পলাশবাড়ী ব্লাড ডোনারস সোসাইটি

পলাশবাড়ী ব্লাড ডোনারস সোসাইটি (একটি রক্তদান ও পরিবেশ বান্ধব সংগঠন)

"ভয়কে জয় করি,
স্বেচ্ছায় রক্তদান করি"

রক্তদানের অজুহাতসমূহ পরিহার করুণ ভাই বোনেরা। রক্ত যখন নিজের আপন জনের প্রয়োজন হয়, তখন কি এগুলো বলতে পারবেন? ১) মা না করছে...
10/04/2025

রক্তদানের অজুহাতসমূহ পরিহার করুণ ভাই বোনেরা। রক্ত যখন নিজের আপন জনের প্রয়োজন হয়, তখন কি এগুলো বলতে পারবেন?
১) মা না করছে
২)কিছু দিন অাগে রক্ত দিছি
৩) হাসপাতাল অনেক দূর
৪) সামনে পরীক্ষা, পারবো না
৫) বাসায় অনেক ঝামেলা
৬) অাজ শরীর দুর্বল
৭) অফিসে অনেক কাজ
৮) ব্যস্ত অনেক
৯) ভয় পাই
১০) কখনো রক্ত দিই নি
--
অজুহাত অনেকেই দেখাতে পারে ; কিন্তুু মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজনীয়তা যে কতটুকু তা বুঝে না।
--
রক্ত ৩-৪ মাস পর পর এম্নিতেই নষ্ট হয়ে যায়। মিথ্যা অজুহাত পরিহার করে সেচ্ছায় রক্তদানে এগিয়ে অাসুন ♥

অাপনার দানকৃত রক্তে ১ টি মানুষের জীবন বাঁচবে এবং ১ টি পরিবারের মুখে হাসি ফোঁটবে 😍
"রক্ত দিলে হয় না ক্ষতি,
রক্ত দিব চার মাস প্রতি"
পলাশবাড়ী ব্লাড ডোনারস সোসাইটি

●একজন গর্ভবতী মা, প্রান্তিক অঞ্চলের মানুষ সে ,তার রক্তের গ্রুপই জানতেন না ।প্রথম বাচ্চা মৃত হয়েছিল।  প্রথম বাচ্চা মৃত হল...
05/04/2025

●একজন গর্ভবতী মা, প্রান্তিক অঞ্চলের মানুষ সে ,তার রক্তের গ্রুপই জানতেন না ।

প্রথম বাচ্চা মৃত হয়েছিল। প্রথম বাচ্চা মৃত হলেও পরবর্তী বাচ্চা জীবিত হওয়ার সম্ভাবনা থাকতো যদি সময়ের ভিতর Rh Anti D Ab নামক ইনজেকশন দিতো। কিন্তু যে রক্তের গ্রুপই জানতো না বাচ্চার হওয়ার আগে সে ডাক্তারকে কেমনে বলবে আর ডাক্তারই বা তার জন্য কি পূর্ব প্রস্তুতি নিবে।

যার ফলে প্রথম বাচ্চা হওয়ার পর মায়ের রক্তে Rh positive রক্তের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়ে যায়।এবং পরবর্তীতে ঐ মা যতবার কনসিভ করে ততবারই বেবি IUD অর্থাৎ বাচ্চার গর্ভেই মৃত্যু হয় 🥲🥲

এই বাচ্চা ৩৮ সপ্তাহে মায়ের পেটে থেকে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস হয়ে IUD হয়। এটা মায়ের ৮ম বাচ্চা ছিলো। একটা ভুলের জন্য একটা ইনফরমেশন না জানার জন্য সারাজীবন মায়ের হাহাকার 🥲...

স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এর ক্ষেত্রে শুধুমাত্র একটি ক্যাটাগরির জন্য সতর্কতা অবলম্বন করতে হবে । আর সেটা হলো স্বামীর রক্তের গ্রুপ পজিটিভ এবং স্ত্রীর রক্তের গ্রুপ নেগেটিভ হলে ।

সেক্ষেত্রে নবজাতকের রক্তের গ্রুপ পজিটিভ হয় তাহলেই মাকে বাচ্চা প্রসব করার ৭২ ঘন্টা তথা ৩ দিনের মধ্যে একটি ইনজেকশন দিতে হয় ।যার নাম Rh Anti D Antibody ...

