Seba Griha/সেবাগৃহ

  • Home
  • Seba Griha/সেবাগৃহ

Seba Griha/সেবাগৃহ স্বাস্থ্যসেবা এবং পরামর্শ কেন্দ্র।

14/06/2024

. প্রসবকালীন সময়ে
ভুল চিকিৎসা বা অজ্ঞতায়
প্রত্যন্ত গ্রাম এলাকায়
শতশত মায়ের
অকালে মর্মান্তিক মৃত্যু হয়।।
এগুলো মিডিয়ায় আসে না।।

ভুল চিকিৎসায়
নিরবে নিভৃতে একদম অকালেই ঝড়ে পড়ে কত নিস্পাপ প্রসুতি নারী ও
নবজাতক।



⭕আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করছি।
🟠 ১। প্রসুতি মহিলা বাড়িতে। প্রসব বেদনা ঠিকমত উঠছে না, বাচ্চাও ডেলিভারি হচ্ছে না। গ্রাম্য দাইও পারছেন না।
🟠২। স্থানীয় চিকিৎসক(?) কে আনা হলো। তিনি শিরায় (রগে) সেলাইন লাগিয়ে তার ভিতর ইঞ্জেকশন "সিন্টোসিনন"(অক্সিটোসিন) মিশিয়ে সেলাইন চালু করলেন। বললেন কিছুক্ষন পর ডেলিভারি হবে। বলে অন্য খানে চলে গেলেন।
🟠৩। কিছুক্ষণ পর ব্যাথা শুরু হলো। কিন্তু অতিরিক্ত রক্তপাত শুরু হল। ডেলিভারি তো হলই না, বরং পেট ফুলতে থাকলো।
🟠মানে হচ্ছে জড়ায়ুর মুখ বন্ধ অবস্থায় কৃত্রিমভাবে ব্যথা শুরুর ইঞ্জেকশন দেয়ায় জড়ায়ু ফেটে গিয়ে পেটের ভিতরেই বাচ্চা জড়ায়ুর ভিতর থেকে পেটের মধ্যে চলে গেছে।
ফলে হাসপাতালে নেয়ার আগেই অতিরিক্ত রক্তক্ষরনে প্রসুতির মৃত্যু হল।
🟠৪। প্রশ্ন হল এখানে কোন্ ভুল চিকিৎসায় প্রসুতির মৃত্যু হল?
🟠৫। উত্তর হল- ইঞ্জেকশন অক্সিটোসিন দেয়ার আগে অবশ্য অবশ্যই নিজে বা দাইয়ের দ্বারা চেক করানো উচিৎ ছিলো জড়ায়ুর মুখ কমপক্ষে দুই আংগুল খুলেছে কিনা।
🟠৬।যদি জড়ায়ুর মুখ না খুলে থাকে তাহলে কোনক্রমেই ইঞ্জেকশন দিয়ে কৃত্রিম ভাবে ব্যাথা উঠানো যাবে না।
🟠৭।সবাই চিন্তা করুন - কি ভয়াবহ ব্যাপার!! ** জড়ায়ুর মুখ বন্ধ অথচ ইঞ্জেকশনের কারনে জড়ায়ু তে তুমুল নড়াচড়া/যুদ্ধ শুরু হয়েছে ডেলিভারি হবে বলে। কিন্তু কি করে হবে? জড়ায়ুর মুখ তো বন্ধ।
🟠৮। কি ভয়াবহ ব্যাপার একবার ভাবুন?
🟠৯। ফলে জড়ায়ু ফেটে গিয়ে পেটের ভিতরেই বাচ্চার মৃত্যু।
🟠এবং জড়ায়ু হতে অতিরিক্ত রক্তক্ষরনে মহিলার মৃত্যু।

🟠১০।এখন নিজের মর্মান্তিক অভিজ্ঞতার কথা শেয়ার করি।

🟠১১।১৯৯১ সালে রংপুরের গংগাচড়ায় চাকুরী কালীল উত্তর কোলকোন্দ গ্রামে এমন একটি কেসে এটেন্ড করে তৎকালীন চেয়ারম্যান মোস্তফা কামালের (পরে মৃত) সহযোগিতায় প্রসুতিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
🟠১২। জড়ায়ুর ব্লিডিং বন্ধ ও পেটের মৃত বাচ্চা বের করার জন্য অপ্রয়োজনীয় হলেও "সিজার" করতেই হয়। ওনাকে বাঁচাতে **জড়ায়ু কেটে ফেলে দিতে হয়। মোট পাঁচ ব্যাগ রক্ত দিতে হয়।আমি নিজেও এক ব্যাগ দিয়েছি।
🟠১৩।এটাই ছিল ওনার প্রথম গর্ভ। আর কখনও বাচ্চা জন্ম দিতে পারবে না- এই অজুহাতে কিছুদিন পর মহিলাকে তালাক দিয়ে স্বামী দ্বিতীয় বিয়ে করেন।
🟠১৪। এই অবসরে কেন জানিনা স্মৃতির ঝুলিতে চাপা পড়ে থাকা এসব দুঃখের ঘটনা গুলো মন কে ভীষণ ভাবে নাড়া দেয়।
🟠 ১৫। আমাদের ডাক্তারদের মন শক্ত রাখতে হয়। কিন্তু এই ঘটনাটি মনে হলে এখনো মনে অজান্তেই দুচোখ অশ্রু সিক্ত হয়ে ওঠে। বারবার ওই অসহায়া নারীর কথা মনে হয়।
🟠১৬। আমি এই পোস্টে ভুল কিছু লিখে থাকলে তা যে কেউ সংশোধন বা
সংযোজন করলে খুশি হবো।

সবার কাছে আমার ও পরিবারের
জন্য দোয়া প্রার্থী।
#ডাঃ হিরা।

26/02/2024

. "প্রেসার হাই" মানেই
"হাই প্রেসার" নয়।
#গুরুত্বপূর্ণ পোস্ট
লিখেছেনঃ Dr.Hira sir
ধরুন এমনিতেই একদিন প্রেসার মাপলেন।
দেখলেন "হাই প্রেসার"
সাথেই ঔষধ খাওয়া শুরু করবেন না।
এমনও হতে পারে
আপনি "হাই প্রেসারের" রোগীই নন।
হয়তো কিডনি বা অন্য রোগে ভুগছেন। কারণ কিডনি বা অন্য রোগের কারণেও
আপনার "প্রেসার হাই" হতে পারে।
সুতরাং আগে পরীক্ষা নীরিক্ষা করুন।
ডাক্তার দেখান।



🟠১. প্রেসার হাই হলে শুধুমাত্র প্রেসারের ঔষধ খেলেই হবে না।
🟠২. কিডনি সহ অন্যান্য পরীক্ষাও অবশ্যই করতে হবে।
🟠৩. কারণ এমনও পারে আপনি হাই প্রেসারের রোগীই নন।
🟠৪. আপনি আসলে কিডনির রোগী।
কারণ কিডনির রোগেও প্রেসার বেড়ে যায়।
🟠৫. ধরুন ২২ বছর বয়সী যুবকের হাই প্রেসার।
🟠৬. এটি কি আসলেই হাই প্রেসার ?
🟠৭. নাকি অন্য রোগের লক্ষন??
🥯৮. সুতরাং আগে ডাক্তার দেখান
🥯৯.তার পরামর্শে পরীক্ষা নীরিক্ষা করুন
🟠১০. (নবীন চিকিৎসকদের করনীয়)
🟠১১. নিজের অভিজ্ঞতার কথা বলছি -
🟠 ১২. ১৯৯১ সালের ঘটনা। আমি তখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গংগাচড়া, রংপুরে ।
🟠১২. ২২ বছর বয়সের একজন রোগীর একশিরা (হাইড্রোসিল) অপারেশন হবে।
🟠১৩. হাসপাতালে RMO, গংগাচড়ার তুমুল জনপ্রিয় চিকিৎসক শ্রদ্ধেয় ডাঃ বিডি বিধু দাদা বললেন, "হীরা--রোগীর প্রেসার দেখো।"
🟠 ১৪. আমি দেখলাম রোগীর প্রেসার ২০০/১০০ মি,মি, অফ মার্কারী।
🟠১৫. অথচ হাই প্রেসারের কোন লক্ষন নাই।
🟠১৬. ভাবলাম আমার প্রেসার মেসিন নস্ট।

🟠১৭.. দাদাও দেখলেন একই।
🟠 ১৮. এই হাই প্রেসারে তো একশিরা অপারেশন চলবে না।
🟠১৯. দাদার পরামর্শে রোগীকে আমার হোন্ডায় রংপুরে নিয়ে গেলাম।
🟠২০. কিডনির পরীক্ষা আই ভি ইউ এবং রক্তের ক্রিয়েটিনিন পরীক্ষা শেষে
🟠২১. বিশেষজ্ঞ ডাক্তার বললেন রোগীর একটি কিডনি কাজ করছে না বা নস্ট। সেই কারনেই হাই প্রেসার।
🟠২২. পরে আমি নিজে ওনাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়ে দিলাম।
🟠২৩.অপারেশন করে নস্ট কিডনি ফেলে দেয়া হ'ল।
🟠২৪. তারপর থেকে অদ্যাবধি রোগী ভাল।
🟠২৫. প্রেসারও স্বাভাবিক।
⭕২৬. প্রেসারের ঔষধ খেতে হচ্ছে না।

, 🧧২৭. কিডনি রোগের প্রাথমিক লক্ষন
গুলো এখানে উল্লেখ করলাম🧧 --

🟠২৮. কোন লক্ষন নাও থাকতে পারে
🟠২৯. অন্য কারণে প্রেসার দেখতে গিয়ে দেখা গেল প্রেসার বেশি কিন্তু কোন লক্ষন নাই।
🟠 ৩০. মুখ, হাত, পা পেটে পানি/রস নামতে পারে, ফুলে যেতে পারে।
🟠৩১কোমর ব্যাথা- ডাইনে, বামে বা উভয় দিকে। কোমর ভারী মনে হওয়া।
🟠৩২. বয়স কম অথচ বসা থেকে উঠতে কোমর টেনে ধরে।
🟠৩৩ . প্রসাবে সমস্যা
🟠৩৪.. এছাড়াও যে কোন লক্ষন।
🟠 ৩৫. এই পোস্ট টি একান্তই আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা থেকে দেয়া।
🟠 ৩৬. আমি এই পোস্টে ভুল কিছু লিখে থাকলে তা যেকেউ সংশোধন বা সংযোজন করলে খুশি হবো।
🟠৩৭. কোনো মতামত দিতে পারেন।
🥯 কিছু সংযুক্ত করতে বললে করে দিব।
🟠৩৮. . এই পোস্ট থেকে নবীন চিকিৎসক, সাধারণ মানুষ ও বেতার শ্রোতাগন কিছুটা উপকৃত হলে বা সচেতনতা বাড়লে কৃতার্থ হব।

সবার কাছে আমার ও
আমার পরিবারের জন্য দোয়া প্রার্থী।

Seba Griha/সেবাগৃহ
12/12/2023

Seba Griha/সেবাগৃহ

মঙ্গল হোক সবার। সুস্থ সুন্দর থাকুক সবাই।
20/10/2023

মঙ্গল হোক সবার। সুস্থ সুন্দর থাকুক সবাই।

Address


5250

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801747527655

Website

Alerts

Be the first to know and let us send you an email when Seba Griha/সেবাগৃহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Seba Griha/সেবাগৃহ:

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram