Ayat Shopping-1

Ayat Shopping-1 পার্শ্ব-প্রতি ক্রি-য়া নেই।
🔘দুইটি প্রো-ডাক্ট একসাথে অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি

 #আমাদের_কাস্টমার_রিভিউ_গুলো_দেখুন
30/08/2022

#আমাদের_কাস্টমার_রিভিউ_গুলো_দেখুন

 #স্বপ্নপূরণ_হাতের_মুঠোয়✅গ্যা-রা-ন্টি কার্ড সহ পাবেন✅মাত্র ৪৫ দিনে ৩-৬" ল-ম্বা হোনমূল্য ৭৫০/=ছেলে মেয়ে ( বয়-স ১০-৩৬ )...
30/08/2022

#স্বপ্নপূরণ_হাতের_মুঠোয়
✅গ্যা-রা-ন্টি কার্ড সহ পাবেন
✅মাত্র ৪৫ দিনে ৩-৬" ল-ম্বা হোন
মূল্য ৭৫০/=
ছেলে মেয়ে ( বয়-স ১০-৩৬ )
✅স্থা-য়ী মো-টা হোন
মাত্র ৩০ দি'নে ভরাট চেহা-রার অধি-কারী ও স্থা-য়ী মো-টা হউন
মূল্য ৭৫০/=
পার্শ্ব-প্রতি ক্রি-য়া নেই।
🔘দুইটি প্রো-ডাক্ট একসাথে অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি

বিস্তারিত জানতে কল করুন
ডাঃ নাজমুল
🔘01762200689
সকাল ৯ টা- রাত ১০ টা
পর্যন্ত প্রতিদিন কল করে কথা বলতে পারবেন।

আমড়ার পুষ্টিগুণ(১) আমড়া ভিটামিন ‘সি’ ‘এ’ সমৃদ্ধ যা একটি অত্যাবশ্যকীয় ভিটামিন ও প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। তাই আমড়ার ভ...
30/08/2022

আমড়ার পুষ্টিগুণ
(১) আমড়া ভিটামিন ‘সি’ ‘এ’ সমৃদ্ধ যা একটি অত্যাবশ্যকীয় ভিটামিন ও প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। তাই আমড়ার ভিটামিন ‘সি’ ফ্রি র‍্যাডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে শরীরকে। ১০০গ্রাম আমড়ায় ৪৬.৪ মিলিগ্রাম ভিটামিন ‘সি’ থাকে।

(২) দৈনিক ভিটামিন সি এর চাহিদার ৩৯%-৪৯% পূরণ হয় একটি আমড়া খেলে। ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে এবং কোলাজেনের উৎপাদনে সাহায্য করে। কোলাজেন স্কিন, লিগামেন্ট, টেন্ডন ও কার্টিলেজকে স্বাস্থ্যবান রাখতে সাহায্য করে।

(৩) ১০০ গ্রাম আমড়ায় ২.৮ মিলিগ্রাম আয়রন থাকে। দৈনিক আয়রনের চাহিদার ১৫.৫%-৩৫% পূরণ হয় ১০০ গ্রাম আমড়া খেলে। শরীরের সার্বিক কাজ ঠিকভাবে সম্পন্ন হওয়ার জন্য আয়রন প্রয়োজন। সারা শরীরে অক্সিজেন সরবরাহ করে হিমোগ্লোবিন ও মায়োগ্লোবিন।

(৪) হিমোগ্লোবিন ও মায়োগ্লোবিন এর উৎপাদনে সাহায্য করে আয়রন। হিমোগ্লোবিন থাকে লাল রক্ত কণিকায়। তাই আয়রন জাতীয় খাবার বেশি খেলে লাল রক্ত কণিকার উৎপাদন বৃদ্ধি পায়। অ্যানেমিয়া দূর করতে আমড়া খান।

(৫) আমড়া সার্বিক কোলেস্টেরলের মাত্রা কমায় এবং এজন্যই হার্টের উপর অ্যান্টিঅক্সিডেন্টের প্রভাবের সঙ্গে রেমিপ্রিল এর প্রভাবের তুলনা করেন। তাই বলা যায় আমড়া খাওয়া সার্বিক হৃদস্বাস্থ্যের জন্যই উপকারী।

কামরাঙ্গার পুষ্টিগুণ(১) আঁশ জাতীয় উপাদান ও পানির পরিমাণ বেশি থাকায় এবং ক্যালোরির পরিমাণ কম থাকায় কামরাঙ্গা নিয়মিত খেলে ত...
30/08/2022

কামরাঙ্গার পুষ্টিগুণ
(১) আঁশ জাতীয় উপাদান ও পানির পরিমাণ বেশি থাকায় এবং ক্যালোরির পরিমাণ কম থাকায় কামরাঙ্গা নিয়মিত খেলে তা শরীরের ওজন কমাতে সাহায্য করে।

(২) কামরাঙ্গা রুচি ও হজমশক্তি বাড়ায়। পেটের ব্যথায় কামরাঙ্গা খুব উপকারি। কামরাঙ্গায় আছে এলজিক এসিড। এটি অন্ত্রের ক্যান্সার প্রতিরোধ করে।

(৩) কামরাঙ্গা পুড়িয়ে ভর্তা করে খেলে ঠাণ্ডাজনিত সমস্যা থেকে মুক্তি মেলে। দীর্ঘদিনের জমাট সর্দি বের করে দিয়ে কাশি উপশম করে। শুকনো কামরাঙ্গা জ্বরের জন্য খুব উপকারি।

(৪) কামরাঙ্গা পাতা ও ডগার গুঁড়া খেলে জলবসন্ত ও বক্রকৃমি নিরাময় হয়। কৃমির সমস্যা সমাধানে কামরাঙ্গা ফলও উপকারি। কামরাঙ্গার রসের সঙ্গে নিমপাতা মিশিয়ে খেলে কৃমি দূর হয়।

(৫) দুই গ্রাম পরিমাণ শুকনো কামরাঙ্গার গুঁড়া পানির সঙ্গে রোজ একবার করে খেলে অর্শ রোগে উপকার পাওয়া যায়। আর বাতের ব্যথায়ও কামরাঙ্গা বেশ উপকারী।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ayat Shopping-1 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram