Medicine Club - Patuakhali Medical College Unit

Medicine Club - Patuakhali Medical College Unit An academic and social organization run by medical & dental students.

Wishing you and your family a joyful and blessed Eid ul Adha. May Allah accept your sacrifices and forgive your sins.Eid...
06/06/2025

Wishing you and your family a joyful and blessed Eid ul Adha. May Allah accept your sacrifices and forgive your sins.

Eid Mubarak from Medicine Club...

সকলকে শুভ নববর্ষ ১৪৩২ এর শুভেচ্ছা জানাই মেডিসিন ক্লাব,পটুয়াখালী মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ থেকে।নতুন বছর সকলের জীবনে আনুক...
14/04/2025

সকলকে শুভ নববর্ষ ১৪৩২ এর শুভেচ্ছা জানাই মেডিসিন ক্লাব,পটুয়াখালী মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ থেকে।

নতুন বছর সকলের জীবনে আনুক আনন্দ,কল্যাণ ও সমৃদ্ধি।

Demonstration March by People’s of Patuakhali  against brutality of Israel Defence Force in Gaza.
07/04/2025

Demonstration March by People’s of Patuakhali against brutality of Israel Defence Force in Gaza.

Raise your voice.Save Palestine.Stop Genocide.
06/04/2025

Raise your voice.
Save Palestine.
Stop Genocide.

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।"ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ" কালের পরিক্রমায় আরেকটি রমাদ্বানের সমাপ্তি, ধ...
30/03/2025

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

"ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ" কালের পরিক্রমায় আরেকটি রমাদ্বানের সমাপ্তি, ধরায় আবির্ভূত হলো ঈদ-উল-ফিতর।

ঈদ-উল-ফিতর এর এই মহাক্ষণে,আনন্দময় মুহূর্তে মেডিসিন ক্লাব,পটুয়াখালী মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ থেকে সংগঠনের সকল শুভানুধ্যায়ীবৃন্দকে জানাই ঈদ মোবারক। এই ঈদ আপনার ও আপনার পরিবারের সকলের জীবনে বয়ে আনুক অকৃত্রিম আনন্দের ফল্গুধারা,পঙ্কিলতামুক্ত ভবিষ্যত ও সীমাহীন খুশির সমাহার।

আনন্দঘন এই মুহূর্ত আপনার জীবনে বারবার ফিরে আসুক এই প্রত্যাশায়-

25/03/2025

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ১ম,২য় ও ৩য় পেশাগত পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ মেডিসিন ক্লাব,পটুয়াখালী মেডিকেল কলেজ ইউনিটের সকল কৃতি মেডিসিনিয়ানদের প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। মানবসেবার মহান ব্রতে পূর্ণাঙ্গ ডাক্তার হবার পথে আরেক ধাপ এগিয়ে যাওয়ায় তাদের জানাই শুভকামনা

মেডিসিন ক্লাব,পটুয়াখালী মেডিকেল কলেজ ইউনিট তাদের সর্বাঙ্গীন কল্যাণ ও উন্নতি কামনা করে।

আর্ত ও মানবতার সেবায় আমরা একটি পরিবার।

গত ৫ মার্চ ২০২৫ খ্রি. ৪ঠা রমজানে মেডিসিন ক্লাব পটুয়াখালী মেডিকেল কলেজ ইউনিটের বাৎসরিক কার্যক্রমের অংশ হিসেবে ইফতার মাহফি...
08/03/2025

গত ৫ মার্চ ২০২৫ খ্রি. ৪ঠা রমজানে মেডিসিন ক্লাব পটুয়াখালী মেডিকেল কলেজ ইউনিটের বাৎসরিক কার্যক্রমের অংশ হিসেবে ইফতার মাহফিল আয়োজিত হয়।

উক্ত মাহফিলে মেডিসিন ক্লাব পটুয়াখালী মেডিকেল কলেজ ইউনিটের সম্মানিত সভাপতি,সহ-সভাপতি,সাধারণ সম্পাদক,সহ-সাধারণ সম্পাদক অন্যান্য সম্পাদক-সহসম্পাদকবৃন্দ, কার্যকরী ও সাধারণ সদস্যগণ এবং মাননীয় উপদেষ্টা ডা. দিপ্ত নারায়ণ ভূঁইয়ার পাশাপাশি পটুয়াখালী মেডিকেল কলেজের পেডিয়াট্রিক্স বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক ডা. সিদ্ধার্থ শংকর দাস স্যার এবং পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মশিউর রহমান উপস্থিত ছিলেন। উক্ত মাহফিলে আরও উপস্থিত ছিলেন ভ্রাতৃপ্রতিম পার্শ্ববর্তী স্বেচ্ছাসেবামূলক সংগঠন সন্ধানীর বর্তমান সেশনের সম্মানিত সভাপতি,সাধারণ সম্পাদক এবং কার্যকরী পরিষদের একাংশ।

পারস্পরিক সম্প্রীতি, ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্যের চেতনায় সম্পন্ন হলো মেডিসিন ক্লাব পটুয়াখালী মেডিকেল কলেজ ইউনিটের এবারের ইফতার মাহফিল। সামাজিক দায়িত্ববোধে,সমাজের কল্যাণের স্বাস্থ্যকর প্রতিযোগিতায় এগিয়ে চলুক মেডিসিন ক্লাব ও সন্ধানী এই আমাদের প্রত্যাশা।

আর্ত ও মানবতার সেবায় আমঅরা একটি পরিবার।

গত ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ইং মেডিসিন ক্লাব,পটুয়াখালী মেডিকেল কলেজ ইউনিটের ২০২৩-২৪ সেশনের কার্যকরী সভা অনুষ্ঠিত হয়।যাতে ২০২৩-...
05/03/2025

গত ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ইং মেডিসিন ক্লাব,পটুয়াখালী মেডিকেল কলেজ ইউনিটের ২০২৩-২৪ সেশনের কার্যকরী সভা অনুষ্ঠিত হয়।

যাতে ২০২৩-২৪ সেশনের মাননীয় সভাপতি, সম্মানিত সাধারণ সম্পাদক সহ অন্যান্য সম্পাদক-সহসম্পাদকবৃন্দ, কার্যকরী সদস্য এবং সাধারণ সদস্যগণ উপস্থিত ছিলেন।

উক্ত সভায় ইউনিটের কার্যক্রমের গতিশীলতা আনয়নের লক্ষ্যে বিভিন্ন এজেন্ডা উত্থাপন,আলোচনা-পর্যালোচনা এবং বিশেষ কর্মবন্টন করা হয়।

সর্বোপরি আর্ত ও মানবতার কল্যাণ কামনায় মাননীয় সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।

আনন্দঘন পরিবেশে সম্পন্ন হলো মেডিসিন ক্লাব,পটুয়াখালী মেডিকেল কলেজ ইউনিটের 'সফর'। ক্লাবের কনিষ্ঠতম সদস্যদের নিয়ে আয়োজিত এই...
19/02/2025

আনন্দঘন পরিবেশে সম্পন্ন হলো মেডিসিন ক্লাব,পটুয়াখালী মেডিকেল কলেজ ইউনিটের 'সফর'। ক্লাবের কনিষ্ঠতম সদস্যদের নিয়ে আয়োজিত এই ভ্রমণ উৎসবে চিত্তবিনোদনের পাশাপাশি ক্লাব সম্পর্কে ধারণা,প্রয়োজনীয়তা এবং ক্লাবকে এগিয়ে নিয়ে যেতে তাদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করা হয়।

মেডিসিন ক্লাব,পটুয়াখালী মেডিকেল কলেজ ইউনিট তাদের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে এবং তাদের কর্মে,অবদানে,সেবায় নিরন্তর এগিয়ে চলায় প্রত্যয়ী

সফর হোক সফল
17/02/2025

সফর হোক সফল

শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ মেডিসিন ক্লাবের নিয়মিত সমাজসেবা কার্যক্রমের অংশ।মেডিসিন ক্লাব,পটুয়াখালী মেডিকেল কলেজ ইউ...
16/01/2025

শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ মেডিসিন ক্লাবের নিয়মিত সমাজসেবা কার্যক্রমের অংশ।মেডিসিন ক্লাব,পটুয়াখালী মেডিকেল কলেজ ইউনিটের উদ্যোগে আয়োজিত এবারের শীতবস্ত্র বিতরণ অনু্ষ্ঠানে উপস্হিত ছিলেন পটুয়াখালী মেডিকেল কলেজের সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃমনিরুজ্জামান শাহীন, ডাঃমোঃজামিল হোসেন,সহযোগী অধ্যাপক,সার্জারী, ডাঃ মোঃগোলাম সগীর,সহকারী অধ্যাপক,অর্থোপেডিক্স।
অতিথিবৃন্দের বক্তব্যের শেষে মেডিসিন ক্লাবের সদস্যদের উপস্হিতিতে অর্ধ-শতাধিক মানুষের কাছে শীতবস্ত্র বিতরণ করা হয়।

আর্ত-মানবতার সেবায় আমরা একটি পরিবার।

06/01/2025

অভিনন্দন! অভিনন্দন!! অভিনন্দন!!

অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, FCPS পার্ট-১ পরীক্ষার কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনের জন্য মেডিসিন ক্লাব পটুয়াখালী মেডিকেল কলেজ ইউনিটের মাননীয় উপদেষ্টাবৃন্দদেরকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।

২০১৯-২১ সেশনের সভাপতি সাবিহা বিনতে বাশার অনন্যা (গাইনি&অবস)
২০১৯-২১ সেশনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হিল কাফি (সার্জারি)
২০২১-২২ সেশনের সভাপতি মো: হাসিবুল ইসলাম (মেডিসিন-গ্যাস্ট্রোএন্টেরোলজি)
২০২১-২২ সেশনের সাধারণ সম্পাদক নয়ন চৌধুরি (মেডিসিন-কার্ডিওলজি)

আপনাদের সাফল্যমণ্ডিত এ পদাঙ্ক হোক নবীন মেডিসিনিয়ানদের পাথেয়।

আপনাদের সর্বাঙ্গীন কল্যাণ ও সাফল্য কামনা ইউনিট পরিবারের পক্ষ থেকে।

"আর্ত ও মানবতার সেবায় আমরা একটি পরিবার"

Address

Patuakhali
8600

Alerts

Be the first to know and let us send you an email when Medicine Club - Patuakhali Medical College Unit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Medicine Club - Patuakhali Medical College Unit:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category