এই ইনজেকশন দিলে পরবর্তী বাচ্চার রক্তের গ্রুপ জনিত আর কোনো সমস্যা হওয়ার ঝুঁকি থাকবেনা ইনশাআল্লাহ ।কিন্তু না দিলে পরবর্তী বাচ্চা মিসকারেজ হয়ে যেতে পারে ।

তাই সম্ভব হলে বিবাহের আগেই অথবা বিবাহের পর সন্তান নেয়ার আগেই রক্তের গ্রুপ পরীক্ষা করুন, সচেতন হোন। নিজে সচেতন হোন, অন্যকে সচেতন হতে সহায়তা করুন । ।

[ছবিটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি এন্ড অবস বিভাগে তোলা ]

আমরা অনেক সময় টমেটোর গায়ে এইরকম সমান দুটো ছিদ্র বা কাটা দাগ দেখতে পাই সবাই সাবধান। পাশাপাশি এমন দুই বা তিন কাটাযুক্ত টমে...
28/03/2025

আমরা অনেক সময় টমেটোর গায়ে এইরকম সমান দুটো ছিদ্র বা কাটা দাগ দেখতে পাই সবাই সাবধান। পাশাপাশি এমন দুই বা তিন কাটাযুক্ত টমেটোতে বিষধর সাপ বিষ রাখে" সাপ পাকা টমেটোতে বিষাক্ত দাঁত বসিয়ে দেয়„
সাপের বিষ টমেটোর ভেতরে প্রবেশ করে যা মানব দেহের জন্য মরণব্যাধি" ছিদ্র টমেটো বুঝে রান্না করবেন। পারলে অন্য একটা পরিবারকে দেখার ব্যবস্থা করবেন। অনেকে বিষাক্ত কাঁচা টমেটো শালাত করে খেয়ে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুর কবলে পড়েন কেউ বুঝতে পারেনা বিপদের মূল কারণ।

25/03/2025
বিসমিল্লাহির রাহমানির রাহিম ভয়কে জয় করি, স্বেচ্ছায় রক্তদান করি।রক্ত দানের "পূর্বে" রক্তদাতার জন্য কিছু প্রয়োজনীয় তথ...
23/03/2025

বিসমিল্লাহির রাহমানির রাহিম
ভয়কে জয় করি, স্বেচ্ছায় রক্তদান করি।
রক্ত দানের "পূর্বে" রক্তদাতার জন্য কিছু প্রয়োজনীয় তথ্য⬇️

১/শুধুমাত্র সুস্থ ব্যক্তিই (১৮ থেকে ৬০ বৎসর) রক্তদান করতে পারেন।
২/প্রতি চার (৪)মাস পর পরই রক্ত দেওয়া যাবে।
৩/প্লাটিলেট এ্যফেরেসিসের ক্ষেত্রে ১৪ দিন পর পরই রক্ত দিতে পারবেন।
৪/ রক্ত দেওয়ার পূর্বে হালকা খাবার গ্রহণ করতে হবে।
৫/রক্তদানের ১ ঘন্টা পূর্বে চা,কফি, চর্বিযুক্ত খাবার, ঠান্ডা পাণীয়, মদ্যপান ও ধূমপান থেকে সম্পূর্ণ বিরত থাকুন।
৬/পর্যাপ্ত ঘুম ( ৬-৮ ঘন্টা) হওয়া প্রয়োজন।

রক্তদানের "পরে" রক্তদাতার জন্য কিছু প্রয়োজনীয় তথ্য⬇️

১.কমপক্ষে চার (৪)গ্লাস পানি পান করুন। সাথে অন্যান্য তরল জাতীয় খাবার বেশি করে পান করুন।
২.স্ট্রিপ ব্যান্ডেজ ৬ ঘন্টা পর্যন্ত রক্তদানের স্থানে লাগিয়ে রাখুন।
৩. ২৪ ঘন্টা পর্যন্ত গাড়ি ড্রাইভ করা থেকে বিরত থাকুন।
৪. ১২ ঘন্টা পর্যন্ত ভারী কাজ,,ব্যায়াম ও খেলাধুলা বর্জন করুন।
৫.আয়রন ও ভিটামিন সি জাতীয় খাবার বেশি করে খাবেন।

প্রচারে,
পলাশবাড়ী ব্লাড ডোনারস সোসাইটি
একটি রক্তদান ও পরিবেশ বান্ধব সংগঠন

রক্তদানের উপকারিতাপলাশবাড়ী ব্লাড ডোনারস সোসাইটি
19/03/2025

রক্তদানের উপকারিতা

পলাশবাড়ী ব্লাড ডোনারস সোসাইটি

বিসমিল্লাহির রাহমানির রাহীম ভয়কে জয় করি! স্বেচ্ছায় রক্ত দান করি!!"একতা, উন্নয়ন ও অগ্রগতির ৪ বছর! সময়ের পরিক্রমায় আজ  পলা...
12/03/2025

বিসমিল্লাহির রাহমানির রাহীম
ভয়কে জয় করি!
স্বেচ্ছায় রক্ত দান করি!!

"একতা, উন্নয়ন ও অগ্রগতির ৪ বছর!

সময়ের পরিক্রমায় আজ পলাশবাড়ী ব্লাড ডোনারস সোসাইটি -এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী। এই চার বছরের পথচলায় আমরা একসঙ্গে কাজ করেছি, স্বপ্ন দেখেছি, এগিয়ে গেছি উন্নতির পথে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য নিরলস কাজ করেছি।

আমাদের অর্জন সম্ভব হয়েছে সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী ও সহযোগীদের অক্লান্ত পরিশ্রম ও ভালোবাসার মাধ্যমে।

এই শুভক্ষণে, আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের সকল সমর্থককে, যারা আমাদের পাশে থেকেছেন,আপনাদের সহযোগিতাই আমাদের অনুপ্রেরণা। আসুন, আরও শক্তিশালী হয়ে সামনে এগিয়ে যাই, নতুন স্বপ্ন দেখি একসাথে ও সফলতায় বৃহৎ লক্ষ্যের দিকে এগিয়ে যাই, উন্নয়ন এবং সাফল্যের নতুন দিগন্ত উন্মোচন করি।

শুভ ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী!

Milton Samadder

15/02/2025

রক্ত দানের পর কী করবেন?

প্রচুর পানি ও তরল পান করুন।

ভারী কাজ ও ব্যায়াম এড়িয়ে চলুন।

স্বাস্থ্যকর খাবার খান।

রক্তদান জীবন বাঁচায়—নিজের এবং অন্যেরও।
আপনি কি কখনো রক্ত দান করেছেন?

15/02/2025

রক্ত দানের উপকারিতা?

রক্ত দান করা শুধু অন্যদের জীবন বাঁচাতে সাহায্য করে না, এটি দাতার জন্যও নানা উপকার বয়ে আনে। নিচে রক্ত দানের কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা তুলে ধরা হলো—

শারীরিক উপকারিতা:

1. হৃদরোগের ঝুঁকি কমায় – নিয়মিত রক্ত দান করলে শরীরের অতিরিক্ত আয়রন কমে গিয়ে রক্ত প্রবাহ স্বাভাবিক থাকে, যা হার্টের জন্য উপকারী।

2. কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে – রক্ত দানের ফলে রক্তের ক্ষতিকর চর্বি (LDL) কমে, যা রক্তনালিতে ব্লক তৈরি হওয়া প্রতিরোধ করে।

3. নতুন রক্তকণিকা উৎপাদন বাড়ায় – রক্ত দানের পর শরীরে নতুন লোহিত রক্তকণিকা (RBC) তৈরি হয়, যা রক্তের কার্যকারিতা বাড়ায়।

4. ক্যানসারের ঝুঁকি কমায় – শরীরের আয়রনের মাত্রা নিয়ন্ত্রিত থাকলে ক্যানসার হওয়ার সম্ভাবনা কমে।

5. ওজন কমাতে সাহায্য করে – রক্ত দান করলে ক্যালরি খরচ হয়, যা ওজন কমাতে সাহায্য করতে পারে।

মানসিক উপকারিতা:

1. মানসিক তৃপ্তি দেয় – অন্যের জীবন রক্ষা করার অনুভূতি মানসিক শান্তি ও আত্মতৃপ্তি বাড়ায়।

2. স্ট্রেস কমায় – স্বেচ্ছাসেবামূলক কাজে অংশগ্রহণ করলে মানসিক চাপ কমে এবং মেজাজ ভালো থাকে।

3. সামাজিক সংযোগ বাড়ায় – রক্ত দানের মাধ্যমে সমাজের সঙ্গে সংযুক্ত থাকার সুযোগ পাওয়া যায়।

বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা:

রক্ত দেওয়ার আগে হিমোগ্লোবিন, রক্তচাপ, পালস রেট, ওজন এবং কিছু ভাইরাসজনিত সংক্রমণের (যেমন, হেপাটাইটিস বি, সি, এইচআইভি) পরীক্ষা করা হয়, যা স্বাস্থ্যের জন্য উপকারী।

কতক্ষণ পর রক্ত দেওয়া যায়?

একজন সুস্থ ব্যক্তি প্রতি ৩-৪ মাস পরপর রক্ত দিতে পারেন।

কে রক্ত দিতে পারবেন?

বয়স: ১৮-৬৫ বছর

ওজন: ৫০ কেজির বেশি

শারীরিকভাবে সুস্থ ও সংক্রমণমুক্ত

রক্ত দানের পর কী করবেন?

প্রচুর পানি ও তরল পান করুন।

ভারী কাজ ও ব্যায়াম এড়িয়ে চলুন।

স্বাস্থ্যকর খাবার খান।

রক্তদান জীবন বাঁচায়—নিজের এবং অন্যেরও। আপনি কি কখনো রক্ত দান করেছেন?

14/11/2024

আপনি আমাদের পলাশবাড়ী ব্লাড ডোনারস সোসাইটি পরিবারের সদস্য হিসেবে,আপনার যে কোন সুপরামর্শ আমাদের দিন।

এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য শুভকামনা। পরীক্ষার্থীদের পরীক্ষা সহজ হোক, সে দোয়া রইলো। ফলাফল যা-ই হোক, আল্লাহর উপর ...
14/02/2024

এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য শুভকামনা। পরীক্ষার্থীদের পরীক্ষা সহজ হোক, সে দোয়া রইলো।

ফলাফল যা-ই হোক, আল্লাহর উপর ভরসা রেখে সততার সাথে পরীক্ষা দিতে পারাটাও একটা পরীক্ষা। সে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য চাই আল্লাহর ভয় ও একটা সৎ মন।

মহান আল্লাহ জীবনের শুরু থেকেই সততা চর্চার তাউফিক দান করুন।

পলাশবাড়ী ব্লাড ডোনারস সোসাইটি

#এসএসসি #সমমান ও #দাখিল #পরিক্ষা #২০২৪

নগদে দিন /বিকাশ করুন মাত্র ৪৯  টাকা 💥প্রতিবছরের মত এবারও আপনাদের পছন্দের কাজ "শীতবস্ত্র বিতরণ" নিয়ে আমরা অলরেডি ফান্ডিং ...
20/12/2023

নগদে দিন /
বিকাশ করুন মাত্র ৪৯ টাকা 💥

প্রতিবছরের মত এবারও আপনাদের পছন্দের কাজ "শীতবস্ত্র বিতরণ" নিয়ে আমরা অলরেডি ফান্ডিং শুরু করে দিয়েছি।
এবং এই প্রথম বারের মত চমক মাত্র
৪৯ টাকা দিয়ে আপনিও আমাদের সঙ্গে এই ইভেন্টে যুক্ত থাকতে পাবেন 🔥🌸
তার বেশীও দিতে পারবেন।
লাস্ট ডোনেট তারিখ: ৩১-১২-২০২৩ ইং

#শিতবস্ত্র-বিতারন
আয়োজনে: পলাশবাড়ী ব্লাড ডোনারস সোসাইটি

Address

Palashbari
5730

Telephone

+8801581133777

Website

Alerts

Be the first to know and let us send you an email when পলাশবাড়ী ব্লাড ডোনারস সোসাইটি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to পলাশবাড়ী ব্লাড ডোনারস সোসাইটি:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category