Saabit Diabetic Care Center

  • Home
  • Saabit Diabetic Care Center

Saabit Diabetic Care Center সু স্বাস্থ্যের নতুন সংগ্রাম

২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যেবিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা সেবাক্যাম্পেইনের সময়:বিকাল ৩ টা থেকে রা...
20/02/2024

২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে
বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা
ক্যাম্পেইনের সময়:
বিকাল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত
ফ্রি -
~ বিশেষজ্ঞ চিকিৎসক পরামর্শ
~ ব্লাড প্রেসার

বিশেষ ছাড় -
সকল প্যাথলজী পরীক্ষায় - ৫০%
সকল ইমেজিং পরীক্ষায় - ৪০%
সকল দেশীয় ঔষধে - ৮%
ঠিকানাঃ
নুরজাহান হসপিটাল
ছনপাড়া বাস স্ট্যান্ড, ইপিজেড, আড়াইহাজার, নারায়নগঞ্জ।
সিরিয়াল:
01896-006484
01896-006494
হটলাইনঃ 01707235555

24/09/2023

মহিলাদের বন্ধ্যাত্ব : -

নিম্নে প্রধানত ৭ টি লক্ষণ দেখে অবশ্যই বন্ধ্যাত্বের আচ পাওয়া সম্ভব:-

১। পলিসিস্টিক ওভারি: অনিয়মিত ঋতুস্রাব, ভারজিনাল ডিসচার্জ, তলপেটের ব্যথা হলেই ডাক্তারের পরামর্শ নিন।

২। ওভারিতে টিউমার: এক্ষেত্রে কনসিভ করতে অসুবিধা হয়।

৩। অ্যান্ড্রোমেট্রিওসিস : পিরিয়ডের সময় তলপেটে যন্ত্রণা বেশি বেশি রক্তপাত এর লক্ষণ।

৪। থাইরয়েড: এর ফলে অনিয়মিত মাসিক চক্র হয়।

৫। জেনিটাল টিবি : টিভি জরায়ু ও ফেলোফিয়ান টিউবে ও ছড়িয়ে পড়ে। ফলে হতে পারে বন্ধ্যাত্ব।

৬। ফাইব্রয়েড : মাসিকের সময় অতিরিক্ত রক্তপাত, বহুদিন ধরে ঋতুস্রাব, পেলভিক অঞ্চলে ব্যথা এর লক্ষণ।

৭। জরায়ু ও ফ্যালোপিয়ান টিউবে সংক্রামন : এতে ও আসতে পারে বন্ধ্যাত্ব।

11/08/2023

ডেঙ্গু রোগের চিকিৎসার জন্য নুরজাহান হসপিটালে যোগাযোগ করুন।
সিরিয়ালের জন্য: 01896-006484, 01896006494
ঠিকানা: ছনপাড়া বাসস্ট্যান্ড (ইপিজেড) আড়াইহাজার, নারায়ণগন্জ।

#বিশেষজ্ঞ
#বিশেষজ্ঞ #ডেঙ্গু #ডেঙ্গুজ্বর

23/10/2022
01/04/2022

কোন রোগের জন্য কি টেষ্ট করা হয়ঃ
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
🔴CBC যে যে রোগে করা হয়ঃ
"""''''''''""""""""""""""'"''"'""""'''''''''"
⏩জ্বর হলে কি কারণে হচ্ছে তার ধারণা নেয়ার জন্য।অনেক সময় blood culture করতে হয়।
⏩শরীরে রক্তের পরিমাণ কেমন আছে জানার জন্য।
⏩রক্তের ঘাটতি থাকলে সেটা আয়রণ বা ভিটামিনের অভাবে হচ্ছে কিনা জানার জন্য।
⏩শরীরে এলার্জি কেমন তার ধারণা পাওয়া যায়।
⏩রক্তে ইনফেকশন বা প্রদাহ কেমন তার ধারণা পাওয়া যায়।
⏩রক্ত জমাট বাধার উপাদান কি পরিমাণ আছে তা জানা যায়।
⏩ব্লাড ক্যান্সার হয়েছে কিনা তার ব্যাপারে ধারণা পাওয়া যায়।

🔵Urine R/E প্রস্রাব টেস্ট যে যে কারনে করা হয়ঃ
""'''''''''''''''''''''''''''""""""""""""""""""
👉ইনফেকশন আছে কিনা,থাকলে সিভিয়ারিটি কতটুকু
👉ডায়াবেটিস আছে কিনা
👉প্রোটিন যায় কিনা
👉রক্ত যায় কিনা
👉কিডনীতে পাথর আছে কিনা

🔴RBS-Random Blood Sugar: ডায়াবেটিস আছে কিনা তার ধারণা করার জন্য প্রাথমিক টেস্ট।

🔵Serum Creatinine:যেইসব রোগীর কিডনীর সমস্যা হতে পারে বলে ধারণা করা হয় এ টেস্ট তাদের করা হয়।(প্রেশার ও ডায়াবেটিস রোগীর জন্য বাধ্যতামূলক টেস্ট। ব্যথার ঔষধ দেয়ার আগেও এটেস্ট করা উচিত)

🔴Lipid profile: রক্তে চর্বির পরিমাণ বুঝার জন্য এটা করা হয়।হার্টের ও প্যানক্রিয়াটাইটিস রোগীর জন্য এটা খুব জরুরি।

🔵Serum Bilirubin: জন্ডিস আছে কিনা দেখা হয়।একদম প্রাথমিক টেস্ট।জন্ডিস হয়ে গেলে আরো টেস্ট করতে হয়।

🔴SGPT/SGOT: লিভারের কন্ডিশন বুঝার জন্য এটা করা হয়।লিভার কতটুকু এনজাইম উৎপন্ন করছে তা দেখা হয়।

🔵Serum Electrolyte: রক্তে খনিজের পরিমাণ জানার জন্য এটা করা হয়।শরীর দূর্বল লাগলে,বেশীবমি, ডায়রিয়া এসব ক্ষেত্রে এ পরীক্ষা করা হয়।

🔴HBsAG: জন্ডিস এবং লিভার কন্ডিশন বুঝার জন্য এ পরিক্ষা করা হয়।
🔵HBA1c: ডায়বেটিস বা রক্তে গ্লুকোজ নির্ণয়ের জন্য করা হয়।

🔴S. Uric Acid: কিডনির কার্যক্ষমতা নির্ণয় করারা জন্য এ পরিক্ষা দেওয়া হয়।

🔵LFT: লিভারের সমস্যা বুঝতে এ পরিক্ষা করা হয়।

🔴BT CT: রক্তরােগের ব্যাপারে ধারণা পাওয়া যায়।

🔵Via Test: সার্ভিক্সের ইনফেকশন বা ক্যান্সার নির্ণয়ের জন্য এ পরিক্ষা করা হয়।

🔴TSH: Thyroid stimulating hormone এই পরিক্ষা হরমন নির্ণয়ের জন্য করা হয়।

🔵EcG: হৃদরােগের অবস্থা বুঝার জন্য প্রাথমিক টেস্ট।

🔴chestX-ray: বুকের ও হার্টের কন্ডিশন বুঝার জন্য।

আবারও আসতে পারে লক ডাউন
04/01/2022

আবারও আসতে পারে লক ডাউন

করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনের আশঙ্কায় যানবাহনে অর্ধেক আসনে যাত্রী নিয়ে চলাচল করাসহ একগুচ্ছ বিধিনিষেধ আসছে।

Address


Telephone

+8801921635555

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saabit Diabetic Care Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Saabit Diabetic Care Center:

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram