ফুলবাড়ী অনলাইন চিকিৎসা সেবা

ফুলবাড়ী অনলাইন চিকিৎসা সেবা আমাদের পেজ থেকে আপনি সাধারণ চিকিৎসা পরামর্শ, প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত তথ্য, স্বাস্থ্য সচেতনতা ও বিভিন্ন রোগের প্রতিকার বিষয়ে জানতে পারবেন।
💉🩺💊

🌟বাচ্চাদের কৃমি সংক্রমণের লক্ষন।বাচ্চাদের মধ্যে বিদ্যমান বিভিন্ন ধরণের কৃমি সংক্রমণগুলি কমবেশি একই রকম উপসর্গ সৃষ্টি করে...
01/06/2025

🌟বাচ্চাদের কৃমি সংক্রমণের লক্ষন।
বাচ্চাদের মধ্যে বিদ্যমান বিভিন্ন ধরণের কৃমি সংক্রমণগুলি কমবেশি একই রকম উপসর্গ সৃষ্টি করে থাকে।

☞ পেট ব্যথা

☞ অবসাদ

☞ ডায়রিয়া

☞ ওজন হ্রাস পাওয়া

☞ বমি

☞ ক্ষুধামান্দ্য

☞ ঘুমের অভাব

☞ জন্ডিস

☞ খিটখিটেভাব

☞ পেটে অস্বস্তি

☞ পেট খারাপ

☞ ফুসকুড়ি, আমবাত, কালশিটে এবং অন্যান্য এলার্জির মত ত্বকের অবস্থা।

☞ পরজীবী বিপাকীয় বর্জ্য দ্বারা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের জ্বালার কারণে সৃষ্ট অস্থিরতা এবং উদ্বেগ।

☞ ক্লান্তি এবং শক্তির অস্বাভাবিক পরিবর্তন

☞ ঘন ঘন গ্যাস এবং পেট ফাঁপা

☞ কোষ্ঠকাঠিন্য

☞ আচরণগত পরিবর্তন
আপনার শিশুর যত্ন নিন, নিজে সচেতন হোন এবং অন্যকে সচেতন করুন।
ধন্যবাদ।

👉⭐বাসায় ছোট শিশু ও বৃদ্ধদের সাথে নরম সুরে কথা বলুন।বাসায় বস না হয়ে "বন্ধু" হন। সন্তান জন্ম দিয়ে পিতামাতা যে কেউ হতে পারে...
26/05/2025

👉⭐বাসায় ছোট শিশু ও বৃদ্ধদের সাথে নরম সুরে কথা বলুন।
বাসায় বস না হয়ে "বন্ধু" হন। সন্তান জন্ম দিয়ে পিতামাতা যে কেউ হতে পারে, কিন্তু ভালো পিতামাতা সবাই হতে পারে না।

ইনডিভিজুয়ালী প্রতিটা জীবন ই জীবন. আমারটাও জীবন, আমার বাবা, আমার মা, প্রত্যেকের জীবন টাও জীবন।

আমার ছেলে মেয়ে ভবিষ্যতে কি হবে সেটা বলে দেয়ার আমি কেউ না। হোয়াট আই ক্যান ডু ইজ, খারাপ এবং ভালো সেটার তফাৎ আমি শিখিয়ে দিবো। একজন পিতা হিসেবে সেটা আমার দায়িত্ব। যেনো সে ভালো খারাপের পার্থক্য বুঝে, ভালোটা চুজ করতে পারে।

কিন্তু যেভাবে ডমিনেট করা হয় ছেলেপুলেদের সেটার একদম বিরুদ্ধে আমি। আমার মনে হয়, বাবা মা তার ছেলে-মেয়েদের পাখাটা কে'টে দেয়, যার কারণে তারা আর উড়তে পারে না। বিষয়খানা অনেকটা এইরকম, আপনার ছেলে অথবা মেয়ে জাহাজের নাবিক হতে চায়, কিন্তু আপনি জোর দিয়ে বললেন, না না ডাক্তার-ই হতে হবে। জাহাজের নাবিক টাবিক এইসব ফালতু কাজ।

কিন্তু পিতা/মাতা হিসেবে আপনার সন্তানদের জিজ্ঞেসা করা উচিৎ ছিলো তারা তাদের জীবনে কি হতে চায়, কেন হতে চায়। কিন্তু আপনি পিতা/মাতা হিসেবে যেটা করছেন সেটা হচ্ছে, আপনার মতবাদ তাদের উপর চাপিয়ে দেয়া। আপনার স্বপ্ন তার ভিতর দিয়ে চালিয়ে দিচ্ছেন এবং সেটার জন্য যা যা করার দরকার সেটাই করছেন। দিস ইজ ভেরি রঙ ম্যথলজি ফ্রম মাই পারস্পেক্টিভ।

সন্তানদেরকে লালন পালন করার ওয়েটা দেখে মনে হচ্ছে, সে একজন চাকর। আপনি যাই বলবেন তাই করতে হবে। পরিক্ষায় ভালো নাম্বার আনতে বলছেন মানে আনতে হবে, পাশের বাসার ছকিনার মেয়ে ইঞ্জিনিয়ার সুতারাং তাকেও ইঞ্জিনিয়ার হতে হবে। বিষয়টা এইরকম নাও হতে পারত। পাচটা মিনিট ছেলেমেয়েদের সাথে বসে তাদের জীবনের ইচ্ছা গুলো সম্পর্কে জানতে পারতেন, তারা কতদুর পর্যন্ত যেতে চায় সেটা জিজ্ঞেস করতে পারতেন, ওরা কি ডুবতে চায় নাকি উড়তে চায় সেটা জানার পর আপনার মতামত দিতে পারতেন।

সবাই সবার মতো করে বাচার অধিকার রাখে। ডোন্ট প্রেসারাইজ দ্যাম।

এইখানে যেনো একটা কম্পিটিশন। সবাই পা'গলের মত হন্য হয়ে একটা জীবন্ত সৃজনশীল জীবন ধ্বংসের খেলায় মেতে উঠেছে। তারপর আপনার সন্তান যে প্রেসার নিতে না পেরে আ'ত্মহ'ত্যার পথ বেছে নিবে না সেটার কি গ্যারান্টি? 🖤💛💜

♥️ আপনার সন্তানের চুলকানি বা স্ক্যাবিস থেকে মুক্তি পেতে হলে আমার লেখা এই পোস্টটি ভালো ভাবে পড়ুন এবং বুঝুন।স্ক্যাবিস এখন ...
24/05/2025

♥️ আপনার সন্তানের চুলকানি বা স্ক্যাবিস থেকে মুক্তি পেতে হলে আমার লেখা এই পোস্টটি ভালো ভাবে পড়ুন এবং বুঝুন।

স্ক্যাবিস এখন মহামারি আকার ধারন করেছে। সবাইকে তাই সচেতন হবার অনুরোধ করছি।

স্ক্যাবিস (Scabies) একটি তীব্র চর্মরোগ, যা Sarcoptes Scabiei নামক এক ধরনের পোকা বা ক্ষুদ্র পরজীবী মাইট (mite) দ্বারা হয়। এটি খুবই সংক্রামক এবং চুলকানির মাধ্যমে এর প্রধান উপসর্গ প্রকাশ পায়।

স্ক্যাবিসের ভয়াবহতা :

১. চরম চুলকানি: স্ক্যাবিস হলে বিশেষ করে রাতে বেশি চুলকানি হয়, ঘুমের ব্যাঘাত ঘটায়। অনেক বাচ্চারা চুলকাতে চুলকাতে ঘুম ভেঙে যায়, যন্ত্রনায় কান্নাকাটি করে।

২. চামড়ায় ফুসকুড়ি ও ক্ষত: স্ক্যাবিস হলে ঘর্ষণ এবং চুলকানোর ফলে চামড়ায় ঘা ও ইনফেকশন হতে পারে। কখনো কখনো চামড়ার নিচে পুঁজ জমে যায়।

৩. পরিবারে দ্রুত ছড়ায়: স্ক্যাবিস রোগে পরিবারে একজন আক্রান্ত হলে তার সংস্পর্শে এলে পুরো পরিবার এই রোগে আক্রান্ত হতে পারে। মারাত্মক ছোঁয়াচে রোগ এটি।

৪. দীর্ঘমেয়াদে হলে সেকেন্ডারি ইনফেকশন: স্ক্যাবিসের সঠিক চিকিৎসা না হলে শরীরে ব্যাকটেরিয়া সংক্রমণ, সেলুলাইটিস, এমনকি শিশু রোগীর কিডনি সমস্যা পর্যন্ত হতে পারে, তাই সচেতনতা ভীষন ভাবে প্রয়োজন।

৫. মানসিক অস্বস্তি: অতিরিক্ত চুলকানি ও অস্বস্তির কারণে শিশুর মানসিক চাপ ও অস্থিরতা তৈরি হয়।

স্ক্যাবিস থেকে মুক্তির উপায়:

১. চিকিৎসা:

💚 পারমেথ্রিন - ৫% (Permethrin - 5%) ক্রিম: এটি সবচেয়ে কার্যকর। শরীরের গলা থেকে পা পর্যন্ত মেখে রাতভর রেখে সকালে (১০-১২ ঘন্টা শরীরে রাখার পর) ধুয়ে ফেলতে হয়। এই নিয়মে একটু ভুল হলে কোনেভাবেই এউ স্ক্যাবিস রোগ শরীর থেকে যাবেনা। মাসের পর মাস এই রোগের অসহ্য যন্ত্রণা ভোগ করতে হবে। হাজার হাজার টাকা, ১০-১২টা ডাক্তার যাই করেন, কাজ হবেনা। শরীরের এক ইঞ্চি তো দূরের কথা একসূতা পরিমাণ জায়গাও বাদ রাখবেন না, রাতে ওয়াসরুমে গেলে, ওষুধ ধুয়ে গেলে, আবার প্রয়োগ করুন। মনে রাখবেন, ভীষণ জরুরি। না কমলে ৭ দিন পরপর একই নিয়মে ব্যবহার করুন। আর অবশ্যই পরদিন সকালে গায়ে থাকা পোষাক, বিছানার চাদর, বালিশের কাভার সব কিছু গরম পানিতে ৩০ মিনিট ধরে সিদ্ধ করে ধুয়ে ফেলুন। নিজের ও শিশুর শরীর গরম পানি ও বডি ওয়াস দিয়ে ভালো ভাবে রগরে গোসল করুন ও করান।

💚 আপনার শিশুকে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর পর শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী (Permethrin - 5% + Crotamiton) Combined Cream বা Monosulfuram - 25% Solutions ইত্যাদি ব্যাবহার করতে পারবেন।

💚 আইভারমেকটিন (Ivermectin) ওষুধ: কিছু ক্ষেত্রে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক আপনার শিশুর স্ক্যাবিস রোগের চিকিৎসায় খাওয়ার ওষুধ দিতে পারেন, বিশেষ করে জটিল ও পুনঃসংক্রমণের ক্ষেত্রে।

💚 অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট: চুলকানি কমাতে সাহায্য করে। শিশুদের ক্ষেত্রে Syrup বড়দের ক্ষেত্রে ট্যাবলেট।

২. পরিষ্কার-পরিচ্ছন্নতা:

আক্রান্ত ব্যক্তির পোশাক, বিছানার চাদর, তোয়ালে গরম পানিতে ৩০ মিনিট ধরে সিদ্ধ করে ধুয়ে রোদে শুকাতে হবে।

এই রোগে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র থেকে ৩ দিন পর্যন্ত দূরে রাখতে হবে (কারণ রোগ সৃষ্টিকারী পোকা বা মাইট ২–৩ দিন বেঁচে থাকে)।

৩. একসাথে চিকিৎসা:

পরিবারের সকল সদস্যকে একসাথে চিকিৎসা গ্রহণ করা জরুরি। এমনকি উপসর্গ না থাকলেও। এটা খুবি জরুরি।

৪. নিয়মিত হাত ধোয়া ও শরীর পরিষ্কার রাখাবেন। বাইরে থেকে বাসায় ফিরে সবার আগে ভালো ভাবে হাত ধোয়ার অভ্যাস করবেন। এতে রিইনফেকশন হবার সম্ভাবনা কমে যায়।

বিশেষ সতর্কতা:

শিশুদের জন্য শিশু বিশেষজ্ঞ এবং গর্ভবতীদের নারীদের গাইনী বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। কারণ ঔষধ গুলো শিশু ও নারীদের প্রতি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।

বিশেষ দ্রষ্টব্য:
এই স্ক্যাবিসকে সাধারন ভাবে দেখবেন না। এর ভয়াবহতা অনেক। তাই সচেতন হবেন। যারা আক্রান্ত হয়েছিলেন এখন সম্পূর্ণ সুস্থ তারাও প্রতি মাসে একবার করে পরিবারের সবাই একসাথে পারমিথ্রিন ৫% ব্যবহার করুন এবং পরিধেয় পোষাক, বিছানার চাদর গরম পানিতে ধুয়ে নিন।
নিজে জানুন অন্যকে জানান।

আশা করি আজকের আলোচনা আপনাদের অনেক উপকারে আসবে, আমার জন্য দোয়া রাখবেন, সবাই সুস্থ থাকবেন, সম্ভব হলে এই পোস্টটি শেয়ার করবেন।

দয়া করে আপনারা সবাই সচেতন হবেন।

মনে রাখবেন, আপনার সচেতনতা, আপনার সন্তানের জন্য আশীর্বাদ।

ধন্যবাদ 🙏

👉👉হাত ভাঙ্গা( Colle's Fracture) নিয়ে কবিরাজের কাছে গিয়েছিল। কবিরাজ মশাই বাঁশের চটির ব্যান্ডেজ করিয়ে দিয়েছিলেন। রক্ত চলাচ...
20/05/2025

👉👉হাত ভাঙ্গা( Colle's Fracture) নিয়ে কবিরাজের কাছে গিয়েছিল। কবিরাজ মশাই বাঁশের চটির ব্যান্ডেজ করিয়ে দিয়েছিলেন। রক্ত চলাচল বন্ধ হয়ে Gangrene (পচে যাওয়া) হয়ে গিয়েছে। এবার হাত কেটে ফেলা ছাড়া আর কোনো উপায় থাকলো না।

- ডা.সাঈদ সুজন

👉👉👉  হাই প্রেসার বা উচ্চ রক্তচাপ।            কোনো সাধারণ রোগ নয়।    একটি মারাত্মক  নীরব ঘাতক রোগ।    কারন অনেকদিন লক্ষন ...
18/05/2025

👉👉👉 হাই প্রেসার বা উচ্চ রক্তচাপ।
কোনো সাধারণ রোগ নয়।
একটি মারাত্মক নীরব ঘাতক রোগ।
কারন অনেকদিন লক্ষন থাকে না।
অবশ্যই অবশ্যই নিয়মিত ঔষধ খান।
টেনশন রাগ এড়িয়ে চলুন।

⛔ নইলে স্ট্রোক/প্যারালাইসিস
অবধারিত।
⛔স্ট্রোক হলে বিকলাঙ্গ পঙ্গু
⛔অর্ধমৃত হয়ে বেঁচে থাকা।
⛔ অন্যের গলগ্রহ হয়ে বেঁচে থাকা।
⛔অতএব নিয়মিত প্রেসার চেক করুন।
⛔গ্রামে বেশিরভাগ চিকিৎসকের
প্রেসার মাপা মেশিন নষ্ট
তবুও ওনারা প্রেসার দেখেন।


আজ ১৭ মে
বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস

🟠ক)প্রেসারের ঔষধ একবার শুরু করলে সারাজীবন খেতে হবে
🟠-এই ভয়ে রংপুরের মানুষ ঔষধ খান না ফলে হাজারো মানুষ স্ট্রোকে পংগু হচ্ছেন।
🟠খ)**৪০ বছরের উপরে প্রায় ২৬% মানুষ হাই প্রেসারে ভুগছেন।
🟠গ)**খুবই দুঃখ জনক যে বেশির ভাগ রোগীই জানেন না তিনি হাই প্রেসারের রোগী।
🟠ঘ)**যেদিন স্ট্রোক করেন বা কোনো অপারেশনের আগে রুটিন চেক আপে ধরা পড়ে।
🟠ঙ) বাংলাদেশে হাই প্রেসারের রোগীর সংখ্যা প্রায় ৩ কোটি। (প্রথম আলো) সারা বিশ্বে ১৭০ কোটি (কালের কন্ঠ)
🟠চ)***ঔষধ বন্ধ রাখায় আমার একজন হাইপ্রেসারের রোগীনির স্ট্রোক, "ডিমেনশিয়া" ও "সাইকোসিস" নামক ভয়াবহ পরিনতি হয়েছে।
🟠ছ)***সে এখন বোধ শোধ হীন অবুঝ শিশুর মত বেঁচে আছে।
🟠জ)*** বাংলাদেশে প্রতি বছর স্ট্রোকে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে।

আমার নিজের অভিজ্ঞতার কথা বলি-
🔵১। আমার রোগীনির বয়স তখন ৪৮ বছর। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা। হাই প্রেসারের ঔষধ Tab. Angilock 50mg plus খাচ্ছেন ১০ বছর ধরে। বাসা রংপুর শহরেই।
🔵২। প্রেসার নিয়ন্ত্রণেই থাকে। কিন্তু কিছুদিন থেকে তিনি প্রতি বৃহস্পতিবার মহল্লার এক বাসায় (অনেকেই বলে হোদরার ঘর) ইসলামিক মহিলা আলোচনায় যান।
🔵৩। সেখানে এক ভাবি প্রেসার মেপে বললেন যে প্রেসার তো ঠিক আছে। আপনার আর ঔষধ খাওয়ার দরকার নেই। ঔষধ খাওয়া বন্ধ করুন।
🔵৪। রোগীনি ঔষধ খাওয়া বন্ধ করার ১৫ দিন পরই স্ট্রোক করলেন। এক হাত এর পা প্যারালাইসিস হলো ও মুখ বাঁকা হয়ে কথা অস্পষ্ট হলো।
🔵৫। ২ বছর নিবিড় পরিচর্যা ও চিকিৎসায় তিনি মোটামুটি সুস্থ্য হলেন।
🔵৬। কিন্তু এরপর থেকে তার ""ডিমেনশিয়া"" নামক মারাত্মক অসুখ হল। মানে তিনি অতীতের সবকিছুকে ভুলে গেলেন। মানুষকেও ঠিকমত চিনতে পারছেন না।
🔵৭। এবং কিছুটা মানষিক রোগীর মত উল্টো পাল্টা আচরণ শুরু করলেন। এটাকে বলে Post Stroke Psychosis.
🔵৮। *** ডাক্তার হিসাবে এই পরামর্শ দিতে চাই যে আজীবন ঔষধ খেতে হবে। একদিন ও বন্ধ রাখা যাবে না।
🔵৯। মাসে কমপক্ষে ২ দিন প্রেসার চেক করুন। বছরে দুইবার ইসিজি এক্সরে, ডায়াবেটিস চেক করুন।
🔵১০। মনে করুন আপনার প্রেসার ঠিক আছে, আর হাই নাই, তবু আপনি ঔষধ খেয়ে যাচ্ছেন। এতে আপনার ক্ষতি হবে না। কিন্তু ঔষধ না খেলে স্ট্রোক করবেন।
🔵১১। দুশ্চিন্তা, ধুমপান, টেনশন, ঝগড়া, মানুষিক চাপ পরিহার করুন। প্রয়োজনে দুশ্চিন্তার ঔষধ খান।
🔵১২। *****আজীবন হাই প্রেসারের ঔষধ খেতে হবে। একদিনও বাদ দিবেন না,
যে যাই বলুক না কেনো।
🔵১৩। গর্ভবতী হলে কিন্তু প্রেসারের আগের ঔযধ বাদ দিতে হবে, নইলে পেটের বাচ্চার ক্ষতি হবে । গর্ভকালীন অবস্থায় ট্যাবলেট ডোপামেট ২৫০ এমজি খেতে হবে ১টি করে দিনে ২ বার বা চিকিৎসকের পরামর্শ মত।
🔵১৪. আমার অভিজ্ঞতায় বলে রংপুর অঞ্চলে স্ট্রোকের সংখ্যা অনেক বেশি।
🔵১৫. কারন-- হাই প্রেসার ধরা পরার পরেও রংপুরের মানুষ প্রেসারের ঔষধ খেতে চান না।
🔵১৬. তাদের মারাত্মক ভুল ধারনা এই যে--
একবার প্রেসারের ঔষধ শুরু করলে সারাজীবন খেতে হবে- তাই ঔষধ খাওয়া শুরু করবো না। ফলে স্ট্রোক।
🔵১৭. অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ থেকে হার্টের সাইজ বড় হয়, ব্রেন এ রক্ত জমা হয়, ব্রেন স্ট্রোক করে, কিডনির সমস্যা হয়।
🔵১৮.ফুসফুস ও রক্তনালীরও খুবই ক্ষতি হয়। এমন কি পরোক্ষ ভাবে হার্ট অ্যাটাকও হয়।
🌐সবার কাছে আমার ও পরিবারের জন্য দোয়া প্রার্থী।
🌐এই পোস্টে ভুল কিছু লিখে থাকলে তা যে কেউ কিছু সংশোধন বা সংযোজন করলে বা ভুল ধরিয়ে দিলে খুশি হবো।

👉👉প্লিজ বেশি বেশি শেয়ার করে বাবা নামের মানুষগুলোকে দায় মুক্ত করেন🙏🙏🙏আসল সত্যটা সবার জানা উচিৎ, এই মেয়েটা আজ মিথ্যা অপবাদ...
12/05/2025

👉👉প্লিজ বেশি বেশি শেয়ার করে বাবা নামের মানুষগুলোকে দায় মুক্ত করেন🙏🙏🙏
আসল সত্যটা সবার জানা উচিৎ, এই মেয়েটা আজ মিথ্যা অপবাদ দিয়ে বাবা নামের মানুষগুলোকে কলঙ্কিত করেছে।

বাবাকে কু*পিয়ে হ*ত্যা করা মেয়েটা প্রথম থেকেই একটু উশৃংখলভাবে চলাফেরা করতো। বাবা প্রথমে কিছুটা বাঁধা দিতেন কিন্তু মেয়ে মানতে চাইতো না।

বাবা আব্দুস সাত্তার ভাবতেন- থাক মেয়ে বড় হয়েছে এখন আর এতকিছু না বলি।

এর কিছুদিন পরই বাবা খেয়াল করেন তার মেয়ে তার আরও দুই বান্ধবীকে তাদের সাভারের ফ্ল্যাট বাসায় সাবলেট থাকার জন্যে নিয়ে আসে।

আব্দুস সাত্তার প্রথমে কিছু বলেননি।ভেবেছিলেন মেয়ের বান্ধবীই হবে হয়তো, বাসায় থাকুক সমস্যা কি।

আব্দুস সাত্তার তাদের জন্যে রুম ছেড়ে দিয়ে নিজে কষ্ট করে ডাইনিং রুমে থাকতেন। মেয়ের বান্ধবীরা ডাইনিং রুমে থাকবে এতে মেয়ের সম্মান নষ্ট হবে তাই নিজেই থাকতেন।

মেয়েটাকে অনেক আদর করতেন তাই মেয়ের কষ্ট সইতে পারতেন না।

তার কিছুদিন পর বাবা লক্ষ করেন মেয়েসহ তার ওই বান্ধবীরা ড্রাগস নিচ্ছে, উগ্র আচরণ করছে। এটা দেখার পর তিনি মনে মনে অনেক কষ্ট পান।

মেয়েকে এসব ছেড়ে দিতে বলেন। সাথে মেয়ের বান্ধবীরা যাতে সাবলেট বাসা থেকে চলে যায় সেটা বলেন।

বান্ধবীদের বাসা ছেড়ে যেতে বলায় মেয়ে প্রচন্ড রেগে যায়। কথা কাটাকাটি হয় এমনকি মেয়ে একপর্যায়ে বাবার গায়ে হাত তুলতেও আসে।

বাবা কি করবেন বুঝতে না পেরে এর মধ্যে একবার থানায়ও গিয়েছিলেন। মেয়ের নামে জিডি করিয়েছিলেন যাতে অন্তত এ বিপথ থেকে মেয়েটা ফিরে আসে।

কিন্তু মেয়ের কোন উন্নতি ঘটে না। দিনদিন আরও উগ্রতা বাড়তে থাকে। বাবা আব্দুস সাত্তারও সীমাহীন কষ্ট নিয়েই ডাইনিং রুমে থেকে দিন পার করতে থাকেন।

এভাবেই আরও কিছু দিন কেটে যায়। বান্ধবীদের সাথে এতটা ঘনিষ্ঠভাবে থাকাটা ধীরে ধীরে সন্দেহের সৃষ্টি করে বাবা আব্দুস সাত্তারের মনে।

তিনি একরাতে মেয়েকে ডাকতে যাওয়ার সময় দুই বান্ধবী এবং মেয়েকে রুমে আপত্তিকর অবস্থায় দেখতে পান।

মানে দুটো বান্ধবী এবং তার মেয়ে লেসবিয়ান ছিল। ছেলেদের প্রতি কোন আকর্ষণ ছিল না তাদের।
বাবা আব্দুস সাত্তারকে ডাইনিং এ রেখে এতদিন অনৈতিক সম্পর্কে লিপ্ত ছিল মেয়ে এবং বান্ধবীরা।

এবারে বাবা প্রচন্ড কষ্ট পান এবং মেয়েকে তখন বলেন তার বান্ধবীরা যেন এ বাসা থেকে ইমিডিয়েট চলে যায়।

মেয়ে এবারেরও রেগে যায়। তাদের মধ্যে কথা কাটাকাটি এবং হাতাহাতি হয়।

আব্দুর সাত্তার ঘনিষ্ঠ কয়েকজনের কাছে একথা শেয়ার করে সমাধানও চান কিন্তু কোন সুরাহা হয়না।

অন্যদিকে মেয়ে বুঝতে পারে তার বাবা তাদের এ অনৈতিক সম্পর্ক এবং নেশার জগতের জন্যে বাঁধা হয়ে দাঁড়াবে। তাই মেয়ে প্ল্যান করতে থাকে কিভাবে কৌশলে বাবাকে পথ থেকে সরানো যায়।

সেই প্ল্যানমাফিক গতকাল ভোর ৪ টার দিকে বাবাকে সাভারের ওই বাসাতেই কুপিয়ে হত্যা করে ।

পাশাপাশি একটা ধ*র্ষণের একটা মিথ্যা নাটক সাজায় যাতে সবাই তাকে সাপোর্ট করে এবং জামিনে বের হয়ে আসা সহজ হয়।

এমনকি হ*ত্যার করার ওই ভিডিওতেও মেয়েটা সবাইকে উদ্দেশ্য করে বলে- জনগণই যেন তাকে সাপোর্ট করে জামিনের ব্যবস্থা করে দেয়। কেননা তার উদ্দেশ্যই ছিল এটা।

এর আগে ২০২৩ সালেও বাবার নামে ধ*র্ষণের মিথ্যা মামলা করেছিল মেয়েটা। আদালত এবং ফরেনসিক টিম কোনরূপ প্রমাণ না পেয়ে বাবাকে সসম্মানে জামিনে ছেড়ে দিয়েছিল।

বাবা আব্দুস সাত্তার চাইতেন তার মেয়েটা একটু শালীনতার সাথে চলুক, এ ধরনের অনৈতিক সম্পর্ক থেকে বেরিয়ে আসুক।

কিন্তু এটাই কাল হলো বাবা আব্দুস সাত্তারের। সবশেষে নিজের আদরের মেয়ের হাতেই নৃশংসভাবে খুন হতে হলো ৫৬ বছর বয়সী এ বাবাকে

( সামনে আরও বেশকিছু আপডেট জানাব)
তথ্য সংগ্রহ এবং লেখা- Ibrahim Khalil Shawon....

Shout out to my newest followers! Excited to have you onboard! Abed Ali, শারমিন আক্তার, সাংবাদিক মোঃ আশরাফুল আলম, Md Roc...
08/05/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Abed Ali, শারমিন আক্তার, সাংবাদিক মোঃ আশরাফুল আলম, Md Rocky Ahamed, Tanvir ST

🌟🌟আপনি কি জানেন?👉প্রতিদিন একটি আপেল আপনাকে ডাক্তার থেকে দূরে রাখবে।👉প্রতিদিন একটি তুলসী পাতা আপনাকে ক্যান্সার থেকে দূরে ...
05/05/2025

🌟🌟আপনি কি জানেন?
👉প্রতিদিন একটি আপেল আপনাকে ডাক্তার থেকে দূরে রাখবে।
👉প্রতিদিন একটি তুলসী পাতা আপনাকে ক্যান্সার থেকে দূরে রাখবে।
👉প্রতিদিন একটি লেবু আপনাকে মেদ ভূড়ি থেকে দূরে রাখবে।
👉প্রতিদিন এক গ্লাস দুধ আপনাকে হাড়ের অসুখ থেকে দূরে রাখবে।
👉প্রতিদিন তিন লিটার পানি আপনাকে সকল রোগ থেকে দূরে রাখবে।

০৪/০৪/২৫ আজকে রেডিসন স্পেশালাইজড হাসপাতাল রংপুর এ রংপুরের প্রথম রোগীর হাঁটুর কৃত্রিম প্রতিস্থাপন রংপুরের অর্থোপেডিক সার্...
04/05/2025

০৪/০৪/২৫ আজকে রেডিসন স্পেশালাইজড হাসপাতাল রংপুর এ রংপুরের প্রথম রোগীর হাঁটুর কৃত্রিম প্রতিস্থাপন রংপুরের অর্থোপেডিক সার্জন ডা: রাশেদুল আমির স্যার এর মাধ্যমে আল্লাহর রহমতে সফল ভাবে সম্পন্ন হয়েছে।
!আলহামদুলিল্লাহ!🥰

Address

Phulbari, Dinajpur
Phulbari
5260

Website

Alerts

Be the first to know and let us send you an email when ফুলবাড়ী অনলাইন চিকিৎসা সেবা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share