Dr. Amlan Barua

Dr. Amlan Barua চিকিৎসা ও স্বাস্থ্য সম্পর্কিত সঠিক জ্ঞান ও সুপরামর্শ অর্জন করুন, আপনাকে ও আপনার পরিবারকে সুরক্ষিত ও সুস্থ রাখুন।

📌নিয়মিত চিকিৎসা সেবায় নিয়োজিত আছি পটিয়া মা-শিশু ও জেনারেল হসপিটালে ( Patiya Maa Shishu Hospital)। 🏥চেম্বার : পটিয়া ...
15/08/2025

📌নিয়মিত চিকিৎসা সেবায় নিয়োজিত আছি পটিয়া মা-শিশু ও জেনারেল হসপিটালে ( Patiya Maa Shishu Hospital)।

🏥চেম্বার : পটিয়া মা-শিশু ও জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক প্রা. লি.
📍ঠিকানা : সাবেক পটিয়া সেন্ট্রাল হসপিটাল, সালাম টাওয়ার, মুন্সেফ বাজার, পটিয়া, চট্টগ্রাম
☎সিরিয়ালের জন্য : ০১৮৯৮-৯২২৩২৬
🕐 শুক্র, শনি, রবি, মঙ্গল, বুধ (বিকাল ৪টা - সন্ধ্যা ৭টা)

‼️আপনি কি জানেন - বাংলাদেশে প্রায় ১ কোটি মানুষ হেপাটাইটিসে আক্রান্ত?🟡 হেপাটাইটিস হলো লিভারের প্রদাহজনিত রোগ।⚠️ হেপাটাই...
14/08/2025

‼️আপনি কি জানেন - বাংলাদেশে প্রায় ১ কোটি মানুষ হেপাটাইটিসে আক্রান্ত?

🟡 হেপাটাইটিস হলো লিভারের প্রদাহজনিত রোগ।

⚠️ হেপাটাইটিসের জটিলতা কী হতে পারে?

🛑হেপাটাইটিস থেকে পরবর্তীতে হতে পারে :
🔸 লিভার সিরোসিস
🔸 লিভার ফেইলিউর
🔸 লিভার ক্যান্সার (Hepatocellular carcinoma)
🔸 মৃত্যুঝুঁকি (বিশেষ করে হেপাটাইটিস B ও C টাইপে)
🔸 অন্য অঙ্গেরও ক্ষতি হতে পারে (যেমন: কিডনি, মস্তিষ্ক)

হেপাটাইটিস সম্পর্কে সচেতন হোন, প্রয়োজনে গ্যাস্ট্রোলিভার ও মেডিসিন চিকিৎসকের পরামর্শ নিন।

© ডা. অম্লান বড়ুয়া
(গ্যাস্ট্রোলিভার, মেডিসিন চিকিৎসক ও ডায়াবেটোলজিস্ট)

‼️আপনি কি জানেন - বাংলাদেশে প্রায় ১ কোটি মানুষ হেপাটাইটিসে আক্রান্ত?🟡 হেপাটাইটিস হলো লিভারের প্রদাহজনিত রোগ।🛑প্রাথমিক ...
12/08/2025

‼️আপনি কি জানেন - বাংলাদেশে প্রায় ১ কোটি মানুষ হেপাটাইটিসে আক্রান্ত?

🟡 হেপাটাইটিস হলো লিভারের প্রদাহজনিত রোগ।

🛑প্রাথমিক লক্ষণ :
✔️ জ্বর
✔️ পেট ব্যথা
✔️ বমিবমিভাব বা বমি
✔️ দুর্বলতা, ক্ষুধামন্দা, খাদ্যে অরুচি
✔️ চোখ, শরীর এমনকি প্রস্রাব হলুদ হওয়া
✔️ অনেক সময় কোনো লক্ষণ থাকে না

হেপাটাইটিস সম্পর্কে সচেতন হোন, প্রয়োজনে গ্যাস্ট্রোলিভার ও মেডিসিন চিকিৎসকের পরামর্শ নিন।

© ডা. অম্লান বড়ুয়া
(গ্যাস্ট্রোলিভার, মেডিসিন চিকিৎসক ও ডায়াবেটোলজিস্ট)

🛑লিভার ভাল রাখার ৬টি সহজ উপায়!আপনার লিভার আপনার শরীরের ‘ডিটক্স ফ্যাক্টরি’। তাই এটিকে সুস্থ রাখা জরুরি। নিচের এই ৬টি উপা...
08/08/2025

🛑লিভার ভাল রাখার ৬টি সহজ উপায়!

