16/01/2024
❣️ঔষধ খাওয়ার গুরুত্বপূর্ণ নিয়ম❣️
🔴যে ওষুধগুলো খাবার আগে খেতে হয়ঃ
১.সকল ধরনের গ্যাস্ট্রিকের ওষুধ (শুধু মাত্র গ্যাস্ট্রিকের সিরাপ ব্যাতীত)যেমনঃ
H2 Blocker- Ranitidine,Famotidine, Cimetidine etc.
PPI- Pantoprazole,Lansoprazole,Omeprazole,Rabeprazole,Esomeprazole,Dexlansoprazole.
২.বমির ও ইন্টিস্টাইন মোটালিটির ওষুধ গুলোঃOndansetron,Palonosetron,Domperidone.
৩.কিছু এন্টিবায়োটিক ওষুধঃ Azithromycin, Erythromycin.
৪.ডায়াবেটিসের কিছু ওষুধঃ
Glimepride.
৫.থাইরয়েডের ঔষধঃ
Levothyroxine Sodium.
🔴যে ওষুধগুলো খাবার পর খেতে হয়ঃ
১.সকল ধরনের ব্যাথার ওষুধ যেমনঃ Naproxen,Sulindac,ketorolac,Ibuprofen etc.
২. এন্টিবায়েটিকঃ Ciprofloxacin,Levoflaxacin,Cefuroxime,Cefixime etc.
৩.গ্যাস্টিকের সিরাপ জাতীয় ওষুধঃEntacyd Plus (Aluminium Hydroxide +Magnesium Hydroxide+Simethicone),Marlox plus(Magaldrote+Simethicone)
৪.এছাড়া অন্যান্য প্রায় সকল ওষুধ খাবার পর খেতে হয়।
🔴কিছু ওষুধ খাবারের মাঝে খেতে হয়। যেমনঃ
১.তীব্র ব্যাথার ওষুধঃAceclofenac,Indomethacine.
🔴কিছু ওষুধ চুষে খেতে হয়। যেমনঃ
১.কৃমিনাশক: Albendazole
২.ভিটামিন সি: Ascorbic Acid:Ceevit.
৩.গ্যাস্ট্রিকের: Aluminium Hydroxide+Magnesium Hydroxide ইত্যাদি।
🔴যে ওষুধ পানির সাথে মিশিয়ে খেতে হয়ঃ
১.Solution Urokit plus(Citric Acid monohydrate+potassium Citrate)
২.ক্যালসিয়াম + ভিটামিন সি জাতীয় ওষুধঃTab Cavic-C,
🔴যে ওষুধ সকালে খাওয়া উওমঃ
১.ইডিমা বা শরীরে পানি কমার ঔষধ: Frusemide.
২.থাইরয়েডের ঔষধঃLevothyroxine.
🔴যে ওষুধ দুপুরে খাওয়া উত্তমঃ
১. এসপিরিন জাতীয় ওষুধঃTab Ecosprin.
🔴কিছু ওষুধ রাতে খাওয়া উত্তম- প্রায় সকল ধরনের স্লিপিং পিল(Diazepam,Clonazepam,Bromazepam,Amitriptyline Hcl).
🔴কিছু ওষুধ জিহব্বার নিচে দিতে হয় যেমনঃGlyceryl trinitrate.
🔴কিছু ওষুধ শুধু মাত্র পায়ুপথে ব্যবহারের জন্য। যেমন- সকল ধরনের সাপোজেটরি ওষুধ(Suppository Voltalin).
🔴কিছু ওষুধ মুখে শ্বাস টেনে ভিতরে নিতে হয়ঃInhaler Salbutamol.
🔴কিছু ওষুধ শ্বাসনালি দিয়ে টেনে শ্বাস নিতে হয়। যেমন- Menthol গরম পানিতে দিয়ে বাষ্প টানতে হয়।
🔴কিছু ওষুধ মহিলাদের মাসিকের রাস্তায় ব্যবহার করতে হয়ঃ(Suppository Gynepro).
.....সকল ধরনের ওষুধ ডাক্তারদের পরামর্শ অনুযায়ী সঠিক সময়ে গ্রহণ করুন।ডোজ অবশ্যই সম্পন্ন করুন ধন্যবাদ