Medical Rx

Medical Rx Health Tips!

টে'নশন দু'শ্চিন্তা কমিয়ে মা'থা ঠা'ন্ডা রাখে মন প্র'ফুল্ল রাখে ও রাতের ঘুম ক্লিয়ার করে। ১+০+০   #স্বাস্থ্যটিপস
16/07/2025

টে'নশন দু'শ্চিন্তা কমিয়ে মা'থা ঠা'ন্ডা রাখে মন প্র'ফুল্ল রাখে ও রাতের ঘুম ক্লিয়ার করে। ১+০+০
#স্বাস্থ্যটিপস

অতিরিক্ত চাঁদা খাওয়ার ক্ষতিকর দিকঃমার্কারি বিষক্রিয়ার ফলে বেশি খেলে স্নায়ুতন্ত্রে ক্ষতি হতে পারে।কোলেস্টেরলের কারণে LDL ...
15/07/2025

অতিরিক্ত চাঁদা খাওয়ার ক্ষতিকর দিকঃ

মার্কারি বিষক্রিয়ার ফলে বেশি খেলে স্নায়ুতন্ত্রে ক্ষতি হতে পারে।

কোলেস্টেরলের কারণে LDL বেড়ে হৃদরোগের ঝুঁকি বেড়ে যেতে পারে।

অতিরিক্ত খেলে কিডনি রোগের অবস্থা খারাপ হতে পারে।

কিছু মানুষের শরীরে মাছের tropomyosin প্রোটিন অ্যালার্জি তৈরি করে।

#স্বাস্থ্যটিপস

প্রতিদিন এক গ্লাস দুধে আপনি পাচ্ছেন ক্যালসিয়াম, ভিটামিন ডি, ভিটামিন বি১২, প্রোটিন, ফসফরাস ও পটাশিয়ামের মত উপাদান—যা শুধু...
15/07/2025

প্রতিদিন এক গ্লাস দুধে আপনি পাচ্ছেন ক্যালসিয়াম, ভিটামিন ডি, ভিটামিন বি১২, প্রোটিন, ফসফরাস ও পটাশিয়ামের মত উপাদান—যা শুধু হাড় মজবুতই রাখে না, হৃদপিণ্ড ও স্নায়ুতন্ত্রকেও সক্রিয় রাখে।

যাদের হাড়ে ব্যথা হয়, চুল পড়ে, ঘুমে সমস্যা হয় বা সহজেই ক্লান্ত হয়ে পড়েন—তাদের জন্য প্রতিদিন গরম দুধ হতে পারে একটি প্রাকৃতিক সমাধান। আর রাতে ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস গরম দুধ খেলে ঘুম ভালো হয়, মন শান্ত হয়, স্ট্রেসও কমে।

তাই দুধকে নিয়মিত খাবারের তালিকায় রাখুন। কারণ সুস্থ থাকতে চাইলে, শক্তি ধরে রাখতে চাইলে, প্রতিদিনের একটা ছোট অভ্যাসই হতে পারে বড় সমাধান।
#দুধ #দুধের_উপকারিতা #দুধ_কেন_খাবেন

বর্তমানে চর্মরোগ বা চুলকানির সমস্যার জন্য কোভিড ভ্যাক্সিনের কোনো সম্পর্ক নেই। বরং স্কেবিস বা ফাংগাস মহামারি হবার জন্য দা...
14/07/2025

বর্তমানে চর্মরোগ বা চুলকানির সমস্যার জন্য কোভিড ভ্যাক্সিনের কোনো সম্পর্ক নেই। বরং স্কেবিস বা ফাংগাস মহামারি হবার জন্য দায়ী ফার্মেসী দোকানদার দের উল্টা পাল্টা ক্রিম, তারা স্টেরয়েড ক্রিম দেয় না বুঝে যার ফলে এই চর্ম রোগ গুলো দ্রুত বেড়ে যায় এবং চারিদিকে ছড়িয়ে পড়ে এবং অনেকে না বুঝেই টিকাকে দায়ী করে যার কোনো ভিত্তি নেই। যেকোনো চর্মরোগে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো মলম বা ক্রিম ব্যবহার করা নিষেধ। দ্রুত এমবিবিএস/অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিবেন তাতে সুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে।
#চর্মরোগ #চুলকানি #স্বাস্থ্যটিপস

   #সুস্থথাকারউপায়    #স্বাস্থ্যটিপস  #বাতজ্বর
09/07/2025

#সুস্থথাকারউপায় #স্বাস্থ্যটিপস #বাতজ্বর

অনেক সময় দেখা যায় অবিবাহিত মেয়েদের পিরিয়ড বন্ধ হয়ে গেছে। ডাক্তারের কাছে গেলে ডাক্তার বললো প্রেগনেন্সি টেস্ট করে নিয়ে আসু...
04/07/2025

অনেক সময় দেখা যায় অবিবাহিত মেয়েদের পিরিয়ড বন্ধ হয়ে গেছে। ডাক্তারের কাছে গেলে ডাক্তার বললো প্রেগনেন্সি টেস্ট করে নিয়ে আসুন। এমতাবস্থায় প্রথমে হয়তো রোগীর লোক বলবে রোগী অবিবাহিত। এখনও বিয়ে হয়নি, বাচ্চা কিভাবে হবে ডাক্তার তখন জোর দিয়ে বলবে আগে টেস্ট করে নিয়ে আসুন তারপর রোগী দেখবো, না হলে দেখবোনা। রোগী যাবে টেস্ট করাতে। এবার দেখা গেলো রোগী প্রেগনেন্সি টেস্ট পজেটিভ। বাড়ির লোক অবাক, রোগী অজ্ঞান।

তখন স্বাভাবিক ভাবেই রোগীর বক্তব্য থাকবে,
আমি কিছু করিনি। রোগীর লোকের বক্তব্য, কিছু করিসনি তো বাচ্চা কোথা থেকে এলো।
ডাক্তারের কাছে রোগী কাঁদতে কাঁদতে বলবে, বিশ্বাস করেন ডাক্তার সাহেব আমি কিছুই করিনি। বাচ্চা কোথা থেকে এলো আমি জানিনা।

রোগীর লোক যদি জীন বিশ্বাসী হয় তবে বলে দেবে জীনের বাচ্চা ওটা কিন্তু ডাক্তারের কেরামতি এখনও বাকি আছে।ডাক্তার তখন আলট্রাসনোগ্রাফির সাহায্য নেবে।

আলট্রাসনোগ্রাফিতে দেখা যাবে রোগী প্রেগনেন্ট না। রোগীর তল পেটে কোন ফেটাস নেই।

এখন প্রশ্ন হচ্ছে রোগীর পেটে বাচ্চা নেই কিন্তু প্রেগনেন্সি টেস্ট পজেটিভ আসলো কেন।
এটা যে স্ট্রিপ দিয়ে টেস্ট করা হয় সেই স্ট্রিপ আসলে বাচ্চা ডিটেকটর না।

একজন মহিলা যখন বাচ্চা কনসিভ করে তার ৬ দিনের মধ্যে human chorionic gonadotropin (HCG) নামক একটি হরমোন নিঃসৃত হয় দেহ থেকে যা ইউরিন এর মাধ্যনে দেহ থেকে বের হয়। হরমনটি মূলত syncytiotrophoblast (প্লাসেন্টা অংশ) রক্ষার কাজে ব্যবহৃত হয়।

কিন্তু এই একই হরমোন অনেক টিউমার যেমন : Seminoma, choriocarcinoma, germ cell tumors, hydatidiform mole formation, teratoma with elements of choriocarcinoma, and islet cell tumor এর কারণেও নি:সৃত হতে পারে। তখন তো প্রেগনেন্সি টেস্ট পজেটিভ দেখাবে।

এইরকম পরিস্থিতিতে প্রথমেই অনেকে আত্মহত্যার পথ বেছে নেয়। আত্মহত্যা করা বা অন্য কিছু ঘটানোর আগে সিউর হোন। আপনি নিজে সতর্ক হোন আর আশেপাশের মানুষকেও সতর্ক করুন। তাহলে হয়তো একটা প্রাণ বাঁচতে পারে। 🌸
©Aporan
এখানের সব তথ্য কি ঠিক আছে?
#মেয়েদেরস্বাস্থ্য #অবিবাহিত_মেয়ে_প্রেগনেন্ট

🌿 দুর্বা ঘাসের উপকারিতা চুলের জন্য:2. চুলের গোড়া মজবুত করে:দূর্বা ঘাস চুলের রুটে পুষ্টি সরবরাহ করে, ফলে নতুন চুল গজাতে ...
18/06/2025

🌿 দুর্বা ঘাসের উপকারিতা চুলের জন্য:

2. চুলের গোড়া মজবুত করে:
দূর্বা ঘাস চুলের রুটে পুষ্টি সরবরাহ করে, ফলে নতুন চুল গজাতে সাহায্য করে।

3. ড্যান্ড্রাফ (চুলকানি/ফুসকানি) কমায়:
এর অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ও অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য খুশকি দূর করতে সহায়তা করে।

4. স্ক্যাল্পের রক্তসঞ্চালন বৃদ্ধি করে:
স্ক্যাল্পে দূর্বা ঘাস ব্যবহার করলে রক্ত চলাচল বাড়ে, যা চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে।

5. চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে:
নিয়মিত ব্যবহারে চুলে প্রাকৃতিক শাইন ও নরমভাব ফিরে আসে।

✅কীভাবে ব্যবহার করবেন:

১. দূর্বা ঘাসের পেস্ট

তাজা দূর্বা ঘাস ভালো করে ধুয়ে পেস্ট তৈরি করুন।

স্ক্যাল্পে ম্যাসাজ করে লাগান এবং ৩০ মিনিট রেখে দিন।

তারপর নরম শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

জেনে রাখুন  #সাবধান
14/06/2025

জেনে রাখুন #সাবধান

গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা আজকাল প্রায় ঘরে ঘরে। অনিয়মিত খাবার, অতিরিক্ত ঝাল-মশলাযুক্ত খাবার, মানসিক চাপ এবং ভুল জ...
05/06/2025

গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা আজকাল প্রায় ঘরে ঘরে। অনিয়মিত খাবার, অতিরিক্ত ঝাল-মশলাযুক্ত খাবার, মানসিক চাপ এবং ভুল জীবনযাপন — সব মিলিয়ে পেটে গ্যাস, বুক জ্বালা, ঢেঁকুর ও বমিভাব আমাদের নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে।

আজ আমরা জানবো এমন ৬টি প্রাকৃতিক উপায়, যেগুলো গ্যাস্ট্রিকের সমস্যা কমাতে কার্যকর এবং সহজেই বাসায় মেনে চলা যায়।

✅ গ্যাস্ট্রিক থেকে মুক্তি – ৬টি ঘরোয়া ও প্রাকৃতিক উপায় :
🔹 গ্যাস্ট্রিক কমানোর জন্য আদা বা পুদিনা চা কীভাবে সাহায্য করে
🔹 খাওয়ার পর হালকা হাঁটা কেন জরুরি
🔹 ঠাণ্ডা দুধ বা দই পেট ঠান্ডা রাখতে কতটা কার্যকর
🔹 স্ট্রেস বা টেনশন কমালে গ্যাস্ট্রিক কমে কীভাবে
🔹 নিয়মিত ও পরিমিত খাওয়ার গুরুত্ব
🔹 কোমল পানীয় ও চা-কফির ক্ষতিকর দিক

📌 ঘরোয়া চিকিৎসা, কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই:
এই উপায়গুলো ১০০% প্রাকৃতিক এবং সাইড ইফেক্টমুক্ত। আপনি চাইলে সহজেই আপনার দৈনন্দিন জীবনে মেনে চলতে পারেন।

#গ্যাস্ট্রিক
#গ্যাস্ট্রিকের_সমস্যা
#গ্যাস্ট্রিক_থেকে_মুক্তি
#গ্যাস্ট্রিকের_উপায়
#গ্যাসের_সমস্যা
#পেটের_গ্যাস
#অ্যাসিডিটি_থেকে_মুক্তি
#গ্যাস্ট্রিকের_প্রাকৃতিক_চিকিৎসা
#গ্যাস্ট্রিকের_ঔষধ
#গ্যাস্ট্রিক_কি
#গ্যাস্ট্রিকের_লক্ষণ
#গ্যাস্ট্রিকের_ব্যথা
#গ্যাস্ট্রিক_দূর_করার_উপায়
#গ্যাস_অম্বল_থেকে_মুক্তি
#পেটে_গ্যাস_হলে_করণীয়
#দ্রুত_গ্যাস_কমানোর_উপায়

















👍 পোস্টটি যদি উপকারে আসে, তাহলে Like, Comment এবং Share করতে ভুলবেন না।
📩 নতুন নতুন ঘরোয়া চিকিৎসা জানতে Follow করে পাশে থাকুন!

🔔 ধন্যবাদ সবাইকে — সুস্থ থাকুন, গ্যাস্ট্রিক মুক্ত থাকুন!

Celebrating my 4th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
02/04/2025

Celebrating my 4th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when Medical Rx posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Medical Rx:

Share