আপনার লিভার আপনার শরীরের ‘ডিটক্স ফ্যাক্টরি’। তাই এটিকে সুস্থ রাখা জরুরি। নিচের এই ৬টি উপায় মেনে চললে লিভার থাকবে সুরক্ষিতঃ

✔️ অতিরিক্ত শর্করাজাতীয় খাদ্য, চিনি, তেল ও চর্বি জাতীয় খাদ্য কম খান।
→ অতিরিক্ত চিনি ও তেল-মসলাযুক্ত খাবার ফ্যাটি লিভার ডিজিজের ঝুঁকি বাড়ায়।

✔️ ওজন নিয়ন্ত্রণে রাখুন।
→ অতিরিক্ত ওজন লিভারে চর্বি জমতে সাহায্য করে।

✔️ ধূমপান ও মদপান থেকে বিরত থাকুন।
→ অ্যালকোহল লিভারের কোষ ধ্বংস করে সিরোসিস পর্যন্ত নিয়ে যেতে পারে।

✔️ হেপাটাইটিস প্রতিরোধের জন্য ভ্যাকসিন নিন।
→ হেপাটাইটিস B এর টিকা গ্রহণ করলে হেপাটাইটিস রোগ প্রতিরোধ করা যায়।

✔️অপ্রয়োজনীয় ওষুধ এড়িয়ে চলুন
→ নিজে থেকে ওষুধ খেলে লিভারে টক্সিক প্রভাব পড়তে পারে। অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ গ্রহণ থেকে বিরত থাকুন।

✔️পর্যাপ্ত পানি পান করুন ও নিয়মিত হাঁটুন বা ব্যায়াম করুন।।
→পানি ও শরীরচর্চা লিভারের কার্যকারিতা বাড়ায় এবং বর্জ্য অপসারণে সাহায্য করে।

© ডা. অম্লান বড়ুয়া
(গ্যাস্ট্রোলিভার, ডায়াবেটিস ও মেডিসিন বিষয়ে অভিজ্ঞ)

🩺 পরিপাকতন্ত্র ও লিভারের সমস্যায় গ্যাস্ট্রোলিভারের চিকিৎসকের পরামর্শ নিন পটিয়ায়। - ডা. অম্লান বড়ুয়াগ্যাস্ট্রোলিভার ...
07/08/2025

🩺 পরিপাকতন্ত্র ও লিভারের সমস্যায় গ্যাস্ট্রোলিভারের চিকিৎসকের পরামর্শ নিন পটিয়ায়।

- ডা. অম্লান বড়ুয়া
গ্যাস্ট্রোলিভার ও মেডিসিন চিকিৎসক এবং ডায়াবেটোলজিস্ট

📌চেম্বার : পটিয়া মা - শিশু ও জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক প্রা. লি. (সাবেক পটিয়া সেন্ট্রাল হাসপাতাল)
📍ঠিকানা : সালাম টাওয়ার, মুন্সেফ বাজার, পটিয়া, চট্টগ্রাম
🗓️ শুক্র, শনি, রবি, মঙ্গল, বুধ (সোম ও বৃহস্পতি বন্ধ)
⏲️ বিকাল ৪টা - সন্ধ্যা ৭টা
📞 সিরিয়ালের জন্য : ০১৮৯৮-৯২২৩২৬

📢 সম্প্রতি আইসিডিডিআরবি পরিচালিত এক গবেষণায় উঠে এসেছে ভয়ংকর তথ্য— ঢাকার ২-৪ বছর বয়সী ৯৮% শিশুর রক্তে মাত্রাতিরিক্ত সীসা ...
07/08/2025

📢 সম্প্রতি আইসিডিডিআরবি পরিচালিত এক গবেষণায় উঠে এসেছে ভয়ংকর তথ্য— ঢাকার ২-৪ বছর বয়সী ৯৮% শিশুর রক্তে মাত্রাতিরিক্ত সীসা (Lead) পাওয়া গেছে।

📌 গবেষণার গুরুত্বপূর্ণ দিকগুলোঃ
▪️ ৫০০ শিশুর রক্ত পরীক্ষা করে ৩৫ মাইক্রোগ্রাম/লিটার বা তারও বেশি সীসা পাওয়া গেছে।
▪️ সীসা নির্ভর শিল্প স্থাপনার ১ কিলোমিটার মধ্যে বাস করা শিশুরা বেশি ঝুঁকিতে।

❌রক্তে সীসার ( Lead ) উপস্থিতি একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা। এটি শরীরে ধীরে ধীরে জমা হয় এবং নানা ধরনের জটিলতা তৈরি করতে পারে।

🛑 সীসা কীভাবে আমাদের রক্তে প্রবেশ করে?

১. দূষিত পানি পান করা:-
পুরনো লেড-পাইপ বা পাইপলাইন থেকে পানি এলে তা সীসা দ্বারা দূষিত হতে পারে।

২. পুরনো রং বা দেওয়াল পেইন্ট ব্যবহার

৩. খেলনা, গয়না ও প্রসাধনী সামগ্রী (বিশেষ করে কসমেটিক্স, হেয়ার ডাই, কাজল)

৪. শিল্পকারখানায় কাজ করা (ব্যাটারি তৈরির কারখানা, রং তৈরি, কাচ তৈরি বা ধাতব কাজ) বা শিল্প কারখানা যে এলাকায় অবস্থিত সেখানে বাস করা

৫. আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথিক কিছু ওষুধ

৬. মাটি বা ধুলাবালিতে ব্যবহৃত সীসা (রাস্তার ধারে বা পুরনো শিল্প এলাকার মাটিতে)

৭. সীসা যুক্ত টিনজাত খাবার পাত্রে খাদ্য সংরক্ষণ করলে

⚠️সীসা কী ক্ষতি করে শিশুদের?
🔸 বুদ্ধিমত্তা ও সৃজনশীলতায় বাধা
🔸 ভাষা ও আচরণগত সমস্যায় ভোগে
🔸 স্নায়ু ও শারীরিক বৃদ্ধি ব্যাহত হয়
🔸 প্রতিবন্ধিতা ও দীর্ঘমেয়াদি অসুস্থতার ঝুঁকি বাড়ে

✅ প্রতিরোধে করণীয়:
🔸বিশুদ্ধ পানি পান করা
🔸শিশুদের ধুলা-মাটি থেকে দূরে রাখা
🔸লেড-মুক্ত পেইন্ট ব্যবহার
🔸কমদামী বা সন্দেহজনক প্রসাধনী ও ওষুধ এড়িয়ে চলা
🔸রক্তে সীসার মাত্রা পরীক্ষার প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া।

📢 আজই জনসচেতনতা তৈরি করুন - দূষণমুক্ত এবং শিশুদের জন্য নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ তৈরিতে সচেষ্ট হোন।

©ডা. অম্লান বড়ুয়া
(গ্যাস্ট্রোলিভার, ডায়াবেটিস ও মেডিসিন বিষয়ে অভিজ্ঞ)

⚠️অতিরিক্ত ওজন হতে পারে লিভারের শত্রু⁉️আপনি জানেন কি? অতিরিক্ত ওজন (ওবেসিটি) থেকে ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, হৃদরোগ, স্ট্রো...
06/08/2025

⚠️অতিরিক্ত ওজন হতে পারে লিভারের শত্রু

⁉️আপনি জানেন কি? অতিরিক্ত ওজন (ওবেসিটি) থেকে ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক এর পাশাপাশি লিভারেও তৈরি হতে পারে জটিলতা!

🛑অতিরিক্ত ওজন থেকে হতে পারে -
🔺ফ্যাটি লিভার
🔺লিভার সিরোসিস
🔺লিভার ক্যান্সারের ঝুঁকি

তাই লিভারের সুস্থতার জন্য ওজন নিয়ন্ত্রণে রাখুন।

©ডা. অম্লান বড়ুয়া
(গ্যাস্ট্রোলিভার, ডায়াবেটিস ও মেডিসিন বিষয়ে অভিজ্ঞ)

🚫Domperidone কোনো “সাধারণ গ্যাস্ট্রিকের ওষুধ” নয় — গ্যাস্ট্রোলিভার চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘদিন খাওয়া বিপজ্জনক হতে পা...
02/08/2025

🚫Domperidone কোনো “সাধারণ গ্যাস্ট্রিকের ওষুধ” নয় — গ্যাস্ট্রোলিভার চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘদিন খাওয়া বিপজ্জনক হতে পারে।

অতিরিক্ত ডমপেরিডন (যেমন: অমিডন) জাতীয় ওষুধ সেবনে হতে পারে :
🔹 হার্টের ছন্দে ব্যাঘাত, এমনকি কার্ডিয়াক অ্যারেস্ট
🔹 বুক ধড়ফড়, মাথা ঘোরা
🔹 হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে স্তনবৃদ্ধি (পুরুষের ক্ষেত্রেও)
🔹 মহিলাদের মাসিক অনিয়ম, দুগ্ধ নিঃসরণ
🔹 হাত/পা মাংসপেশী অস্বাভাবিক কম্পন বা ভারী হয়ে আসা

সচেতন হোন, গ্যাস্ট্রোলিভার চিকিৎসকের পরামর্শ ছাড়া এ ধরণের ওষুধ খাওয়া থেকে বিরত থাকুন।

©ডা. অম্লান বড়ুয়া
গ্যাস্ট্রোলিভার, মেডিসিন চিকিৎসক ও ডায়াবেটোলজিস্ট

🩺 পরিপাকতন্ত্র ও লিভারের সমস্যায় গ্যাস্ট্রোলিভারের চিকিৎসকের পরামর্শ নিন পটিয়া মা-শিশু ও জেনারেল হসপিটালে। 👨🏻‍⚕️ ডা. অ...
30/07/2025

🩺 পরিপাকতন্ত্র ও লিভারের সমস্যায় গ্যাস্ট্রোলিভারের চিকিৎসকের পরামর্শ নিন পটিয়া মা-শিশু ও জেনারেল হসপিটালে।

👨🏻‍⚕️ ডা. অম্লান বড়ুয়া
গ্যাস্ট্রোলিভার, মেডিসিন চিকিৎসক ও ডায়াবেটোলজিস্ট

📌চেম্বার : পটিয়া মা - শিশু ও জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক প্রা. লি. (সাবেক পটিয়া সেন্ট্রাল হসপিটাল)
📍ঠিকানা : সালাম টাওয়ার, মুন্সেফ বাজার, পটিয়া, চট্টগ্রাম
🗓️ শুক্র, শনি, রবি, মঙ্গল, বুধ (সোম ও বৃহস্পতি বন্ধ)
⏲️ বিকাল ৪টা - সন্ধ্যা ৭টা
📞 হটলাইন : ০১৮৯৮-৯২২৩২৬, ০১৮৮৩-২৭৫৭৯১,০১৮৮৩-২৭৫৭৯২

🩺 পরিপাকতন্ত্র ও লিভারের সমস্যায় গ্যাস্ট্রোলিভারের চিকিৎসকের পরামর্শ নিন পটিয়ায়। - ডা. অম্লান বড়ুয়াগ্যাস্ট্রোলিভার ...
27/07/2025

