প্রাণোচ্ছ্বাস - আত্মসেবা নয়, মানবসেবা।

  • Home
  • Bangladesh
  • Panchagarh
  • প্রাণোচ্ছ্বাস - আত্মসেবা নয়, মানবসেবা।

প্রাণোচ্ছ্বাস - আত্মসেবা নয়, মানবসেবা। Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from প্রাণোচ্ছ্বাস - আত্মসেবা নয়, মানবসেবা।, Health & Wellness Website, Puraton Panchagarh, Panchagarh.

"Pranocchas"is a non-profit welfare organization dedicated to improving the lives of underprivileged individuals and communities.Our mission is to provide support, resources, and opportunities to those in need, ensuring a better future for all.

24/07/2025

আলহামদুলিল্লাহ ।
"প্রাণোচ্ছ্বাস শিক্ষাবৃত্তি প্রজেক্ট" চলমান। ৬ জন মেধাবী শিক্ষার্থীকে জুলাই মাসের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

***এছাড়াও একজন বৃদ্ধ মহিলাকে ইনসুলিন সেবা প্রদান করা হয়েছে।

সবাই দোয়া করবেন এবং প্রাণোচ্ছ্বাস এর সাথেই থাকবেন।

প্রাণোচ্ছ্বাস - আত্মসেবা নয়, মানবসেবা। 🖤

আলহামদুলিল্লাহ প্রাণোচ্ছ্বাস - আত্মসেবা নয়, মানবসেবা।  পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা  ও অভিনন্দন Masud Alam  ভাইয়া...
17/07/2025

আলহামদুলিল্লাহ
প্রাণোচ্ছ্বাস - আত্মসেবা নয়, মানবসেবা। পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন Masud Alam ভাইয়া ❤️❤️।
সহকারী অধ্যাপক ( ফিজিক্যাল মেডিসিন ) পদে পদোন্নতি ।
সারা জীবন যেন নিজ জেলা পঞ্চগড় সহ দেশের মানুষের জন্য সেবা করতে পারেন এটাই প্রত্যাশা। আল্লাহ আপনাকে কবুল করুন 🤲,নেক হায়াত ও সুস্থতা দান করুন, আমিন।

এস.এস.সি/সমমান পরীক্ষায় উত্তীর্ণদের জন্য ডাচ্-বাংলা ব্যাংক-এর শিক্ষাবৃত্তি-২০২৫
13/07/2025

এস.এস.সি/সমমান পরীক্ষায় উত্তীর্ণদের জন্য ডাচ্-বাংলা ব্যাংক-এর শিক্ষাবৃত্তি-২০২৫

11/06/2025

আলহামদুলিল্লাহ
প্রাণোচ্ছ্বাস আত্নসেবা নয় মানবসেবা এর উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারো আমরা প্রাণোচ্ছ্বাস গোশত ব্যাংক এর কার্যক্রম পরিচালনা করি।।আলহামদুলিল্লাহ প্রতি বছরই এই কুরবানীর গোশতের পরিমাণ বাড়ছে।এ বছর আমরা প্রায় ৩০কেজি মাংস প্রায় ৪৫টি পরিবারের মাঝে বিতরণ করি।এ বছর আমরা ফকিরের হাট ও মিরগড় গুচ্ছগ্রাম সহ আরো বেশ কিছু জায়গার হতদরিদ্র মানুষের মাঝে কুরবানীর গোশত বিতরণ করি।
প্রাণোচ্ছ্বাস এর এই গোশত ব্যাংক এর গোশত প্রাণোচ্ছ্বাস এর সদস্য দেরই প্রদান করা।আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সকল দাতাদের সুস্থতা দান করুক এবং ভালো কাজে এভাবেই এগিয়ে আসার তৌফিক দান করুক।
গোস্ত ব্যাংক এর সকল কাজে এক্সিকিউটিভ কাউন্সিল এর সভাপতি Mahamudul Hasan ও কেন্দ্রীয় কাউন্সিল এর সভাপতি Adv MK Milon ,সাধারণ সম্পাদক A M Golamum Musfik ,সাংগঠনিক সম্পাদক Mirza Faysal ,উপ-প্রচার সম্পাদক Md. Kamal Hosen উপস্তিত ছিলেন এবং গোশত বিতরণ সম্পন্ন করেছেন।
প্রাণোচ্ছ্বাস
"আত্নসেবা নয়,মানবসেবা"

24/05/2025

আলহামদুলিল্লাহ ।
"প্রাণোচ্ছ্বাস শিক্ষাবৃত্তি প্রজেক্ট" চলমান। আজ ৬ জন মেধাবী শিক্ষার্থীকে মে মাসের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

***এছাড়াও একজন বৃদ্ধ মহিলাকে ইনসুলিন সেবা প্রদান করা হয়েছে।

সবাই দোয়া করবেন এবং প্রাণোচ্ছ্বাস এর সাথেই থাকবেন।

প্রাণোচ্ছ্বাস - আত্মসেবা নয়, মানবসেবা। ❤️

আলহামদুলিল্লাহ । প্রাণোচ্ছ্বাস - আত্মসেবা নয়, মানবসেবা। আবারো একজন মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়াতে পেরেছে। আপনাদের সকলের...
26/04/2025

আলহামদুলিল্লাহ ।
প্রাণোচ্ছ্বাস - আত্মসেবা নয়, মানবসেবা। আবারো একজন মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়াতে পেরেছে। আপনাদের সকলের জ্ঞাতার্থে স্ক্রিনশট শেয়ার করলাম।মেধাবী শিক্ষার্থীটির জন্য সবাই দোয়া করবেন যেনো সে তার লক্ষ্য অর্জনে সক্ষম হয়।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা Jannatun Ferdous Nitu আপু ❤️❤️❤️ মেধাবী শিক্ষার্থীটির পাশে দাঁড়ানোর জন্য , আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

প্রাণোচ্ছ্বাস - আত্মসেবা নয়, মানবসেবা। এর পক্ষ হতে সকল শুভানুধ্যায়ীরা কে পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা।ঈদ মোবারক (Eid Mu...
30/03/2025

প্রাণোচ্ছ্বাস - আত্মসেবা নয়, মানবসেবা। এর পক্ষ হতে সকল শুভানুধ্যায়ীরা কে পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা।
ঈদ মোবারক (Eid Mubarak).

تقبل الله منا ومينكوم
"তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"।
অর্থ: আল্লাহ আমাদের এবং আপনার (ইবাদাত-বন্দেগী) কবুল করুন।

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা!আমাদের এই মহান স্বাধীনতা অর্জিত হয়েছে অসংখ্য ত্যাগ ও রক্তের বিনিময়ে। আসুন, আমরা সেই সকল বীর শহ...
26/03/2025

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা!

আমাদের এই মহান স্বাধীনতা অর্জিত হয়েছে অসংখ্য ত্যাগ ও রক্তের বিনিময়ে। আসুন, আমরা সেই সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই এবং তাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হই।

প্রাণোচ্ছ্বাস - আত্মসেবা নয়, মানবসেবা। এর পক্ষ থেকে আমরা সবাইকে আহ্বান জানাই—দেশপ্রেম, মানবতা ও ন্যায়বিচারের পথ অনুসরণ করে একসাথে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলি।

আলহামদুলিল্লাহ । প্রাণোচ্ছ্বাস - আত্মসেবা নয়, মানবসেবা। ❤️আমরা একজন এইচএসসি পরীক্ষার্থীর ফর্ম ফিলাপ এর টাকা দিয়ে তার পাশ...
14/03/2025

আলহামদুলিল্লাহ ।
প্রাণোচ্ছ্বাস - আত্মসেবা নয়, মানবসেবা। ❤️
আমরা একজন এইচএসসি পরীক্ষার্থীর ফর্ম ফিলাপ এর টাকা দিয়ে তার পাশে দাঁড়াতে পেরেছি।যারা ডোনেট করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা।
এরকম আরো অনেক আবেদন থাকে।আপনাদের সকলের দোয়া, ভালোবাসা ও আর্থিক সহযোগিতায় আমরা আরো এমন মানুষের সাহায্যে এগিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। আপনারাও চাইলে আপনাদের সাধ্যমতো আমাদের ডোনেট করতে পারেন।

বরাবরের ন্যায় পুরো রমজান জুড়ে আমাদের যাকাত ফান্ড চলমান, আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন।

প্রিয় শুভাকাঙ্ক্ষীবৃন্দ,আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।আল্লাহ তায়ালার অসীম রহমতে  প্রতিবারের ন্যায় এবারো অসহায় ও দ...
06/03/2025

প্রিয় শুভাকাঙ্ক্ষীবৃন্দ,

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

আল্লাহ তায়ালার অসীম রহমতে প্রতিবারের ন্যায় এবারো অসহায় ও দরিদ্র মানুষের সহায়তার জন্য যাকাত ফান্ড সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে । আপনার যাকাতের অর্থ গরীব, দুস্থ: ও অভাবগ্রস্তদের জীবনে পরিবর্তন আনতে পারে।

আপনার দান হতে পারে:
✅ অসহায় পরিবারের চিকিৎসা সহায়তা
✅এককালীন অর্থ প্রদানের মাধ্যমে স্বাবলম্বী প্রজেক্ট যেমন: দোকান,রিক্সা, কৃষি সহ অন্যান্য ক্ষেত্রে সহায়তা প্রদান।

✅ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা
✅ বিধবা ও এতিমদের সাহায্য
✅ অন্যান্য জরুরি সহায়তা

আপনার যাকাত পৌঁছে দিন প্রাণোচ্ছ্বাসের মাধ্যমে।
বিকাশ: 01750-716364
নগদ: 01750-716364
রকেট: 01750-7163641

ব্যাংক একাউন্ট :
#সোনালী ব্যাংক লিমিটেড
একাউন্ট নাম্বার: 1912502001425
ব্রাঞ্চ: পঞ্চগড় ব্রাঞ্চ(প্রাণোচ্ছ্বাস)

#ডাচ বাংলা ব্যাংক লিমিটেড
একাউন্ট নাম্বার:2191052235
(মো: সোহেল রানা)

"যে ব্যক্তি দান করে, আল্লাহ তাকে বহুগুণ প্রতিদান দেন।" (সুরা আল-বাকারাহ: ২৬১)

যাকাত ফান্ড সংক্রান্ত যে কোন জিজ্ঞাসায় যোগাযোগ করুন:
আদিব-01790-594347
সোহেল-01750-716364
ফয়সাল-01742-690650

আল্লাহ আমাদের সকল দান কবুল করুন। আমিন।

25/02/2025

আলহামদুলিল্লাহ ।
"প্রাণোচ্ছ্বাস শিক্ষাবৃত্তি প্রজেক্ট" চলমান। আজ ৭ জন মেধাবী শিক্ষার্থীকে ফেব্রুয়ারী মাসের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

***এছাড়াও একজন শিক্ষার্থীকে তার চিকিৎসা বাবদ চিকিৎসা ভাতা এবং একজন বৃদ্ধ মহিলাকে ইনসুলিন সেবা প্রদান করা হয়েছে।

সবাই দোয়া করবেন এবং প্রাণোচ্ছ্বাস এর সাথেই থাকবেন।

প্রাণোচ্ছ্বাস - আত্মসেবা নয়, মানবসেবা। । 🌸

আসসালামুয়ালাইকুম। প্রাণোচ্ছ্বাস এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্যের নিজস্ব অর্থায়নে আজকে বিপি সরকারি উচ্চ বিদ্যালয় এর একজন শি...
18/02/2025

আসসালামুয়ালাইকুম।
প্রাণোচ্ছ্বাস এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্যের নিজস্ব অর্থায়নে আজকে বিপি সরকারি উচ্চ বিদ্যালয় এর একজন শিক্ষার্থীকে সাহায্যে করা হয় তার ভর্তিতে।
ধন্যবাদ প্রাণোচ্ছ্বাস এর সকল দাতা ও সদস্যদের।আপনাদের সহযোগিতায় প্রাণোচ্ছ্বাস প্রজন্ম থেকে প্রজন্ম মানুষের সাহায্যে করে যেতে চায়।
মানবতার সেবায় প্রাণোচ্ছ্বাস সদা প্রস্তুত।

Address

Puraton Panchagarh
Panchagarh
5000

Telephone

+8801672531099

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রাণোচ্ছ্বাস - আত্মসেবা নয়, মানবসেবা। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to প্রাণোচ্ছ্বাস - আত্মসেবা নয়, মানবসেবা।:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram