14/06/2024
. প্রসবকালীন সময়ে
ভুল চিকিৎসা বা অজ্ঞতায়
প্রত্যন্ত গ্রাম এলাকায়
শতশত মায়ের
অকালে মর্মান্তিক মৃত্যু হয়।।
এগুলো মিডিয়ায় আসে না।।
ভুল চিকিৎসায়
নিরবে নিভৃতে একদম অকালেই ঝড়ে পড়ে কত নিস্পাপ প্রসুতি নারী ও
নবজাতক।
⭕আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করছি।
🟠 ১। প্রসুতি মহিলা বাড়িতে। প্রসব বেদনা ঠিকমত উঠছে না, বাচ্চাও ডেলিভারি হচ্ছে না। গ্রাম্য দাইও পারছেন না।
🟠২। স্থানীয় চিকিৎসক(?) কে আনা হলো। তিনি শিরায় (রগে) সেলাইন লাগিয়ে তার ভিতর ইঞ্জেকশন "সিন্টোসিনন"(অক্সিটোসিন) মিশিয়ে সেলাইন চালু করলেন। বললেন কিছুক্ষন পর ডেলিভারি হবে। বলে অন্য খানে চলে গেলেন।
🟠৩। কিছুক্ষণ পর ব্যাথা শুরু হলো। কিন্তু অতিরিক্ত রক্তপাত শুরু হল। ডেলিভারি তো হলই না, বরং পেট ফুলতে থাকলো।
🟠মানে হচ্ছে জড়ায়ুর মুখ বন্ধ অবস্থায় কৃত্রিমভাবে ব্যথা শুরুর ইঞ্জেকশন দেয়ায় জড়ায়ু ফেটে গিয়ে পেটের ভিতরেই বাচ্চা জড়ায়ুর ভিতর থেকে পেটের মধ্যে চলে গেছে।
ফলে হাসপাতালে নেয়ার আগেই অতিরিক্ত রক্তক্ষরনে প্রসুতির মৃত্যু হল।
🟠৪। প্রশ্ন হল এখানে কোন্ ভুল চিকিৎসায় প্রসুতির মৃত্যু হল?
🟠৫। উত্তর হল- ইঞ্জেকশন অক্সিটোসিন দেয়ার আগে অবশ্য অবশ্যই নিজে বা দাইয়ের দ্বারা চেক করানো উচিৎ ছিলো জড়ায়ুর মুখ কমপক্ষে দুই আংগুল খুলেছে কিনা।
🟠৬।যদি জড়ায়ুর মুখ না খুলে থাকে তাহলে কোনক্রমেই ইঞ্জেকশন দিয়ে কৃত্রিম ভাবে ব্যাথা উঠানো যাবে না।
🟠৭।সবাই চিন্তা করুন - কি ভয়াবহ ব্যাপার!! ** জড়ায়ুর মুখ বন্ধ অথচ ইঞ্জেকশনের কারনে জড়ায়ু তে তুমুল নড়াচড়া/যুদ্ধ শুরু হয়েছে ডেলিভারি হবে বলে। কিন্তু কি করে হবে? জড়ায়ুর মুখ তো বন্ধ।
🟠৮। কি ভয়াবহ ব্যাপার একবার ভাবুন?
🟠৯। ফলে জড়ায়ু ফেটে গিয়ে পেটের ভিতরেই বাচ্চার মৃত্যু।
🟠এবং জড়ায়ু হতে অতিরিক্ত রক্তক্ষরনে মহিলার মৃত্যু।
🟠১০।এখন নিজের মর্মান্তিক অভিজ্ঞতার কথা শেয়ার করি।
🟠১১।১৯৯১ সালে রংপুরের গংগাচড়ায় চাকুরী কালীল উত্তর কোলকোন্দ গ্রামে এমন একটি কেসে এটেন্ড করে তৎকালীন চেয়ারম্যান মোস্তফা কামালের (পরে মৃত) সহযোগিতায় প্রসুতিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
🟠১২। জড়ায়ুর ব্লিডিং বন্ধ ও পেটের মৃত বাচ্চা বের করার জন্য অপ্রয়োজনীয় হলেও "সিজার" করতেই হয়। ওনাকে বাঁচাতে **জড়ায়ু কেটে ফেলে দিতে হয়। মোট পাঁচ ব্যাগ রক্ত দিতে হয়।আমি নিজেও এক ব্যাগ দিয়েছি।
🟠১৩।এটাই ছিল ওনার প্রথম গর্ভ। আর কখনও বাচ্চা জন্ম দিতে পারবে না- এই অজুহাতে কিছুদিন পর মহিলাকে তালাক দিয়ে স্বামী দ্বিতীয় বিয়ে করেন।
🟠১৪। এই অবসরে কেন জানিনা স্মৃতির ঝুলিতে চাপা পড়ে থাকা এসব দুঃখের ঘটনা গুলো মন কে ভীষণ ভাবে নাড়া দেয়।
🟠 ১৫। আমাদের ডাক্তারদের মন শক্ত রাখতে হয়। কিন্তু এই ঘটনাটি মনে হলে এখনো মনে অজান্তেই দুচোখ অশ্রু সিক্ত হয়ে ওঠে। বারবার ওই অসহায়া নারীর কথা মনে হয়।
🟠১৬। আমি এই পোস্টে ভুল কিছু লিখে থাকলে তা যে কেউ সংশোধন বা
সংযোজন করলে খুশি হবো।
সবার কাছে আমার ও পরিবারের
জন্য দোয়া প্রার্থী।
#ডাঃ হিরা।