Asma physiotherapy centre bogura

Asma physiotherapy centre bogura আছমা ফিজিওথেরাপি সেন্টার বগুড়া
কানুছগাড়ি, শেরপুর রোড়, বগুড়া।
মোবাইল ০১৭৮৮ ৯২৮৭৭৭.০১৭৯৯ ১৮৭৯০৯.

21/07/2025
শুভ সকাল
09/07/2025

শুভ সকাল

09/07/2025

বেল'স পালসি হল একটি স্নায়বিক ব্যাধি যা মুখের একপাশে পক্ষাঘাত বা দুর্বলতা সৃষ্টি করে। এটি তখন ঘটে যখন মুখের পেশী নিয়ন্ত্রণকারী স্নায়ুগুলির মধ্যে একটি আহত হয় বা সঠিকভাবে কাজ করা বন্ধ করে দেয়। বেল'স পালসি হল মুখের পক্ষাঘাতের সবচেয়ে সাধারণ কারণ।

বেল'স পালসির লক্ষণগুলির মধ্যে রয়েছে:

মুখের একপাশে হঠাৎ দুর্বলতা বা পক্ষাঘাত

ভ্রু এবং মুখ ঝুলে পড়া

মুখের একপাশ থেকে জল ঝরতে থাকা

একটি চোখের পাতা বন্ধ করতে অসুবিধা, যার ফলে চোখ শুষ্ক হয়ে যায়।

09/07/2025

হঠাৎ যদি মুখ বেঁকে যায় কি করবেন........

হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে যদি দেখেন মুখ এক দিকে বেঁকা হয়ে গেছে! এক দিকে চোখ বন্ধ হচ্ছে না,হা করতেই মুখ বেকে যাচ্ছে,মুখে পানি নিলে মুখ থেকে পড়ে যাচ্ছে,গাল ফুলাতে পাড়ছেন না,কপাল বা ভ্রু কুচকাতে পারছেন না,কি হলো? নিশ্চয় ঘাবড়ে গেছেন।
ঘাবড়ানোর কিছু নেই।
এ রকম সমস্যায় যদি কেউ পরেন,তবে বুঝতে হবে আপনার মুখের নাভেরএ মন কি কোনো সমস্যা হয়েছে যার ফলে আপনার মুখের মাংসপেশি তাঁর স্বাভাবিক কাজকমের ক্ষমতা হারিয়ে ফেলেছে। যাকে চিকিৎসা বিঙ্গানের ভাষায় ফেসিয়াল বা বেলস পালসি বলে।এটি আবার মুখ বাঁকা রোগ নামেও পরিচিত।

মানুষের মুখে কিছুসংখ্যক নিদিষ্ট মাংসপেশি অাছে।এই সব মাংসপেশিকে আদেশ নিদেশ প্রদানের জন্য মগজ থেকে কানের পাশ দিয়ে নেমে সপ্তম ফেসিয়াল নাভ বা ফেসিয়াল নাভ ৫ টি ভাগে বিভক্ত হয়ে মুখ মন্ড়লের বিভিন্ন মাংসপেশিকে সচল রাখে।ওই মস্তিষ্কের ক্রেনিয়াল বা ফেসিয়াল নাভে প্রদাহ বা প্রতিবন্ধকতা দেখা দিলে এই সমস্যা তৈরি হয়।

যদিও ফেসিয়াল পালসির সঠিক কারন নিনয় অনেক ক্ষেত্রেই কঠিন, তবে ফেসিয়াল নাভে ভাইরাস আক্রমন (herpes simplex virux) অতিরিক্ত ঠান্ড়া, আঘাত পেলে,বেলস পালসির কারন হিসাবে চিহ্নত করা হয়।

আক্রান্ত হবার আগে অনেক সময় মাথা ব্যাথা সহ আক্রান্ত পাশের কানের ব্যাথা হতে পারে।এর পর হঠাৎ করেই আক্রান্ত পাশের চোখ বন্ধ করতে, কথা বলতে, কপাল কুচকাতে, বা উপরে তুলতে,থুতু ফেলতে,পানি পান করতে, খাবার চিবাতে,অসুবিধাসহ মুখ এক দিকে বেঁকে যেতে পারে।

চিকিৎসা.........
যেহেতু এটি স্নায়ুবিক সমস্যায় সৃষ্টি মাংসপেশির অবশতা,তাই এর চিকিৎসার মূখ্য ভুমিকা হলো ফিজিওথেরাপি।এ রোগে আক্রান্ত হলে প্রথমে অাপনি এক জন নিউরো বিশেষজ্ঞের পরামর্শমতো পয়োজনে স্টেরয়েড, ভিটামিন,এবং তাঁর পাশাপাশি একজন ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হয়ে ফিজিওথেরাপি চিকিৎসা নিতে পারেন।ফিজিওথেরাপি চিকিৎসায় সাধারনত ইলেকট্রিক নাভ ইস্টিমুলেশনসহ পদ্ধতিগত চিকিৎসা ব্যায়াম অও ম্যাসেজ উপকারী।

এর জন্য যে ব্যায়াম করতে হবে.........
জোর করে চোখ মারার চেষ্টা করা, শিশ মারার চেষ্টা করা,ঠোঁট চেপে ধরে গাল ফুলানোর চেষ্টা করা,কপাল কুচকানো, ভ্রু কুচকানো ইত্যাদি।
শক্ত খাবার আক্রান্ত গালে খেতে হবে,অতিরিক্ত ঠান্ড়া খাবার পরিহার করতে হবে।
মনে রাখবেন,ফিজিওথেরাপি চিকিৎসা ফেসিয়াল প্যারালাইসিস রোগের একমাত্র মূল চিকিৎসা।

ধন্যবাদ
আছমা ফিজিওথেরাপি সেন্টার বগুড়া
কানুজগাড়ী,শেরপুর রোড়,বগুড়া।
মোবাইল ০১৭৯৯ ১৮৭৯০৯..০১৭৮৮ ৯২৮৭৭৭.

প্রতিদিন
বিকাল ৩ টা হতে রাত ৯ টা পযন্ত।

#ফিজিওথেরাপি #ফিজিওথেরাপিস্ট #বগুড়া #মুখবাঁকা

শনিবার হতে বৃহস্পতিবার সকাল ১০ টা- দুপুর ১ টাবিকাল ৩ টা - রাত ১০ টাআছমা ফিজিওথেরাপি সেন্টার বগুড়া কানুছগাডি, শেরপুর রোড়...
27/06/2025

শনিবার হতে বৃহস্পতিবার
সকাল ১০ টা- দুপুর ১ টা
বিকাল ৩ টা - রাত ১০ টা

আছমা ফিজিওথেরাপি সেন্টার বগুড়া
কানুছগাডি, শেরপুর রোড়, বগুড়া।
মোবাইল ০১৭৯৯ ১৮৭৯০৯.০১৭৮৮ ৯২৮৭৭৭.

#ফিজিওথেরাপি #বগুড়া

27/06/2025

শুক্রবার
বিকাল ৩ টা - রাত ৯ টা পযন্ত।
কানুছগাড়ি, সিএন্ডবি মোড়,শেরপুর রোড়, বগুড়া।
মোবাইল ০১৭৯৯১৮৭৯০৯..০১৭৮৮ ৯২৮৭৭৭.

#ফিজিওথেরাপি #বগুড়া

24/06/2025

আলহামদুলিল্লাহ জনাব আব্দুর রাজ্জাক ভাই দীর্ঘ দিন যাবত কোমড় ব্যথা, পা ঝিন ঝিন করা ও অবস অবস লাগা, PLID রোগে কষ্ট পাচ্ছিলেন।উনি আছমা ফিজিওথেরাপি সেন্টার বগুড়ায়, ৩ সপ্তাহ ফিজিওথেরাপি নিয়ে এখন সুস্থ।

Address

Bogra

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 10:00 - 22:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 15:00 - 21:00

Telephone

+8801799187909

Website

Alerts

Be the first to know and let us send you an email when Asma physiotherapy centre bogura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share