14/10/2025
করো হে নবীন রক্তদান🩸
তোমার রক্তে বাঁচবে একটি প্রাণ ✊
আলহামদুলিল্লাহ ৯৯তম রক্তদান সম্পূর্ণ করলো
ঢোলভাঙ্গা স্বেচ্ছাসেবী রক্তদান সংঘ
মুমূর্ষু রোগীকে সাহায্য করার জন্যে ৩য় বরের মতো (O+)ve রক্তদানে এগিয়ে এসেছে Md Jonayed ভাইয়া।
#ঢোলভাঙ্গা_স্বেচ্ছাসেবী_রক্তদান_সংঘ এর প্রত্যেক সদস্যের পক্ষ থেকে আপনার প্রতি এবং আপনার পরিবারের প্রতি রইলো অসংখ্য দোয়া ও ভালোবাসা। আশা করি সুস্থ থাকবেন এবং এভাবেই মানবিক কাজে এগিয়ে এসে মুমূর্ষু রোগীর পাশে দাড়িয়ে তাদের সহযোগিতা করবেন ইনশাআল্লাহ।🥰💝