01/08/2025
"মানুষের মধ্যে কেউ কেউ দ্বিধা-দ্বন্দ্বে জড়িত হয়ে আল্লাহর ইবাদত করে। যদি সে কল্যাণপ্রাপ্ত হয় তবে ইবাদতের ওপর কায়েম থাকে আর যদি সে পরীক্ষায় পড়ে তবে আগের অবস্থায় ফিরে যায়। ইহকাল ও পরকালে সে ক্ষতিগ্রস্ত আর এটাই প্রকাশ্য ক্ষতি।"
[সূরা হজ্জ : ১১ আয়াত]
এদের অবস্থা সম্পর্কে আল্লাহ বলেন
"মাঝখানে ঝুলন্ত অবস্থায়, না এদিকে আর না ওদিকে।”
[সূরা নিসা: ১৪৩]