12/01/2026
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় কারখানাসমূহে MIS কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠান আজ বিকেএমইএ চট্টগ্রাম কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠনে প্রধান অতিথি ছিলেন বিকেএমইএ'র পরিচালক জনাব আব্দুল বারেক, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক আতিয়া চৌধুরী, বিকেএমইএ সিনিয়র যুগ্ম-সচিব মোঃ আলতাফ উদ্দিন এবং প্রজেক্ট কো-অর্ডিনেটর ও সহ যুগ্ম-সচিব মার-আ-নূল ইসলাম সভিন।
এ কর্মসূচির আওতায় বিকেএমইএ সদস্যভুক্ত কারখানাসমূহের গর্ভবতী মহিলা শ্রমিকগণ মাসিক ভিত্তিতে ৮৫০ টাকা করে ৩৬ মাস ভাতা পাচ্ছেন।
এ প্রশিক্ষণে চট্টগ্রামস্থ ২২টি কারখানার ২২ জন মধ্যম লেভেল কর্মকর্তা MIS বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করেন এবং আগামীতে এ কর্ম সূচির আওতায় চট্টগ্রামস্থ অন্যান্য সদস্যভুক্ত কারখানাসমূহকে অন্তর্ভূক্তকরণে বিকেএমইএ আশা ব্যক্ত করেন।