29/05/2024
A case of
গরম কত ভয়ংকর দেখেন! কয়েকদিন আগে চলমান তাপ প্রবাহের সময় শিশুটি আসে।
Chicken pox ভেবে বাবা মা ৫ দিন গোছল করায় নাই ফলে জীবাণু সংক্রমণ আরও বেড়ে এ অবস্থা।
আলহামদুলিল্লাহ ২ দিন পর সুস্থ হয়ে বাসায় ফিরে।
প্রচন্ড গরমে অনেক বেশি ঘাম তৈরি হয় যা কিনা ঘর্মগ্রন্হির ( sweat glands) opening বন্ধ করে দেয়।ফলে ভিতরে ঘাম জমতে থাকে, বাহিরে বের হতে না পেরে এক পর্যায়ে ফেটে যায়, এই অবস্থাকে আমরা বলি ঘামাচি ( prickly heat ,heat rash or miliaria) .
ফেটে যাওয়ার পর যখন এতে জীবাণু ( staphylococcus) সংক্রমণ হয় তখন একে বলে Periporitis.
এখানে উল্লেখ্য যে chicken pox এ গোছল করানো যাবে না... এটা সম্পূর্ণ ভুল ধারণা, বরং ভালো করে সাবান দিয়ে গোসল করাতে হবে যেন জীবাণু সংক্রমণ না হয়, এক ই কথা heat rash এর জন্যে ও প্রযোজ্য।
মজার কথা হল বাচ্চাটি আমাকে complain করেছিল ও প্রচন্ড গরমে গোসল করতে চেয়েছিল কিন্তু ওর মা করিয়ে দেয়নি ভয়ে 😊