International Hijama and Ruqyah Clinic

International Hijama and Ruqyah Clinic সুন্নতসম্মত চিকিৎসা পদ্ধতি। হাদিসে সর্বোত্তম চিকিৎসা বলা হয়েছে।

17/08/2023
17/08/2023
16/06/2023

حَدَّثَنَا جُبَارَةُ بْنُ الْمُغَلِّسِ، حَدَّثَنَا كَثِيرُ بْنُ سُلَيْمٍ، سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ مَا مَرَرْتُ لَيْلَةَ أُسْرِيَ بِي بِمَلإٍ إِلاَّ قَالُوا يَا مُحَمَّدُ مُرْ أُمَّتَكَ بِالْحِجَامَةِ ‏"‏ ‏.‏

আনাস বিন মালিক (রাঃ), থেকে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ মিরাজের রাতে আমি ফেরেশতাদের যে দলকেই অতিক্রম করেছি, তারা আমাকে বলেছেন, হে মুহাম্মাদ! হে মুহাম্মাদ! আপনার উম্মাতকে রক্তমোক্ষণ(হিজামা)করানোর নির্দেশ দিন।

তাহকীক আলবানীঃ সহীহ।

সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ৩৪৭৯
হাদিসের মান: সহিহ হাদিস
সোর্স: আল হাদিস অ্যাপ

😍 মাত্র একবারই হিজামায় ঘাড় ব্যথা প্রায় 90% কমে গেছে আলহামদুলিল্লাহ
31/05/2023

😍 মাত্র একবারই হিজামায় ঘাড় ব্যথা প্রায় 90% কমে গেছে আলহামদুলিল্লাহ

🌝 হিজামার পরপরই ব্যাথা অধিকাংশ কমে গিয়েছে আলহামদুলিল্লাহ
30/05/2023

🌝 হিজামার পরপরই ব্যাথা অধিকাংশ কমে গিয়েছে আলহামদুলিল্লাহ

👾 প্রসাবের সমস্যার জন্য কৃষিবিদ বন্ধুকে ওষুধ পাঠানো হয়েছে। আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করুক।
22/05/2023

👾 প্রসাবের সমস্যার জন্য কৃষিবিদ বন্ধুকে ওষুধ পাঠানো হয়েছে। আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করুক।

💩 পুরাতন আমাশয় এবং অতিরিক্ত শুক্রক্ষয়ের ওষুধ দেয়া হয়েছে। আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করুক।
21/05/2023

💩 পুরাতন আমাশয় এবং অতিরিক্ত শুক্রক্ষয়ের ওষুধ দেয়া হয়েছে। আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করুক।

🔳 Success Storyমাত্র এক সপ্তাহের ওষুধে ঠান্ডা, নাকের পলিপাস ও লো ব্লাড প্রেসার সমস্যা কমে গিয়েছে আলহামদুলিল্লাহ
20/05/2023

🔳 Success Story
মাত্র এক সপ্তাহের ওষুধে ঠান্ডা, নাকের পলিপাস ও লো ব্লাড প্রেসার সমস্যা কমে গিয়েছে আলহামদুলিল্লাহ

📱 Success Storyমাত্র এক সপ্তাহের ওষুধে চোখ লাল ও চুলকানো কমে গিয়েছে আলহামদুলিল্লাহ।
09/05/2023

📱 Success Story
মাত্র এক সপ্তাহের ওষুধে চোখ লাল ও চুলকানো কমে গিয়েছে আলহামদুলিল্লাহ।

🌁 Success Storyমাত্র দেড় মাসের ওষুধে পাঁচ বছরের বাচ্চার অ্যাডিনয়েড, সর্দি কাশি ও কানে কম শোনা অনেকাংশে সমাধান হয়েছে আ...
06/05/2023

🌁 Success Story
মাত্র দেড় মাসের ওষুধে পাঁচ বছরের বাচ্চার অ্যাডিনয়েড, সর্দি কাশি ও কানে কম শোনা অনেকাংশে সমাধান হয়েছে আলহামদুলিল্লাহ।

05/05/2023

রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ প্রত্যেক রোগের জন্য ঔষধ রয়েছে। সুতরাং সঠিক ঔষধ যখন রোগের জন্য ব্যবহৃত হয়, তখন আল্লাহ তা’আলার হুকুমে রোগী রোগমুক্ত হয়ে যায়। (মুসলিম, মিশকাত)

05/05/2023

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, তিনটি জিনিসের মধ্যে রোগমুক্তি আছে। মধু পানে, শিঙ্গা লাগানোতে এবং আগুন দিয়ে দাগ লাগানোতে। আমার উম্মাতকে আগুন দিয়ে দাগ দিতে নিষেধ করছি।
-সহীহ বুখারী

🛍️ Success Storyমাত্র এক মাসের ওষুধে সর্দি কাশি এজমা ও ত্বকের ইনফেকশন অধিকাংশ কমেছে আলহামদুলিল্লাহ
03/05/2023

🛍️ Success Story
মাত্র এক মাসের ওষুধে সর্দি কাশি এজমা ও ত্বকের ইনফেকশন অধিকাংশ কমেছে আলহামদুলিল্লাহ

💠হাদিয়াপ্রায় ৪-৫ বছর পর আমাদের ওষুধ গ্রহণের মাধ্যমে আজকে পুত্র সন্তান জন্মদানের দুই কেজি মিষ্টি হাদিয়া।
01/05/2023

💠হাদিয়া
প্রায় ৪-৫ বছর পর আমাদের ওষুধ গ্রহণের মাধ্যমে আজকে পুত্র সন্তান জন্মদানের দুই কেজি মিষ্টি হাদিয়া।

দুঃখ দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তির জন্য বেশি বেশি দরুদ শরীফ পড়ুন।এর দ্বারা আপনার অন্যান্য প্রয়োজনও পূরণ হবে ইনশাআল্...
01/05/2023

দুঃখ দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তির জন্য বেশি বেশি দরুদ শরীফ পড়ুন।
এর দ্বারা আপনার অন্যান্য প্রয়োজনও পূরণ হবে ইনশাআল্লাহ।
-মুসনাদে আহমদ, তিরমিজি

Success Storyমাত্র এক মাসের ওষুধে কৃষিবিদ ভাইয়ের কোষ্ঠকাঠিন্য, গ্যাস ও দুশ্চিন্তা সমাধান হয়েছে আলহামদুলিল্লাহ
01/05/2023

Success Story
মাত্র এক মাসের ওষুধে কৃষিবিদ ভাইয়ের কোষ্ঠকাঠিন্য, গ্যাস ও দুশ্চিন্তা সমাধান হয়েছে আলহামদুলিল্লাহ

Address

Puran Bogra

Telephone

+8801761133163

Website

Alerts

Be the first to know and let us send you an email when International Hijama and Ruqyah Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram