ডাঃ মসিহ্

ডাঃ মসিহ্ General and laparoscopic Surgeon

20/05/2025

ডাঃ কোম্পানির কাছ থেকে কমিশন খায়... এ অভিযোগ বহু পুরনো।আর ভাল লাগে না এসব শুনতে।।

ডাঃ তো অনেক।।সংখ্যাটা লাখের উপরে। অনেকেই হয়তো কমিশন খায় আবার অনেকে খায় না।

কিন্তু কমিশন দেয়ার লোক কম। যদিও মোট ঔষধ কোম্পানি ৩০০ এর মত তাদের থেকে হয়তো হাতে গোনা ১৫-২০ টা কোম্পানি কমিশন দেয়। এটা বন্ধ করা মনে হয় সহজ। অর্থাৎ কোন কম্পানি কমিশন দিতে পারবেনা।কেউই না দিলে ডাঃ খাবে কার থেকে??

আবার রোগী দেখলে ঔষধ তো লিখতেই হবে।নিজের স্বার্থে হলেও ভাল ঔষধ লিখবে।।

ভুল বললাম??

27/09/2024

আসসালামু আলাইকুম..

প্রিয় ভার্চুয়াল বন্ধুগন,
আমি আমার এ পেজ টাকে একটা সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে প্রতিষ্ঠা করতে চাই।

আমাদের অনেকের ই স্বাস্থ্য সংক্রান্ত অনেক অনেক জিজ্ঞাসা থাকে। যেমন ধরুন আমার নিচের পেটের ডান পাশে ব্যাথা।আমি কোন ধরনের বিশেষজ্ঞ ডাক্তার এর শরনাপন্ন হব??

এরকম অনেক অনেক সমস্যা আমরা নিয়মিত ফেস করি।
আমি ঠিক করেছি আপনাদের কারো যদি এমন কোন জিজ্ঞাসা থাকে আমাকে এ পেজ এর মাধ্যমে ইনবক্সে মেসেজ করুন। আমি প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে ইনবক্সে এসে সকলের জিজ্ঞাসার জবাব দিতে চেষ্টা করব।

তবে অবশ্যই আমাকে ইনবক্স করবেন।সরাসরি কল নয়। আমার পেশা কিছুটা ব্যস্ততার পেশা।

আর ইমার্জেন্সি হলে অবশ্যই হাসপাতালে নিয়ে যাবেন।আমার রেসপন্স এর অপেক্ষা করলে হয়তো ক্ষতি হয়ে যেতে পারে।

আবার এটাও খেয়াল রাখবেন...
এটা কোন চিকিৎসা দেয়ার ব্যবস্থা নয়,বরং পরামর্শ দেয়ার স্থান।

ধন্যবাদ।

09/07/2024
01/07/2024

Dotcor দের Hadnwttring এত খারাপ হওয়া সত্ত্বেও Hopstial বা দোকানের Phamraicst রা prsepctriion এত সহজে কিভাবে বুঝে যায় ভেবে দেখেছেন কখনো??
উত্তরটা কিন্তু এই Qeusiton এর মধ্যেই দিয়ে রেখেছি। এতক্ষণে হয়তো খেয়াল করে ফেলেছেন যে এই psot এর সবগুলো Egnislh বানানই ভুল, তবুও আপনার পড়তে খুব বেশি বেগ পেতে হচ্ছেনা। কারণটা হলো আপনার konwdlege এবং Hmuan Bairn এর কেরামতি। আপনার চেনা-জানা শব্দগুলির শুধু শুরু ও শেষের Lteter এবং tatol Lteter সংখ্যা ঠিক থাকলেই, মাঝে উল্টা পাল্টা করে যাই থাকুক না কেন আপনার আমার Biran সেটাকে roecginze করে ফেলে।

কিন্তু পূর্বের অজানা শব্দ এলোমেলো ভাবে দেখলে যেমন: flbbaregsaitng আপনি বুঝতেই পারবেন না। আপনি না বুঝলেও যারা কিন্তুএই শব্দ আগে থেকেই চেনে তারা এবং gogloe আবার এইটার আসল wrod টা ধরতে পারবে কারণ তাদের moemry তে এইটার atcaual wrod টা pruevisoly ipnut আছে।

আমাদের মস্তিস্কের এই mhetod কাজে লাগিয়েই একজন Dotcor আরেকজন Dotcor এর বা একজন Phmaraicst একজন Dotcor এর লেখাগুলো সহজেই পড়ে ফেলতে পারে। আমদের শ্রদ্ধেয় Taehcer রাও এই কারণেই Porf এর খাতায় আমাদের তড়িঘড়ি করে এত বাজে লেখা গুলোও অনায়াসে পড়তে পারেন 😅।

#জান্নাতুল ফেরদৌস
(মেডিকেল শিক্ষার্থী)

20/06/2024

কোকাকোলা বর্জন করছি কিন্তু কেন ফেসবুক ইউটিউব নয়...

জাতিগত ভাবেই ইহুদিরা আমাদের শত্রু এবং মুসলমানদের ভুমি দখল করেই তাদের জাতিগত ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে।

এই ইহুদিরা আমাদের ১০০% অপছন্দ করে এতে কোন সন্দেহ নেই।কিন্তু তাই বলে তারা আমাদের কে ব্যবহার করা ছেড়ে দেয়নি।আমাদের কে ব্যবহার করে ব্যবসা করা ছেড়ে দেয় নি। কিন্তু আমরা তাদের মাধ্যমে ব্যবসা করে দু টাকা ইনকাম করছি সেরকম কোন নজির ও নেই। আর সামান্য থাকলেও তাঁদের স্বার্থের বাইরে নয়। অর্থাৎ তারা আমাদের কে ব্যবহার করছে তাদের স্বার্থে।

সুতরাং প্রয়োজনীয় ক্ষেত্রে একটু স্বার্থপর হওয়াই যায়। কোকাকোলা না খেলে আমাদের এমন কোন সমস্যা হবে না।অথচ খেলে এটা আমাদের বুকেই বুলেট হয়ে ফিরে আসবে। কিন্তু প্রতিষ্ঠিত স্যোশাল মিডিয়া আমাদের জন্য একি রকম ক্ষতিকর কিন্তু প্রয়োজনীয় ও বটে।রিস্ক বেনেফিট বিবেচনায় এটা আমরা বয়কট করছি না।বরং এটাকে ব্যবহার করেই আমরা কোক বা অন্য পন্য বর্জনের প্রচারনা চালাচ্ছি।।

তারা আমাদের ক্ষেত্রে স্বার্থপরতা দেখাতে পারলে আমাদের দোষ কোথায় ??
সুতরাং আমাদের জন্য বিশেষ প্রয়োজনীয় বাদে বাকি সব আমরা বর্জন করব।
আশা করছি আর কোন বিষদ ব্যক্ষা দিবার প্রয়োজন হবে না।

প্রশ্নঃপাঙাশ মাছ খেতে নিষেধ করা হয় কেন? পাঙাশ মাছ খেলে কী হয়?উত্তরঃ পাংগাস মাছ একটি অত্যন্ত সুস্বাদু তেল জাতীয় মাছ। এ...
09/06/2024

প্রশ্নঃপাঙাশ মাছ খেতে নিষেধ করা হয় কেন? পাঙাশ মাছ খেলে কী হয়?

উত্তরঃ পাংগাস মাছ একটি অত্যন্ত সুস্বাদু তেল জাতীয় মাছ। এর পুষ্টির মান অতি উচ্চ। ওমেগা থ্রি ও সিক্স দুটোই ভালো পরিমানে পাওয়া যায়। ওমেগা সিক্সের চেয়ে ওমেগা থ্রি ভালো বেশি। পাংগাস নিয়মিত খান। আমিষ, ওমেগা থ্রি, চোখের জন্য উপকারী মিনারেল সব পাবেন পাংগাস মাছে।

তেল জাতীয় সব মাছ স্বাস্থ্যের জন্য খুব উপকারী। রুই মাছের চেয়ে পাংগাস মাছ দামে কম কিন্তু পুষ্টিতে বেশি। ইলিশ মাছ, পাংগাস মাছ এসব মাছে তেল থাকে অনেক। তাই এই মাছগুলো স্বাস্থ্যের জন্য বিশেষ করে হার্টের জন্য অনেক উপকারী। মাছের তেল সাধারন তেল নয়। এই তেল খেলে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তাই বেশি বেশি তেলযুক্ত মাছ খান তবে অবশ্যই সেটা যেনো মোটা হওয়ার কারন না হয় সেটা লক্ষ্য রেখেই খান।

পাংগাস মাছ কেউ কেউ নিষেধ করে এর চাষের প্রক্রিয়ার কারনে। ময়লা পানিতে পাংগাস মাছ হয় এমন একটা মিথ্যা তথ্য দিয়ে পাংগাস মাছের পুষ্টি থেকে বঞ্চিত করার চক্রান্ত করছে ।
রুই, কাতল অন্যান্যও মাছ অবশ্যই ভালো তবে পাংগাস মাছ আরো ভালো পুষ্টিকর মাছ। নোংরা জায়গায় অন্যসব মাছও হতে পারে, তেলাপিয়াও চাষ হতে পারে তাই বলে মাছ খাওয়া বন্ধ করবো? পাংগাস পুকুরে চাষ করা হয় এবং ভালো খাবার খেয়ে বেড়ে উঠে। শুধু শুধু ব্যবসা নষ্ট করতে মাছ ব্যবসায়ীরা একটা ভুয়া তথ্য দিয়ে ক্রেতাদের বিভ্রান্ত করার চেষ্টা করে।

তাছাড়া যে কোন মাছ যখন ভালোভাবে পরিষ্কার করে নির্দিষ্ট তাপমাত্রায় রান্না করা হবে মাছের মধ্যে খারাপ কিছু থাকলে সব ধ্বংস হয়ে যায়। তাই নিশ্চিন্তে পাংগাস মাছ খান।

রুগীর বউ ছবি তুলে পাঠিয়েছে.... রিপোর্ট-টা দেখে দিতে...বললাম এভাবে রিপোর্ট দেখা যায় না.... ডাক্তার কে চেম্বার এ গিয়ে দেখা...
28/04/2024

রুগীর বউ ছবি তুলে পাঠিয়েছে.... রিপোর্ট-টা দেখে দিতে...
বললাম এভাবে রিপোর্ট দেখা যায় না.... ডাক্তার কে চেম্বার এ গিয়ে দেখান।
কিছু বুঝতেই চান না!! তিনি ভাবলেন রিপোর্ট দেখার নামে টাকা নেওয়ার ধান্ধা।

জোরাজুরি করতে লাগলেন।

শেষে বললাম আপনার রুগীর হার্ট এর মাঝে এক অন্য মহিলা।
আর বুকের মাঝে সাজানো বিছানা, ঘর বাড়ী, সংসার দেখা যাচ্ছে...!!

উনি রিপ্লাই দিলেন; "দাদা আপনি ঠিকই বলছেন, আমি গত ৬ মাস ধরে এই সন্দেহটাই করছি!!"

-ডা.শাহীন রেজা

অপারেশন চলাকালীন....
22/05/2023

অপারেশন চলাকালীন....

08/05/2023

বাইসাইকেল ধীরে ধীরে মেরে ফেলছে পৃথিবীকে!

কথাটি একজন ব্যাংকারের। তিনি যখন বিষয়টি ডিটেইলসে বলেন, বড় বড় অর্থনীতিবিদরাও তাতে চিন্তার খোরাক পেয়েছেন ব্যাংকার বলেন, একজন সাইক্লিস্ট দেশের অর্থনীতির জন্যে দুর্যোগ স্বরূপ।
তিনি গাড়ি কিনেন না।
ফলে গাড়ি কেনার জন্য ধারও করতে হয় না তাকে।
একজন সাইকেল ব্যবহারকারী ইন্সুরেন্স করেন না।
জ্বালানী কিনেন না, তাকে এমনকি গাড়ি মেরামত বাবদও কোনো খরচ করতে হয় না।

ব্যাংকার আরো বলেছেন, যিনি সাইকেল চালিয়ে অভ্যস্ত-
তাকে পার্কিং করার জন্যে কোনো পয়সা দিতে হয় না।
সাইকেলের কারণে বড় ধরনের কোনো দুর্ঘটনার ঘটে না, ফলে হাসপাতালও রোগী পায় না।

সাইকেল চালানো মানুষ বহু লেইনের রাস্তাও ব্যবহার করে না।
এমনকি অধিকাংশ সাইক্লিস্ট মোটাও হয় না সাইকেল চালানোর কারণে।
ব্যাংকার বলছেন, অর্থনীতির জন্যে স্বাস্থ্যবান মানুষ মোটেও উপকারী বা প্রয়োজনীয় নয়।
তাদের ডাক্তার দেখাতে হয় না।
হাসপাতালে যেতে হয় না।
ওষুধই কিনতে হয় না।
তারা দেশের জিডিপিতে কোনো অবদান রাখে না!

