13/05/2025
Wyethia Helenioides
ঔষধের নিজস্ব কথা
1.রোগী অল্পতেই বেশি কাতর হইয়া পড়ে যেন মহা বিবাদ আসন্ন
2. বামদিকের ডিম্বাধারে বেদনা একটি সন্তান হবার পর এক বছর বা দুই বছর পর্যন্ত মাসিক স্রাব বন্ধ থাকে।
3. পরিপাক যন্ত্রের বিশৃঙ্খলার জন্য পর্যায়ক্রমে হিক্কা ও বায়ু নিঃসরণ।
4. ফ্যারিনজাইটিস রোগে গলার ভিতর কুটকুট করে, চটচটে সর্দি জমে সেই জন্য অনবরত ঢোঁক গিলতে হয়।
5. রোগীনী মনে করে তাহার পেটের নাড়িভুড়ি সব যোনিদ্বার দিয়া বাহির হইয়া যাইবে।
সর্তকতা ঔষধ কেউ কিনে খাবেন না। ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করুন।