ডা এ এস এম সেলিম

ডা এ এস এম সেলিম Associate Professor (Pediatrics) & Co-ordinator (Shishu Bikash Kendro), TMSS Medical College & Hospital

রোগী দেখার সময়ঃ প্রতি রবি,মঙ্গল ও বৃহস্পতি বিকেল ৫ টা থেকে রাত ৯ টা ও শুক্রবার সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত

16/09/2025

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫

টাইফয়েড জ্বর থেকে আপনার শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী আগামী ১২ই অক্টোবর ২০২৫ থেকে মাসব্যাপী টিকাদান ক্যাম্পেইন শুরু হবে।
৯ মাস বয়স থেকে ১৫ বছর বয়সী সকল শিশু www.vaxepi.gov.bd ওয়েবসাইটে টিকার জন্য রেজিষ্ট্রেশন করতে পারবে। রেজিষ্ট্রেশন চলছে। দ্রুত রেজিষ্ট্রেশন করে নিন। সরকারের উদ্যোগে ইপিআই এর ব্যবস্থাপনায় বিনামূল্যে এই টিকা প্রদান করা হবে।

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় টাইফয়েড জ্বর আক্রান্তের হার বাংলাদেশে অনেক বেশি। The Global Burden of Disease- এর সমীক্ষা অনুযায়ী ২০২১ সালে বাংলাদেশে প্রায় ৪,৭৮,০০০ জন টাইফয়েড জ্বরে আক্রান্ত হয় এবং ৮০০০ জন মৃত্যুবরন করে, যার মধ্যে ৬৮ শতাংশই শিশু। তাই আপনার শিশুকে অবশ্যই এই টিকা দেবেন।

# # গুরুত্বপূর্ণ তথ্য :
১। কোন রোগীর জ্বর ১০০ ডিগ্রি ফারেনহাইট এর বেশি হলে অথবা টিকা গ্রহনের দিন অসুস্থ থাকলে অথবা পূর্বে কোন টিকা দেওয়ার পর এলার্জির ইতিহাস থাকলে সে টিকা দিতে পারবেনা।
২। গর্ভবতী কিশোরী বা দুগ্ধদানকারী মা এই টিকা দিতে পারবেননা।
৩। ১৫ বছরের বেশি বয়সী কেউ সরকারিভাবে প্রদত্ত এই টিকা দিতে পারবেনা। তবে সেই ব্যক্তি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ ব্যবস্থাপনায় এই টিকা গ্রহন করতে পারবেন।
৪। পূর্বে টাইফয়েড রোগে আক্রান্ত হয়ে থাকলে সেই ব্যক্তিও এই টিকা গ্রহন করতে পারবে।
৫। টাইফয়েড টিকা গ্রহনের সময়, অর্থাৎ একইসাথে, পূর্বে কিংবা পরে অন্য টিকা গ্রহন করা যাবে।
৬। পূর্বে টাইফয়েড টিকা গ্রহন করে থাকলেও ক্যাম্পেইন চলাকালীন সময়ে অবশ্যই তাকে ১ ডোজ টাইফয়েড টিকা নিতে হবে।
৭। টিকা গ্রহনের পূর্বে নাস্তা খেয়ে আসতে হবে, অর্থাৎ খালি পেটে টিকা নেওয়া যাবেনা।

ডা.এ.এস.এম সেলিম
সহযোগী অধ্যাপক (শিশু)
টিএমএসএস মেডিকেল কলেজ, বগুড়া
১৬/০৯/২০২৫

বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক অনুমোদিত এবং নিরাপদ ভয়ের কোনো কারণ নাই। আপনার বাচ্চাকে নিশ্চিন্তে টিকা দিন।
14/09/2025

বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক অনুমোদিত এবং নিরাপদ ভয়ের কোনো কারণ নাই।
আপনার বাচ্চাকে নিশ্চিন্তে টিকা দিন।

আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। সবার প্রিয় ও বিশ্বস্ত প্রতিষ্ঠান ইবনে সিনা বগুড়া, কলোনী শাখায় নতুনভাবে চেম্বার শুরু কর...
19/08/2025

আসসালামু আলাইকুম।

আলহামদুলিল্লাহ। সবার প্রিয় ও বিশ্বস্ত প্রতিষ্ঠান ইবনে সিনা বগুড়া, কলোনী শাখায় নতুনভাবে চেম্বার শুরু করলাম (রুম নং :৪১১) আমার নিস্পাপ ছোট ছোট বাচ্চা রোগীদের যেন সর্বোচ্চ সেবা দিতে পারি সকলের কাছে সেই দোয়া চাই।

"আর আমি যখন অসুস্থ হই তিনিই (আল্লাহ) আমাকে সুস্থতা দান করেন"

🛡️ টাইফয়েড টিকা এখন সরকারি ব্যবস্থাপনায়! 🛡️১লা সেপ্টেম্বর ২০২৫ থেকে শুরু হচ্ছে EPI-এর অধীনে টাইফয়েড ভ্যাকসিন কার্যক্র...
23/07/2025

🛡️ টাইফয়েড টিকা এখন সরকারি ব্যবস্থাপনায়! 🛡️
১লা সেপ্টেম্বর ২০২৫ থেকে শুরু হচ্ছে EPI-এর অধীনে টাইফয়েড ভ্যাকসিন কার্যক্রম।
৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের ১ ডোজ করে টাইফয়েড টিকা দেওয়া হবে — একদম বিনামূল্যে!
👧👦 অন্তর্ভুক্ত থাকছে –
প্লে গ্রুপ থেকে নবম শ্রেণি পর্যন্ত স্কুলের ছাত্র-ছাত্রীরা।
💉 টাইফয়েড টিকা কেন জরুরি?
টাইফয়েড একটি মারাত্মক ব্যাকটেরিয়াজনিত রোগ। এই টিকা আপনার শিশুকে টাইফয়েড জ্বর থেকে নিরাপদ রাখে।
📌 টিকা নিতে যা দরকার:
✔️ ১৭-ডিজিটের ডিজিটাল জন্মনিবন্ধন সনদ
(না থাকলে এখনই করে ফেলুন)
✔️ EPI ক্যাম্পেইনের সময় ঘোষণার পর আপনার এলাকার EPI (Expanded Programme on Immunization) সেন্টারে যান
✔️ সঙ্গে নিন শিশুকে ও জন্মনিবন্ধনের সনদ
🌐 রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন:
👉 https://vaxepi.gov.bd
🔄 আগে যারা HPV টিকার সময় নিবন্ধন করেছেন, তাদের নতুনভাবে রেজিস্ট্রেশন করার দরকার নেই।
➤ শুধু লগইন করে টাইফয়েড টিকার জন্য রেজিস্টার করলেই হবে।
➤ মোবাইল নম্বর ভুলে গেলে “Forget Mobile Number” অপশন ব্যবহার করুন।
🚨 যারা এখনো রেজিস্ট্রেশন করেননি –
১️. প্রথমে অ্যাকাউন্ট তৈরি করুন
২️. এরপর টাইফয়েড টিকার জন্য রেজিস্ট্রেশন করুন
সঠিক তথ্য জেনে, সময়মতো প্রস্তুতি নিন।
আমাদের শিশুদের সুস্থ ভবিষ্যতের জন্য একসাথে এগিয়ে আসুন। ❤️

মোবাইলের চোরাবালিতে ডুবে যাওয়া সন্তানের জন্য এক অসহায় মায়ের আর্তনাদ। মোবাইল, নেট..; একটি সামাজিক সমস্যা। ভবিষ্যৎ প্রজন্ম...
19/05/2024

মোবাইলের চোরাবালিতে ডুবে যাওয়া সন্তানের জন্য এক অসহায় মায়ের আর্তনাদ। মোবাইল, নেট..; একটি সামাজিক সমস্যা। ভবিষ্যৎ প্রজন্ম এক ভয়ানক পরিনতির দিকে ঢুকে যাচ্ছে, এটা জাতির জন্য অশনি সংকেত। ভবিষ্যতে অটিজম শিশুর সংখ্যা আশংকাজনক হারে বাড়তে থাকবে 😭😭😭



#ডা_এ_এস_এম_সেলিম

15/11/2023




09/11/2023
13/09/2023

Doctor TV তে আজকের লাইভ প্রোগাম।

সবাইকে দেখার আমন্ত্রণ।
12/09/2023

সবাইকে দেখার আমন্ত্রণ।

ATN Bangla চ্যানেলে Health Junction লাইভ অনুষ্ঠানে সরাসরি কথা বলছি। আজকের টপিক ঃ শিশুর অপুষ্টির কারণ ও সমাধান। ১৯/০৩/২০২...
19/03/2023

ATN Bangla চ্যানেলে Health Junction লাইভ অনুষ্ঠানে সরাসরি কথা বলছি। আজকের টপিক ঃ শিশুর অপুষ্টির কারণ ও সমাধান। ১৯/০৩/২০২৩ দুপুর ১ঃ১০ থেকে ১ঃ৫০ পর্যন্ত।

Address

ইবনে সিনা হাসপাতাল এন্ড ডায়াগনিস্টিক সেন্টার, বগুড়া, কলোনী , শেরপুর রোড, বগুড়া সদর, বগুড়া।
Puran Bogra
5800

Telephone

+8801717564073

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডা এ এস এম সেলিম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ডা এ এস এম সেলিম:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram