Bangladesh Manoshik Hospital - Pvt.

Bangladesh Manoshik Hospital - Pvt. Mental disorders and drug addiction treatment center.

মানসিক রোগ ও মাদকাসক্তি নিরাময় কেন্দ্র

Take care of your mind.Bangladesh Manoshik Hospital (Pvt.)বাংলাদেশ মানসিক হাসপাতাল01748-752753
07/11/2023

Take care of your mind.
Bangladesh Manoshik Hospital (Pvt.)
বাংলাদেশ মানসিক হাসপাতাল
01748-752753

সিজোফ্রেনিয়া একটি জটিল মানসিক রোগ। এ রোগের লক্ষণ হচ্ছে– চিন্তাধারা এবং অনুভূতি প্রকাশের মধ্যে সঙ্গতি না থাকা।পরিবারের কে...
01/02/2023

সিজোফ্রেনিয়া একটি জটিল মানসিক রোগ। এ রোগের লক্ষণ হচ্ছে– চিন্তাধারা এবং অনুভূতি প্রকাশের মধ্যে সঙ্গতি না থাকা।

পরিবারের কেউ বা পরিচিতজনরা তার খাবারে বিষ মিশিয়ে দিচ্ছে– এমন সন্দেহ করে থাকেন এই রোগীরা। এ ছাড়া আরও অমূলক সন্দেহ করে থাকেন তারা। এ ধরনের রোগীদের নিয়ে সাধারণত পরিবারের লোকেরা খুব সমস্যায় পড়ে যান। রোগীর অদ্ভুত আচরণগুলো মানিয়ে নিতে বেশ কঠিন হয়ে পড়ে।

সিজোফ্রেনিয়া রোগের লক্ষণঃ

একা একা কথা বলা, চুপচাপ থাকা, কারও কথার জবাব না দেওয়া, কোনো কিছু জিজ্ঞাসা করলে উত্তর না দেওয়া, কানে অলিক কথা শোনা, অসংলগ্ন কথা বলা, প্রতিদিনের কাজ সঠিকভাবে না করা, ভ্রান্ত বিশ্বাস, অহেতুক সন্দেহপ্রবণতা (ডিল্যুশন), অবাস্তব চিন্তাভাবনা, অসংলগ্ন কথাবার্তা ইত্যাদি সিজোফ্রেনিয়ার লক্ষণ। এ ছাড়া এর মধ্যেও আরও কিছু লক্ষণ হচ্ছে- অনাগ্রহ, চিন্তার অক্ষমতা, আবেগহীনতা ও বিচ্ছিন্নতা।

এ ধরনের রোগীরা কতগুলো অবাস্তব দৃশ্য দেখার দাবি করেন। অবাস্তব স্পর্শ অনুভূতির কথা বলেন। তার চামড়ার ভেতরে পোকা হাঁটহাঁটি করছে। কিছু রোগীকে বলতে শোনা যায়, পেটে ও মাথায় পোকা কিলবিল করছে।

সিজোফ্রেনিয়ার চিকিৎসা

এসব লক্ষণ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

যোগাযোগঃ বাংলাদেশ মানসিক হাসপাতাল (প্রাঃ)
ফোনঃ 01748-752753
ওয়েব-সাইটঃ https://website--3396190503772733706115-mentalhealthclinic.business.site/?utm_source=gmb&utm_medium=referral

01/02/2023

সিজোফ্রেনিয়া একটি জটিল মানসিক রোগ। এ রোগের লক্ষণ হচ্ছে– চিন্তাধারা এবং অনুভূতি প্রকাশের মধ্যে সঙ্গতি না থাকা। Adve...

----_---------- ---------- মনের কথা --------- -----------_----মানসিক রোগীর উপর যে কোনো প্রকার শারীরিক ও মানসিক নির্যাতন ...
28/09/2022

----_---------- ---------- মনের কথা --------- -----------_----

মানসিক রোগীর উপর যে কোনো প্রকার শারীরিক ও মানসিক নির্যাতন (টর্চার), ভয়াবহ দণ্ডনীয় অপরাধ। এতে রোগী সুস্থতার বদলে আরো বেশি অসুস্থ হয়ে পড়েন।

*যেমন- রোগীর গায়ে হাত তোলা, *কটু কথা বলা বা কটাক্ষ করে কথা বলা, *অপমান করে কথা বলা, *অবহেলা করা বা তার কথার প্রাধান্য ও গুরুত্ব না দেওয়া, * শারীরিক এবং মানসিক ভাবে আঘাত করা, *অপ্রয়োজনে বেধে রাখা ও ভয়-ভীতি দেখানো ইত্যাদি। - এগুলো কখনোই মানসিক স্ব্যস্থের উন্নতি ঘটায় না বরং রোগীকে আরো অবনতির দিকে ধাবিত করে।

পরিবারের সদস্য ও কিছু সংখ্যাক মেন্টাল-হেলথকেয়ার প্রতিষ্ঠান গুলো মাঝে মাঝে এমন আচরণ করে থাকেন যা দণ্ডনীয় অপরাধ এবং এ-ধরনের আচরণ একজন মানসিক রোগীর জন্য সর্বোচ্চ ক্ষতিকর।

যেখানে সঠিক চিকিৎসার সাথে সাথে ভালোবাসা ও যত্নই যার প্রতিকার ও প্রতিরোধ তৈরি করতে পারে সেখানে নিশ্চয়ই আমাদের এই বিষয় গুলো তে নজর দেয়ার যথেষ্ট জায়গা রয়েছে।

* একটি গুরুত্বপূর্ণ কথা;- মানুষের যেহেতু শরীর রয়েছে, তাই শারীরিক ব্যধি হতেই পারে, মানুষের কিন্তু মন-ও রয়েছে, তাই মানসিক ব্যধি-ও হতেই পারে।

* শারিরীক অসুস্থতার জন্য আমরা যেমন তার চিকিৎসা করতে লজ্জা-বোধ করিনা ঠিক তেমনি করে মানসিক স্ব্যস্থের অসুস্থতার জন্যও মনের চিকিৎসা করতে বা করাতে আমাদের মোটেও লজ্জাবোধ করা উচিত নয়।

*নিজে বা পরিবারের কেউ মানসিক ভাবে অসুস্থ হলে কখনোই তাকে পাগল বলবেন না, অবহেলা বা কটাক্ষ করে কথা বলবেন না।

*সঠিক চিকিৎসা ব্যবস্থা নিন এবং সেই সাথে ভালবাসা-পূর্ণ আচরন করুন, যত্ন নিন।

চিকিৎসা বিজ্ঞান এখন অনেক এগিয়ে
* শারিরীক চিকিৎসা যতটা গুরুত্বপূর্ণ
* মানসিক বা মনের চিকিৎসা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ।
* মন ভালো থাকলে শরীর ভালো থাকবে।

*আসুন নিজে মানসিকভাবে সুস্থ থাকি এবং অন্যকেও মানসিকভাবে সুস্থ থাকতে সাহায্য করি।

ধন্যবাদ
- Yousuf Bin Mizan
Managing Director
Bangladesh Manoshik Hospital (Pvt.)

Address

1 Sonapotti Road 2
Pabna
6600

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Manoshik Hospital - Pvt. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Bangladesh Manoshik Hospital - Pvt.:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category