09/07/2025
হঠাৎ যদি মুখ বেঁকে যায় কি করবেন........
হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে যদি দেখেন মুখ এক দিকে বেঁকা হয়ে গেছে! এক দিকে চোখ বন্ধ হচ্ছে না,হা করতেই মুখ বেকে যাচ্ছে,মুখে পানি নিলে মুখ থেকে পড়ে যাচ্ছে,গাল ফুলাতে পাড়ছেন না,কপাল বা ভ্রু কুচকাতে পারছেন না,কি হলো? নিশ্চয় ঘাবড়ে গেছেন।
ঘাবড়ানোর কিছু নেই।
এ রকম সমস্যায় যদি কেউ পরেন,তবে বুঝতে হবে আপনার মুখের নাভেরএ মন কি কোনো সমস্যা হয়েছে যার ফলে আপনার মুখের মাংসপেশি তাঁর স্বাভাবিক কাজকমের ক্ষমতা হারিয়ে ফেলেছে। যাকে চিকিৎসা বিঙ্গানের ভাষায় ফেসিয়াল বা বেলস পালসি বলে।এটি আবার মুখ বাঁকা রোগ নামেও পরিচিত।
মানুষের মুখে কিছুসংখ্যক নিদিষ্ট মাংসপেশি অাছে।এই সব মাংসপেশিকে আদেশ নিদেশ প্রদানের জন্য মগজ থেকে কানের পাশ দিয়ে নেমে সপ্তম ফেসিয়াল নাভ বা ফেসিয়াল নাভ ৫ টি ভাগে বিভক্ত হয়ে মুখ মন্ড়লের বিভিন্ন মাংসপেশিকে সচল রাখে।ওই মস্তিষ্কের ক্রেনিয়াল বা ফেসিয়াল নাভে প্রদাহ বা প্রতিবন্ধকতা দেখা দিলে এই সমস্যা তৈরি হয়।
যদিও ফেসিয়াল পালসির সঠিক কারন নিনয় অনেক ক্ষেত্রেই কঠিন, তবে ফেসিয়াল নাভে ভাইরাস আক্রমন (herpes simplex virux) অতিরিক্ত ঠান্ড়া, আঘাত পেলে,বেলস পালসির কারন হিসাবে চিহ্নত করা হয়।
আক্রান্ত হবার আগে অনেক সময় মাথা ব্যাথা সহ আক্রান্ত পাশের কানের ব্যাথা হতে পারে।এর পর হঠাৎ করেই আক্রান্ত পাশের চোখ বন্ধ করতে, কথা বলতে, কপাল কুচকাতে, বা উপরে তুলতে,থুতু ফেলতে,পানি পান করতে, খাবার চিবাতে,অসুবিধাসহ মুখ এক দিকে বেঁকে যেতে পারে।
চিকিৎসা.........
যেহেতু এটি স্নায়ুবিক সমস্যায় সৃষ্টি মাংসপেশির অবশতা,তাই এর চিকিৎসার মূখ্য ভুমিকা হলো ফিজিওথেরাপি।এ রোগে আক্রান্ত হলে প্রথমে অাপনি এক জন নিউরো বিশেষজ্ঞের পরামর্শমতো পয়োজনে স্টেরয়েড, ভিটামিন,এবং তাঁর পাশাপাশি একজন ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হয়ে ফিজিওথেরাপি চিকিৎসা নিতে পারেন।ফিজিওথেরাপি চিকিৎসায় সাধারনত ইলেকট্রিক নাভ ইস্টিমুলেশনসহ পদ্ধতিগত চিকিৎসা ব্যায়াম অও ম্যাসেজ উপকারী।
এর জন্য যে ব্যায়াম করতে হবে.........
জোর করে চোখ মারার চেষ্টা করা, শিশ মারার চেষ্টা করা,ঠোঁট চেপে ধরে গাল ফুলানোর চেষ্টা করা,কপাল কুচকানো, ভ্রু কুচকানো ইত্যাদি।
শক্ত খাবার আক্রান্ত গালে খেতে হবে,অতিরিক্ত ঠান্ড়া খাবার পরিহার করতে হবে।
মনে রাখবেন,ফিজিওথেরাপি চিকিৎসা ফেসিয়াল প্যারালাইসিস রোগের একমাত্র মূল চিকিৎসা।
ধন্যবাদ
আছমা ফিজিওথেরাপি সেন্টার বগুড়া
কানুজগাড়ী,শেরপুর রোড়,বগুড়া।
মোবাইল ০১৭৯৯ ১৮৭৯০৯..০১৭৮৮ ৯২৮৭৭৭.
প্রতিদিন
বিকাল ৩ টা হতে রাত ৯ টা পযন্ত।
#ফিজিওথেরাপি #ফিজিওথেরাপিস্ট #বগুড়া #মুখবাঁকা