অন্যদিকে, ম্যাকডোনাল্ডসের একটা নতুন শপ বা পাড়া মহল্লায় পিৎজা- বার্গারের দোকান হওয়া মানে-
কিছু লোকের চাকরি হওয়া।
পাশাপাশি কমপক্ষে ৩০ জনের আয়ের সুযোগ করে দেয় নতুন দোকানটি।
তারা হলেন ১০ জন হার্টের ডাক্তার,
১০ জন ডেন্টিস্ট এবং
১০ জন ডায়েটিশিয়ান ও পুষ্টিবিদ।

সুতরাং ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, সাইকেল কিনবেন নাকি ম্যাকডোনাল্ডসের দোকান? আর যারা পায়ে হাঁটে, তারা সবচেয়ে খারাপ। কারণ তারা একটি সাইকেলও কেনে না!

(সংগ্রহীত)

হেলথ সলউশান টাইপের একটা গ্রুপে এক ভাই তার ২৫ দিনের বাচ্চার সারারাত ব্যাপি কান্নার সলুউশান চেয়ে পোস্ট করলেন।তার রিপ্লাই ...
13/04/2023

হেলথ সলউশান টাইপের একটা গ্রুপে এক ভাই তার ২৫ দিনের বাচ্চার সারারাত ব্যাপি কান্নার সলুউশান চেয়ে পোস্ট করলেন।তার রিপ্লাই তে জনতার সলুউশান গুলোর দিকে নজর দিন একটু।।

12/04/2023

Copied post

স্ত্রী গর্ভবতী। জরুরী পাঁচ হাজার টাকা দরকার।
সাতপাঁচ না ভেবে সঙ্গে সঙ্গে টাকাটা ধার দেই।

এরপর পেরিয়ে গেছে ১১ মাসের বেশি। কম হলেও ত্রিশবার সেই টাকা ফেরত চেয়েছি। আজ না কাল এভাবে সময় যাচ্ছে।
বাবার প্রথম বিমান ভ্রমণ-সমুদ্র দর্শন। ফেসবুকে স্ট্যাটাস। স্ত্রী-সন্তানদের নিয়ে গতমাসে কক্সবাজার ঘুরে এলেন। রাগে-ক্ষোভে আর টাকাটা চাইনি। নিজের কাছেই নিজের লজ্জা লাগছে।

তখন তিন হাজার টাকা বেতন পাই। একজন কলিগ হঠাৎ হুড়মুড় করে আমাকে টেনে অফিসের ব্যালকনিতে নিয়ে গেলেন। কাঁদো কাঁদো কণ্ঠে বললেন- বাবা অসুস্থ এখনই বাড়ি যেতে হবে। সদ্য পাওয়া বেতনের তিন হাজার টাকাই তুলে দিলাম। এ পর্যন্ত একশবারের অধিক চেয়েছি। ফেসবুকের ইনবক্স ভর্তি অনুনয়-বিনয়। মন গলেনি। তেরো বছর পার হয়েছে। ফেরত দেয়নি। আমি ভুলিনি। আড্ডা মারি এখনও, গল্প হয়। একেকদিনে আড্ডার বিল দেয় সাত/আটশ টাকা।

এক বড় ভাই বছর দুই আগে বিপদে পড়েছিলেন। ৫০ হাজার টাকা তুলে দিয়েছিলাম বিনাবাক্যে। এরপর বেশ কয়েকবার ফেরত চেয়েছি, দেয়নি। কিছুক্ষণ আগে স্ট্যাটাসে দেখলাম-ইন্ডিয়াতে গেছেন। ইনবক্সে নক করলাম, বললো ঈদের শপিং করবেন। দিন তিনেক পর ফিরবেন।

কিছু বলিনি। নিজেকে বোকা বোকা লাগছে।

ইউনিভার্সিটির একটা ছেলে মায়ের অসুখ, ঘরে খাবার পর্যন্ত নেই। কাতরভাবে ইনবক্স করলো। খবর নিয়ে নিশ্চিত হলাম, আসলেই মায়ের অসুখ। ছয় হাজার টাকা দিলাম। বললো ভাইয়া ফেরত দিব। ৭/৮ মাস। রংবেরঙের ছবি দেখি ফেবুতে। টাকাটা দেয়না।

মধ্যবিত্ত শ্রেণিটা বিলুপ্ত হয়ে গেছে। অর্থে নয় চরিত্রে। স্রোতের সঙ্গে গা ভাসানোর আয়োজন। দশ টাকা থাকলে দশ হাজারের ফুটানি। ভাসাভি, ইল্লিইনের সামনে সিরিয়াল। বসুন্ধরা, যমুনায় জায়গা নেই। নিউমার্কেটে পা ফেলতে পারবেন না। মানুষ ছুটছে ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর।

হলফ করে বলতে পারি এই পিৎজা প্রজন্মের অনেকের পকেটে পরের দিনের খাবারের টাকা নেই। অনেকে লাখ টাকা বিলাসিতায় খরচ করছে। অথচ পরের মাসের বেতন নির্ভর। চাকরি বা উপার্জন না থাকলে হাত পাততে হয়। বড় চিকিৎসার দরকার হলে বন্ধু-পরিচিতজনের দুয়ারে দুয়ারে ঘুরে। অথচ এখন রাজকীয় জীবন, একটু সঞ্চয় নেই। একটু খবর নিয়ে দেখেন, যারা নিজেদের ঢোল পিটাচ্ছে- ঐশ্বর্যের জয় গান গাচ্ছে, ভিতরটা পুরাই ফাঁপা।

শুক্রবার বন্ধুদের সঙ্গে ইফতার করলাম কাঁটাবন মোড়ে। বাইকটা ফুটপাতের উপরে ঢাল ঘেষে রেখেছিলাম। যাতে মানুষের চলাচলে অসুবিধা না হয়। অফিসে ফিরতে হবে। ইফতার শেষে তাড়াহুড়া করে বাইক নামাতে গেলে স্লিপ কাটে। পড়ে যাই। আমার বাইক ঘেষেই দুটি কাপল দাঁড়ানো। আশেপাশেও কয়েকজন সিগারেট ফুঁকছে। পোশাক-আশাকে কেতাদুরস্ত। একটা মানুষ এগিয়ে এলোনা। উপর-নীচ বলে তুলতে কষ্ট হচ্ছিল। ভেবেছিলাম কেউ না কেউ দৌঁড়ে আসবে। নাহ, আমার ধারণা ভুল ছিল। বেশ কয়েকবার অনেকেই তাকিয়েছে।
খুব কষ্ট হচ্ছিল। এখনও ভুলতে পারিনি। অসহায় লাগছিল খুব।
এই আমাদের জেনারেশন। এটাই আমাদের মধ্যবিত্তের রূপ। সব বদলে গেছে। ভিতরে ফাঁপা, বাইরে ঝকঝকে। অথচ কিচ্ছু নেই। একটু বাতাসেই হালকা প্রলেপ খসে পড়বে।।

---- Sanaul Haque Sunny

11/04/2023

১৪ এপ্রিল ,১লা বৈশাখ...
নতুন করে ঐতিহ্যের অংশ হওয়া মঙ্গল শোভাযাত্রা।

সনাতন ভাইদের কাছে এটা তাদের ধর্মীয় রীতি হতে পারে।আমি কনফিউজড যে এটা আসলেই তাদের ধর্মীয় রীতি র অংশ কিনা।যদি হয়ে থাকে... তাদের ধর্মানুসারে তারা পালন করবে।কিন্তু আমাদের রোজার মাঝে এ অযাচিত আচার মুসলিম মাত্রই পালন করতে পারে না।

তার মাঝে কোন এক সুপ্রীতি দাবী করেছেন রোজা পরে রেখে ঐদিন আগে বর্ষ উদযাপন করুক।এটা হয় ভাইরাল হবার অভিপ্রায় এ করা নতুবা তিনি মানুষিক ভারসাম্য হীন।

Address

Power House Road, Patuakhali
Patuakhali

Telephone

+8801717996169

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডাঃ মসিহ্ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ডাঃ মসিহ্:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category