20/10/2025
- একটি শোক সংবাদ....📣📣📣একটি শোক সংবাদ
সেচ্ছাসেবী ছোট ভাই Md Siam Ahammed এর বাবা গত রাত আনুমানিক ১১ঃ৫০ ঘটিকার সময় এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে চিকিৎসা নেয়ার উদ্দেশ্যে রওনা হলে হাসপাতালে যাওয়া পূর্বে গাড়িতেই ইন্তেকাল করেন।ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাযার নামাজ অনুষ্টিত হবে আজ বাদ যোহর শম্ভুপুর কাগমাইড়াপারা জামে মসজিদের সম্মুখে।
সকল সেচ্ছাসেবী ভাইদের ও জনসাধারণের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হইলো।
- আল্লাহ আপনি চাচাকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং মরহুমের পরিবারকে ধর্য্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন 🤲🤲