Dr.Abdul Latif

Dr.Abdul Latif বিসমিল্লাহ হোমিও হল
কাজীপাড়া, পটুয়াখালী।
মোবাইল -01713822024

অন্ডথলিতে সেবাসিয়াস সিস্ট‎‎ ‎এই রোগে ব্যবহৃত বহুল প্রচলিত হোমিওপ্যাথিক ওষুধ‎Thuja‎Calcaria Carb‎Graphites‎Calcarea flou...
12/12/2025

অন্ডথলিতে সেবাসিয়াস সিস্ট‎‎
‎এই রোগে ব্যবহৃত বহুল প্রচলিত হোমিওপ্যাথিক ওষুধ
‎Thuja
‎Calcaria Carb
‎Graphites
‎Calcarea flour
‎Natrum Mur
‎Silicea

‎যোগাযোগ

‎ডা. আবদুল লতিফ বিসমিল্লাহ হোমিও হল। কাজীপাড়া, পটুয়াখালী। মোবাইল-01713822024

08/12/2025

ঠাণ্ডা আবহাওয়ায় বহুল ব্যবহৃত কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো:
‎১.Aconitum Napellus
‎ঠাণ্ডা লাগার পরপরই বা ঠাণ্ডা বাতাস লাগার কারণে উপসর্গ হঠাৎ শুরু হলে।
‎শুষ্ক জ্বর, পিপাসা, উদ্বেগ, অস্থিরতা এবং ত্বক গরম ও শুষ্ক অনুভূত হলে।

‎Belladonna
‎তীব্র প্রদাহ: জ্বর তীব্র এবং দ্রুত বৃদ্ধি পেলে। লক্ষণ: মুখমণ্ডল লাল ও গরম, গলা বা টনসিল প্রচণ্ড ফোলা ও ব্যথা, পিপাসা অনুপস্থিত বা খুব কম।

‎Gelsemium
‎ দুর্বলতা ও ফ্লু: ফ্লু-এর প্রধান ওষুধ হিসেবে পরিচিত। লক্ষণ: তীব্র দুর্বলতা ও অবসাদ, ঝিমুনি ভাব (Drowsiness), হাত-পা ভারী লাগা, মাথা ভার এবং পিপাসাহীনতা।

‎Rhus Toxicodendron
‎অস্থিরতা: ঠাণ্ডা লাগার পর শরীরে ব্যথা, যা সামান্য নড়াচড়ায় কমে যায় (নড়াচড়ায় উপশম)। লক্ষণ: ঠাণ্ডা, ভেজা আবহাওয়া বা অতিরিক্ত বিশ্রামের পরে রোগ বৃদ্ধি।

‎Arsenicum Album
‎ অসুস্থতা ও দুর্বলতা: অস্থিরতা, গভীর উদ্বেগ, মধ্যরাতে বাড়ে এমন লক্ষণ। লক্ষণ: অল্প অল্প করে বারবার জল পান করা, গলা জ্বালা করা, এবং ঠান্ডা লাগার সাথে দুর্বলতা।

‎গলা ব্যথা ও টনসিলের সমস্যা (Sore Throat and Tonsillitis)

‎হোমিওপ্যাথিক ঔষধ | প্রধান লক্ষণসমূহ ও ব্যবহার

‎Hepar Sulphur
‎ব্যথা ও পুঁজ: তীব্র কাঁটার মতো গলা ব্যথা যা গিলতে গেলেই বাড়ে। লক্ষণ: গলায় বা টনসিলে পুঁজ হওয়ার প্রবণতা, অতিরিক্ত ঠাণ্ডা সহ্য করতে না পারা।
‎Phytolacca Decandra
‎ গলা ও কান: গলা ব্যথা যা কানের দিকে ছড়িয়ে পড়ে। লক্ষণ: গাঢ় লাল রঙের টনসিল, খাদ্যবস্তু গিলতে গেলে গলা যেন ফেটে যায়।

‎৩. বাতের ব্যথা বা জয়েন্টের ব্যথা (Rheumatism/Joint Pain)
‎ঠাণ্ডার কারণে বা ঠাণ্ডা আবহাওয়ায় বাতের ব্যথা বাড়লে এই ঔষধগুলো ব্যবহৃত হয়:

‎Rhus Toxicodendron
‎নড়াচড়ায় উপশম: বিশ্রামকালে ব্যথা বেশি, কিন্তু নড়াচড়া শুরু করলে বা গরম দিলে ব্যথা কমে আসে। কারণ: ভেজা বা স্যাঁতস্যাঁতে ঠাণ্ডা আবহাওয়ায় ব্যথা বৃদ্ধি।

‎Dulcamara
‎ আর্দ্র ঠাণ্ডা: ঠাণ্ডা, ভেজা, বা স্যাঁতসেঁতে আবহাওয়ার কারণে যদি জয়েন্টে ব্যথা শুরু হয়। লক্ষণ: ঘাম বন্ধ হয়ে যাওয়া এবং এর ফলে ব্যথা বেড়ে যাওয়া।

‎ মনে রাখবেন,
‎হোমিওপ্যাথিক চিকিৎসার ক্ষেত্রে রোগীর ইতিহাস, উপসর্গের প্রকৃতি এবং রোগীর মানসিক অবস্থা বিবেচনা করে সঠিক ওষুধ নির্বাচন করা হয়। এটি একটি ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা পদ্ধতি, যেখানে প্রতিটি রোগীর জন্য আলাদা ওষুধ নির্ধারণ করা হয়।

‎হোমিওপ্যাথিক ওষুধের প্রভাব ধীরে ধীরে হলেও গভীর এবং দীর্ঘস্থায়ী হতে পারে। তবে, এটি মনে রাখা জরুরি যে, হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণের আগে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। সঠিক মাত্রা এবং শক্তি নির্ধারণে ভুল হলে তা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।

‎আশা করি এই তথ্যগুলো আপনার জন্য উপকারী হবে। হোমিওপ্যাথির আরও নতুন গবেষণা এবং তথ্য জানার জন্য আমাদের সাথে থাকুন।

‎যোগাযোগ
‎ডা. আবদুল লতিফ বিসমিল্লাহ হোমিও হল। কাজীপাড়া, পটুয়াখালী। মোবাইল-01713822024
‎

05/12/2025

শিশুদের বিছানায় প্রস্রাব

এসিডাম বেঞ্জোয়িকাম
‎প্রস্রাবে তীব্র ঝাঁঝাঁলো গন্ধ সাথে স্প্যাসিফিক গ্র্যাভিটি কম। ঘুমের মধ্যে একাধিকবার প্রস্রাব।

‎এলো সকো
‎প্রস্টেটগ্ল্যান্ড বৃদ্ধিজনিত কারনে বৃদ্ধদের অসাড়ে প্রস্রাব।

‎আর্জেন্টাম নাইট
‎মূত্রথলীর পেশীর সংকোচন ক্ষমতা হ্রাসজনিত কারনে দিন রাত অসাড়ে প্রস্রাব। ভীষন মিষ্টি প্রিয়, কিন্তু মিষ্টি খেলেই বেড়ে যায়।

‎বেলাডোনা
‎উত্তেজনাপ্রবন, অস্থির শিশুদের শয্যামূত্র।

‎ক্যাল্কেরিয়া কার্ব
‎নাদুস-নুদুস শিশুদের অসাড়ে প্রস্রাব। চক, খড়ি, মাটি ইত্যাদি অখাদ্য খেতে চায়। প্রচুর ঘাম, বিশেষত: মাথা বেশী ঘামে।

‎কষ্টিকাম
‎হাঁচি, কাশি এমনকি নাক ঝাড়লে অসাড়ে প্রস্রাব।

‎সিনা
‎ক্রিমিজনিত শয্যামূত্র। শিশু নাকে আঙ্গুল ঢোকায়, নোংরা পেটমোটা শিশু। সব সময় খাই-খাই করে। প্রথম ঘুমে বিছানায় প্রস্রাব।

‎ইকুইজেটাম হাইমেল
‎মূত্রথলীর উপর এ ঔষধ বিশেষভাবে ক্রিয়াশীল। অসাড়ে প্রস্রাবের চমৎকার ঔষধ। রাতে একাধিকবার বিছানায় প্রস্রাব। প্রস্রাবের স্বপ্ন দেখে বিছানায় প্রস্রাব করে ফেলে। প্রস্রাব ঘোলাটে বর্নের।

‎ফেরাম ফসঃ-দিনে শয্যামূত্র।

‎কেলিয়াম ব্রোমেটাম
‎নার্ভস প্রকৃতির শিশুদের শয্যামূত্র।

‎ক্রিয়োজোটাম
‎রাত্রের প্রথমভাগে বিছানায় প্রস্রাব। স্বপ্ন দেখে কোথাও বেড়াতে গিয়ে প্রস্রাব করছে কিন্তু প্রকৃতপক্ষে বিছানায় প্রস্রাব করছে। জাগ্রত অবস্থায় থাকাকালে, তীব্র প্রস্রাবের বেগ, দ্রুত মূত্রত্যাগ করতে না গেলে মনে হয় যেন কাপড়েই প্রস্রাব হয়ে যাবে। এ ঔষধ, যারা খুব ঘুমকাতর তাদের শয্যামূত্রে অধিক উপযোগী। পোকায় খাওয়া দাঁত।

‎ল্যাক ক্যান
‎কিশোর-কিশোরীদের অসাড়ে বিছানায় প্রস্রাব। রোগী টয়লেটে প্রস্রাবের স্বপ্ন দেখে বিছানায় প্রস্রাব করে ফেলে।

‎ল্যাকেসিস ৬
‎ভীষন চমৎকার একটি ঔষধ। তবে ঘনঘন এবং দীর্ঘদিন প্রয়োগ বিপদজনক। অবশ্যই বিশেষঞ্জের পরামর্শ ছাড়া প্রয়োগ করবেন না।

‎লাইকোপোডিয়াম
‎রাতে অতিরিক্ত ঘনঘন প্রস্রাবের বেগ। প্রস্রাবের বেগে রোগী আরামে ঘুমাতে পারে না। শয্যামূত্র, বিশেষত: বৃদ্ধদের।

‎মেডোরিনাম
‎বংশগত ইতিহাস থাকলে অথবা রোগী বা রোগীর পিতা-মাতার গনোরিয়ার ইতিহাস থাকলে উপযোগী। অনেক বিজ্ঞ চিকিৎসক এ ঔষধ দিয়ে চিকিৎসা শুরু করার পরামর্শ দিয়েছেন।

‎ম্যাগ্নেসিয়াম ফস
‎ক্যাথেটারাইজেশনের পর অসাড়ে প্রস্রাব।

‎প্লান্টাগো মেজ
‎শয্যামূত্র। প্রচুর পরিমানে প্রস্রাব।

‎সোরিনাম
‎প্রতি পূর্নিমায় শয্যামূত্র। নির্বাচিত ঔষধে প্রতিক্রিয়া দেখা না দিলে এ ঔষধ প্রয়োগ করা উচিত।

‎পালসেটিলা
‎যে সকল শান্ত স্বভাবের মেয়ে দিনে এবং রাতে ঘুমালেই বিছানায় প্রস্রাব করে তাদের জন্য অধিক উপযোগী। পিপাসাহীন রোগী।

‎স্যাবাল সেরু
‎থলথলে বয়স্ক ব্যক্তিদের প্রস্টেট গ্রন্থি বৃদ্ধিজনিত শয্যামূত্র।

‎সিকেলি কর
‎মূত্রথলীর মুখের পেশীর দূর্বলতাজনিত অসাড়ে প্রস্রাব। বৃদ্ধাদের শয্যামূত্রে অধিক উপযোগী।

‎সেনেগা
‎দিনে অথবা রাতে যখনই ঘুমাই তখনই অসাড়ে প্রস্রাব।

‎সিপিয়া
‎রুগ্ন, দূর্বল মেয়ে, যাদের নিতম্ব অপ্রশস্ত, প্রচুর পরিমানে সাদাস্রাব যায় তাদের প্রথম ঘুমে শয্যামূত্র। প্রস্রাবে ভয়ানক দূ:র্গন্ধ।

‎সালফার
‎নোংরা শিশুদের শয্যামূত্র। শরীর দিয়ে র্দূ:গন্ধ বের হয়, গোসল করতে চায় না, শরীরে পোশাক রাখতে চায় না। ভীষন মিষ্টি প্রিয়।

‎ভার্বসকাম (মূলেন অয়েল) Q
‎সাধারনত: কান সংক্রান্ত রোগে ঔষধটি ব্যবহার করা হয়, তবে, দীর্ঘদিনের পুরাতন একাধিক শয্যামূত্রের রোগী এ ঔষধে আরোগ্য হয়েছে।

‎চিকিৎসা পদ্ধতি
‎হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি অনুযায়ী, প্রতিটি রোগীর শারীরিক ও মানসিক অবস্থার উপর ভিত্তি করে ওষুধ নির্ধারণ করা হয়। তাই, সঠিক পরামর্শ ও নির্ধারিত মাত্রায় ওষুধ গ্রহণ করাই সর্বোত্তম ফলাফল পেতে সাহায্য করে।

‎যোগাযোগ
‎ডা. আবদুল লতিফ বিসমিল্লাহ হোমিও হল। কাজীপাড়া, পটুয়াখালী। মোবাইল-01713822024

অতিরিক্ত মেদ ও চর্বি কমাবার বহুল ব্যবহৃত ঔষধসমূহ‎‎ক্যালকেরিয়া কার্ব (Calcarea Carb)‎‎স্থুলকায় মেদ পূর্ণ থলথলে রোগীর মা...
30/11/2025

অতিরিক্ত মেদ ও চর্বি কমাবার বহুল ব্যবহৃত ঔষধসমূহ

‎ক্যালকেরিয়া কার্ব (Calcarea Carb)

‎স্থুলকায় মেদ পূর্ণ থলথলে রোগীর মাথায় ঘামে বালিশ ভিজে। ঘামে টক গন্ধ, নড়িতে চড়িতে কষ্ট। শীত কাতর ডিম খেতে আগ্রহী, দুধে অনিচ্ছা এই ধাতুর রোগীতে ইহা অব্যর্থ।

‎ক্যালোট্রপিস Q

‎অতিরিক্ত মেদ ও চর্বি কমানোর শ্রেষ্ঠ হোমিওপ্যাথি ঔষধ সমূহের মধ্যে একটি। এটা দিনে ২/৩ বার সেবনে শিরায় রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। শারীরিক ধাতু পরিবর্তিত হয়। চর্মপীড়া আরোগ্য হয়।

‎Phytolacca beri Q

‎শরীরের অতিরিক্ত চর্বি কমায় এবং চর্বি সঞ্চয় রোধ করে।

‎Fucus vesi Q

‎দেহের মেদ ও স্থুলতা কমাতে কার্যকর।

‎হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি

‎হোমিওপ্যাথি চিকিৎসার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল রোগীর ব্যক্তিগত জীবনধারা এবং খাদ্যাভ্যাসের উপর নজর দেওয়া। প্রায়শই দেখা যায় যে, সঠিক খাদ্যাভ্যাস এবং নিয়মিত ব্যায়াম হোমিওপ্যাথিক চিকিৎসার কার্যকারিতা বাড়িয়ে তোলে। রোগীকে তার দৈনন্দিন জীবনে কিছু পরিবর্তন আনতে উৎসাহিত করা হয়, যেমন স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ, পর্যাপ্ত বিশ্রাম, এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ।

‎এছাড়া, হোমিওপ্যাথি চিকিৎসায় রোগীর আস্থার গুরুত্ব অপরিসীম। রোগী যদি চিকিৎসকের পরামর্শ মেনে চলে এবং নিজের প্রতি বিশ্বাস রাখে, তবে আরোগ্য লাভের সম্ভাবনা অনেক বেড়ে যায়। হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে রোগীরা প্রায়শই তাদের স্বাস্থ্যের উন্নতি অনুভব করেন এবং দীর্ঘমেয়াদী সুস্থতা অর্জন করেন। এটি একটি সমন্বিত চিকিৎসা পদ্ধতি যা রোগীর সার্বিক সুস্থতার দিকে লক্ষ্য রাখে।

‎যোগাযোগ

‎ডা. আবদুল লতিফ বিসমিল্লাহ হোমিও হল। কাজীপাড়া, পটুয়াখালী। মোবাইল-01713822024

ব্রণ (Aknee)‎: পরিচিতি‎যৌবন কালে ছেলে-মেয়েদের মুখমণ্ডলে ক্ষুদ্র ক্ষুদ্র স্ফোটক হয়। ইহা প্রায়ই ইন্দ্রিয় দোষ বা লিভার ...
30/11/2025

ব্রণ (Aknee)‎: পরিচিতি
‎যৌবন কালে ছেলে-মেয়েদের মুখমণ্ডলে ক্ষুদ্র ক্ষুদ্র স্ফোটক হয়। ইহা প্রায়ই ইন্দ্রিয় দোষ বা লিভার জনিত সমস্যার কারণে হয়ে থাকে। তবে গ্রীষ্মকালে আমাদের দেশে অধিক দেখা যায়।

‎বহুল ব্যবহারিত হোমিওপ্যাথিক ঔষধ

‎সালফার আয়োড (Sulpher iod)
‎যৌবনে ছেলে মেয়েদের মুখ মণ্ডলের ব্রণে পুঁজ জন্মিয়া টাটানি ব্যথা হইলে সালফার আইওড অব্যর্থ।

‎ক্যালকেরিয়া সিক্রেটা (Calcaria pic)
‎যে সকল ছেলেমেয়েদের যৌবনে মুখমণ্ডলে ক্ষুদ্র ক্ষুদ্র স্ফোটক হয়, তাহাদের জন্য খুবই উপকারী।

‎কেলি ব্রোম (Kali brom)
‎যৌবনে অনেকেরই মুখে, বুকে শরীরে বিভিন্ন স্থানে ছোট ছোট ব্রণ হইলে এই ঔষধ অত্যন্ত কার্যকারী।

‎এসিড পিক (Acid pic)
‎হস্তমৈথুন, স্বপ্নদোষ অর্থাৎ অতিশয় ইন্দ্রিয় চালনার কারণে ব্রণ হইলে ইহা সকল ঔষধের শীর্ষস্থানীয়।

‎চিকিৎসা পদ্ধতি
‎হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি অনুযায়ী, প্রতিটি রোগীর শারীরিক ও মানসিক অবস্থার উপর ভিত্তি করে ওষুধ নির্ধারণ করা হয়। তাই, সঠিক পরামর্শ ও নির্ধারিত মাত্রায় ওষুধ গ্রহণ করাই সর্বোত্তম ফলাফল পেতে সাহায্য করে।

‎যোগাযোগ
‎ডা. আবদুল লতিফ বিসমিল্লাহ হোমিও হল। কাজীপাড়া, পটুয়াখালী। মোবাইল-01713822024

30/11/2025

দুঃখ কি?
প্রথমেই বলতে হয় দুঃখ কোথা হইতে আসিল? পানি-মাটি,আকাশ-বাতাস।জন্ম-মৃত্যুর দুই কুল পূর্ন করিয়া যে বিরাট সাম্য প্রবাহমান জীবনে জীবনে যাহার নিগূঢ় সম্বন্ধ এক হইতে বহু এবং বহু হইতে একরুপে নিত্য নব সৌন্দর্যের ও মাধুর্যের সঞ্চার করিতেছে তাহার মধ্যে স্বার্থের গন্ডি দিয়া যখনই আমি আমাকে পৃথক করিয়া লই। তখন সংকীর্ণতা প্রকাশ পায় তাহাই সকল দুঃখের মূল। পুকুরে যে পানি পাওয়া যায় সমুদ্রে তাহার জন্ম হলেও সমুদ্রের পানি কখনো দুষিত হয় না,পুকুরের সংকীর্ণতাই তাহাকে দুষিত করিয়া তুলে।

ডা.আব্দুল লতিফ
বিসমিল্লাহ হোমিও হল
কাজীপাড়া, পটুয়াখালী।
মোবাইল-01713822024

বিসমিল্লাহ হোমিও হলডা. আবদুল লতিফমোবা-01713822024কাজিপাড়া,পটুয়াখালী।মনে রাখবেন উপশম কোন চিকিৎসা নয়,আরোগ্যই যথার্থ চিকিৎ...
30/11/2025

বিসমিল্লাহ হোমিও হল
ডা. আবদুল লতিফ
মোবা-01713822024
কাজিপাড়া,পটুয়াখালী।
মনে রাখবেন উপশম কোন চিকিৎসা নয়,
আরোগ্যই যথার্থ চিকিৎসা।উহার জন্য প্রয়োজন দক্ষ,অভিজ্ঞ ক্লাসিক্যাল হোমিওপ্যাথ।

**“অনেক সময় আমরা ছোট ছোট উপসর্গকে গুরুত্ব দিই না—কিন্তু সেই ছোট সমস্যাই পরে বড় রোগের কারণ হয়ে দাঁড়ায়।হোমিওপ্যাথি রোগের ম...
29/11/2025

**“অনেক সময় আমরা ছোট ছোট উপসর্গকে গুরুত্ব দিই না—
কিন্তু সেই ছোট সমস্যাই পরে বড় রোগের কারণ হয়ে দাঁড়ায়।
হোমিওপ্যাথি রোগের মূল কারণ চিহ্নিত করে ধীরে, কোমলভাবে
শরীরের নিজস্ব প্রতিরোধ ক্ষমতাকে সক্রিয় করে কাজ করে।

যদি আপনার—
• বারবার ঠান্ডা–কাশি
• মাথাব্যথা বা মাইগ্রেন
• হজমের সমস্যা
• ত্বকের ব্যাধি
• দীর্ঘদিনের চরম ও আকস্মিক ব্যথা
• নারীদের বিভিন্ন সমস্যা
—এর কোনোটি থাকে, দেরি না করে পরামর্শ নিন।

সঠিক সময়ের সঠিক চিকিৎসাই রোগমুক্তির প্রথম ধাপ।”**

28/11/2025

Address

Patuakhali

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Abdul Latif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Abdul Latif:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category