🩺 পরিপাকতন্ত্র ও লিভারের সমস্যায় গ্যাস্ট্রোলিভারের চিকিৎসকের পরামর্শ নিন পটিয়ায়।

- ডা. অম্লান বড়ুয়া
গ্যাস্ট্রোলিভার ও মেডিসিন চিকিৎসক এবং ডায়াবেটোলজিস্ট

📌চেম্বার : পটিয়া মা - শিশু ও জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক প্রা. লি.
📍ঠিকানা : সাবেক পটিয়া সেন্ট্রাল হসপিটাল বিল্ডিং, সালাম টাওয়ার, মুন্সেফ বাজার, পটিয়া, চট্টগ্রাম
🗓️ শুক্র, শনি, রবি, মঙ্গল, বুধ (সোম ও বৃহস্পতি বন্ধ)
⏲️ বিকাল ৪টা - সন্ধ্যা ৭টা
📞 হটলাইন : ০১৮৮৩-২৭৫৭৯১,০১৮৮৩-২৭৫৭৯২

🧠📱 “ড্রপড হেড সিন্ড্রোম” — ভুল ভঙ্গিমায় মোবাইল ব্যবহারের ভয়াবহ পরিণতি!📌সম্প্রতি, মাত্র ২৫ বছর বয়সী এক জাপানি যুবক ভয়ঙ্কর...
26/07/2025

🧠📱 “ড্রপড হেড সিন্ড্রোম” — ভুল ভঙ্গিমায় মোবাইল ব্যবহারের ভয়াবহ পরিণতি!

📌সম্প্রতি, মাত্র ২৫ বছর বয়সী এক জাপানি যুবক ভয়ঙ্কর এক সমস্যায় আক্রান্ত হয়েছেন— Dropped Head Syndrome বা ড্রপড হেড সিন্ড্রোম।
👉ঘণ্টার পর ঘণ্টা মোবাইলে গেম খেলার সময় মাথা নিচু করে বসার ফলে, তার ঘাড়ের পেশি এত দুর্বল হয়ে পড়ে যে সে আর মাথা সোজা করে রাখতে পারছিল না!

🧠 কি হয়েছিল তার?
📌 ঘাড়ে ব্যথা ও ফোলা ভাব
📌 মেরুদণ্ডের হাড় বিকৃত ও স্থানচ্যুত
📌 গিলতে কষ্ট—ওজন কমে যাওয়া
📌 শেষে জটিল সার্জারি করে ধাতব রড বসাতে হয়েছে

চিকিৎসকরা এটিকে বলছেন Postural DHS— মানে দীর্ঘ সময় ভুল ভঙ্গিমায় থাকার ফল।
জানেন কি?
👉 আমাদের মাথার ওজন প্রায় ৫ কেজি।
কিন্তু যখন আপনি ৬০ ডিগ্রি কোণে মাথা নিচু করে ফোন দেখেন, তখন আপনার ঘাড়ের উপর পড়ে প্রায় ২৭ কেজি চাপ!
মানে, আপনার ঘাড় যেন একজন ৮ বছরের শিশুকে বহন করছে প্রতিদিন!

⚠️ নিজেকে রক্ষা করতে যা করবেন:
✅ ২০-২০-২০ নিয়ম: প্রতি ২০ মিনিট পর ২০ ফুট দূরে ২০ সেকেন্ড তাকান
✅ ফোন চোখের সমান উচ্চতায় রাখুন (স্ট্যান্ড ব্যবহার করুন)
✅ ঘাড়ের ব্যায়াম করুন
✅ লম্বা সময় মোবাইল ব্যবহারে বিরতি নিন

📢স্মার্টফোন জীবনের প্রয়োজন — কিন্তু সঠিক ভঙ্গিমায়, সীমিত সময় ব্যবহারে বাঁচে আপনার শরীর ও ভবিষ্যৎ।
আজ থেকেই শুরু করুন সচেতন ব্যবহার।

© ডা. অম্লান বড়ুয়া

Address

Munsef Bazar
Patiya

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Amlan Barua posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram