11/03/2025
মেটার নতুন নিরাপত্তা ফিচার হলো "Protect IP Address in Calls"! 😳
Meta এর "Protect IP Address in Calls" ফিচার ইউজারদের নিরাপত্তা আরও জোরদার করবে। এই ফিচারটি চালু করে দিলে আপনার IP ঠিকানা লুকিয়ে রাখা হবে যার ফলে অন্য কেউ আপনার লোকেশন বা ব্যক্তিগত তথ্য ট্র্যাক করতে পারবে না।
প্রশ্ন: কীভাবে ফিচারটি চালু করবো?
✅ Settings এ যান
✅ Privacy অপশনে ক্লিক করুন
✅ Protect IP Address in Calls অপশনটি খুঁজে বের করুন
✅ Turn On করে নিরাপদ থাকুন
আপনি কি ইতোমধ্যেই এটি চালু করেছেন? কমেন্টে জানান!