16/09/2025
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫
টাইফয়েড জ্বর থেকে আপনার শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী আগামী ১২ই অক্টোবর ২০২৫ থেকে মাসব্যাপী টিকাদান ক্যাম্পেইন শুরু হবে।
৯ মাস বয়স থেকে ১৫ বছর বয়সী সকল শিশু www.vaxepi.gov.bd ওয়েবসাইটে টিকার জন্য রেজিষ্ট্রেশন করতে পারবে। রেজিষ্ট্রেশন চলছে। দ্রুত রেজিষ্ট্রেশন করে নিন। সরকারের উদ্যোগে ইপিআই এর ব্যবস্থাপনায় বিনামূল্যে এই টিকা প্রদান করা হবে।
বিশ্বের অন্যান্য দেশের তুলনায় টাইফয়েড জ্বর আক্রান্তের হার বাংলাদেশে অনেক বেশি। The Global Burden of Disease- এর সমীক্ষা অনুযায়ী ২০২১ সালে বাংলাদেশে প্রায় ৪,৭৮,০০০ জন টাইফয়েড জ্বরে আক্রান্ত হয় এবং ৮০০০ জন মৃত্যুবরন করে, যার মধ্যে ৬৮ শতাংশই শিশু। তাই আপনার শিশুকে অবশ্যই এই টিকা দেবেন।
# # গুরুত্বপূর্ণ তথ্য :
১। কোন রোগীর জ্বর ১০০ ডিগ্রি ফারেনহাইট এর বেশি হলে অথবা টিকা গ্রহনের দিন অসুস্থ থাকলে অথবা পূর্বে কোন টিকা দেওয়ার পর এলার্জির ইতিহাস থাকলে সে টিকা দিতে পারবেনা।
২। গর্ভবতী কিশোরী বা দুগ্ধদানকারী মা এই টিকা দিতে পারবেননা।
৩। ১৫ বছরের বেশি বয়সী কেউ সরকারিভাবে প্রদত্ত এই টিকা দিতে পারবেনা। তবে সেই ব্যক্তি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ ব্যবস্থাপনায় এই টিকা গ্রহন করতে পারবেন।
৪। পূর্বে টাইফয়েড রোগে আক্রান্ত হয়ে থাকলে সেই ব্যক্তিও এই টিকা গ্রহন করতে পারবে।
৫। টাইফয়েড টিকা গ্রহনের সময়, অর্থাৎ একইসাথে, পূর্বে কিংবা পরে অন্য টিকা গ্রহন করা যাবে।
৬। পূর্বে টাইফয়েড টিকা গ্রহন করে থাকলেও ক্যাম্পেইন চলাকালীন সময়ে অবশ্যই তাকে ১ ডোজ টাইফয়েড টিকা নিতে হবে।
৭। টিকা গ্রহনের পূর্বে নাস্তা খেয়ে আসতে হবে, অর্থাৎ খালি পেটে টিকা নেওয়া যাবেনা।
ডা.এ.এস.এম সেলিম
সহযোগী অধ্যাপক (শিশু)
টিএমএসএস মেডিকেল কলেজ, বগুড়া
১৬/০৯/২০২৫