পরীক্ষার ধরণ:

MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) পদ্ধতিতে হবে

সাধারণত গণিত, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন আসে

মোট ৭০ নম্বরের পরীক্ষা, সময় ১ ঘণ্টা

প্রশ্নপত্র এসএসসি লেভেল ভিত্তিক
---

📊 এবারের প্রতিযোগিতা কেমন হতে পারে?

আগের বছরের তুলনায় আবেদনকারীর সংখ্যা বেশি হতে পারে

অনেকে কোচিং করে প্রস্তুত হচ্ছে, আবার অনেকেই ইউটিউব বা ফেসবুক পেজ ফলো করছে

এসএসসি জিপিএ’র প্রভাব কম, তাই ভালো পরীক্ষা না দিলে চান্স পাওয়া কঠিন হতে পারে
---

📚 কোচিং ছাড়া চান্স পাওয়া সম্ভব?

হ্যাঁ, সম্ভব — যদি:

তুমি নিয়মিত প্র্যাকটিস করো

বিগত সালের প্রশ্নপত্রগুলো ভালোভাবে অনুশীলন করো

গাইড বা মডেল টেস্ট বই ব্যবহার করো

ইউটিউব চ্যানেল (যেমন: "Diploma Pathshala", "Polytechnic Admission Guide") ফলো করো

Google Form-এ নিয়মিত মডেল টেস্ট দাও
---

💡 তুমি যদি কোচিং না করো, তাহলে কীভাবে প্রস্তুতি নেবে:

1. সিলেবাস বুঝে নাও – গণিত, বাংলা, ইংরেজি কোন অধ্যায় থেকে প্রশ্ন বেশি আসে

2. বিগত ৫ বছরের প্রশ্ন দিনভিত্তিক অনুশীলন করো

3. মডেল টেস্ট দাও — Google Form-ভিত্তিক হলে আরও ভালো

4. যেটা পারো না, সেটা মার্ক করো — পরে টার্গেট করে শিখো

5. সময় ধরে প্র্যাকটিস করো — ১ ঘণ্টায় ৭০টা প্রশ্ন উত্তর দিতে পারার অভ্যাস করো
---

✅ চান্স পাওয়ার সম্ভাবনা বাড়াতে:

অন্তত ৫০+ সঠিক উত্তর দিতে পারলে চান্স পাওয়ার ভালো সম্ভাবনা

যেহেতু অনেক শিক্ষার্থী কোচিং ছাড়া প্রস্তুতি নেয়, তাই তুমি পারবে — যদি স্মার্টলি রিভিশন করো

23/07/2025

🎯 পলিটেকনিক ভর্তি
মডেল টেস্ট – সেট ১

পূর্ণমান: ৭০ | সময়: ১ ঘণ্টা |
প্রশ্ন ধরন: MCQ

---

🧮 গণিত – ২০ প্রশ্ন

1. ধারাটি: ৫, ১০, ১৫, … এর ২০তম পদ কত?

ক. ১০০

খ. ৯৫

গ. ১১০

ঘ. ৮৫

2. ৮০-এর ২৫% কত?

ক. ২০

খ. ২৫

গ. ৩০

ঘ. ১৫

3. আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১০ সেমি ও প্রস্থ ৫ সেমি হলে ক্ষেত্রফল?

ক. ৫০

খ. ১৫

গ. ৫৫

ঘ. ৪৫

4. গ.সা.গু =12, ল.সা.গু = 60 হলে সম্ভাব্য সংখ্যা?

ক. ১২ ও ৬০

খ. ২৪ ও ৩০

গ. ২০ ও ৩০

ঘ. ১৫ ও ৪৫

5. (-2)² এর মান কত?

ক. −4

খ. 4

গ. −2

ঘ. 2

21. গতি পরিবর্তনের হার কী?

ক. বল

খ. বেগ

গ. ত্বরণ

ঘ. ভর

22. পানির রাসায়নিক সংকেত?

ক. CO₂

খ. H₂O

গ. O₂

ঘ. HCl

23. পদার্থের অবস্থা কয়টি?

ক. ২

খ. ৩

গ. ৪

ঘ. ৫

24. কপিকল কোন নিয়মে কাজ করে?

ক. বল রক্ষা

খ. গতি রক্ষা

গ. লিভার

ঘ. বেগ রক্ষা

25. শব্দের গতি বাতাসে?

ক. ৩৪২ মি/সে

খ. ১৪০০ মি/সে

গ. ৫০০ মি/সে

ঘ. ২৮০ মি/সে

41. “স্বাধীনতা” এর বিপরীত?

ক. দাসত্ব

খ. স্বাধীনতা

গ. মুক্তি

ঘ. বিজয়

42. কারক কাকে বলে?

ক. শব্দ গঠন

খ. বাক্য গঠন

গ. ক্রিয়াকে নির্দিষ্ট করে

ঘ. উপসর্গ

43. সমার্থক শব্দ: “পাহাড়”

ক. পর্বত

খ. দৃশ্য

গ. নদী

ঘ. মাঠ

44. “সে বইটি পড়ছে।” — কে কর্তা?

ক. সে

খ. বই

গ. পড়ছে

ঘ. কিছুই না

45. কোনটি সন্ধি?

ক. গ্রন্থাগার = গ্রন্থ + আগার

খ. বিদ্যালয় = বিদ্যা + আলয়

গ. স্নিগ্ধতা

ঘ. রাজপথ

51. Past form of “go”?

ক. went

খ. gone

গ. goes

ঘ. going

52. Which one is a preposition?

ক. on

খ. run

গ. fast

ঘ. read

53. Synonym of “Happy”?

ক. Glad

খ. Angry

গ. Sad

ঘ. Mad

54. Antonym of “Cold”?

ক. hot

খ. warm

গ. freeze

ঘ. ice

55. What is the correct sentence?

ক. He go school

খ. He goes to school

গ. He going school

ঘ. He to school goes

61. বাংলাদেশের জাতীয় ফুল কী?

ক. গোলাপ

খ. শাপলা

গ. বেলি

ঘ. কামিনী

62. SAARC এ কয়টি দেশ?

ক. ৬

খ. ৭

গ. ৮

ঘ. ৯

63. জাতিসংঘের সদরদপ্তর কোথায়?

ক. নিউইয়র্ক

খ. লন্ডন

গ. জেনেভা

ঘ. প্যারিস

64. IQ মানে কী?

ক. Intelligent Quotient

খ. International Quality

গ. Internal Query

ঘ. None

65. "গান্ধীজী" কোন দেশের নেতা?

ক. ভারত

খ. পাকিস্তান

গ. বাংলাদেশ

ঘ. শ্রীলঙ্কা

66. স্বাধীনতা দিবস কবে?

ক. ২৬ মার্চ

খ. ১৬ ডিসেম্বর

গ. ২১ ফেব্রুয়ারি

ঘ. ১ জানুয়ারি

67. সবচেয়ে বড় মহাদেশ?

ক. এশিয়া

খ. আফ্রিকা

গ. ইউরোপ

ঘ. অস্ট্রেলিয়া

68. IQ পরীক্ষায় কোন প্রশ্ন বেশি থাকে?

ক. লজিক

খ. ইতিহাস

গ. ভূগোল

ঘ. সাহিত্য

69. বাংলাদেশের জাতীয় পশু?

ক. রয়েল বেঙ্গল টাইগার

খ. হাতি

গ. হরিণ

ঘ. সিংহ

70. প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কবে?

ক. ১৯১৪

খ. ১৯৩৯

গ. ১৯১৯

ঘ. ১৯২৫

1. খ. ৯৫

2. ক. ২০

3. ক. ৫০

4. খ. ২৪ ও ৩০

5. খ. 4

21. গ. ত্বরণ

22. খ. H₂O

23. খ. ৩

24. গ. লিভার

25. ক. ৩৪২ মি/সে

41. ক. দাসত্ব

42. গ. ক্রিয়াকে নির্দিষ্ট করে

43. ক. পর্বত

44. ক. সে

45. খ. বিদ্যালয় = বিদ্যা + আলয়

51. ক. went

52. ক. on

53. ক. Glad

54. ক. hot

55. খ. He goes to school

61. খ. শাপলা

62. গ. ৮

63. ক. নিউইয়র্ক

64. ক. Intelligent Quotient

65. ক. ভারত

66. ক. ২৬ মার্চ

67. ক. এশিয়া

68. ক. লজিক

69. ক. রয়েল বেঙ্গল টাইগার

70. ক. ১৯১৪

তুমি কি ফিজিক্স-1/ম্যাথ-1/বেসিক ইলেকট্রিসিটি পড়তে চায়।
09/02/2025

তুমি কি ফিজিক্স-1/ম্যাথ-1/বেসিক ইলেকট্রিসিটি পড়তে চায়।

05/02/2025

Address

Pabna Sadar
Pabna
6600

Alerts

Be the first to know and let us send you an email when Diploma School Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Diploma School Academy:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram