ভাঙ্গুড়া অনলাইন ওষুধ বাজার

  • Home
  • Bangladesh
  • Pabna
  • ভাঙ্গুড়া অনলাইন ওষুধ বাজার

ভাঙ্গুড়া অনলাইন ওষুধ বাজার Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ভাঙ্গুড়া অনলাইন ওষুধ বাজার, Medical supply store, Bhangura, Pabna.

আপনার গুরুত্বপূর্ণ সময় বাচাতে...
আমরা নির্ভরযোগ্য এবং সুবিধাজনক ওষুধ সরবরাহকারী।
আপনার প্রয়োজনীয় ওষুধ সম্পর্কে শুধু আমাদের কল বা মেসেজ করুন।
আমরা ৬ থেকে ১২ ঘন্টার মধ্যে আপনার ওষুধ নিয়ে আপনার বাসায় পৌঁছে দিব।
ইনশাআল্লাহ...

18/07/2024

ভাই তোমরা কোটা বন্ধের জন্যে এতো আন্দোলন করে কি করবা।।
তোমাদের যেই শাসক শাসন করে সে নিজেই তো বাবার কোটায় শাসক হইছে🙂


09/07/2024

খালি পেটে রসুন খাওয়ার ফলে প্রজনন ক্ষমতা বৃদ্ধি পায়, টেস্টোস্টেরনের মাত্রা বাড়ে এবং শুক্রাণুর কার্যক্ষমতা উন্নত হয়। এটি ...
07/07/2024

খালি পেটে রসুন খাওয়ার ফলে প্রজনন ক্ষমতা বৃদ্ধি পায়, টেস্টোস্টেরনের মাত্রা বাড়ে এবং শুক্রাণুর কার্যক্ষমতা উন্নত হয়। এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করে এবং ওজন কমাতে সাহায্য করে। রসুন শরীরের বিভিন্ন হরমোনাল অসামঞ্জস্যতা প্রতিরোধ করে, বিশেষ করে মেনোপজের সময় ইস্ট্রোজেনের মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। এছাড়া, রসুন খালি পেটে খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং সাধারণ সর্দি-কাশি থেকে মুক্তি পাওয়া যায়। দৈনিক খালি পেটে রসুন খাওয়ার ফলে শরীর সুস্থ ও সক্রিয় থাকে।

"থাকলে সুস্থ পৃথিবী, সুস্থ থাকিবে এর বসবাসকারী। পৃথিবীর পরিবেশ রক্ষা করলে, মানবজাতির সুস্থতা ও কল্যাণ নিশ্চিত হবে। ইনশাআ...
04/07/2024

"থাকলে সুস্থ পৃথিবী, সুস্থ থাকিবে এর বসবাসকারী। পৃথিবীর পরিবেশ রক্ষা করলে, মানবজাতির সুস্থতা ও কল্যাণ নিশ্চিত হবে। ইনশাআল্লাহ।

 #বয়কট  #বয়কট  #বয়কট             #বয়কটducts
03/07/2024

#বয়কট #বয়কট #বয়কট

#বয়কটducts

হৃদরোগ থেকে বাঁচার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায় হলো:1. *স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অনুসরণ করা:* ফল, সবজি, পুরো শস্য, এবং লী...
01/07/2024

হৃদরোগ থেকে বাঁচার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায় হলো:

1. *স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অনুসরণ করা:* ফল, সবজি, পুরো শস্য, এবং লীন প্রোটিন সমৃদ্ধ খাদ্য গ্রহণ করা। উচ্চ ফ্যাট ও চিনি যুক্ত খাবার থেকে দূরে থাকা।

2. *নিয়মিত ব্যায়াম করা:* প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট মাঝারি মাত্রার ব্যায়াম করা যেমন হাঁটা, দৌড়ানো বা সাঁতার কাটা।

3. *ওজন নিয়ন্ত্রণ করা:* স্বাস্থ্যকর ওজন বজায় রাখা হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক।

4. *ধূমপান বর্জন করা:* ধূমপান হৃদরোগের অন্যতম প্রধান কারণ। ধূমপান ত্যাগ করলে হৃদরোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যায়।

5. *রক্তচাপ নিয়ন্ত্রণ করা:* উচ্চ রক্তচাপ হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি করে। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার জন্য চিকিৎসকের পরামর্শ মেনে চলা এবং নিয়মিত রক্তচাপ পরীক্ষা করা।

6. *কোলেস্টেরল নিয়ন্ত্রণ করা:* উচ্চ কোলেস্টেরল হৃদরোগের ঝুঁকি বাড়ায়। স্বাস্থ্যকর খাদ্য এবং প্রয়োজনে ওষুধের মাধ্যমে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করা।

7. *স্ট্রেস কমানো:* অতিরিক্ত স্ট্রেস হৃদরোগের ঝুঁকি বাড়ায়। স্ট্রেস নিয়ন্ত্রণের জন্য যোগব্যায়াম, মেডিটেশন বা অন্যান্য শিথিলকরণ পদ্ধতি অবলম্বন করা।

8. *মদ্যপান নিয়ন্ত্রণ করা:* অতিরিক্ত মদ্যপান হৃদরোগের ঝুঁকি বাড়ায়। প্রয়োজন হলে মদ্যপান সীমিত বা সম্পূর্ণ ত্যাগ করা।

9. *পর্যাপ্ত ঘুম:* পর্যাপ্ত ও নিয়মিত ঘুম হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক। প্রতিরাতে ৭-৮ ঘণ্টা ঘুমানো উচিত।

10. *নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা:* নিয়মিত ডাক্তারের সাথে পরামর্শ করা এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা যেমন ইসিজি, রক্তের পরীক্ষা ইত্যাদি।

এই উপায়গুলো অনুসরণ করলে হৃদরোগের ঝুঁকি কমানো সম্ভব।

প্রত্যহ জীবনে আমরা কমবেশি রোগ-ব্যাধির চিকিৎসার সাথে পরিচিত। আসুন, জেনে নিই ওষুধ খাওয়ার সঠিক নিয়ম, কারণ সঠিকভাবে ওষুধ সেব...
30/06/2024

প্রত্যহ জীবনে আমরা কমবেশি রোগ-ব্যাধির চিকিৎসার সাথে পরিচিত। আসুন, জেনে নিই ওষুধ খাওয়ার সঠিক নিয়ম, কারণ সঠিকভাবে ওষুধ সেবনে দ্রুত আরোগ্য লাভ করা যায়।

প্রথমে, ওষুধ খাওয়ার আগে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নেওয়া উচিত, যাতে জীবাণুমুক্ত থাকা যায়। রোগী নিজে ওষুধ খেতে অক্ষম হলে, সহযোগীকেও ভালো করে হাত ধুয়ে নিতে হবে। কারণ, আমাদের শরীরের বেশিরভাগ রোগ ব্যাক্টেরিয়া, ভাইরাস, ছত্রাক, এবং প্যারাসাইটের কারণে হয়ে থাকে। অপরিষ্কার হাতে ওষুধ খেলে এই জীবাণুগুলো আরও বেশি করে শরীরে প্রবেশ করতে পারে।

এরপর, চিকিৎসকের প্রেসক্রিপশনে দেওয়া ওষুধের সাথে দোকানদারের দেওয়া ওষুধ মিল আছে কিনা তা যাচাই করুন। মিল না থাকলে সেই ওষুধ সেবন থেকে বিরত থাকুন, কারণ ভুল ওষুধ সেবনে গুরুতর সমস্যা হতে পারে।

অবশেষে, ওষুধের মেয়াদ যাচাই করুন। ওষুধের মোড়কে মেয়াদোত্তীর্ণ হওয়ার তারিখ লেখা থাকে। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিষক্রিয়া সৃষ্টি করতে পারে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

29/06/2024

স্বাস্থ্যসেবার সব ধরনের প্রোডাক্ট নিয়ে
Bhangura Online Osudh Bazar এখন আপনার পাশে...
1: ১০০% অথেনটিক সব মেডিসিন,
2: আর্জেন্ট অর্ডারে "সুপার ফাস্ট" ডেলিভারি,
3: প্রোডাক্ট হাতে পেয়ে মূল্য পরিশোধের সুবিধা।
তাই আপনার প্রয়োজনীয় মেডিসিন ক্রয় করতে এখনি মেসেজ করুন Bhangura Online Osudh Bazar পেইজে অথবা আপনার হাতে থাকা প্রেসক্রিপশনের ছবি পাঠিয়ে দিন আমাদের Messenger/Whatsapp এ।
Contact Number : 01825270790

#ভাঙ্গুড়া_অনলাইন_ওষুধ_বাজার
#ভাংগুড়া_ওষুধ_বাজার
#ভাংগুরা_ওষুধ_বাজার

ডায়াবেটিস হওয়ার লক্ষণ কি কি?অল্প বয়সেই টাইপ ওয়ান ডায়াবেটিস হতে পারে। যে কোন ব্যক্তিই এই ডায়াবেটিসে আক্রান্ত হতে পারে...
28/06/2024

ডায়াবেটিস হওয়ার লক্ষণ কি কি?

অল্প বয়সেই টাইপ ওয়ান ডায়াবেটিস হতে পারে। যে কোন ব্যক্তিই এই ডায়াবেটিসে আক্রান্ত হতে পারেন।ডায়াবেটিস এমন একটি শারীরিক অবস্থা যা সারা জীবনের জন্যে বয়ে বেড়াতে হয় এবং সারা বিশ্বে এর কারণে প্রতি বছর ১০ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়।

শরীর যখন রক্তের সব চিনিকে (গ্লুকোজ) ভাঙতে ব্যর্থ হয়, তখনই ডায়াবেটিস হয়। এই জটিলতার কারণে মানুষের হার্ট অ্যাটাক, স্ট্রোক হতে পারে। এছাড়াও ডায়াবেটিসের কারণে মানুষ অন্ধ হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে কিডনি এবং অনেক সময় শরীরের নিম্নাঙ্গ কেটেও ফেলতে হতে পারে।

সারা বিশ্বেই এই সমস্যা বেড়ে চলেছে। বর্তমানে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা ৪২ কোটিরও বেশি। ৩০ বছর আগের তুলনায় এই সংখ্যা এখন চার গুণ বেশি- এই হিসাব বিশ্ব স্বাস্থ্য সংস্থার।

#ভাঙ্গুড়া_অনলাইন_ওষুধ_বাজার
#ভাংগুড়া_ওষুধ_বাজার
#ভাংগুরা_ওষুধ_বাজার

শারীরিক ও মানসিকভাবে সুস্থ ১৮ থেকে ৬৫ বছর বয়সী যে কেউ নিয়মিত অন্যকে রক্ত দিতে পারেন। তবে রক্ত দিতে চাইলে কিছু বিষয়ে জে...
26/06/2024

শারীরিক ও মানসিকভাবে সুস্থ ১৮ থেকে ৬৫ বছর বয়সী যে কেউ নিয়মিত অন্যকে রক্ত দিতে পারেন। তবে রক্ত দিতে চাইলে কিছু বিষয়ে জেনে নেওয়া দরকার।

রক্তদাতা নিজে কখনো অনিরীক্ষিত রক্ত অথবা রক্তের উপাদান গ্রহণ করে থাকলে নিজে থেকেই রক্তদান থেকে বিরত থাকা উচিত।

শিরায় কোনোরকম নেশাযুক্ত ওষুধ নেওয়ায় অভ্যস্ত থাকলে রক্তদান করবেন না।

একাধিক ব্যক্তির সঙ্গে অরক্ষিত যৌন মিলনের অভ্যাস থাকলে রক্তদান থেকে বিরত থাকবেন।

কোনো সংক্রামক রোগের কারণে অ্যান্টিবায়োটিক সেবনের ১৪ দিনের মধ্যে রক্তদান থেকে বিরত থাকুন।

নিয়মিত রক্তদান করলে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে যায়। আরেক গবেষণায় দেখা যায়, যারা বছরে দুই বার রক্ত দে...
26/06/2024

নিয়মিত রক্তদান করলে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে যায়। আরেক গবেষণায় দেখা যায়, যারা বছরে দুই বার রক্ত দেয়, অন্যদের তুলনায় তাদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম থাকে। বিশেষ করে ফুসফুস, লিভার, কোলন, পাকস্থলী ও গলার ক্যান্সারের ঝুঁকি নিয়মিত রক্তদাতাদের ক্ষেত্রে অনেক কম পরিলক্ষিত হয়েছে।

#ভাঙ্গুড়া_অনলাইন_ওষুধ_বাজার

#ভাংগুরা_ওষুধ_বাজার
#ভাংগুড়া_ওষুধ_বাজার

Address

Bhangura
Pabna
6640

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভাঙ্গুড়া অনলাইন ওষুধ বাজার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram